নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিরিটি রায়

কিরিটি রায় › বিস্তারিত পোস্টঃ

বাঁশের চেয়ে কঞ্চি বড়... জাতির পিতার ছবি কি বলে??

০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৭

বাঁশের চেয়ে কঞ্চি বড়..



প্রচলিত প্রবাদটাই যেন বহুমাত্রিক রুপে দেখতে পাই.. এখানে ওখানে এমনকি ব্লগেও....



দেখুন তো ছবিটি..





১৯৭৪ সালে লাহোরে অনুষ্ঠিত ইসলামী শীর্ষ সম্মেলনে আলজেরিয়ার প্রেসিডেন্ট বুমেদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্রো।



আমরা জানি ঐক্যই শক্তি। সেই একতার ভিত্তিমূলে বারবার আঘাত আসছে.. নানা আঙিকে। ১ম ২য় বিশ্বযুদ্ধে যারা বিজয়ী বিজিত এখন তাদের অনেকই ঘনিস্টতম সহযোগী। যদিও একসময় তারা পরস্পরকে হননে উদ্ধত ছিল্।আজ বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রনে তারা আজ একাট্রা।



অথচ আজ আমাদের এই বাংলাদেশকে নিয়ে যেন ছিনিমিনি খেলা চলছে!! বিট্রিশের ডিভাইড এন্ড রুল মতবাদই কি এসবের পিছনে ক্রিয়াশীল???

আজ চেতনা এবং বিশেষ শ্রেনী গোষ্ঠির প্রচার এবং মোটিভ নিয়ে ভাবার সময় এসেছে বোধহয়।



জাতির পিতার ছবি প্রত্যক্ষ যে বাণী দেয় তার বিপরীতে যারা দাড় টানে তাদের কর্মকান্ডে শুধূ এটাই মনে হয় .. বাঁশের চেয়ে কঞ্চি বড়।

মন্তব্য ১০৯ টি রেটিং +৪১/-২৫

মন্তব্য (১০৯) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৯

কিরিটি রায় বলেছেন: আসেন চেতনাধারী গণ.. কইষা মাইনাস দেন.. কিন্তু বুইঝা লইয়েন..;)

২| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০২

রাজার গল্প বলেছেন:
রাজাকারের চেতনা বনাম মু্ক্তিযোদ্ধার চেতনা

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৮

কিরিটি রায় বলেছেন: তা দেখছি... কিন্তু এই টপিকে সরাসরি আপনার মন্তব্য চাই। বলবেন আশা করি।

৩| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০২

রোহান বলেছেন: তো গুজব রায় দাদা এখন কি কর্তে হবে? গু আজম আর নিজামীরে আব্বা ডাকতে হবে?

অট: আম্নের সেই বিখ্যাত তান্ডবলীলার গুজবের সোর্সের লাষ্ট খবর না কইয়া নয়া ক্যাচাল ছাড়লেন যে বড় ;)

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১০

কিরিটি রায় বলেছেন: মোটেই তা নয়। তাদেরকে তাদের অপরাধের শাস্তি পেতেই হবে।]

আমার মূল কথা যা তা নিয়ে কথা বলেন দয়া করে। অপ্রাসঙ্গিকতা না এলেই খুশি হব।
ধন্যবাদ

৪| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৩

কাক ভুষুন্ডি বলেছেন: তৈলে অহন কি কর্তে হৈবে ক্রিটি সাব? রাজাকার্গোরে কোলে লৈয়া চুমাইতে হৈবে?

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪

কিরিটি রায় বলেছেন: বাশের চেয়ে কঞ্চি বড় না হইলেই হইব।

জাতীয় ঐক্য আর সংহতির মাধ্যমে সামনে আগাইতে হইব।

রাজাকারগো বিচার পলিটিকাল ইস্যু না বানইয়া আইনের হাতে সোপর্দ কইরা দেন। তাগোর শাস্তি তারা অবশ্যই ভোগ করব।

আমিতো আবার বিশ্বাসী। তাই মনে করি এইখানে পাক না পাক.. মৃত্যুর পরও তারা ছাড়া পাইবনা। কারণ আল্লাহ ন্যায় বিচার করেন। তাগোর শাস্তি হইবই।
আমরা আপেক্ষিকতায় হয়তো বুঝতে খটকা পাই... কিন্তু তাদের ক্ষমা নাই।

আপনাতে ধন্যবাদ।

৫| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬

সীমন্ত ইসলাম বলেছেন: রায়দা এই জটিল ছবি কই থেকে জোগাড় করলেন?

:) :) :)

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৭

কিরিটি রায় বলেছেন: জটিল না ভাই। এটাতো ইতিহাস। সত্য।

আমাদের বাচতে হলে সত্যের কাছৈ ফিরতে হবে।

আমরা ভাই চেতনার ফেরি করার মানসিকতা রাখীনা। কিন্তু সত্য মানি। তাই শুধূ এটা না দুর্লভ অনেক ছবিই আছে। রেখেছি ভালবেসে।
গত কয়দিন ধরে জোয়ারের মতো বিভজান তত্বের পোষ্ট দেখে মনে হল সত্যটা বুঝি আবার জাতির সামনে নতুন প্রজন্মের সামনে আসার দরকার। তাই।

আমাদের জাতীয় উন্নতি প্রগতির শত্রুরা ধ্বংস হোক।

৬| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১২

টিপূ সুলতান বলেছেন: জাতির পিতা ইব্রাহীম (আঃ) এটা আবার নতুন করে জাতির জুতা,তুক্কু, জাতির পিতা হইল কবে।

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২০

কিরিটি রায় বলেছেন: ভাই ঐটা ধর্মীয় আঙ্গিকে।

এটা জাতীয়তার প্রেক্ষাপটে। এখানে কোন বিরোধ নাই।

কাউকে হেয় করার মানসিকতা পরিত্যাগ করলেই আপনি বড় হতে পারেবন। ..

৭| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৩

কাক ভুষুন্ডি বলেছেন: ওহ এখন ধুমা উস্কাইতেছেন ইস্লামী ঐক্য লয়া?

পারেনও আপ্নেরা।

কিপিঠাপ

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২১

কিরিটি রায় বলেছেন: আপনের বুদ্ধিতো জব্বর!!!!! নুবেল কমিটি খুজ পায় নাই অক্ষনো;)

জাতীয় ঐক্যরে এস্লামী বানাই বুইঝলেন!!!!!!

পারেনও আপনেরা । কিপিঠাপ :):)

৮| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪

রোহান বলেছেন: আগেরডায় জিগাইছিলাম তয় আম্নের সাড়া শব্দ পাই নাই হের লিগা ভাবলাম ছাত্রলীগে আবার আম্নেরে রিমান্ডে নিয়া না ক্রসফায়ার কইরা দিলো ;)

তয় দাদা আম্নে এই পুষ্ট দিয়া কি বোঝাইলেন হেইডা এট্টু খুলসা কইরা কইলে ভালো হইতো। আম্রা নালায়েক লুকজন বুজি কম। যা দেকলাম হেইডা হলো মুজিবে ইসলামী সম্মেলনে গেছিলো হেইডার শেষে ভুট্টামিয়ার লগে হাত ধইরা বাইরাইতাছে। পাশের জনের কথায় হাসিও আসছে মুখে। তো এখন বাকীডা কইয়া ফালান ;)

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬

কিরিটি রায় বলেছেন: ছাতোলীগ ক্রশ ফায়ারের অনোমোদন পাইল কবে?????

বালা বালা।

আপ্নের কথায় মনে হইলো সেইরকম... পীর সাব ঘরে ঢুকতে গিয়া হুশ হুশ করে। সব্বাই ধরলো .. কি হইলো হুজুর!!!
হুজুর খুব ভাব নিয়া কইলো মক্কার ঘরে কুত্তা ঢুকতেছিল .. হুশ হুশ কইরা খেদাই দিলাম!!!

গিন্নি আছিল পাক্না। হেই করলো কি ভাত পাঠায়া বইসা রইছে।
আর কিছু দেয় না। পরে হুজুর গোস্বা হইয়া যখন কইলৌ ভাত দিলা তরকারী কই???

গিন্নি পদংার আড়াল থেকে কয়.. হুজুর মক্কার ঘরে কুত্তা দেখেন .. আর ভাতের তলে মাছ দেহেন না???

আপনের কুইশ্চেরটা সেইরম লাগলো :):)

৯| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২০

জাহিদ পারভেজ বলেছেন: যাদের এক পা বিদেশে, আর এক পা দেশে তাদের জন্য বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলা কোন ব্যাপার না।জাতির পিতার তো আর সে অবস্হা ছিল না । উনি দেশ এবং জাতির যে টা ভাল হয় সেটাই করতেন।

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৪

কিরিটি রায় বলেছেন: আহা সবাই যদি দেশের প্রতি নূন্যতম দায়বোধ টুকু নিয়ে ভাবত!!

