নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ হাসান জীবন

https://www.facebook.com/Zibonnnn

আমার জীবন

একজন আম পাব্লিক, যার প্রথম প্রেম হলো এডোবি ইলাস্ট্রেটর, দ্বিতীয় প্রেম এডোবি ফটোশপ এবং তৃতীয় প্রেম কোনো এক বালিকা!

আমার জীবন › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষার আগে বইয়ের সাথে আপনার সম্পর্ক কিরূপ? :| আমারটা গানে গানে ব্যাখ্যা করলাম

২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৭

শিক্ষাজীবনে কখনো সিরিয়াস ছাত্র হইতে পারিনাই। বইয়ের সাথে আমার প্রেম শুরু হয় পরীক্ষার কয়েকদিন আগে।



পরীক্ষার ৫ দিন আগেঃ

কতদিন দেখিনি তোমায়, তবু...

মনে পড়ে তব মুখখানি... :|



পরীক্ষার ৪ দিন আগেঃ

যখনি তোমাকে, দেখেছি দুচোখে,

কি যে হলো এ বুকে...

সারাবেলা সারা সন্ধ্যা-সকাল,

মনে পড়ে তোমাকে...

মনে পড়ে তোমাকে... :> ;)



পরীক্ষার ৩ দিন আগেঃ

চোখ মেললেই দেখি তোমাকে,

চোখ বুজলেই পাই আরও কাছে...

আরও বেশি ভালোবাসা,

আমি দিতে চাই...

যতো ভালোবাসা, পৃথিবীতে আছে...

ভালোবাসি, বড় ভালোবাসি...

এর বেশি ভালোবাসা যায়না... :>



পরীক্ষার দুইদিন আগেঃ

বড় আশা করে এসেছি গো কাছে টেনে নাও... :!>



পরীক্ষার আগের রাতেঃ

এই রাত তোমার তোমার...

শুধু দুজনার... :#> :!>



পরীক্ষার হলে কোশ্চেন হাতে পেয়েঃ

চোখ বুজিলেই দুনিয়া আন্ধার,

হায়রে... চোখ বুজিলেই দুনিয়া আন্ধার...

কিসের বাড়ি কিসের ঘর, কিসের সংসার?

চোখ বুজিলেই দুনিয়া আন্ধার... ;)



পরীক্ষার হলে ১ম ঘন্টায়ঃ

ভালোবাসতে গিয়ে আমি, দুঃখই শুধু পেলাম...

কাছে আসতে গিয়ে তোমার, দূরেই রয়ে গেলাম...

আমি ভুলকে ফুল ভেবে, কাঁটার আঘাত নিতে এলাম..

ভালোবাসতে গিয়ে আমি, দুঃখই শুধু পেলাম... :((



২য় ঘন্টায়ঃ

তোমার চোখেরও পাতা নাচেনা, নাচেনা আমারও পথ চেয়ে..

তোমার পায়ে পায়ে মল বাজেনা, বাজেনা আমারও পথ চেয়ে...

হাসেনা, হাসেনা, সে হাসি মধুময়...

তুমি আর নেই সে তুমি..

তুমি আর, তুমি আর...

তুমি আর নেই সে তুমি... /:)



৩য় ঘন্টায়ঃ

সময় যেনো কাটেনা...

বড় একা একা লাগে...

এই মুখর জনারণ্যে...

বিরহি বাতাস বহে,

শুধু তোমার জন্যে...

সময় যেনো কাটেনা... /:)



৪র্থ ঘন্টায়ঃ

তুমি কি দেখেছো কভু, জীবনের পরাজয়...

দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়..

তিলে তিলে তার ক্ষয়...

তুমি কি দেখেছো কভু, জীবনের পরাজয়... :((



পরীক্ষার হল থেকে বেরিয়েঃ

আজ দুজনার দুটি পথ ওগো,

দুটি দিকে গেছে বেঁকে... :|



পরীক্ষার হল থেকে বেরিয়ে ফ্রেন্ডদের সাথে যাওয়ার সময় তারা যখন এই প্রশ্নের উত্তর এইটা হবে না ঐটা হবে, সময়ের অভাবে একটা প্রশ্ন শেষ করতে পারিনাই টাইপ লেকচার দেয় তখনঃ

নীল আকাশের, নিচে আমি...

