নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এই আমেরিকায়- এক দুঃখী পরবাসীর গোপন জীবন খাতা। এ খাতার নাম দিয়েছি চাট্টাহোচি থেকে সুরমা (দুই)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪৪

বারাক ওবামার বেড়ে ওঠা শহর ইলিনয়ের শিকাগোতেই শুরু হয়েছিলো শ্রমিকের অধিকার আদায়ের সূচনা। এই মহান দিনকে স্মরণ করে পৃথিবীর সবদেশেই পহেলা মে 'তে বিশ্ব শ্রম দিবস বা মহান মে দিবস পালন করা হলেও ঠিক এ দিনটি আমেরিকায় পালন করা হয়না।



আমেরিকায় পালন করা হয়- সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার, লেবার ডে হলিডে। যাতে একসাথে শনি, রবি, সোম এই তিনদিন সবাই ছুটি কাটাতে পারে।



এ্যন্থনি আমার আমেরিকান বন্ধু । ওর ভেকেশান হোমে যাবো যাবো বলেও যাওয়া হইনি। এবার চিন্তা করলাম যাই, এই তিনদিন ওর ওখান থেকেই ঘুরে আসি। এ্যন্থনির বিশাল সাম্রাজ্য দেখে আমার চোখ ছানাবড়া। আমি জানতাম ও ধনী। কিন্তু এতো ধনী সেটা কল্পনাও করিনি।



বাড়ির পিছনেই বিশাল লেক। নিজস্ব জেটিতে নানারকমের জেটস্কি, স্পীডবোট বাঁধা। রয়েছে সুবিশাল গলফ মাঠ। ১টি সিক্স সীটার প্লেন। হারলি ডেবিডসন মোটর সাইকেল ইত্যাদি।



ওকে জিগ্গাসা করলাম, এসকল সম্পদ উত্তরাধিকার সূত্রে পাওয়া কিনা?

একটু হাসলো। তারপর বললো, না । সব নিজ থেকেই করেছে।



বললাম, কীভাবে?



ওর বাড়ির ২য় তলা থেকে কাঠের সিঁড়ি একেবারে লেকের জেটি পর্যন্ত । জেটির ওপর বসার জন্য চমৎকার করে চেয়ার পাতা। আর এতো সুন্দর করে চতুর্দিকে নেট দিয়ে ঢেকে রাখা , যেন রাতে কোনো পোকা মাকড়, বিশেষ করে মশা ঢুকতে না পারে। নেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওপরে চমৎকার আকাশ। এমনি এক শান্ত, স্নিগ্ধ, মনোরম, আয়েশী পরিবেশে আমি বসে বসে ওর জীবনের গল্প শুনছি।



বললো, প্রথম জীবনে একটা বডিশপে কাজ করতো। কয়েকবছর পর নিজেই একটা বডিশপ তৈরী করে ৬০ হাজার ডলারে। ব্যবসা খুবই ভালো হয়। এক বছর পর এই বডিশপটি বিক্রি করে দেয় ২১৫ হাজার ডলার দিয়ে। এরপর থেকে আর পিছনে ফিরে থাকাতে হয়নি। বর্তমানে প্রায় ৪০০ মতো রেন্টাল প্রপার্টি আছে, ডে কেয়ার সেন্টার আছে অনেকগুলো। মোবাইল হোম আছে প্রায় ৭৫ টি ।



মংগলবার সকালে আমার কাজ। তাই রাতের খাবার শেষ করেই আমি ওর কাছে থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম। প্রায় আড়াইঘন্টা মতো গাড়ী চালাতে হবে। মনে করলাম পাশের গ্যাস স্টেশান থেকে ট্যাংক ভর্তি করেই গ্যাস নিয়ে নেই।



রেডলাইটে ইন্টারসেকশানে দাঁড়িয়ে আছি। দেখি, সাদা একটা লোক সাহায্য চাইছে। হেল্প মি ওয়ান ডলার ফর এ হেমবার্গার। হেল্প মি ওয়ান ডলার ফর এ হেমবার্গার।



এসব লোকেরা হলো প্রচন্ড অলস।কাজ করেনা। সরকার থেকে সোসাল সিকিউরিটির টাকা পায়।আরো পায় ফুড স্টাম্প। কিন্তু তারপরও এরকম ভিক্ষা করে। আর ভিক্ষার টাকা দিয়ে মাদক সেবন করে।