কতইনা ভাল হতো।

১০| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২২

মুখ ও মুখোশ বলেছেন: স্বাধীনতার আগে ক্ষমতা পেলে হাত ধরা ধরি বহাল তবিয়তেই থাকত স্বাধীনতার ডাক জনগন আর শুনত কিনা সন্দেহ হয়। তবে দুদিন আগে পরে হলেও দেশ ঠিকই স্বাধীন হত, এটা কেউ আটকাতে পারতনা। স্বাধীনতা ছিল তখন সময়েরই দাবী। তখন আওয়ামীলীগ প্রধান ছক্কু মিয়া থাকলেও দেশ ঠিকই স্বাধীন হত।

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৬

কিরিটি রায় বলেছেন: স্বাধীনতা এক অমোঘ সত্য।

স্বাধীনতা ঐক্যের শিক্ষা দেয়। অনৈক্যে বিভেদ আনে। আনে দাসত্ব।

১১| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬

সিরাজ বলেছেন: প্লাস

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৯

কিরিটি রায় বলেছেন: ধন্যবাদ।

জাতীয় ঐক্যের দৃঢ় ভিত্তি স্বাধীনতাকে করবে সমুন্নত।

১২| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬

রোহান বলেছেন: জাতীয় ঐক্য আর সংহতির মাধ্যমে সামনে আগাইতে হইবো -- দাদা কেমনে আগাইতে হপে এই নিয়া একটু কতাবার্তা করলে বুঝতে পার্তাম কুন দিকের পানি কুন দিকে ঠেলা দিছেন ;)

১৩| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬

মুখ ও মুখোশ বলেছেন: দাদারে ছবিটা বড় জব্বর দিয়েছেন। দেখনে না কারো কারো গায়ে জ্বালা ঢ়রে গেছে। ঐ জ্বালায় রাজাকারের নামে তসবিহ জপা শুরু হয়ে গেছে।

পোষ্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

কিরিটি রায় বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

১৪| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৮

সেতূ বলেছেন: যে যাই বলুক না ।
সকলে ভিক্ষুক দেশ ও ক্ষমতার জন্য .।
Click This Link

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৬

কিরিটি রায় বলেছেন: এটাতো প্রমানীত সত্য। তাদের আন্দোলন দেশ আর জনতার চেয়ে ক্ষমতার আর সম্পদের জন্য্...

ধিক ঐ রাজণীতিবিদদের..

ধন্যবাদ লিংকের জন্য্

১৫| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩০

রোহান বলেছেন: কিহে কিরিটি দাদা আবার পিচ্লান কেনু? আগের পুষ্টে ধরা খাইয়া পিছলাইতে পিছলাইতে কমেন্ট ডিলিটে গেলেন, আইজকা জিগাইলাম কি আর কই মক্কা আর ভাত তরকারী টাইনা আনলেন। কইলাম তো আমরা নাবুজ, বুঝাইয়া কন এখন কি কর্তে হইবে? পাকিস্তানের লগে হাত ধইরা গুলামাজমের গুলামি থুক্কু বিচার কর্তে হবে? এই ফটু বেড রুমে বান্ধায় রাকতে হবে? ফাকিস্তানের সাথে পারিবারিক সম্পর্ক গড়ে তুলতে হবে? কোনটা??? সরাসরি কথা বলতে সমস্যা কি আপনার?

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৮:৫১

কিরিটি রায় বলেছেন: আপ্নে এত বলদ জানা ছিল না!!!!!

আপ্নেরা কঞ্চি বাশের চে না বাড়লেই নেতারে উজ্জত করা হইব।

কথায় বলে সূর্যের চে, টিন তাতে(গরম হয়) বেশী..

আপ্নেগো আতলামী দেইখ্যা মনে হয় কথা ১০০ না ১০০০ ভাগ সত্য।

সরসরি বলা কথা যে বোঝে না তার বেশি আতলামী না করাই উত্তম:-

১৬| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩২

জর্জিস বলেছেন: ভাল পোষ্ট। এই পোষ্টের মাজেজা সবাই বুঝবে না, তাই অনেকে প্রসংগ ছাড়া প্রশ্ন করতেছে।
++++

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১২

কিরিটি রায় বলেছেন: তা নয় .. বুঝেও তাদের মতভিন্নতার কারণেই এলোমেলো ছন্নছাড়া আলাপে ডাইভার্ট করতে চাইবে .. এতো স্বাভাবিক।

তা চেষ্টা করুক।

১৭| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৪

নাহিদ মাহমুদ বলেছেন: দিস ইজ পলিটিক্স ম্যান।
নতুন দেশকে সামনের দিকে এগিযে নিতে হলে আমি মনে করি এই ছবি যা প্রকাশ করছে তার থেকে খুব বেশী ভিন্ন দৃশ্য কেউই উপহার দিতে পারতো না। যখন স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন শেখ মুজিব তখন সেই সময়ের প্রেক্ষিতে সেটাই ছিল একজন বিজ্ঞ রাষ্ট্রনায়কের দায়িত্ব। আবার যুদ্ধ পরবর্তী দেশ গঠনে সামনের দিকে এগুতে এমন অনেক লিয়াঁজোও তাকে মেনে নিতে হয়েছিল।
আপনি কি মনে করেন উনি খুব সানন্দে এটা করেছিলেন? বাট দিস ইজ পার্ট অফ আ ন্যাশন ম্যান।

আপনার আপনার আবেগ আর একজন বিচক্ষন রাষ্ট্রণায়কের দৃষ্টিভঙ্গি সমান হবে না কখনোই। আমি আপনি আবেগে অনেক কাজ করে ফেলতে পারবো। বাট একজন রাষ্ট্রনায়ক চাইলেই তার আবেগকে প্রশ্রয় দিতে পারেন না। যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলঅ সামনের দিকে এগিয়ে নিতে তিনি কিছু ভুল ডিসিশন হয়তো নিয়েছেন, তবে এটা মেনে নিতেই হবে একজন "শেখ মুজিব" তখন না থাকলে ১৯৬৬ এর ৬দফা দাবী হতনা, হতনা ৬৯ এর গন অভ্যুথান, হতো না ৭০ এর নিরঙ্কুশ বিজয়, থাকতো না কোন ৭ই মার্চ, আসতো না বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা।

আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা ভিন্নমতকে ছোট করলেই যেন নিজেদের বড় করার পথ খুঁজে পাই।

ঠান্ডা মাথায় ভাবেন, ছবিটা কি খুব ঘৃনা করার মত? ১৯৭৪ এর সেই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে যে মানুষটির উপর দেশের মানুষের এত আস্থা সে কি অকারনে এমন একটি দৃশ্যের অবতারনা করেছিলেন?

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৯

কিরিটি রায় বলেছেন: ধন্যবাদ নাহিদ ভাই। চমতকার মন্তব্যের জন্য।

আমি কিন্তু মোটেই ঘৃণার প্রসঙ্গ আনিনি। বরং এখনকার উদ্ভুত অতি দেশাত্ববোধী, চেতনাধারীদের অতি আবেগের মোহ ঝেড়ে ফেলে জাতির পিতার মতো বিজ্ঞতা আর বিচক্ষনতার সাথে আবেগকো পরিচালিত করার অনুরোধই করেছি এই পোষ্টে।

আমাদের আবেগ আছে থাকবে। রাজাকারের প্রতি ঘৃনা আছে থাকবে। কিন্তু এই সুযোগে কোন ৩য় পক্ষ যেন জাতি বিভক্তির মতো সুবিধা ভোগ করতে না পারে ..

এই ছবি আমাদের শিক্ষা দেয়..বিজ্ঞ হতে।

১৮| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৪

নাজমুল আহমেদ বলেছেন:
তা আর যা বলিয়াচেন দাদা, সহি বলিয়াচেন

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫

কিরিটি রায় বলেছেন: সব ইশ্বরের কৃপা।

১৯| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৫

তাজা কলম বলেছেন:
তবুও যুদ্ধাপরাধীদের বিচার হবে।

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩০

কিরিটি রায় বলেছেন: তাতেতো কোন দ্বিমত নেই।

বিচার বিচারিক আদালতে অনেক আগেই নিষ্পন্ন হওয়া উচিত ছিল। হয়নি.. কারণ সবাই আমওয়ামীলীগ , বিএনপি এ নিয়ে রাজনীতির সুবিধাভোগী....

তাই আজও বিচার চাইতে হয়।

কিন্তু আমাদের বিজ্ঞতা আর প্রজ্ঞতার সাথে সমাধান খুজতে হবে। শুধু আবেগ তাড়িত হয়ে নয়। রাজনৈতিক সুবিধাবাদীতার মোড়কে জনগনকে বিভক্ত করে নয়।

অপরাধীর বিচার হতেই হবে।

২০| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৫

রোহান বলেছেন: গুড কমেন্ট @ নাহিদ

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩১

কিরিটি রায় বলেছেন: গুড রিপ্লাইটাও পড়ে দেখবেন, দয়া করে।

২১| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৫

কাক ভুষুন্ডি বলেছেন: জাতীয় ঐক্যরে এস্লামী ঐক্য বুজিনাই। আপ্নের ফটুক্টা এস্লামী সম্মিলনের, হের্পর আবার ফের কৈতেছেন বিটিশের ডিভাইড রুল পলিসি। বাংলাদেশ রে লৈয়া ছিন্মিনি খেল্তেছে। ১ম ২য় বিশ্বযু্দ্দরেও হাল্কা টাচ কৈরা গ্যালেন। সব মিলায়া জাতীয় ঐক্কের কতা কৈখানে কৈলেন বোজ্লাম্না।

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮

কিরিটি রায় বলেছেন: জাইগা যে ঘুমায় তারে জাগান যায় না!!!