রাস্তা চলেছি একা...

নীল আকাশের, নিচে আমি...

রাস্তা চলেছি একা...

এই সবুজের শ্যামল মায়ায়..

বৃষ্টি পড়েছে ঢাকা... :|

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৮

ইমাম হাসান রনি বলেছেন: পোষ্টের ট্যাগ পইড়া হাসতে হাসতে আমি শ্যাষ =p~ =p~ সারা বছর অল্প অল্প করে পড়ি তাই পরীক্ষার আগের রাতে পেইন লাগে না ;) ;) ;)

চোখ মেললেই দেখি তোমাকে,
চোখ বুজলেই পাই আরও কাছে...
আরও বেশি ভালোবাসা,
আমি দিতে চাই...
যতো ভালোবাসা, পৃথিবীতে আছে...

২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৩

আমার জীবন বলেছেন: ইহাই ভালো ছাত্রদের বৈশিষ্ট্য, সারা বছর অল্প অল্প করে পড়া। কবি বলেছেন-

ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল,
নিয়ে গেলে পরীক্ষার হলে বুকে পাবি বল... /:)

২| ২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

মৃন্ময় বলেছেন: আহ কতদিন এমন বিনুডুন বন্চিত ছিলাম।

২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

আমার জীবন বলেছেন: ;)

৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২২

স্পেলবাইন্ডার বলেছেন: =p~ =p~ =p~

২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

আমার জীবন বলেছেন: :D

৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: শুধু আপনার পোস্টে কমেন্ট করার জন্য লগ-ইন করলাম। খুব ভাল লেগেছে।+++++++++++++++

২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

আমার জীবন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :D প্রীত হলাম।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২১

চারশবিশ বলেছেন: সেরম লাগল

২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

আমার জীবন বলেছেন: ধন্যবাদ ফোর টুয়েন্টি ভাই ;)

৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি অনেক পড়ুয়া স্টুডেন্ট ;)

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০

আমার জীবন বলেছেন: হ, আপনি রেগুলার সামু পড়েন ;) দেখি তো।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫

বোকামানুষ বলেছেন: দারুণ লাগলো
পড়ে হাসতে হাসতে কাহিল অবস্থা =p~ B-)

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩০

আমার জীবন বলেছেন: আপনার দারুণ লেগেছে জেনে আমারও দারুণ লাগলো :D ধন্যবাদ।

৮| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৫

হাসান মাহবুব বলেছেন: জোস হৈসে!

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০২

আমার জীবন বলেছেন: ধন্যবাদ হামা ভাই :D

৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০১

সচেতনহ্যাপী বলেছেন: সত্যি বাস্তবতার সাথে ছন্দ ও ইমুর মিল দেখে পড়তে পড়তে নিজের অজান্তই হাসি এসে গেল।। না পড়লেই এতো চমৎকার একটা লেখা মিস করতাম।।
ঠিক যেন আমারই জীবনকথা। প্রতিটি পরীক্ষায়ই টেনে-টুনে পাশ এমনকি সংসার জীবনেও।

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১৩

আমার জীবন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :D অন্তত একজনের সাথে আমার অবস্থার মিল পেয়ে ভালো লাগলো। B-)

১০| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২০

ছবিঘর বলেছেন: দারুন হইসে।আমি তো হাসতে হাসতে নাই =p~ =p~ =p~ =p~ =p~

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪২

আমার জীবন বলেছেন: ওহ নো! আপনি হাসতে হাসতে নাই হয়ে গেলে তো আমার বিরুদ্ধে অপহরণ মামলা হবে! /:)

ধন্যবাদ :D B-)

১১| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চ্রম!

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০২

আমার জীবন বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.