একবার চিন্তা করলাম ১ ডলার দিবো কিনা। আবার চিন্তা করলাম, না । দিয়েতো কোনো লাভ নাই।



আমি গ্যাস স্টেশনে পাম্পের পাশে গাড়ী পার্ক করলাম। দেখি সেই সাদা লোকটি টলতে টলতে দুলতে দুলতে আসছে।

বললো, ম্যান গিভ মি চাম চেন্জ।

এবার কেন যেন একটু মায়া হলো। বললাম, চলো দোকানের ভিতরে যাই। তোমাকে খাবার কিনে দেই।



গ্যাস স্টেশানের ভিতর ছোট একটি স্যান্ডুউইচ শপ। আমি খাবার কিনে এক টেবিলে বসলাম। লোকটি বসলো টেবিলের অন্য পাশে। শরীর থেকে ভোটকা দুর্গন্ধ আসছে।



এমন সময় টেলিফোন বেজে ওঠলো। দেখি এন্থনি ফোন করেছে। বললো-

তুমি তোমার হ্যাট ফেলে গিয়েছো।

আমি চিন্তা করলাম। আমিতো হ্যাট ব্যবহার করিনা। তারপর খেয়াল হলো, না হ্যাটটা তো আমাকে এন্থনি গিফট করেছে। এন্থনির বাসা এখান থেকে বেশী দূর না। বড়জোড় সাত আট মিনিট হবে। কিন্তু আবার ওর বাসায় যেতেও ইচ্ছে করছে না।



এন্থনি কি বুঝলো জানিনা। বললো- তুমি কি অনেক দূর চলে গেছো।

আমি বললাম, না। বেশি দূর না। এই তোমাদের পাশেই ম্যারাথন গ্যাস স্টেশানেই আছি।



ও বললো। তুমি তাহলে ওখানেই অপেক্ষা করো আমি আসছি। অল্পক্ষণ পরেই এন্থনি গ্যাস স্টেশানের ভিতরে আসলো। এন্থনিকে দেখেই সাদা লোকটি বললো-

হুয়াট দ্য হেল দিস মা...ফা. ডুয়িং হিয়ার? বুঝলাম। একে খাবার খেতে দিয়েই সমস্যা হয়েছে। ১ ডলার দিয়ে বিদায় করাই ভালো ছিলো।তারপর কৌতুহলও হলো। ভীষন কৌতূহল। এন্থনি আর আমি বাইরে বের হয়ে আসলাম। জিগ্গাসা করলাম , ভিতরের ঐ বাম লোকটিকে চিনে কিনা?



কিন্তু এন্থনি যা বললো- এমন আশ্চর্য্য জিনিস আমি জীবনেও শুনি নাই। এতো হতবাক আমি কোনোদিনও হইনাই। মূলতঃ এন্থনীর জবাব শুনেই আমার এই প্রথম ইচ্ছে হলো - আমেরিকার জীবন কাহিনীর এসব অসম্ভব জিনিস নিয়েইতো একটা সিরিজ লিখা যায়।



এন্থনি বললো- ও আমার ভাই। প্রচন্ড মাদকাসক্ত। চিকিৎসা করিয়েছি কাজ হয়নি, ড্রাগ রিহ্যাব সেন্টারে দিয়েছি, কাজ হয়নি। বাসায় রাখার চেষ্টা করেছি তাও কাজ হয়নি। এখন নিজের ইচ্ছেমতো রোদে পুড়ে, জলে ভিজে। হিপ্পি আর বোহেমিয়ান হয়ে আমেরিকার শহরে শহরে পথে পথে ঘুরে বেড়ায়। আর এতেই ও আনন্দ পায়। এন্থনীর কন্ঠে একটা দীর্ঘশ্বাস দেখতে পেলাম। একসময় আমি বিদায় নিয়ে নিজের ঘরে ফিরার পথ ধরি।



কিছুক্ষণ আগে এন্থনী ফোন করেছে। বললো শেম্বলী এয়ারপোর্টে আছে। ও আর ওর বউ নিউইয়র্কে যাচ্ছে। আমার কাজ কখন শেষ হবে? দেখা করতে পারবো কিনা?