বুইঝা যে না বোঝার ভান করে তারেও বুঝান যায় না।

আপ্নেরা বিজ্ঞ মানুষ। আপনেগো বুঝানো কি আমার সাজে... তয় কথাতো খুব সহজ কইরা বলা...

সবচে বড় কথা জাতির পিতাই বইলা গেছেন.. ছবিতে...

বিজয়ী আর বিজিতের মিলন তো বিশ্বে নতুন না। আর আমরাইতো একমাত্র দেশ না যে যুদ্ধ কইরা স্বাধীনতা অর্জন করছি। ..

আমাদের নেতা শিখিয়েছেন.. আমরা ভুলে যাচ্ছি।

দেশ আর জাতি গঠনে আন্র্তজাতিক পলিটেক্সের কথা তোলা থাক.. অভ্যন্তরীন নীতি নির্ধারনেই আমাদের আগে ঐক্য প্রতিষ্ঠা জরুরী। নাকি বলেন। পরে আসুক আন্র্তজাতিক প্রসঙ্গ।

২২| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬

হুতুম পেঁচার নকশা বলেছেন: কিছু দিন আগের কিরিটি রায় এর লেখা কিংবা মন্তব্য একজন 'দীন দরদী ' .......কিরিটি রায়ের উপর ক্ষিপ্ত হযে লিখেছেন........... '' হিন্দু হয়ে কেন তিনি মুসলমান / ইসলাম বিষয়ে নাক গলাতে আসেন''....
...............আজ কিরিটি দেখছি কিছু পাঠকের কাছে বিপরীত মেরুর ব্যক্তি হিসাবে আবির্ভূত হযেছেন।

পুরাতন দিনে কথা ভুলি।ভুলি পররাষ্ট্র নীতির কটুচাল।

১৯৭২~১৯৭৫ সময় কালে বঙ্গবন্ধু সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে জাসদ নেতারা .....কিংবা..............পূর্ব পাকিস্তার কমুনিস্ট পার্টি ( এম-এল) এর যে নেতারা স্বধীনতা যৃদ্ধ কে দুই কুকুরের কামড়া- কামড়ি বলেছিল সেই' কমরেড তোহা'র চেলা দীলিপ বাবু .....................কিংবা ..............বন্ধু ইন্দীরা সরকারে ঘুম হারাম করা 'চারু মজুমদারের ' পিছনে ফালপাড়া ছাগলের তিন নং বাচ্চা মেনন -বাদশাগং...................................শেখের ব্যাটির সাথে ছবি তোলার জন্য কতই না নাচন-কুদন।

অপর দিকে বঙ্গবন্ধুর বিশ্বস্ত বন্ধু সিপিবি কিনা তাঁরই ব্যাটির জমানায় কাওরান বাজার ডান্ডা পেটা হইলো.........................

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৫

কিরিটি রায় বলেছেন: ভাই ..জানেন তো গ্রামীন প্রবাদ...
... সুইয়ে কয় চালুনী তোর পাছা ফুটা ;)

মূলে হাত দিলে তো বহু অসংগতি ব্যাপক.. মানে কেচু খুড়তে সাপ বেরুবে... সে সব থাক।

মৌলিক এক দুইটা বিষয়ে অন্তত জাতীয় ঐক্য আজ ভীষন জরুরী। যেভাবে মারমূখীতায় জাতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাতে .... ভাবতে কষ্ট হয়।...

সুবিধাবাদী, বেঈমান আর চামুচরা সকল কালেই ছিল আছে....থাকেব..
তার মাঝেও আবার এক ২ জন.. বিপ্লবী.. সময়ের প্রয়োজনেই আসে আসবে।
যার কাছে নালিশ দিবেন সেই যদি হয় হোতা... পাব্লিক তুমি যাবে কোথা!!!!

২৩| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: @রোহান,
কমেন্ট মুইস্যা দেয়া, পুরান রুগ।
@কাকভু ;)
যার রাজনীতি ভুল, তার সব ভুল।

ক্রিয়াছিল কাব্য একটা লেক দেছপেরেমের, ধেস ও খালের গন্ডি পাইর হইয়া। দর্ম ও অদর্মের ক্যাচাল বাদ দিয়া । লাস্টে একটা সিগনেচার ওয়ার্ড দিবা : চামে চামে

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৬

কিরিটি রায় বলেছেন: মিথ্যা অভিযোগ। এই পর্যন্তে ১ টা কমেন্টও আমি মুছিনি।

আপনি মিথ্যাচার করছেন।

২৪| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪১

ওসমানজি২ বলেছেন: দূর্লভ একটা ছবি শেয়ার করার জন্যে ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৬

কিরিটি রায় বলেছেন: ধন্যবাদ। আপনাকেও।

২৫| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৩

জন্ম থেকে জ্বলছি বলেছেন: Chobita valo.apnar jatio oikkor daker sathe sohomot

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৮

কিরিটি রায় বলেছেন: আমাদের দেশের জন্যই আমাদের বিভেদ ভুলে জাতি গঠনে.. জাতীয় উন্নতি অগ্রগতির ভাবনা ভাতে হবে।

মালয়েশিয়া আমাদের কত পরে স্বাধীন হল.. আর আজ আমাদের সরকারী পর্যায়েও মালয়েশিয়া গিয়ে শ্রম বাজারের জন্য দরাদরী করতে হয়...

বলুন... আর কত লজ্ঝা হলে আমাদের হুশ ফিরবে???

২৬| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫০

ইরফান আহেমদ বলেছেন: রায় দাদা,
এখন তো চেতনার উর্দি পরা বক্সু মিয়ারা নারাজ হইয়া যাইবো। ভাড়ত আর বঙ্গবল্টুর বিরুদ্ধে কিছু গেছে মনে হলে যাদের ওলার ঝোলা খুইলা পড়ে। এখন তো এই পোষ্ট রিপোর্টিত অইবো। রিপোর্ট করার পালের গোদাও তো আইয়া পড়ছে।

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫০

কিরিটি রায় বলেছেন: ভাই সত্য কুনদিন কোন রিপোটৃ, তদন্ত কমিশন আর তাবেদার চামচারা রুখতে পারে নাই।

সময়ের এদিক আর ওইদিক।
তারাই নিক্ষিপ্ত হইছে ইতিহাসের আস্তাকুড়ে।

সুতরাং...
আপনাকে ধন্যবাদ।

২৭| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫০

সুবিদ্ বলেছেন: একটা তথ্যবিভ্রাট আছে........Mr. Boumediene আলজেরিয়ার প্রেসিডেন্ট ছিলেন তখন......আর সম্মেলনটা ছিল লাহোরে.......যেটাতে যোগ দেয়া ছিল শেখ মুজিবের বিশাল একটা দূরদৃষ্টির পরিচায়ক, সৌদি মার্কা ব্যতিক্রম বাদে যার ফলে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সূচনাফলক.....

আর পোষ্ট নিয়া কি বলবো.......আন্তর্জাতিক ক্ষেত্রে স্থায়ী শত্রু/মিত্র যেমন নেই, তেমনি কিছু বিষয়ে আপোষ করার সুযোগও নেই.......যুদ্ধাপরাধীদের বিচার করে/বিচারে সহায়তা করেই পাকিস্তান আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়ালে সেটা বরং গ্রহণযোগ্য হয় বেশী......নইলে সেটা যে বন্ধুবেশী ঘাতকের হাত, তা নিয়ে সংশয় থেকেই যায়.......

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৫

কিরিটি রায় বলেছেন: অনেক ধন্যবাদ।

সম্মেলনটা হয়েছিল লাহোরে। ১৯৭৪ সালে।..সংশোদনীর জন্য অশেষ কৃতজ্ঞতা।

....আন্তর্জাতিক ক্ষেত্রে স্থায়ী শত্রু/মিত্র যেমন নেই, তেমনি কিছু বিষয়ে আপোষ করার সুযোগও নেই.......যুদ্ধাপরাধীদের বিচার করে/বিচারে সহায়তা করেই পাকিস্তান আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়ালে সেটা বরং গ্রহণযোগ্য হয় বেশী......নইলে সেটা যে বন্ধুবেশী ঘাতকের হাত, তা নিয়ে সংশয় থেকেই যায়....

আপনার বক্তব্য যারপরনাই সত্য। তবে নিজেকেও কিছূটা উদার হতে হয়। সংশয়ের ডালে বিশ্বাসের পাতা কুড়ি গজাতে দিলে না বৃক্ষ হবে সুশোভিত।...


২৮| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৩

ইরফান আহেমদ বলেছেন: এই ছবিটা দেখুন। এখানেও তাদের সেই একই ......

