নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিংব্লগার

নেশা ব্লগিং

কিংব্লগার › বিস্তারিত পোস্টঃ

আমি শিবির নই কি ভাবে প্রমাণ করব।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

বেকুবদের কথা শুনে হাসতে হাসতে শেষ হয়ে গেলাম। এমন প্রশ্নে যে কেউ হাসবে আর বেকুবদের গালি দিবে। আমার ফেইসবুক প্রোফাইলে লা ইলাহা ইল্লাল্লাহ এর একটি কবার ফটো লাগিয়েছি। অনেক বন্ধুরা ভাবতেছে আমি নাকি শিবির এ জয়েন করেছি। এখন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই কভার ফটোতে লিখার কারণে আমি জামাত-শিবির হয়ে গেলাম। নাকি শুধু জামাত শিবির ই এ কভার ফটো লাগায়। এখন বেকুবদের কিভাবে বুঝাব যে আমি শিবির নই।

মন্তব্য ৩৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কি করবেন বেকুবের সংখ্যা যে বেশি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮

কিংব্লগার বলেছেন: তাই মনে হইতাছে

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩

আগুনে পাখি বলেছেন: হাহ.........দেশে বুদ্ধিমান মানুষের সংখ্যা বাড়তেছে :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

কিংব্লগার বলেছেন: গুড নিউজ

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

আবু হাফসা বলেছেন: গতকাল নিউমার্কেট মুরগী কিনতে গিয়েছিলাম, সেখানে ১৪/১৫ বছরের একটা ছেলে আমার পাশের এক দাড়িওয়ালা ভাইকে তুই রাজাকার করে টিজ করতে ছিল অথচ সে তাবলিগ করে, আমি তাকে চিনি, এখন দাড়িওয়ালা দেখলেই রাজাকার আর কোরআন হাদিসের কথা বললেই রাজাকার, এটা ঠিক মানতে পারছি না। এই পরিস্থিতি থেকে উত্তোরনের উপায় কি?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

কিংব্লগার বলেছেন: আল্লাহ ই ভাল জানেন

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

একমত না বলেছেন: খৎনা করা আছে? না থাকলে চাপাটি লীগের কেও কাছে আসলে ময়না দেখায় দিবেন।

টিকলি রাখতে পারেন।

আর না হয় এইটা সবচেয়ে ভালো। গোল সাদা টুপি পড়ে হাতে বা ব্যাগে ফাজায়েল আমল রেখে দিবেন। তাইলেই হবে। পুলিশ তাবলীগের লোকদের ধরবেনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

কিংব্লগার বলেছেন: মন্দ না

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

মুহাই বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: কিকরবেন বেকুবের সংখ্যা যে বেশি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

কিংব্লগার বলেছেন: মনে হয়

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

মদন বলেছেন: শাহরুখ এর মতো বলতে থাকবেন - "মাই নেইম ইজ খান, আই এম নট এ টেরোরিষ্ট" :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

কিংব্লগার বলেছেন: ভাল বুদ্ধি

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

মাসুদ রশিদ বলেছেন: শাহবাগে যেয়ে ছবি তুলেন। ওইটারে কভার ফটো বানান। কালেমার এখন পড়তি বাজার।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

কিংব্লগার বলেছেন: কালেমার কভার ফটোর পরিবর্তে অন্য ফটো লাগাতে ও ভয় হয়। কারন অন্য কভার ফটোর সাথে কোন ভাবেই মিলাতে পারছি না।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

শার্লক বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কি করবেন বেকুবের সংখ্যা যে বেশি ।

দেশে দুই ধরনের বেকুব দেখা যায় লীগ আর শিবির।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১

কিংব্লগার বলেছেন: ধারণা পাওয়া গেল

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

ভুল উচ্ছাস বলেছেন: সোহাগের কাছ থেকে সারটিফিকেট নিয়ে আস্তেয়ারেন। উনারা যদি বলে আপনি ৭১ এর মুক্তিযোদ্ধা তাইলে আপনি তাইই হয়ে যাবেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