চিন্তা করলাম, বিধাতার কি খেলা। সুখ আর দুঃখ কত সমান্তরাল অবস্থান করে। একভাই যখন নিজস্ব প্লেনে নিউইয়র্কের পথে ঝকঝকে নীলাকাশে ওড়ছে, আরেকভাই হয়তোবা তখন শহরের কোনো রাস্তায় ভিক্ষা চাইছে- হেল্প মি ওয়ান ডলার ফর এ হেমবার্গার প্লিজ, হেল্প মি ওয়ান ডলার ফর এ হেমবার্গার।



মন্তব্য ৬৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় স্বর্ণা।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৪

মিনেসোটা বলেছেন: রিয়েলিটি !

আপনার লেখাগুলো পড়ে ভালো লাগছে, কোথায় থাকেন?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
আমি থাকি আটলান্টায়। আপনার নিক দেখেই বুঝা যাচ্ছে আপনি শীতের জায়গায় থাকেন। উফ কী ঠান্ডা!!!

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৬

কলাবাগান১ বলেছেন: আর এই হোমলেসদের ছবি দেখিয়ে বাংলাদেশের অনেক ব্লগারই হিসাব করে দেখাচ্ছেন যে আমেরিকা গরীবের তলানিতে ঠেকেছে (একজন তো পোস্ট ই দিলেন প্রতি ৫ জনের মধ্যে ৪ জন আমেরিকানই দ্রারিদ্যতার দ্বারে)

এই যে মেগা বড়লোক, তাওকে দেখবেন অনেক পড়ালেখা করে, ভাল নভেল পড়বে, ভাল মুভি দেখবে.. ছেলে মেয়েকে ভাল ভাবে পড়ালেখা করাবে (বখে যাওয়ার সম্ভবনা অনেক কম)...... এখানেই আমাদের দেশের বড়লোক আর আমেরিকান বড় লোকদের মধ্যে পার্থক্য......। যদিও আমি জেনেরালাইজড করসি না..। এর মধ্যে ব্যতিক্রম ও আছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩১

খেয়া ঘাট বলেছেন: একজন তো পোস্ট ই দিলেন প্রতি ৫ জনের মধ্যে ৪ জন আমেরিকানই দ্রারিদ্যতার দ্বারে)। তাই নাকি?
আমি ভাই হাসতে হাসতে শেষ। আমার এতো হাসি আসে কেন?

আপনি ঠিক জিনিসটি ধরতে পেরেছেন ভাই। বিনীত ধন্যবাদ।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩২

আজম খান বলেছেন: ানেক ভাল লাগল। দারুন

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই পড়ার জন্য। মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪০

মাহবু১৫৪ বলেছেন: ভাল লাগলো পড়ে

আসলেই, মাঝে মাঝে পথে পথে এরকম কিছু লোক দেখা যায়। তারা ভিক্ষা করতেই হয়তো বেশি আনন্দ পায়। অথচ চাইলে তারা কাজ করে খেতে পারে।

চলতে থাকুক এই সিরিজ

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাই । ঠিক বলেছেন। এরা আসলেই কাজ করতে চায়না।
দিনগুলো এভাবেই কাটিয়ে দেয়।
সাথে থাকবেন আশাকরি। বিনীত ধন্যবাদ ভাই।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৩

মনে নাই বলেছেন: অদ্ভূত সিচুয়েশনের সাক্ষী হতে পেরেছেন।
লেখা ভালো লাগছে, নিয়মিত লিখবেন প্লিজ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৫

খেয়া ঘাট বলেছেন: আসলেই দারুন একটা জিনিসের সাক্ষী হয়ে রইলাম। ঐ মাথার ক্যাপটার জন্যই। না হলে এ গল্পটি হয়তো তৈরী হতোনা।

বিনীত ধন্যবাদ ভাই।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৯

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: ভাল লাগলো.... সিরিজ'টা চলুক....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় মামুন ভাই। আশাকরি সাথে থাকবেন।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৮

আহমেদ আলিফ বলেছেন: লিখতে থাকেন ভাই ! সাথে আছি !

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাই। প্রোফাইলের এই মিষ্টি ছেলেটা কে?

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮

আহমেদ আলিফ বলেছেন: সে হলে "আসছে প্রজন্ম"
যাদের জন্য আমাদের এই পথচলা !