২৯| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৬

পেনাল্টিমেট বলেছেন: ১) আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবর রহমান জবানবন্দী দিয়েছিলেন, 'আমি একজন মুসলমান, পাকিস্তান প্রতিষ্ঠার জন্য আমি আন্দোলন করেছি'।
২) ১৯৬৯ সালে লন্ডন সফরের সময় হোটেলের বারম্যান এক বাঙ্গালীকে 'পাকি' বলে গালি দেয়ার কারণে তিনি ক্ষোভে সেই হোটেল ত্যাগ করেন।
৩) ৭৪ সালে ভারতের তীব্র আক্রোশ উপেক্ষা করে ইসলামী শীর্ষ সম্মেলনে যোগ দেন।

উপরোক্ত ছবির সাথে তিনটি ঘটনার মিল খুজে পাওয়া যায়। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি হয়ত পাকিস্তানী হিসেবে গর্বিত ছিলেন।

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯

কিরিটি রায় বলেছেন: আপনার সাথে একমত হতে পারলাম না।

স্বাধীনতার আগে অবশ্যই তিনি পাকিস্তানী। কিন্তু ৭১এ পর তিনি অবশ্যই অবিসংবাদিত বাঙালী। বাংলাদেশের নাগরিক। বাংলাদেশী।

জীবনের শেষ দিনেও তিনি বীর বাঙালী ছিলেন।

আর ছবিটা রাজনৈতিক দূরদর্শীতা আর প্রজ্ঞার প্রমাণ। যদিও তাতে তথাকথিত বন্ধু ভারত বরং শত্রু হয়ে উঠে ছিল।...সে অন্য প্রসংগ।

৩০| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০১

রোহান বলেছেন: আররে ইরফান দাদাও আয়া পরছে... মুজিব নিয়া কিছু হইলেই আপনি কই কবর থিকা উদয় হন, আপনের আসল নিকডা কোনটা বলেন তো ;)

@সুবিদ: ধন্যবাদ

পুরা মিটিং ডিটেইলস Click This Link of Lahore

৩১| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০২

রোহান বলেছেন: @পেনাল্টিমেট: ১৯৭১ এর আগে কিন্তু সবাই পাকিস্তানীই আছিলেন, সো ফাউল ক্যাচাল কইরেন না।

৩২| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৫

রোহান বলেছেন: কিরিটি দাদা কই গেলেন? জাতিয় ঐক্য নিয়া গফসপ কর্তে চাইছিলাম... আফসুস :(

০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০১

কিরিটি রায় বলেছেন: এই যে দাদা। আপনার কাছেই। লাঞ্চে গেছলাম্ ..

৩৩| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৭

মনির হাসান বলেছেন: আরেকটা নতুন মাস শুরু হইলো ।


যাউগ্‌গা ... আপনে আছেন কিরাম ? খবর সবর ভালো'তো ...? গেলো সপ্তাহে ধরা খাওয়ার পরে প্রফেশনে সমস্যা হয়নাইতো?

০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

কিরিটি রায় বলেছেন: জ্বি। নভেম্বর ২০০৯। সোমবার ১৮ কার্তিক ১৪১৬। ১৩ জ্বিলক্বদ ১৪৩০। :):):)

আছি ভালাই।

আপনে নিজের ভাবনায় যদি জগতের সবাইরে ভাবেন দাদা... মানে বুঝছেন তো...
আপনে খিচুরী.. না পায়েস বানাইচেন আপনের মুঞ্চাইছে.. আপনি করছেন..তাতে আই রগ করতাম কিল্লাই..

আপনার শুভ কামনায় বগ প্রীত বোধিত হইতেছে :):)

৩৪| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৩

মুখ ও মুখোশ বলেছেন: কঞ্চিদের কপচানিতে মনে হয় বঙ্গবন্ধু আর রাজাকার একই মুদ্রার এপিট ওপিট। বললেই চলে আসে, যত্তসব......... চেতনাধারী......

৩৫| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৮

juddhobaaj বলেছেন: আজ চেতনা এবং বিশেষ শ্রেনী গোষ্ঠির প্রচার এবং মোটিভ নিয়ে ভাবার সময় এসেছে বোধহয়।


....এ লাইন টার একটু ব্যাখ্যা দেন।স্পেসিফিকলি বলেন,বিশেষ শ্রেনী গোষ্ঠি বলতে কাদের বোঝাছ্ছেন??তাদের মোটিভ টাও ঝেড়ে কাশবেন আশা করি।


আরেকটি কথা,আপনি যদি বলতে চান যে,স্বাধীনতার বিরোধী দের সাথে একাট্টা হতে,তবে ৬ নং কমেন্ট টা দেখুন।

যারা এরকম নীচ মানসিকতা নিয়ে চলে,তাদের সাথে কি ব্যবহার আশা করেন আপনি??

আমি জাস্ট ৬ নং কমেন্টকারীর মুখে থুথু দিলাম।

০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২০

কিরিটি রায় বলেছেন: ধন্যবাদ।

এটা আপনিও ভার জানেন। আমাদের তথাকথিত অনেক সুশীল গোষ্ঠী আছে.. যারা প্রকৃত মোনাফেক শ্রেণী ভুক্ত। তাদের মূখে এক অন্রে আরেক।

প্রকৃত মুক্তুযোদ্ধারা আজও আছৈ নিরবে নিভৃতে লুকিয়ে জীবন পার করছে। আর ধান্ধাবাজরা .. ঐটার বানিজ্যিক ফায়দা তুলতে ঢোল ফাটাই ফালাইছৈ...

একই ভাবে দেশ এবং স্বাধীনতার চেতনা প্রত্যেকটা বাংলাদেশীর অন্তরের মৌলিক চেতনা. যা নিভৃতে সবাই লালন করে.. আরেক শ্রেনী আছে যারা এর বানিজ্যিক চাষাবাদ করে.. ঢোল.. বলগ ফাটাইয়া ফালায়....

আর আমার ষ্পষ্ট কথা...এর সুযোগে ৩য় পক্ষ যেন আমাদের বিভাজিত করার, জাতীয় ঐক্র বিনষ্টের সুযোগ না পায়্

রাজাকাররা অপরাধী। তাদের আইনত বিচারিক প্রকিয়ায় শাস্তি হতেই হবে।

তবে যেভাবে সাধারন যুক্ত তর্কে.. বিরোধীমত মাত্রই পাকি.. রাজাকার .. এ জাতীয় উদ্ভট বিভাজনে আমাদের মধ্যে স্থায়ী এক বিদ্বেষ সৃষ্টি করছে। যা ভবিষ্যতে ভিন্ন রুপ পরিহ্রগ করতে পারে..

তাই শুধু ইতিহাসের এক অমোঘ সত্য সামনে রেখে তথাকথিত সুবিধাবাদী, সুশীল, চেতনাধারীদের অতি আবেগ তাড়িত না হয়ে বিজ্ঞ চিন্তার মাধ্যমে.. আমাদের এগিয়ে যাবার আহবান জানিয়েছি।..

৩৬| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২১

পেনাল্টিমেট বলেছেন: জনাব রোহান, ৬৯ সালে শেখ মুজিবর রহমান লন্ডনে গিয়েছিলেন তার ৬ দফা আন্দোলনের পক্ষে জনমত গড়তে, পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসেবে নয়। সেই হিসেবে সরকারের সাথে তার দা কুমড়া সম্পর্ক থাকার কথা এবং পাকিস্তানীদের কেউ গালি দিলে বাঙ্গালীরা নিশ্চয় খুশিই হতো।

৩৭| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩০

রোহান বলেছেন: জ্বী না জনাব পেনাল্টিমেট আপনি ফাউ তেনা পেঁচাইতাছেন। তখনও পাকিস্তান শব্দটাই দেশের নাম ছিলো আর ছয় দফায় খুব সম্ভবত পাকিস্তান ফেডারেশনের কথা বলা ছিলো।

1. The constitution should provide for a Federation of Pakistan in its true sense on the Lahore Resolution and the parliamentary form of government with supremacy of a legislature directly elected on the basis of universal adult franchise.

2. The federal government should deal with only two subjects: defence and foreign affairs, and all other residuary subjects shall be vested in the federating states.

3. Two separate, but freely convertible currencies for two wings should be introduced; or if this is not feasible, there should be one currency for the whole country, but effective constitutional provisions should be introduced to stop the flight of capital from East to West Pakistan. Furthermore, a separate banking reserve should be established and separate fiscal and monetary policy be adopted for East Pakistan.

4. The power of taxation and revenue collection shall be vested in the federating units and the federal centre will have no such power. The federation will be entitled to a share in the state taxes to meet its expenditures.

5. There should be two separate accounts for the foreign exchange earnings of the two wings; the foreign exchange requirements of the federal government should be met by the two wings equally or in a ratio to be fixed; indigenous products should move free of duty between the two wings, and the constitution should empower the units to establish trade links with foreign countries.

6. East Pakistan should have a separate militia or paramilitary forces.

এই দফার প্রচারণায় কোথাও মনে হয়েছে পাকিস্তান সেই প্রেক্ষাপটে একটা গালি ছিলো???