কিংব্লগার বলেছেন: তাই নয় কি

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

বাতাসের রূপকথা বলেছেন: কোম্পানীর কর্মচারী প্রায় ৬০, ০০০, তার মধ্যে এক অফিসে শুধু ৬০০০ হাজার। সেখানে নামাজের সময় সোজা কাজের জায়গায় কাগজ বিছিয়ে নামাজে দা্ড়িয়ে পড়ে আমারই পাশের মানুষটি। অনেক সময়, সেমিনার রুমে অথবা হাডল রুমে গিয়ে নামাজ পড়ে। আমারই এক বুয়েট ক্লাসমেট আমার এলাকায় নতুন অফিসে জয়েন করে জেনে নিল কোথায় সবচেয়ে কাছে মসজিদ আছে শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য। আমার আগের অফিসে প্রথম দিন যখন একজন ক্যাথোলিক খ্রীষ্টান বসকে বললাম - শুক্রবার আমার স্পেশাল প্রেয়ার, সে হেসে দিয়ে বলল, আমি তোমার নাম দেখে জানি সেটা।

লেডিস এন্ড জেন্ট্যালম্যান, আমি ৯/১১ এর পর এই আমেরিকার কথা বলছি। তা আবার নিউ ইয়র্ক, এলএ, শিকাগোর মত অতি কসমোপলিটান সিটির কথাও বলছি না। আমার বিশ্বাস, বাংলাদেশের অনেক বস এই নামাজের সময়টুকু নিয়ে হীনমন্যতায় ভোগে। আর আওয়ামী/বামের বাচ্চারা সব সময় অতি হিপোক্রেসী দেখাতে গিয়ে আরো গুলিয়ে ফেলে মুসলিম দেশের একটা সমাজকে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

কিংব্লগার বলেছেন: ধন্যবাদ

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

লিঙ্কনহুসাইন বলেছেন: এমন পরিস্থিতির জন্য এক মাত্র জামাত ইসলাম দায়ী , তারা ধর্ম কে এমন ভাবে ব্যবহার করেছে যে এখন দাড়ি টুপি এলা মানুষ বা ধর্মীয় পোসাক আসাক এলা মানুষ দেখলেও সবাই অন্য রমক চিন্তা করে , এর আগে জে এম বি এমন ভাবে ধর্মে কে ব্যবহার জঙ্গলি তৎপরতা করেছিল যার কারণে তখন মানুষ দাড়ি টুপি এলা লোক দেখলেই জঙ্গলি মনে করতো । তবে এইটা ঠিক না । তবে অনেকেই ফাজলামি করার জন্য দাড়ি টুপি এলা মানুষ দেখলে জামাতি বা রাজাকার আক্ষা দেয় এইটা আসলেই অসুস্থ মস্তিস্ক । এবং সরকারও রাজাকারদের বিরুদ্ধে এমন ভাবে প্রচারণা চালিয়েছে তাতেও এর প্রভাব পড়েছে । এবং আমাদের নিউজ পেপার গুলায় রাজাকারদের ব্যাঙ্গ করে যেই কাটুন গুলা বানায় সেইখানেও দাড়ি টুপুর অপব্যাখ্যা করা হয় বলে মনে হয় , আর তায় ছাড়া ছাগুরা তাদের ফেইস বুকে পেজ এবং আইডিতে এমন ভাবে ইসলামী ধর্মীয় লেবাস ধরে তাতে করে তাদের অপকর্ম দেখেও মানুষ বিভ্রান্ত হয় ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

কিংব্লগার বলেছেন: এখন উপায় কি ?

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

হাঁড় = ঘাঁড় বলেছেন: আবার শুরু হইসে!

আন্দোলনের পত্থম দিন জামাত জিন্দাবাদ জয় রাজাকারের জয় কইসিল যারা হেরা আবার শুরু করসে!

ভাই তুমি শিবির হইলে শিবির, না হইলে না।


তুমি শিবির না হেইডা এইখানে প্ররমান হইতে পারে।


২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

কিংব্লগার বলেছেন: কেমনে

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

হাঁড় = ঘাঁড় বলেছেন:
একাত্তুরে তিনটা দলর নাম কও, যারা দলীয় সিদ্ধান্তে রাজাকারি করসিল।
আর এই দলীয় সিদ্ধঅন্তে যারা রাজাকারী করসিল তাগো পাচডা পরধান নেতার নাম কও


এতেই পরমাণ অর্ধেক হয়া যাব। বাকিটা পরে আইবনে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

কিংব্লগার বলেছেন: হেইডা ত সবে জানে। এইটা কওনের দরকার কি। জামাত এইটা করছে এইটা ত বার বার বলার প্রয়োজন নাই।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