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪১

খেয়া ঘাট বলেছেন: কবি সুকান্তকে মনে পড়লো।
আগামী প্রজন্মের জন্য সুন্দর এক পৃথিবী চাই।
ধন্যবাদ ভাই।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৯

এহসান সাবির বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪২

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ পড়ার জন্য। মন্তব্য করার জন্য। শুভকামনা এহসান ভাই।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: এরকম দুই ভাইয়ের ডিফরেন্স কিন্তু আমাদের দেশেও আছে।

আপনার সিরিজটা ভালা হচ্ছে, চালিয়ে যান... সাথে আছি

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

খেয়া ঘাট বলেছেন: এগুলো হলো টাসকি খাওয়ার মতো ডিফারেন্স।
অনেক ধন্যবাদ পড়ার জন্য, মন্তব্য করার জন্য, সাথে থাকার জন্য প্রিয় মাসুম ভাই।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৮

খেয়া ঘাট বলেছেন: তবে একভাই নিজের প্লেনে চড়ে আর আরেক ভাই রাস্তায় দাঁড়িয়ে নিজের স্বভাবের দোষে ভিক্ষা করে, এরকম মনে হয়ে দেখা যায়না।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২২

তৌফিকতুহিন বলেছেন: ভালো লাগলো।দেখা যায়,সব জায়গায়ই মাদকাসক্তের ডিস্টার্ব।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৭

খেয়া ঘাট বলেছেন: মদ, নারী, তাস-এই তিনে সর্বনাশ।
নারীরা আবার মাইন্ড করতে পারেন। এখানে নারী বলতে অবাধ নারীগমন বুঝানো হয়েছে।
বিনীত ধন্যবাদ ভাই।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

ঝটিকা বলেছেন: ভালো লাগলো পড়তে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে । ভালো লাগলো মন্তব্য পেয়ে।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

মেহেদী_বিএনসিসি বলেছেন: আসলেই অবাক করার মতো ডিফারেন্ট ওই দুই ভাইয়ের.........। নিউইয়র্কের কিছু এক্সক্লুসিভ হোমলেস দেখি ম্যানহাটনে..........মামুদের মাসল আর কেডস্ দেখে জেলাস ফিল করি.....তারা আইফোন৫ ইউজ করে অনলাইনে গুতাগুতি করে.......পকেটে মালবোরো সিগারেটের প‌্যাকেট...........শুধু সামনে একখান হোমলেস সাইনবোর্ডে লাগিয়ে টাকা কামাচ্ছে X(( X((

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২

খেয়া ঘাট বলেছেন: মামুদের মাসল আর কেডস্ দেখে জেলাস ফিল করি.....তারা আইফোন৫ ইউজ করে অনলাইনে গুতাগুতি করে.......পকেটে মালবোরো সিগারেটের প‌্যাকেট...........শুধু সামনে একখান হোমলেস সাইনবোর্ডে লাগিয়ে টাকা কামাচ্ছে । মাগনা টাকাই কামাই করে। কাজ করার দরকার কি?
দারুন একটা জিনিস খেয়াল করেছেন। জোস।

ম্যানহাটানের গল্প বলবো আরেকদিন।

বিনীত ধন্যবাদ ভাই।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

মুগ্ধ মাহি বলেছেন: ভালো লাগল

চেষ্টা আর ইচ্ছা থাকলেও অনেক সময় ভাগ্য বদলানো যায় না । আর যাদের সবকিছুর সুযোগ আছে তারা বেসিরভাগ সময় এর সঠিক মুল্য বুঝতেও পারে না । বাংলা বলেন আর আমেরিকা বলেন একই কথা ।


হিপ্পি আর বোহেমিয়ান নিয়ে একটা পোষ্ট দিলে মন্দ হয় না । :( :) :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

খেয়া ঘাট বলেছেন: চেষ্টা আর ইচ্ছা থাকলেও অনেক সময় ভাগ্য বদলানো যায় না । আর যাদের সবকিছুর সুযোগ আছে তারা বেসিরভাগ সময় এর সঠিক মুল্য বুঝতেও পারে না । বাংলা বলেন আর আমেরিকা বলেন একই কথা । - পুরোই একমত।

ভালো জিনিস মনে করিয়ে দিয়েছেন। সামনে লিখার ইচ্ছে রইলো। আপনার জন্য অনেক শুভকামনা প্রিয় মুগ্ধ মাহি।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

মহামহোপাধ্যায় বলেছেন: এইটা মনে হয় ফেসবুকে পড়লাম একটু আগে !!