৩৮| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩১

সুবিদ্ বলেছেন: @পেনাল্টিমেটঃ ৬দফায় কি পাকিস্তানকে অস্বীকার করা হয়েছিল??? সরকারের সাথে দা-কুমড়া!! এইটা কি আজকের হাসিনা-খালেদা মার্কা পলিটিক্স নাকি??? ৭মার্চের ভাষণের পরে উনি বসেননাই ইয়াহিয়ার সাথে??

৩৯| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩১

বল্টু মিয়া বলেছেন: নাহিদ মাহমুদ বলেছেন: দিস ইজ পলিটিক্স ম্যান।
নতুন দেশকে সামনের দিকে এগিযে নিতে হলে আমি মনে করি এই ছবি যা প্রকাশ করছে তার থেকে খুব বেশী ভিন্ন দৃশ্য কেউই উপহার দিতে পারতো না। যখন স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন শেখ মুজিব তখন সেই সময়ের প্রেক্ষিতে সেটাই ছিল একজন বিজ্ঞ রাষ্ট্রনায়কের দায়িত্ব। আবার যুদ্ধ পরবর্তী দেশ গঠনে সামনের দিকে এগুতে এমন অনেক লিয়াঁজোও তাকে মেনে নিতে হয়েছিল।
আপনি কি মনে করেন উনি খুব সানন্দে এটা করেছিলেন? বাট দিস ইজ পার্ট অফ আ ন্যাশন ম্যান।

আপনার আপনার আবেগ আর একজন বিচক্ষন রাষ্ট্রণায়কের দৃষ্টিভঙ্গি সমান হবে না কখনোই। আমি আপনি আবেগে অনেক কাজ করে ফেলতে পারবো। বাট একজন রাষ্ট্রনায়ক চাইলেই তার আবেগকে প্রশ্রয় দিতে পারেন না। যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলঅ সামনের দিকে এগিয়ে নিতে তিনি কিছু ভুল ডিসিশন হয়তো নিয়েছেন, তবে এটা মেনে নিতেই হবে একজন "শেখ মুজিব" তখন না থাকলে ১৯৬৬ এর ৬দফা দাবী হতনা, হতনা ৬৯ এর গন অভ্যুথান, হতো না ৭০ এর নিরঙ্কুশ বিজয়, থাকতো না কোন ৭ই মার্চ, আসতো না বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা।

আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা ভিন্নমতকে ছোট করলেই যেন নিজেদের বড় করার পথ খুঁজে পাই।

ঠান্ডা মাথায় ভাবেন, ছবিটা কি খুব ঘৃনা করার মত? ১৯৭৪ এর সেই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ে যে মানুষটির উপর দেশের মানুষের এত আস্থা সে কি অকারনে এমন একটি দৃশ্যের অবতারনা করেছিলেন?



ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা ঝাঁঝা

০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০

কিরিটি রায় বলেছেন: আমি কিন্তু মোটেই ঘৃণার প্রসঙ্গ আনিনি। বরং এখনকার উদ্ভুত অতি দেশাত্ববোধী, চেতনাধারীদের অতি আবেগের মোহ ঝেড়ে ফেলে জাতির পিতার মতো বিজ্ঞতা আর বিচক্ষনতার সাথে আবেগকো পরিচালিত করার অনুরোধই করেছি এই পোষ্টে।

আমাদের আবেগ আছে থাকবে। রাজাকারের প্রতি ঘৃনা আছে থাকবে। কিন্তু এই সুযোগে কোন ৩য় পক্ষ যেন জাতি বিভক্তির মতো সুবিধা ভোগ করতে না পারে .....

৪০| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭

ইরফান আহেমদ বলেছেন: ১. যে লোক ১৯৭৫ সালের ২৫ শে জানুয়ারি ১ টি মাত্র দল বাকশাল (বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ) রেখে বাকী সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল।
২. যে লোক ৪ টি মাত্র পত্রিকা রেখে বাকী সব জাতীয় পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল।
৮. যে লোক ১৯৭৫ সনে দেশে গণতন্ত্রের সকল অস্তিস্ত্বকে গুঁড়িয়ে দিয়ে নিজেকে আজীবন রাষ্ট্রপতি ঘোষনা করেছিল।
৪। যে লোক ৭৪ এর দুর্ভিক্ষ এর সময়ে যখন দেশে ২ লাখ লোক না খেয়ে মারা যায় সে সময় সে তার দুই ছেলে কামাল আর জামাল এর বিয়েতে কোটি টাকা খরছ করেছিল। সোনার মুকুট মাথায় দিয়ে সে বিয়ের অনুষ্টান করেছিলো।

তার কাছ থেকে অনেক কিছু আশা করা বাংলাদেশের মানুষের ই ভুল ছিল।

৪১| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭

মুখ ও মুখোশ বলেছেন: সুবিদ্ বলেছেন: @পেনাল্টিমেটঃ ৬দফায় কি পাকিস্তানকে অস্বীকার করা হয়েছিল??? সরকারের সাথে দা-কুমড়া!! এইটা কি আজকের হাসিনা-খালেদা মার্কা পলিটিক্স নাকি??? ৭মার্চের ভাষণের পরে উনি বসেননাই ইয়াহিয়ার সাথে??



৬দফায় কি ছিল?

৭মার্চের ভাষণের পরে উনি কেন বসেছিলেন?


সুবিদ ভাই উপরের উত্তর গুলো জাতি জানতে চায়

৪২| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৯

রোহান বলেছেন: হে হে ইরফান দাদা এইবার ভালো প্লাটফর্ম পাইছে...

মুখ ও মুখোস -- উপরে ৬ দফা দেওয়া আছে... এখন কেমতে কি ;)

৪৩| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৭

সরকার সেলিম বলেছেন: একমত @নাহিদ মাহমুদ........

০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

কিরিটি রায় বলেছেন: ধন্যবাদ।

৪৪| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০২

মুখ ও মুখোশ বলেছেন: ৭মার্চের ভাষণের পরে উনি কেন বসেছিলেন?

এইটা বকেয়া রাখলেন কেন?
কোন সমস্যা নাই সঠিক উত্তর দিয়েন।

৪৫| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৪

রোহান বলেছেন: জাতিয় ঐক্যটা ডিটেইলস কইলেন না?

আপাতত বাসায় যাই, পরে ডিটেইলস গফ সপ করুমনে ;)

@ মুখ ও মুখোস: ৬ দফা নিয়া আগে কি বুঝলেন কন।

০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২

কিরিটি রায় বলেছেন: আজাইরা জিলাপির প‌্যাচ দেওয়ার নিয়ত নিয়া গপসপ করলে ,, করেন.. মাতনের টাইম নাই...

টু দা পয়েন্টে কথা বলেন।

১৯৭৪ জাতির পিতা পাকি ভুট্রোর সাথে আন্র্তজাতিক রীতির নীতির যে সুন্দর নজীর রেখেছেন.. আজ ৩৬ বছর পর আমরা কঞ্চিরার ভাবে মুনে হয় একেকটা চেতনায় বাশের চে বড়:)

আর ঘোলাজলে শিকার করতেছে সুবিধাবাদীরা...

এখন কইবেন.. সুবিধাবাদী কেডা?? তো আর গপসপ করতে আইছুন কে? মিনিমাম জাইন্যা পরে আহেন ;)

৪৬| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৫

রোহান বলেছেন: ওহ আগের ধরা খাওয়া পোষ্টের ৩২ নাম্বারের মতো কমেন্ট মুইছেন না দয়া কইরা ;)

০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫

কিরিটি রায় বলেছেন: সত্যি কথা কি যুৎসই কথা না পাইয়া কয়জনই এইরম লেস পয়েন্ট হাম্বা হাম্বা কইতাছেন....;) :):)

কইতে থাহেন....

৪৭| ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩০

অলস ছেলে বলেছেন: যাউকগা, কিছু বুইল্লেই তো বুইলবেন এইসব বুইলে বুইলে সমস্যা বাড়ানোর কি দরকার। মানুষ ঘুমাইতেছে, ঘুমাইতে দেন।

০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

কিরিটি রায় বলেছেন: মানুষ ঘুমাইতেছে, ঘুমাইতে দেন। .

