![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি জানি বলব....... ধুত্তর মনে পরছেনা, :( :( :( আচ্ছা পরে বলব, ঠিক আছে ......... এখন জয় গোস্বামীর একটা কবিতা বলি যেভাবে বৃষ্টির জল তোড়ে বয়ে যায় ঢালুদিকে সেইভাবে, আমার জীবন আজ অধোগামী । সালোয়ার একটু উঁচু করে তুমি সেই জল ভেঙে ভেঙে রাস্তা পার হয়ে গেলে এত যত্নে, সাবধানে, যেন বা জলের গায়ে আঘাত না লাগে !
If you miss the train I'm on
You will know that I am gone
You can hear the whistle blow
A hundred miles
A hundred miles, A hundred miles
A hundred miles, A hundred miles
You can hear the whistle blow
A hundred miles
Lord I'm one
Lord I'm two
Lord I'm three
Lord I'm four
Lord I'm five hundred miles
From my home
500 miles, 500 miles
500 miles, 500 miles
Lord I'm 500 miles
From my home
Not a shirt on my back
Not a penny to my name
Lord I can't go home this way
This way, This way
This way, This way
Lord I can't go home this way
If you miss the train I'm on
You will know that I am gone
You can hear the whistle blow
A hundred miles
০১ লা মার্চ, ২০১০ দুপুর ২:০২
ইচ্ছে বলেছেন: আর আমার মনটা উদাস হলে গানটা শুনি...
২| ০১ লা মার্চ, ২০১০ সকাল ৯:৫০
অগ্নিলা বলেছেন: প্রথমাবারের মত কারো ব্লগে মন্তব্য করছি,
গানটা আগেই শুনেছি। আবারো দেখে ভাল লাগলো
০১ লা মার্চ, ২০১০ দুপুর ২:০৯
ইচ্ছে বলেছেন: আপনাকে বাঁধ ভাঙার আওয়াজে স্বাগতম...
আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ।
৩| ০১ লা মার্চ, ২০১০ সকাল ১০:০৪
চাচামিঞা বলেছেন: এইটা আমার খুব প্রিয় একটা গান......।
ধন্যবাদ।
০১ লা মার্চ, ২০১০ দুপুর ২:১০
ইচ্ছে বলেছেন: আপনাকেউ ধন্যবাদ চাচামিঞা
৪| ০১ লা মার্চ, ২০১০ সকাল ১০:২০
ফয়সালরকস বলেছেন:
যখন আমি এইটার হিন্দি ভার্সন শুনি তহন পুরা তব্দা খাইছিলাম!
আশ্চর্য লাগে...মানুষ পারেও!
০১ লা মার্চ, ২০১০ দুপুর ২:১৩
ইচ্ছে বলেছেন: হিন্দি ভার্সনটা মনে হয় অনেক দিন আগে শুনেছিলাম এখন ভুলে গেছি, ভালই হয়েছে আসলটার ধারে কাছেও যাওয়ার কথা না..
৫| ০১ লা মার্চ, ২০১০ সকাল ১০:২৬
হেমায়েতপুরী বলেছেন:
যদি ট্রেন চলে যায়
আর না আসো তুমি
জেনো বিদায়...
শুধু দূর থেকে ভেসে আসা
হুইসেলের শব্দ শুনতে পাবে
হয়ত বহুদূরে, ১০০ মাইল দূরে...
হে ঈশ্বর,
আমি দূরে, বহুদূরে হারিয়ে গেছি
হয়ত ১০০ বা ২০০ মাইল
অথবা ৩০০, হতে পারে ৪০০
বা ৫০০ মাইল দূরে
বহুদূরে... দূর থেকে দূরে চলে গেছি...
পরিধেয় পোষাকহীন, কপর্দকশুন্য
এই আমি
জানি এ পথে আর ঘরে ফিরবো না...
ফিরবো না আর
এ পথে ফিরবো না
আবার ঘরে
আমার পুরাতন নীড়ে...