কি বিচিত্র রীতি "বিধাতার কি খেলা। সুখ আর দুঃখ কত সমান্তরাল অবস্থান করে। একভাই যখন নিজস্ব প্লেনে নিউইয়র্কের পথে ঝকঝকে নীলাকাশে ওড়ছে, আরেকভাই হয়তোবা তখন শহরের কোনো রাস্তায় ভিক্ষা চাইছে- হেল্প মি ওয়ান ডলার ফর এ হেমবার্গার প্লিজ, হেল্প মি ওয়ান ডলার ফর এ হেমবার্গার। "

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

খেয়া ঘাট বলেছেন: জ্বি , ফেসবুকে পড়েছেন।

ভালো থাকবেন প্রিয় মম।

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

আল ইফরান বলেছেন: ভালো লাগলো, সুন্দর পোস্ট। :)
সিরিজটা চালিয়ে যান ভাই, সাথে আছি।
এই ধরনের একটা ট্র্যাজেডী আমাদের ফ্যামিলিতেও আছে :(

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

খেয়া ঘাট বলেছেন: তাই নাকি? দুঃখ পেলাম শুনে।
সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা ভাই।

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হুম, বাত্তির নিচে অন্ধকার। আম্রিকান সমাজ বলে কথা!
আমাদের সমাজেও এরকম দৃষ্টান্ত এখন বেড়ে যাচ্ছে।
আধুনিকতার ছোঁয়া কি এরকমই? তাহলে আধুনিকতার ধাক্কা যেদিন লাগবে? ;)


“এ্যন্থনি আমার আমেরিকান বন্ধু । ওর ভেকেশান হোমে যাবো যাবো বলেও যাওয়া হইনি। এবার চিন্তা করলাম যাই, এই তিনদিন ওর ওখান থেকেই ঘুরে আসি। এ্যন্থনির বিশাল সাম্রাজ্য দেখে আমার চোখ ছানাবড়া। আমি জানতাম ও ধনী। কিন্তু এতো ধনী সেটা কল্পনাও করিনি।”
-ভাই আপনার ঠিকানা আর সেলফোন নম্বরটা একটু পাইতে পারি.... :P B-)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

খেয়া ঘাট বলেছেন: এই ধাক্কাকেও বড়জোড়ে ধাক্কা দিয়ে রক্ষা পেতে হবে, না হয় অক্কা :) :)

ফান করে চাইলে আমার ঠিকানাতো ব্লগ।
সামহুয়ারইনব্লগডটনেট।
আর ফোন নাম্বার হলো জিরো জিরো জিরো নাই নাই নাই :) :) :) :)

বিনীত ধন্যবাদ প্রিয় মাইনুল ভাই।

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

না পারভীন বলেছেন: আরু মামা , :P লেখা পড়তে দিয়ে শিরোনাম বুঝতে একটু সমস্যা হচ্ছে । প্রথম কথা হল , দু;খী টা কে ? ২য় হল চাট্টাহোচি কি ? B:-)
আমি এক বোকাশোকা পাঠক , তাই কিছু মনে নিয়েন না । ক্লাসের সব ছাত্র তো একরকম মেধার না । :#>

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

খেয়া ঘাট বলেছেন: আগে ছিলাম ভাই, এখন হলাম মামা।
এটার মানে কি? বলো তো শ্যামা।

পরবাসী মানেই দুঃখী।
চাট্টাহোচি- আমার শহরের পাশে বয়ে যাওয়া একটা নদীর নাম।

ডাক্তাররা পড়ালেখায় একটু কম মেধাবীই হয়। আর সাহিত্যতো বুঝতেই পারেনা। সাহিত্য ভালো বুঝতেন একমাত্র ডাক্তার বিধানচন্দ্র :) :) :)

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: নির্মম বাস্তব!

