নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষ্যাপার কলাম

No body is perfect I am no body

ক্ষ্যাপাপাগলা

No body is perfect I am no body.

ক্ষ্যাপাপাগলা › বিস্তারিত পোস্টঃ

সুপার হিরো অরিজিন- পর্ব-২

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৯

আজ লিখছি সুপার হিরো অরিজিন- এর ২য় পর্ব। এর পরে ধারাবাহিক ভাবে আপনাদের ভাল লাগলে চালিয়ে যাবার ইচ্ছা আছে। এমন কি সুপার ভিলেন দের নিয়েও লেখার ইচ্ছা আছে।
আজ লিখছি সুপার হিরো ডেডপুল সম্পর্কেঃ


ডেডপুল মার্ভেল কমিকস এর একটি সুপার এন্টিহিরো ক্যারেক্টার। লেখক Fabian Nicieza এবং স্কেচশিল্পী ও লেখক Rob Liefeld মিউট্যান্ট#৯৮(ফেব্রুয়ারি ১৯৯১) তে ডেডপুলের অভিষেক ঘটান। ডেডপুল ক্যারেক্টার কে X-force এর একটি প্রজেক্টে Weapon-X (Weapon-X সম্পর্কে অন্যদিন লিখব) নামে পরিমার্জন এবং উন্নতকরনের মাধ্যমে সুপারভিলেন হিসাবে দেখানো হলেও সেটি তার পরিচয়কে নেগেটিভ ধারায় প্রবাহিত করেনি বরং সে এন্টিহিরো হিসাবেই জনপ্রিয়।



ডেডপুল চরিত্রটির আসল নাম হল ওয়েড উইলসন। ৬'২ " উচ্চতা এবং ২১০ পাউন্ড ওজনের ডেডপুল তার মুখ তথা উল্টাপাল্টা কথাবার্তার জন্য আলোচিত। ডেডপুল এর অতীত সম্পর্কে স্পষ্ট কিছু যানা যায় না তর্থাত ধোয়াশা রয়েছে। এমন কি তার নাম প্রকৃত পক্ষে ওয়েড উইলসন কিনা সে সম্পর্কে তার শারিরিক অবস্থার কারনে সে স্পষ্টভাবে কিছু মনে করতে পারে না। ডেডপুল #৩৩ কমিকস এ টি-রে নামক ব্যক্তি দাবী করে সেই প্রকৃত ওয়েড উইলসন, এবং ডেডপুল তার পরিচয় চুরি করেছে এবং সে একজন খুনী। অন্য দিকে থর এ ভাই আর এক সুপার ভিলেন লোকি দাবী করে সে ডেড পুলের পিতা। যার কোনটিই ডেডপুল সমাধান করতে পারে নাই, সে ওয়েড উইলসন কিনা, কে তার পিতা ইত্যাদি বিষয়গুলি তাকে একটা একটা ভাড়ে পরিনত করে এবং ডেডপুল অনুধাবন করে যে, সে মানসিক ভারসাম্যহীন এবং নিজেই একটা জোক। অতীত ঘাটতে ঘাটতে এটি সে মেনে নেয় এবং তার কর্মকান্ডে সবসময় সেটির বহিপ্রকাশ হয়।