হ.. ঘুমানো বালা :) আপনে ইট্টু আরাম কইরা ঘুমান।

৪৮| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১০:২৩

রোহান বলেছেন: আমি কিন্তু মোটেই ঘৃণার প্রসঙ্গ আনিনি। বরং এখনকার উদ্ভুত অতি দেশাত্ববোধী, চেতনাধারীদের অতি আবেগের মোহ ঝেড়ে ফেলে জাতির পিতার মতো বিজ্ঞতা আর বিচক্ষনতার সাথে আবেগকো পরিচালিত করার অনুরোধই করেছি এই পোষ্টে।

আমাদের আবেগ আছে থাকবে। রাজাকারের প্রতি ঘৃনা আছে থাকবে। কিন্তু এই সুযোগে কোন ৩য় পক্ষ যেন জাতি বিভক্তির মতো সুবিধা ভোগ করতে না পারে

-----------------এই থার্ড পার্টি কিডা? এক কমেন্টে কইলেন বিজয়ীর লগে বিজিতের খাতির করাইতে (ফটু দিছেন মুজিন আর ভুট্টার)। আবার আরেক জায়গার কইলেন ফাকিস্তানের হাত বন্দুবেশী ঘাতকের হাত ;) হেই হাত ফরিস্কার করতে হইলে আগে যুদ্ধাপরাধের বিচার করণ লাগবো।

এখন আমরাও তো তাই কই আগে বিচার হোক হের পরে খাতির মাতির দেখা যাইবে। আম্লীগেও তো তাই কইতাছে, মুজিব কেস টেষ্ট কেস, এইডার সাকসেসের পরে গুলামাজমগো সাইজ করা হইবেক। হাতে আরও চাইর বছর আছে। অহন বলেন আপনার সমস্যাটা কি? বাঁশের ফটুতে যেইডা কওয়া হইছে, অহন কন্চিরা তো হেই একই কথা কইতাছে, বড় হইলো কিডা কেমনে? এই এক কথা সোজাসুজি জিগাইতাছি, এক কথায় উত্তর দিলেই হয়, ঘুরানি পেঁচানির কি দর্কার?????

আপনে গোলাম আজম - নিজামি-কামরুজ্জামান-মুজাহিদ-সাঈদি এদের যুদ্ধাপরাধী হিসাবে মানেন? মানলে বিচার চান?

আমরাও তো চাই। সমস্যা তাইলে কোথায়???

০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

কিরিটি রায় বলেছেন: আপনে এই কমেন্টে কি হইছে আপনের নিজের হুশ আছে????
সব তেনা পেচাই ফালাইছেন......

কার কমেন্ট .. কার উদ্ধৃতি কার নামে কইয়া ... আউলা লাগাইয়া লাইছেন!!! ইট্টু ঠান্ডা খাইয়া লন।

৪ বছর দেখান কেন??? বাঙালরে হাইকোর্ট দেহাইয়া লাভ নাই..

সমস্যাতো আমার না সমস্য লাগতাছে আফনেগো;)

ছবি নিয়া বললেন...
"বাঁশের ফটুতে যেইডা কওয়া হইছে, অহন কন্চিরা তো হেই একই কথা কইতাছে, বড় হইলো কিডা কেমনে? এই এক কথা সোজাসুজি জিগাইতাছি, এক কথায় উত্তর দিলেই হয়, ঘুরানি পেঁচানির কি দর্কার?????"

হা হা হা.. স্বাধীনতার ৩ বছর পর ভুট্রোর সাথে জাতির পিতার অন্তরংগ হাসি আর কঞ্চিগো ৩৬ বছর পরের চেতনা এক-- বুঝের ক্ষেমতা তো খুব করড়ড়ড়ড়ড়া.... :):):)
তাইতো বলি এই জাতির এই দশা কেন????

"আপনে গোলাম আজম - নিজামি-কামরুজ্জামান-মুজাহিদ-সাঈদি এদের যুদ্ধাপরাধী হিসাবে মানেন? মানলে বিচার চান?

আমরাও তো চাই। সমস্যা তাইলে কোথায়???"

বিচাররে বিচারকি হতে দেন। রাজনীতির .. ক্ষমতার যাওয়ার ইস্যু না বানাইয়া এর মিমাংসা হইতে দেন। পারবেন???
পারবেন না???
কারণ যারা ক্ষমতার পাগল তারা এইডা হইতে দিব না... গরু মরলেতো দুধ পাইব না.. তাই এই ইস্যু এই বিভাজন তারা যুগ যুগ জিয়অইয়া রাখতে চায়...

এই সত্য যে আফনে বুঝেন না তা না.. আফনেও বুঝেন.. কিন্তু!!!(মাথা চুলকানোর ইমো) বুজছেন তো!!

৪৯| ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৯

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: লেখক বলেছেন: মিথ্যা অভিযোগ। এই পর্যন্তে ১ টা কমেন্টও আমি মুছিনি।

আপনি মিথ্যাচার করছেন
______________________________________________

ভাই, স্ক্রীনশটতো লইয়া রাখি নাই তাই এলিফ্যান্ট রোডের অনৃতভাষন এর মত নমুনা উন্মুক্ত করা গেল না।

আপনার একটি পোস্টে( সতীত্ব) রিপোর্টেড করা হয়েছে এইরকম একটি কমেন্ট ছিল, সেটি তো পেলাম না।

আরও আছে, বেশ কয়েকমাস আগে কমেন্ট মুছার খেলা চালায়া গেছিলেন আমার সাথেই নয়ত সম্পৃক্ত উত্তর না দিয়া পিছলাইতাছিলেন।

মিথ্যাচারের কথাই যদি কইলেন, সেটা তো আপনার ক্ষেত্রে প্রমান হয়ে গেছে।

আপনি এই পোস্টে যা জবাব দিয়েছেন সেটি পড়তে পড়তে একটি কথা মনে হল।

এক ব্যাক্তি ঘোষনা করলেন, আমি কখনই সত্য কথা বলি না।

তাহলে এই ঘোষনাটি কী মিথ্যা ?

এবার তাকে উল্টে দিন, আমি কখনই মিথ্যা কথা বলি না, এই ঘোষনাটি সত্য নয়।

মনিরের হাতে ধরা পড়ার পর আপনের এই ল্যাজে-গোবরে অবস্থা।
আমার কেবল হাসি পায় আর করুনা হয়।

অবশ্য পিছলানি আপনার স্বভাব কিনা, তাই এই কথারও জবাবেও কোনও যুক্তি থাকবে না, এটাই প্রত্যাশিত।

এইরকম তেলেসমাতি করবার কেমনে রপ্ত করলেন ? কেম্ন কী?

০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

কিরিটি রায় বলেছেন: তাইতো ভাবি!!!!

যুক্তি আর পরম সত্যে যখন ধরা খায়.. মানুষ এমুনই আবোল তাবোল কমেন্টায় :):) .. আহা বেচারা.... চু চু চু

৫০| ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫২

রোহান বলেছেন: কাকশালিখচড়াইগাঙচিল ভাই ইনি তার আগের পোষ্টে আমার একটা লম্বা কমেন্ট (৩২ নাম্বার) মুছে দিছেন। সো কিরিটি দাদা মিথ্যাচারের দাবীটাও আপনার ছড়ানো আর সব গুজবের মতোই ভুয়া ;)

ওহ আপনি না একটা পোষ্টে বিডিআর নিয়ে আর্মির কি একটা গোপন তথ্য সবাইকে বিতরনের জন্য মেইল আইডি কালেক্ট করছিলেন ;) ঐটার লিংক আছে তো?

০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

কিরিটি রায় বলেছেন: আহা...আপনার লম্বা কমেন্টটা ছিল অপ্রাসংগিক কাট পেষ্ট.. নয়কি??

আর এই পোষ্টের সাথে তার সম্র্পকই বা কি???

বলার কিছূ নাই..তাই যা আসে মনে তাই বলে যাই.. মার্কা নয়কি?



৫১| ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৭

রোহান বলেছেন: আপনি কিন্তু বারবার পিছলে যাচ্ছেন, অনর্থক কথা পেঁচায় কে আমি না আপনি?

টু দ্যা পয়েন্টে কথা উত্তর দেবেন আশা করি। রুপক কিংবা অন্য ভাবে নয়। নো পার্সোনাল ক্যাঁচাক্যাচি...

১. আপনি বারবার নিজেদের মাঝে বিভেদ করার পিছে এক তৃতীয় পক্ষের কথা আনলেন। এই তৃতীয় পক্ষ কারা? পরিস্কার করবেন প্লীজ।

২. ভুট্টোর সাথে ওআইসি সম্মেলনের ঐ এক ছবি আপনার কাছে আন্তর্জাতিক সম্প্রীতির বিশাল উদাহরন। আচ্ছা পাকিস্তানের সাথে আদৌ কি আমাদের সম্পর্ক খারাপ? ব্যবসা বানিজ্য সহ কোন সেক্টরে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কে সমস্যা আছে? আর বেশী কি করতে হবে? সন্ত্রাসবাদের এক চমৎকার আশ্রয়স্থলের সাথে ঐক্য করা বলতে আর কি বোঝালেন? এক সাবেক সচিবের থকে কাল শুনলাম ঐ সম্মেলনে নাকি মুজিবকে পাকিস্তান থেকে আলাদা নিয়ে প্রশ্ন করা হলে উনি বলেছিলেন, মুসলিম ভাইদের লিষ্টে আরেকটা দেশ যুক্ত হলো এটা কম কি? এতে কি আমাদের শক্তি আরও বাড়লো না? আচ্ছা আপনি জেনে পড়ে আসতে বললেন। আগে আমি শুনি আপনি কি জানলেন। খুব সম্ভবত ঐ সময়কার বঙ্গবন্ধুর এক সফর সঙ্গীর একটা কলাম ছিলো এক জাতীয় দৈনিকে চার পাঁচ বছর আগের, বিষয়টা নিয়ে চমৎকার বিশ্লেষন করা। ওটা আপনার পড়া আছে কি? আচ্ছা স্রেফ ছবি না, ভেতরে কি আলোচনা কি কি হয়েছিলো আপনি কি জানেন প্লিজ আমাদের জানান। আপনারটা শুনি, আমারটাও বলবো। এর মাঝে আমি কলামটার রেফারেন্স পেয়ে গেলেতো ভালো।

৩. আপনি ব্লগের পরিবেশকে জাতীয় পরিবেশ বলে ভুল করছেন। বললেন অমত হলেই পাকি, রাজাকার এমন উদ্ভট বিভাজন রীতির কথা। বাংলাদেশে এমন উদাহরণ দেন তো? ব্লগেই কাকে আম জনতা পাকপ্রেম ছাড়া স্রেফ দ্বিমতের কারণে পাকি বলেছে? এইটা জাতীয় বিভাজন বলছেন কিভাবে? পাক মনস্ক সারমেয়দের সাথে সহবস্থান আপনি মেনে নিবেন কি?