ভালো লিখেছেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় প্রোফেসর স্যার।

২১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
সিনেমাটিক কাহিনী।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

খেয়া ঘাট বলেছেন: বাস্তবতা সিনেমাকেও ছাড়িয়ে যায়।
বিনীত ধন্যবাদ প্রিয় শাহরিয়ার রিয়াদ ভাই।

২২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭

মূহুর্ত বলেছেন: অসম্ভব ভাল লেখা। পরের পর্বের অপেক্ষায়.......... 8-| 8-| 8-| 8-|

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। পড়ার জন্য, মন্তব্য করার জন্য , সাথে থাকার জন্য।

২৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

মাহমুদ০০৭ বলেছেন: কি অদ্ভুত ! চালিয়ে যান এই সিরিজ খেয়াঘাট ভাই ।
ভাল লাগছে ।
ভাল থাকবেন ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪

খেয়া ঘাট বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
বিনীত ধন্যবাদ রইলো। অনেক শুভকামনা রইলো।

২৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

না পারভীন বলেছেন: বনবাসী , পরবাসী সবাই দুঃখী । জগতে সুখী কে ? তবুও মামা বাড়ির আবদার তো সব খানে করা যায়না ।


ডাক্তার রা পড়ালেখায় কম মেধাবী আর সাহিত্য বুঝেনা । হু । আমি আবার ২ শ্রেনীর মানুষের সাথে তর্কে যাই না । :-0

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭

খেয়া ঘাট বলেছেন: পরবাসীরা ডাবল দুঃখী।

সোনার খাঁচায় বন্ধী দুঃখী মন,
এই দুঃখ কেউ বুঝেনা, বুঝেনা স্বজন।

এই দুই শ্রেণী কারা?
১ম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আছে। এরা কোনো শ্রেণী? B-) B-)

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাল লাগলো।

++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় শোভন ভাই।

২৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চিন্তা করলাম, বিধাতার কি খেলা। সুখ আর দুঃখ কত সমান্তরাল অবস্থান করে। একভাই যখন নিজস্ব প্লেনে নিউইয়র্কের পথে ঝকঝকে নীলাকাশে ওড়ছে, আরেকভাই হয়তোবা তখন শহরের কোনো রাস্তায় ভিক্ষা চাইছে- হেল্প মি ওয়ান ডলার ফর এ হেমবার্গার প্লিজ, হেল্প মি ওয়ান ডলার ফর এ হেমবার্গার।

:(
অদ্ভূত বৈপরীত্য!
লেখা ভালো লেগেছে , ভালো থাকবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৭

খেয়া ঘাট বলেছেন: আপনিও ভালো থাকবেন। বিনীত ধন্যবাদ প্রিয় তনিমা।

২৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৬

েবনিটগ বলেছেন: Anthony র বয়স কত? যেহেতু আপানার বন্ধু বলছেন, ভাবছি ওখানে খুব অল্প বয়সেই মানুষ পরিশ্রম দিয়ে ভাগ্য ব্দলাতে পারে!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪২

খেয়া ঘাট বলেছেন: সমান বয়সেই কি বন্ধু হতে হয়? বন্ধুত্ব হওয়ার জন্য মনের মিল থাকাটাই যথেষ্ট। ওর বয়স হবে প্রায় ৫০ এর কাছাকাছি , অনুমান।

ভালো থাকবেন।শুভকামনা রইলো।

২৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

ঢাকাবাসী বলেছেন: মন ছুঁয়ে যায়।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী ভাই।

২৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৩

মনিরা সুলতানা বলেছেন: যেমন কর্ম তেমন ফল ...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫

খেয়া ঘাট বলেছেন: প্রথম ভাইয়ের ক্ষেত্রেও যেমন কর্ম তেমন ফল।
২য় ভাইয়ের ক্ষেত্রেও যেমন কর্ম তেমন ফল।

এককথায় আপনি সব বলে দিয়েছেন। মারহাবা।

৩০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০

তুষার কাব্য বলেছেন: নির্মম বাস্তব!
পরের পর্বের অপেক্ষায়

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ পড়ার জন্য , মন্তব্য করার জন্য। অনেক শুভকামনা রইলো।

৩১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগলো

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ আপনাকে। সাথে রইলো অনেক শুভকামনা।

৩২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৬

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ভাল লাগছে পোষ্ট। ++++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২০

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো।

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগল। কত ধরনের মানুষই না আছে!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

খেয়া ঘাট বলেছেন: জ্বি, বড়ই বিচিত্র এই দুনিয়া। বড় আজব এই দুনিয়ার মানুষ।

বিনীত ধন্যবাদ রইলো প্রিয় সমুদ্র কন্যা। অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.