![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আমি মোঃ জাহিদ হাসান, আমার সম্পর্কে কিইবা বলবো। আমার জীবনে বলার মতো কিছু নেই। আমি সারাজীবনই এক অচেনা মানব হয়ে রইলাম। কখনো কাউকে বুঝতে দেইনি আমার জীবনের কোন দুঃখ-কষ্টগুলো। আর কখনো কাউকে বুঝতেও দেব না তা।”
আমার স্বপ্নগুলো দিনকে দিন যেন শুধু ভাঙতেই থাকে। কেন যে এটা হয়, তা আমি নিজেও বুঝে উঠতে পারিনা। যতবারই স্বপ্ন সাজাতে যাই ততবারই আমার স্বপ্নগুলো শুধু ভেঙে ভেঙে যায়। চাইলেও পারিনা সেটাকে আর পুনরুজ্জীবিত করতে। আসলে আমার ভাগ্যটাই বোধহয় এমন। কখনো কোন স্বপ্ন দেখে তা পূরণ করতে পারিনা। চাইলেও না। এই স্বপ্নহীন জীবনটা দিয়ে কিইবা করবো আমি? কেউ কি আমাকে বলতে পারো!
©somewhere in net ltd.