৪. বিচারের ইস্যুটা নাকি ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবী করলেন। পুরা দায় কি আওয়ামী লীগের? তাদের মোট ক্ষমতার সময়কাল কতদিনের? আগের পাঁচ বছর আর বর্তমান প্রায় এক বছর। তার মাঝে আগের পাঁচ বছরের অনেকটা সময়ই তো গোছাতেই গেলো, বঙ্গবন্ধু আর চার নেতার মামলা তো শুরু করে দিয়েই গেছিলো। এইবার ইলেকশনের ম্যানিফেষ্টোতে বলা আছে যুদ্ধাপরাধের বিচারের কথা, সরকারতো বলছেই বঙ্গবন্ধুরটা শেষ হবার পরেই এটার কাজ শুরু হবে। তো সমস্যা কই আর গড়িমসিটা কই? হ্যা গড়িমসির কথা বলতে পারেন যদি বছর দুয়েক চলে যায় তাও বিচারের কাজ শুরু না হয় তবে। এখনই হটাৎ এতো বছর পরে ঐক্যের ধুঁয়া তুলে জল ঘোলা কেনো? সময় দেনই না দু বছর, না পারলে পরের তিন বছর কিন্তু আপনার আগে আমার প্রতিবাদটাই শুনতে পারবেন। মাথা ঠান্ডা করে ভাবেন তারপর বলেন আম্লীগের ছয় বছর বাদে বাকী এতো বছর এতোগুলো দেশপ্রেমী সরকার এমনকি এই ইস্যু নিয়ে টুঁ শব্দটাও করেনি। আপনার প্রতিবাদী কন্ঠ এইখানে গিয়ে মিনমিনে কেনো? নাম ধরে প্রতিবাদ করেন ও বিচার চান পারলে যারা সবাই এই বিচারের দাবী কে এতোটা সময় দমিয়ে রেখেছিলো। আশা করি সেই সৎ সাহস আছে।

এইখানে কোনো কপি পেষ্ট নাই। সো কমেন্ট মুইছেন না। টু দয়া পয়েন্টে জবাব দেন আর না দিলে ফাউ তেনা পেঁচানো দরকার নাই। ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪২

কিরিটি রায় বলেছেন:
এটা আপনিও ভাল জানেন। আমাদের তথাকথিত অনেক সুশীল গোষ্ঠী আছে.. যারা প্রকৃত মোনাফেক শ্রেণী ভুক্ত। তাদের মূখে এক অন্রে আরেক।

প্রকৃত মুক্তুযোদ্ধারা আজও আছৈ নিরবে নিভৃতে লুকিয়ে জীবন পার করছে। আর ধান্ধাবাজরা .. ঐটার বানিজ্যিক ফায়দা তুলতে ঢোল ফাটাই ফালাইছৈ...

একই ভাবে দেশ এবং স্বাধীনতার চেতনা প্রত্যেকটা বাংলাদেশীর অন্তরের মৌলিক চেতনা. যা নিভৃতে সবাই লালন করে.. আরেক শ্রেনী আছে যারা এর বানিজ্যিক চাষাবাদ করে.. ঢোল.. বলগ ফাটাইয়া ফালায়....

আর আমার ষ্পষ্ট কথা...এরাই সেই ৩য় পক্ষ যারা বানিজ্যিক ভাবে মুক্তুযুদ্ধ আর চেতনা নিয়ে ছিনিমিন খেলে...

২.আপনি যা বলেছেন স্রেফ বাংলায় বলে খুজলানি!!!!!

পোষ্টের সাথে কোন সম্পৃক্ততা নেই। আমি কোথঅও পাকিস্তানের সাথৈ সম্র্পক নিয়ে বলিনি। আপনি ভালই বুঝেন কিন্তু অযথা জল ঘোলা করতে তেনা পেচাইতাছেন। এবং ধান ভানতে শিবের গীত গাইছেন। সো.. এখানে বলার কিছূ নাই..

৩.ব্লগের পরিবেশে জাতীয় পরিবেশের ছায়া অবশ্যই আছে। কারণ এই জাতীর লোকজনই ব্লগায়.. বৃটিশ আমেরিকান রা না!!!!
আর
আপনির ভাবে মনে হইতাছে ব্লগে এইমাত্র পদধূলী দিলেন!!!!
আপনি ব্লগের কিছূই যেন বুঝেন না.. ভিন্নমত এবং অমতে রাজাকর গালাগালি নোংরামি এসব পাতার পর পাতা ভরে আছে ফিছে গিয়া খুইজে দেখে নিতে পারেন।
আর বেমি দূরে না...৫৭ নং কমেন্টে অরপির ব্রাকেট বন্ধি কথাগুলো কি!! আপনার নিশ্চয় বুঝতে কষ্ট হচ্ছে????

অরপি তার মনগড়া কথা ইচ্ছেমতো বলে দিলো... তারে নিয়া নতুন কইরা বলার রুচি নাই..ইকটু পুপা মানেই জানে সে কি কে??
জেজে চেতনা নিয়া এই ব্লগে বহু ঘন্টা খরচ হইছে .... সুতরাং..

৪. এ যা কইছেন.. চুকচুকচুক.. আমি কমু ক্যা...
আপনেগো সুশীলদের ভুরি ভুরি পোষ্ট আর আক্সেপে যখন ভাসে তখন কি গঞ্জিকা সেবনে চোখ বন্ধ কইরে থাকেন???
আর যেহেতু আওয়ামী লীগ ভিকটিম অবশ্যই দায় তার বেশী।

আর বিএনপি বা অন্য কেউ এটা করবে এইরুপ আশা আপনি করেন?? তবে আর বলার কিছূ নাই। আমার কন্ঠ মিনমিনে নয় কোথাও। আপনার মাথায় গন্ডগোল আছে।
আপনি শত্রুর কাছে আশা করেন আপনেরে ভিক্ষা দিব!!!!!
২৮ নম্বরের ছবি টা আবার দেখেন????
এইরম ভুরি ভূরি উদারন আছে .. ব্লগ ভাইসা যাইবে...
সো নিজের পিছে তাকান। ক্ষতমার জন্য রাজাকাররে কোলে তুইলা নাচে আওয়ামীলীগ...
ক্ষমতা না পাইলে চিক্কুর পারে .. তারাই..
পোষ্টরে বিসমিল্লা না লেখলে ভোট পাইবনা জানে তাই ... সর্বশক্তিমানের উপ্রে বিশ্বাস লেখে বড় করে
আর গোপনে সংবিধান থেকে মুছঅর পায়তারা করে!!!!
মাথায় হিজাব দিয়া ভোট নিয়া মুসলমানের সাথে প্রতারনা করে আওয়ামী লীগ!!
কুত্তার মাথায় টুপি দেয় আওয়ামী লীগ!!!!
রুচি বিকৃতি অসুস্থ রাজনীতির এইসব দিক নিয়ে
আপনার জ্ঞান বিবেক.. চেতনা এই সব ব্যাপারে কি বলে????


৫২| ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৯

রোহান বলেছেন: কারণ যারা ক্ষমতার পাগল তারা এইডা হইতে দিব না... গরু মরলেতো দুধ পাইব না.. তাই এই ইস্যু এই বিভাজন তারা যুগ যুগ জিয়অইয়া রাখতে চায়...

কে কে কয় যুগ জিইয়ে রেখেছে ডিটেইলস একটা এনালাইসিস দেন। কার পক্ষে কি করার ছিলো আর কি করেছে তাও বইলেন। একটা পাইচার্টও বানায় দিতে পারেন।

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৩

কিরিটি রায় বলেছেন: ২৮ নম্বরের ছবি টা আবার দেখেন????
এইরম ভুরি ভূরি উদারন আছে .. ব্লগ ভাইসা যাইবে...

সো নিজের পিছে তাকান। ক্ষমতার জন্য রাজাকাররে কোলে নেয় ওয়ামীলীগ.. অস্বীকার করেন????

৫৩| ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৪

রোহান বলেছেন: ?!!??

৫৪| ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:৫৪

রোহান বলেছেন: ?!!!???

৫৫| ০৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯

রোহান বলেছেন: হ্যাল্লো দাদা, অন্যত্র কমেন্টান, এইখানে নয় কেনু :(

৫৬| ০৮ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫১

রোহান বলেছেন: ৪ বছর দেখান কেন??? বাঙালরে হাইকোর্ট দেহাইয়া লাভ নাই..