যাইহোক এবার তার অরিজিন নিয়ে আলোচনা করা যাক। ওয়েড উইলসন একজন সাবেক মিলিটারি সদস্য যাকে খারাপ ব্যাবহারের জন্য বের করে দেয়া হয়। পরবর্তীতে তার ক্যান্সার ধরা পড়লে, সে তার ক্যান্সারের প্রতিশোধক প্রাপ্তির বদলে মিলিটারির super human enhance প্রজেক্টে নিজেকে ব্যবহার করতে দিতে সম্মত হয়। ইউএস সরকারে গোপনীয় এই প্রজেক্টে আর এক জনপ্রিয় উলভারিন চরিত্রের হিলিং পাওয়ার তার শরীরে প্রতিস্হাপন করা হয়। কিন্তু অপ্রত্যাশিত ভাবে তার শরীরের ক্যান্সারের জিবানু অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় এবং সারা দেহে ছোট ছোট দাগ হয়ে ফুলে যায় এবং অতিরিক্ত মাত্রায় নিউরোলজীক্যাল ড্যামেজড হয়ে failed project লেবেল প্রাপ্ত হয়ে অন্নান্যদের সাথে সেল এ থাকে। সেখানে সে অন্যান্য লোকদের দ্বারা উত্যক্ত হয় এবং গন্ডগোলের এক পর্যায়ে মারাত্বক ভাবে আহত হয়। সে মৃত্যুর মুখ থেকে ফেরত আসে যখন প্রথম বারের মত তার হিলিং সিষ্টেম চালু হয়। সে কদাকার হলেও ক্যন্সার থেকে মুক্তি পায়। অস্থির মানসিক অবস্থা আর কদাকার হওয়া সত্বেও সে নিজেকে তৈরী করে এবং সেখান থেকে পালিয়ে গিয়ে ছদ্ববেশে নিজেকে ডেডপুল নামে একজন ভাড়াটে খুনি হিসাবে প্রতিষ্ঠিত করে। তার নিওরোজিক্যাল ডেমেজের কারনে তার সৃষ্টির কারন সহ অতীতের অধিকাংশ ঘটনাই সে ভুলে যায়।



ডেডপুল লাল সুট পরিহিত, মার্শালর্আট এর একজন এক্সপার্ট, সম্মুখ মারামারিতে পারদর্শী, বিভিন্ন অস্ত্র চালনায় পারদর্শী, আততায়ী হামলায় ও তরবারি চালনায় দক্ষ। ডেডপুলের অতিমানবীয় হিলিং পাউয়ার এবং অর্গান তৈরীর ক্ষমতা রয়েছে, যা তাকে তাতক্ষনিকভাবে যে কোন রোগ, ড্রাগ এর প্রভাব ও ক্ষত থেকে সারিয়ে তোলে এবং অতিমানবীয় শারিরিক ক্ষমতা ও শক্তি প্রদান করে।

ডেডপুল বিভিন্ন সময়ে X-Force, Agency X; formerly Six Pack, One World Church, DP Inc., Weapon X, Heroes for Hire, Secret Defenders, Frightful Four, Team Deadpool, Landau, Luckman & Lake, Department K; former employee of Genesis, Tolliver, Kingpin, Taskmaster ইত্যাদি গ্রুপের সক্রিয় সদস্য হিসাবে অংশগ্রহন করে।

X-Men Origins: Wolverine(২০০৯) মুভিতে Ryan Reynolds ডেডপুল চরিত্রে অভিনয় করেন। এছাড়া ২০১৬ সালে আসছে ডেডপুলকে প্রধান চরিত্র করে Deadpool(2016) শিরোনামে মার্ভেলের নতুন ছবি।
ট্রেইলার লিংকঃ Deadpool 2016


মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৩

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: আগে কমন গুলো দিয়ে শুরু করতেন ভ্রাতা। :) সিরিজ ভালো হচ্ছে। চালিয়ে যান।

২| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৮

ক্ষ্যাপাপাগলা বলেছেন: মন্তব্য এর জন্য ধন্যবাদ। দেখি কতদু এগুতে পারি :)

১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫০

ক্ষ্যাপাপাগলা বলেছেন: কমন গুলান এর অরিজিন সবাই জানে, তাই একটুি আন কমন গুলান দিয়ে শুরু করছি।

৩| ১৩ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৮

রিফাত হোসেন বলেছেন: আনকমন বলেই তো অনুসরণকারী ;)

১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৬

ক্ষ্যাপাপাগলা বলেছেন: যর্থাত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.