| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি এ পোস্টের পর অনেকে রেগে লাল হয়ে যাবেন। আবার অনেকে বাহবা দিবেন। আমার কিছুর ই ধরকার নেই। আমি এটুকু বলব এ আলেম উলামা না থাকলে আমার জানাজা কে পড়াবে, আমাকে আল্লাহ ও তার রাসুলের পথ কে দেখাবে। কোরআনের আলোয় আলোকিত জীবনের স্বপ্ন কে দেখাবে।
২|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
মোমের মানুষ বলেছেন: আমরা সঠিক পথের দিশা চাই
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
কিংব্লগার বলেছেন: আমিও চাই।
৩|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
ShusthoChinta বলেছেন: আলেম ওলামার কথা উঠলে শুধু জানাজার প্রশ্ন আসে কেন? জানাজার নামাজ তো একটা নামাজ বা দোয়া ছাড়া আর কিছু নয়! মুসলমান মাত্র ই বিশ্বাস করে পৃথিবীর এই জীবন খুব অল্প সময়ের ক্ষণস্থায়ী একটা জীবন মাত্র,এই জীবনটুকু পরকালের অনন্তকালের চিরস্থায়ী জীবনের প্রস্তুতির জন্য পাঠানো হয়েছে,আর সেই জীবনকে সুন্দর করার পথ প্রদর্শক হলেন এই আলেম ওলামারা! সেই আলেম ওলামাদেরকে ঢালাওভাবে গালিগালাজ করছে এমন লোকেরা যারা কিনা নামায বলতে শুক্রবারের জুমার নামায ছাড়া আর কিছুই জানেনা,পরিপূর্ণ জীবনব্যবস্থা ইসলামকে পরিপূর্ণরুপে সমগ্র জীবনে বাস্তবায়ন তো বহু দূরের কথা! এই শুধু জুমার নামাযধারী মুসলমান যখন ঢালাওভাবে প্রায় সমস্ত আলেমকে কাঠমোল্লা,অন্ধকারের জীব বলে ফতোয়া দেয় তখন আমার অবস্থা পুরো বাকহারা মানুষের মতো হয়! করুনা ছাড়া আর কোন অনুভূতিই হয় না এসব পার্টটাইম মুসলমানদের জন্য!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
কিংব্লগার বলেছেন: আমি বুঝাতে চেয়েছে ইসলামিক রীতিনীতি কে দেখাবে আর কে শিখাবে যদি আলেম উলামা বিলীন করা হয় আর কিছু না।
৪|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
জাহিদ১১মে বলেছেন: @ আহলান, ভাল বলছেন ভাই।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭
কিংব্লগার বলেছেন: আপনি ভাল আছেন তো ভাই।
৫|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: সম্মানিত ওলামা মাশায়েখগণ এ দেশে ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। সুতরাং ঘাবড়ানোর কোন কারণ নেই। যদিও সাময়িকভাবে কারো কারো জন্য অনেকেই একটু অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
কিংব্লগার বলেছেন: আল্লাহ আলেম উলামাদের হেফাজত করবেন নিশ্চই।
৬|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
কাকচক্ষু বলেছেন: সঠিক পথের দিশা দেখাবেন ধর্ম মন্ত্রী !!!! আর আইন প্রতিমন্ত্রী এরা অনেক বেশি জানেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
আহলান বলেছেন: ব্লগে আওয়াজ দিবেন , তিন তকবিরের সাথে, নারী পুরুষ একত্রে অজু বা বিনা অজুতে আধুনিক কায়দায় জানাজা আদায় করে দেয়া হবে .....