বিডি আমিনুর বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কি করবেন বেকুবের সংখ্যা যে বেশি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

কিংব্লগার বলেছেন: ঠিক ই বলেছেন ভাই

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

পরের তরে বলেছেন: সেই দিন আমার পরিচিত এক ভাইয়ের জন্য বাসা খুজতে গেলাম। বাড়ীর মালিকের প্রথম প্রশ্ন : আপনি কি জামাত শিবির করেন নাকি। বড় ভাই অনেকটা রেগে বললেন পাঞ্জাবী পায়জামা পড়লেই কি জামাত শিবির করতে হবে। তার পর ঐ বাসা থেকে বের হয়ে আসলেন। আমি ও ব্যাপারটা দেখে কষ্ট পেলাম। কারণ সেই বড় ভাই কোন রাজনীতির সাথেই জড়িত নয় । দোষ ঐ একটাই সুন্নতি পোশাক আর সুন্নত হিসাবে দাড়ি রেখেছে। হে আল্লা আমাদের হেফাজত করুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

কিংব্লগার বলেছেন: আমীন

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

মাহির কাবির বলেছেন: হাঁড় = ঘাঁড় তুই হাম্বা ।
হাম্বা রে হাম্বা লজ্জায় বাচিনা ।
যা ঘাস খা ।
হাম্বারে হাম্বা কোথায় যাস ?
বিলের ধারে খাবো ঘাস ।

আমার বাবা যদি নামাজ পড়তে মসজিদ-এ যায় তাহলে প্লিজ তাকে মেরে ফেলবেন না। অথবা রাস্তায় হাটতে থাকা আমার ছোট ভাইটার ও বোন টাকে মেরে ফেলবেন না ।এই অনুরোধ আপনাদের সবার কাছেই, সাধারন জনতা, আন্দোলনকারী, শিবির, আওয়ামীলীগ, পুলিশ সবার কাছেই। আমরাও মানুষ আর আপনারাও মানুষ তবে আজ এত রক্ত কেন ??আর কত রক্ত ঝরলে আপনাদের স্বাদ মিটবে ???

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

কিংব্লগার বলেছেন: কবিতাটি খারাপ না। তবে উত্তরটি পেলাম না।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

হাঁড় = ঘাঁড় বলেছেন: :)
তাইলে তো ভাই বোঝাই যাইতাসে আপনে শিবির না।
তাইলে আপনের লগে কুনো সমস্যা নাই।


নিলাজা মাহির কবির আমারে বুলক মারসে,
ওরে মাহির কবির, বুলক মারসস ক্যা?
আমারে কথা কইতে দিবি না, আবার আমারে হাম্বা কইয়া লিংক দিয়া বেড়াইতাসস, আরে মজারে, মজা। ডরাও কেন? তোমারে আমি খামু, না ভর্তা বানামু? সইত্য কথা কইলে গায় লাগে কেনু?
ডর করে?


পাঁচটা রাজাকারের নাম আর একাত্তুরে দলগত তিনটা রাজাকারের নাম জিগাইসি, উটপাখির আন্ডা ফাইটা গেছে?

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

দায়িত্ববান নাগরিক বলেছেন: মাহির কবির বলদ ! অনেক কষ্টে বাংলা শিখাইছি ওরে।

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৭

ডাব্বা বলেছেন: এটা নিয়ে ভাববেন না। প্রমান যার সত্যিকার অর্থে দরকার তিনি নিশ্চয়ই জানেন অলরেডী।

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

ভুং ভাং বলেছেন: মদন বলেছেন: শাহরুখ এর মতো বলতে থাকবেন - "মাই নেইম ইজ খান, আই এম নট এ টেরোরিষ্ট"

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

কিংব্লগার বলেছেন: আরো ভাল বুদ্ধি চাই

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

লিঙ্কনহুসাইন বলেছেন: এর থেকে মুক্তির উপায় হলো জামাত শিবিরকে নিশ্চিনহ করে দেওয়া । জামাত শিবিরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হলে আস্তে আস্তে শিবির কি জিনিশ মানুষ ভুলে যাবে , তখন আর এই সমস্যা হবে না

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২

কিংব্লগার বলেছেন: অন্যনাম দিয়ে যদি আবার আসে তখন কি সমস্যার স্থায়ী সমাধান হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.