নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শুধুই আমার মত।

খোরশেদ আলম,পানছড়ি

আমি কল্পনা বিলাসী কৌতুহলি একজন বাস্তববাদী মানুষ। ইচ্ছা শুধু মানুষ হয়ে মানুষ থাকার।

খোরশেদ আলম,পানছড়ি › বিস্তারিত পোস্টঃ

অন্তরালের সন্ত্রাস

২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩

পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক অপূর্ব লীলাভুমি। প্রাকৃতিক সৌন্দর্যে কোন ঘাটতি নেই এখানে। কিন্তু সুকান্ত ভট্টাচার্যের সেই উক্তিটিকে সত্য প্রমান করতেই যেন এর বর্তমান অবস্থান " ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাদ ও যেন ঝলসানো রুটি" । প্রত্যেকটি সরকারের ইচ্ছাকৃত অবহেলা আর অবজ্ঞার ফসল এই সুবিধা বঞ্চিত অঞ্চলটি। আর উড়ে এসে জুড়ে বসা নব্য রাজাকারের একটি মহল বাংলাদেশ থেকে একে পৃথক করে ভারতের অংশে পরিনত করতে সদা তত্‍পর। রয়েছে তাদের কয়েকটি সশস্ত্র সন্ত্রাসী দল। যাদের কাজ নিরীহ লোকদের কাছ থেকে চাঁদা আদায় করা, অনাদায়ে প্রাণ দেয়া। এখানে এমন কোন ব্যবসায়ী নেই যে চাঁদা না দিয়ে ব্যবসা করতে পারছে। অহরহ গুম হয়ে যাচ্ছে সাধারন মানুষ। প্রতি সপ্তাহেই কোন না কোন স্থানে অস্ত্র সহ ধরা পরছে এরা। আজ ও আমার নিজ এলাকায় পর পর দুই স্থানে অস্ত্রসহ আটক হয়েছে একাধিক ব্যাক্তি। বিদেশী সাহায্যে অস্ত্র গোলাবারুদ আসছে এখানে। এইতো সেদিন অস্ত্র পাচারকালে ভারতে ধরা পরল দুই বাংলাদেশী যারা রাঙামাটির সন্ত্রাসী দলের সদস্য। সরকারি কোন কঠোর হস্তক্ষেপ ও চোখে পরছে না। শিক্ষা, যোগাযোগ খাতেও এই অঞ্চল বৈষম্যের শিকার। ভাল স্কুল কলেজ ও নেই একখানে। এক কথায় চরম বৈষম্যের শিকার পার্বত্যবাসী এখন সন্ত্রাসীদের যাতাকলে পিষ্ঠ।



আমার এ লেখাটি মোবাইলে লিখতে হয়েছে তাই যথাসম্ভব সংক্ষেপে লিখেছি। পরবর্তিতে বিস্তারিত লেখার আশা রাখছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.