আইজকা থিকা নাকি কি সব বিচারের কাম শুরু করার কথা, হাইকোর্ট মুনে হয় জলদি দেইখা ফেললেন গো দাদা ;)

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৫

কিরিটি রায় বলেছেন: আহা !!!

আগের পাচ বছর ভুইলা গেলেন??

রাজনীতির গলি গুপচি মনে হয় কিছূই বোঝেন না!!!! মায়া হয়...

দেখেন .. আমিও অপেক্ষা করি.....৫ বচলু পরেই না হয় কথা হবে আবার..;)

৫৭| ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৭

অমি রহমান পিয়াল বলেছেন: ছবির ক্যাপশন জাতির পিতা (রাজাকারে পিতা কয়, শিলা জলে ভাসি যায়, না দেখিলে হয় না প্রত্যয়) সবাইরে মাফ কইরা ভুট্টোর লগে হাতে হাত মিলাইয়া চলছে, আর তার অনুসারীরা এখন কিনা যুদ্ধাপরাধীদের বিচার চায়- ঠিক কিনা কিরিটি রায়?

বাশটা উৎস হইলেও তার ব্যবহার বহুবিধ। গভীর জলের মাছ ধরতে বড় কঞ্চি লাগে সুতা বাধার লাইগা, বাশ দিয়া টানাটানিতে টেকনিকাল সমস্যা। তয় শেখ মুজিব একটা পলিটিশিয়ান বটে, চামে '৭৩এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য অধ্যাদেশ রাইখা গেছে। দালালগুলা দালাল আইন বাতিল করছে, এইটার খবর টেরই পায় নাই। এই হিসাবে বাশটা আসলেই বড়, পুরা আকাইট্যা, আছিলা

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

কিরিটি রায় বলেছেন: দেখলেন তো অরপি!!! আপনারা চেতনার বড় বড় মহাজন .. আর আপনেগো ভিত্রে কত নোংরা!!!!

রাজাকারে পিতা কয়??? মানে??
আপনাদের অসুস্থ রুচি আর বোধ এই জাতিকে পিছিয়ে দিচ্ছে.. কারণ এই নোংরামির জবাব দিতে গিয়েও নোংরা ভাষার বিকল্প আর আসে না।

তো জাতির পিতা স্বাধীনতার স্থপতি এইগুলান আপনের বাপ দাদার সম্পদ!!! আফ্নেরা একলাই কইবেন???? টেন্ডারে কিনছেন নাকি?? খুইলা কইয়া ফালান???


আর সুবিধাবাদী আর চেতনার ব্যবসায়ী যারা তারা তো মাছের আশায় বড়শি বাইবই.. তারারগো কঞ্চিই বড় দরকার। তাদের কাছৈ দেশ... জাতি .. জনগনের চেয়ে ।ন্য কিছূ বড়..
তাই তারা উল্টা বৈঠা বায় সব সময়...

আশা করি ব্যাক্তি আক্রমনাত্বক (রাজাকার ) কোন অরুচিকর অসুস্থ মন্তব করবেন না। তবে দুঃখের সাথে ব্লক ক রতে বাধ্য হবো।
এর পরে আপনের ব্লগ উল্টাইয়া ফালান.... সমস্য নাই..
আগের টাওত মনে আছে না....

৫৮| ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩১

রোহান বলেছেন: জাঝা পিয়াল ভাই :)

৫৯| ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৮

রোহান বলেছেন: ৫১ নাম্বারের উত্তরে আবার পিছলাইলেন। একটারও টু দি পয়েন্টে জবাব নাই।

আপনি শেখ মুজিবের সাথে ভুট্টোর ছবি দিয়া জাতীয় ঐক্যের কথা বললেন। তার মানে কি? আমি আপনার কাছে জানতে চাইছি আপনি কি স্রেফ একটা ছবি দেখায় খালাস নাকি ঐ ছবি কোন প্রেক্ষিতে কি সময়ে তোলা হয়েছিলো তার ডিটেইলস জানেন। ৭৪ এর ওআইসি তে কেনো মুজিব গেলো আর কেনো ছবিতে ভুট্টোর সাথে হাত ধরাধরি -- ডিটেইলস জানলে বলেন নাইলে বলেন জানি না। জানি হলে কি জানেন এবং কতটুকু জানেন, না জানিনা হলে আপনার জন্য করুনা, না বুইঝা ফাল মারতে গিয়ে এর আগে একাধিকবার এই ব্লগে কট খাইছেন ভুইলা যাইয়েন না গুজব রায় দাদা।

আগে ওআইসি নিয়া আপনার মতামত শুনি পরে বাকী গুলান নিয়া কথা বলুম নে। হ্যাপ্পি ব্লগিং ;)

০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৯

কিরিটি রায় বলেছেন: একটারও টু দি পয়েন্টে জবাব নাই।

আপ্নের টু দা পয়েন্টের গুষ্টি কিলাই..। সোজা বলা কথা বুঝতে না পারলে অন্য কামে যান। প‌্যাচাল পাইরেন না। এত জনে বুঝলো ভাল লাগলো.. আর আপ্নে আইছেন তেনা প‌্যাচাইতে।

আপনার গবেষনা অন্য জায়গায় সারেন।

আমি যা কইছে ক্লিয়ার। বুঝলে ভালা না বুঝলে আরও ভালা।
তেনা প‌্যাচাইয়েন না। ফুটেন।

৬০| ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪

রোহান বলেছেন: ফালতু বাক্য ব্যায় না করে টু দ্যা পয়েন্টে কথা বলেন, আমি কে আপনি কে বাদ দিয়ে পয়েন্টে জবাব দেন। উপরে একটা ছবি দেখে আপনার মনে অনেক ঐক্য নিয়ে সংশয় তৈরি হয়েছে, কনফিউশন দূর করা তো উচিত তাই না দাদা?

অট আরেকটা কথা সাম্প্রতিক সময়ে বিডিআর নিয়ে আর্মির কি জানি গোপন তথ্য আপনার কাছে সবাই মেইল করে চাইছিলো? তথ্যটা কি দেওয়া যায়? আবার বইলেন না এমন কিছু আপনি জানেনই না ;)

০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৩

কিরিটি রায় বলেছেন: হা হা হা আপ্নের পুরান রোগ।

আগের উত্তর এখানেও।

অটর ...ন্যাকামি করা ছাড়েন। ইডা আমার কোন গোপন সম্পদ না। অনলাইনে আছে। আপনের লাগলে আপনেও খুইজা নেন।

আমি আপ্নেরে দেয়ার মতো ষ্ট্রষ্টি অবস্থাতো আপনার নাই।

সুতরাং প্রশ্নই উঠে না।;)

৬১| ১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪০

রোহান বলেছেন: পরের পোষ্ট আরেকটু পড়াশোনা, জানাশোনা কইরা দিয়েন গুজব রায় দাদা.... পর পর দুইটা কট খাইলেন তো ;)

টা টা টা টা :)

১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:০০

কিরিটি রায় বলেছেন: পরে আপনার কথায় মনে পরল... ২টা কথা..
১. গায়ে মানে না আপনি মোড়ল!!!!
আপনেরে জিগায় কেডা .. কিন্তু নিজেই ফাল পারেন:):):)

২. কুস্তি লড়াইয়ে নীচে পরা লোকের মতো কইলেন.. নীচে পড়লেও কি চিমটি তো দিছি....কিংবা .. দেখছস আমারে উল্টাইতে পারে নাই :):):)

আমার যা বলার তা যখন বেশির ভাগ বুঝে পছন্দ বেশি সংখ্যায় সুতরাং আফনের মতো অতি আতেল আর কি কইলো তাতে যায় আসে না।

নিতান্ত ফালতু প‌্যাচাল (কমেন্ট মুছার) বন্ধ করতে ধৈর্য ধইরা এতগুলা উত্তর দিলাম। নেক্স্টে ভাবতে হবে।

আপনি ভাগে টা টা টা ঠা.. কুন জিনিষ না বুঝলে খেচাইতে আইয়েন না। ঐটা আপনের স্বাস্থ্যের জন্য ভাল হপি ;)

৬২| ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৮

রোহান বলেছেন: নয়া গুজব কিছু ছড়াইতাছেন না যে দাদা? ছাত্তরলীগের হাতে স্বপণের মইদ্ধ্যে মারা পড়লেন নাকি ;)

১৪ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৬

কিরিটি রায় বলেছেন: আপনের চুলকানী রোগ এখনো বালা অয় নাই দেহী!!!

লগি বৈঠা দিয়া চুলকান... বালা অইতারে;)

আম্বী লীগ আর ছাত্তর লীগের ইতিহাসইতো এমন... এর বাইরে কিছূ থাকলেতো কইবেন????

গয়া কাশী ঘুইরা আসেন!!!!সব সিধা হইয়া যাইব:):)

৬৩| ০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৯

এ. এস. এম. রাহাত খান বলেছেন: সিকিম পর্ব ৩

Click This Link

১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:০৭

কিরিটি রায় বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.