নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ হাসান জীবন

https://www.facebook.com/Zibonnnn

আমার জীবন

একজন আম পাব্লিক, যার প্রথম প্রেম হলো এডোবি ইলাস্ট্রেটর, দ্বিতীয় প্রেম এডোবি ফটোশপ এবং তৃতীয় প্রেম কোনো এক বালিকা!

আমার জীবন › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মানে কী? :|

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

এক কাগা আসছে আমার কাছে- "বাবা, ইন্টারনেটে একটু খুঁজে দেখো তো ব্লগার মানে কী?" :-&

পড়লাম মুশকিলে.... ব্লগারের বাংলা তো কোনদিন খুজতে যাই নাই। :|

কইলাম- "যারা ব্লগ লেখে, তাদের ব্লগার বলে।"

- "না, তুমি একটু খুঁজে দেখো। ডিকশনারীতে খুঁজেও কোন মানে পাই নাই, আগের ডিকশনারী তো! এমপি সাহেব আমার কাছে জানতে চাইছে।" :-&

- "ও আইচ্ছা।" গুগল মামারে আস্কাইলাম- মামা ব্লগার এর বাংলা কি? গুগল মামা মাথা চুলকায়া কয় এই বিষয়ে তো তেমন কোন তথ্য নাই আমার কাছে। ট্রান্সলেটরও এহন ঘুমায় (ঢুকা যাইতেছিলো না, কিন্তু আমি সিউর ট্রান্সলেটরও ব্লগার এর বাংলা "ব্লগার"-ই দেখাইতো), এই লও ব্যাঙা ভাইগ্নার একটা ব্লগের লিংক। সোজা সামুতে চইলা যাও।

লিংক ধইরা সামুতে গেলাম, "ব্যাঙা ভাই" -এর সেই ব্লগ পড়ে জানতে পারলাম ব্লগ শব্দটা এসেছে "ওয়েব লগ" থেকে। ব্লগ মানে অনলাইন দিনপঞ্জি! তাইলে মানে কী দাঁড়াইলো? যে অনলাইনে তার দিনপঞ্জি বা দৈনিক ঘটনা প্রবাহ লেখে তারে ব্লগার কয়? B:-) মাইরালা আমারে :| কাগারে ব্লগ দেখায়া কইলাম-

- "এই দ্যাহেন। এর চেয়ে বেশি কিছু খুঁইজা পাইলাম না। ব্লগারের বাংলা দিয়া আসলে ব্লগারের ব্যাপারে ধারণা পাওয়া খুব মুশকিল। এমন কিছু ইংরেজী থাকে যে তার বাংলা করলে আসল অর্থখানাই হারাইয়া যায়। ব্লগ হইলো এমন একটা মাধ্যম, যেখানে যে কেউ তার চিন্তা-ভাবনাগুলো লিখে শেয়ার করতে পারে। সেটা হতে পারে গল্প, কবিতা, গান, প্রবন্ধ, নাটক, উপন্যাস, ছড়া, রাজনীতি, খেলাধুলা, ধর্মীয় আলোচনা বা সমসাময়ীক বিভিন্ন ইস্যু এমনকি ব্যক্তিগত বিষয়ও। কোন সম্পাদকরে পত্র পাঠায়া ছাপানোর জন্য অনুরোধ করতে হয় না।"

- "নাহ, তাইলে তুমি ব্লগার মানে জানোনা। এইডার কি যেন একটা মানে আছে। শাহবাগে দেখো না ব্লগারেরা সব আন্দোলন করতেছে!"

- "ওহ আইচ্ছা। আন্দোলনের সাথে তাইলে এইসব অর্থ খাপ খাইতেছে না?"

- "উহু। তাইলে খুঁইজা পাইলা না?"

- "নাহ।"

- "আইচ্ছা, তাইলে আসি।"

- "আসেন।"

মনে মনে কইলাম "হে ব্লগার সম্প্রদায়! তোমরা এ কোন আন্দোলন শুরু করিলে যে এমপি-মন্ত্রীরা এখন ডিকশনারীতে ব্লগার মানে খুঁজে বেড়ায়! এই বয়সে তাদের আবারো লেখাপড়া করার চাপ দেয়া কি ঠিক? ইউ ব্লগার্স আর রিয়েলি পোম গানা!" =p~ =p~ =p~

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

পথহারা সৈকত বলেছেন: ইউ ব্লগার্স আর রিয়েলি পোম গানা!" :P :P

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

লিঙ্কনহুসাইন বলেছেন: সোজা বলে দিতেন ব্লগার মানে নাস্তিক :( :(( :(( :((

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

বোকামন বলেছেন: ব্লগার .......

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

ভুল উচ্ছাস বলেছেন: ব্লগ এখন আর দিনপঞ্জি লেখার মধ্যেই সীমাবদ্ধ নাই, এখন তো সামুতে বিভিন্ন এনালাইসিস, সমালোচনা। আন্দোলনের সাথে জড়িত সচতনামুলক পোস্ট এছারাও বলতে গেলে মুক্ত গণমাধ্যম। এভাবেই বলতে পারতেন। মূলত ব্লগার কে নির্দিষ্ট কোন সংজ্ঞা দিয়ে আটকে রাখা আসলেই টাফ কারন ব্লগারের প্রকারেই রয়েছে হাজারো টাইপ। সে যাই হোক উই ব্লগারস আর রিয়েলি পম গানা।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

সূচিপত্র বলেছেন: জামাত-শিবির এর অর্থে ব্লগার মানে- নাস্তিক (যদি তাদের বিচার না চাওয়া হয় তাহলে পরিবর্তনের সংরক্ষিত দায়িত্ব তারা রাখে)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.