০১ লা মার্চ, ২০১০ দুপুর ২:১৭
ইচ্ছে বলেছেন: প্রথমে আমি বাংলায় পোষ্টটা দেব চিন্তা করেছিলাম কিন্তু বাংলায় গানের ভাবার্থটা সুন্দর করে বের করতে না পারায় ইংরেজীতে দিয়েছিলাম, আপনি আমার ইচ্ছে টা পুরন করে দিলেন..
যদিও শাব্দিক দিকথেকে অনুবাদ ঠিক আছে কিন্তু এই গানের যে ব্যাকুলতা টা আছে তা বাংলায় ধরা পরে নাই...
৬| ০১ লা মার্চ, ২০১০ সকাল ১১:৫৯
নুরুজ্জামান মানিক বলেছেন: এইটা আমার খুব প্রিয় একটা গান .
০১ লা মার্চ, ২০১০ দুপুর ২:১৯
ইচ্ছে বলেছেন: ধন্যবাদ
৭| ০১ লা মার্চ, ২০১০ দুপুর ১২:০১
মশিউর রহমান মেহেদী বলেছেন: i need the download link.can any one send me that plzzzzzzzzzzzzz.
[email protected]
০১ লা মার্চ, ২০১০ দুপুর ২:০৭
ইচ্ছে বলেছেন: Click This Link
http://www.mp3bubble.com/list.php?term=Peter Paul and Mary 500 Miles&new=y&org=addon&v=bwB2A9HHaCU
৮| ০১ লা মার্চ, ২০১০ দুপুর ১২:৫৩
মন মণষা বলেছেন: সুর টা মনে হলেই তো মন খারাপ হয়ে যায়...দারুন... ধন্যবাদ আপনাকে...
৯| ০১ লা মার্চ, ২০১০ দুপুর ১২:৫৩
মন মণষা বলেছেন: সুর টা মনে হলেই তো মন খারাপ হয়ে যায়...দারুন... ধন্যবাদ আপনাকে...
০১ লা মার্চ, ২০১০ দুপুর ২:১৯
ইচ্ছে বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১০| ০১ লা মার্চ, ২০১০ দুপুর ২:২৪
হেমায়েতপুরী বলেছেন: আমি অনেক আগে এটা পোস্ট দিয়েছিলাম, অনুবাদটা আর বলেছিলাম দু:সাহস দেখিয়েছি। আসলেই এই গানের অনুভুতি, আবেদন বা আবেগের ধারকাছ দিয়ে যাবে তেমন অনুবাদ করা কিভাবে সম্ভব?
গানটার ৬টা ইংরেজী ভার্সন শুনেছি... হিন্দীতে একই সুরে আছে জাব কোই বাত বিগার যায়ে.. ...
ভাল থাকুন নিরন্তর।
১১| ২৪ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪১
প্রিয়স্রোত বলেছেন:
আমি এই একটা গানৈ মুকষ্থ পাড়ি!!
০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৩
ইচ্ছে বলেছেন: ধন্যবাদ
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১০ বিকাল ৩:১২
শোশমিতা বলেছেন: দারুন. ।গানটা আগেই শুনেছি। আবারো দেখে ভাল লাগলো । কিছু কিছু গান বার বার শুনলে ও ভালোলাগে।
০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৩
ইচ্ছে বলেছেন: ধন্যবাদ
১৩| ২৪ শে জুলাই, ২০১০ সকাল ১১:৫০
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: +++++++
অসাধারণ রকমের বিষণ্ণ একটা গান।
গভীর রাতে রুম অন্ধকার করে গানটা প্রায়ই শুনি।
২৪ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫৭
ইচ্ছে বলেছেন: আমিও মন খারাপ হলে, মাঝে মাঝেই গাই গানটা। ধন্যবাদ আপনাকেও
১৪| ২৪ শে জুন, ২০১১ রাত ৯:০৬
রিফাত হোসেন বলেছেন: +++++++++++++
২৬ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:৪২
ইচ্ছে বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১০ সকাল ৯:৪৮
হায়রে দুনিয়া বলেছেন: গানটা শুনলেই মনটা উদাস হয়ে যায়।