নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মস্তিষ্কের ভিতর আমার এই ক্ষুদ্র জীবনটিকে আরো অনেক বেশি সুন্দর রুপে যাপন করি। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি, আর ভালোবাসি স্বপ্ন দেখাতে । জীবন উপভোগই জীবনের একমাত্র উদ্দেশ্য।

অন্তু নীল

কী বলবো? ধুররর..!

অন্তু নীল › বিস্তারিত পোস্টঃ

আমার দু\'চারটি ছেরা কবিতা

২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১


মধ্যবিত্ত বিকেলগুলো
স্বশরীরে উপস্থিত আজ,
কোনো অভিযোগ নেই, নেই কোনো দাবি দাওয়া
কন্ঠে শুধুই বেদনার কারুকাজ।


এলোমেলো ভাবনাগুলো
আমার বিকেলটা কুরে কুরে খায়,
গোধুলি তখন ভীষণ আবেগে
রাতকে মানায়।
সময় যে খুব বেশি নেই হাতে,
দুটো হুতুমপেচা
আর একটা শিয়াল ডাকা রাত,
এর বেশি আর পারি না সামলাতে।
আমার সকালগুলো বেশ অদ্ভুত
চুপি চুপি চলে আসে
আমার অবর্তমানে রোদ হয়ে হাসে
এরপর খুব দ্রুত চলে যায়,
জানি ওরা ক্ষণিকের বন্ধু
ছুঁতে না ছুঁতেই দুপুরে গরায়।


হারানো চোখ, হারানো ঠোঁট
আর হারিয়ে ফেলা কৃষ্ণালঙ্কার
স্মৃতি হয়েও থাকতে চায় না আর,
কারণ,
স্মৃতিই করে বিস্মৃতি রোজগার।


কত স্বপ্ন দুচোখে
কত আশা বুকে
চাঁদের আলো উদ্ভাসিত মন।
সুখের সন্ধান
সুখ প্রাপ্তি,
পিছুটান সজোরে প্রত্যাখ্যান।
এরপর একটি অপ্রাপ্তি
একটি জীবন,
মানবতার চরম অপমান।
সমাপ্তি।


শুধুমাত্র একটি লাল গোলাপ
জীবনকে সময়ের সবথেকে বড় অভিশাপ।


অনেককিছুই হারিয়ে ফেলা ভালো,
অনেক গান, অনেক কবিতা, অনেক অভিমান,
শুধু দুঃখ কমাবার জন্য নয়,
কোনো এক অসহ্য যন্ত্রনার দিনে সুখ পাবার জন্য
স্মৃতি করে রেখে অম্লান।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

লেখোয়াড়. বলেছেন:
মধ্যবিত্তদের কোনকিছুে দাবী না করা ভাল। তাদের কাজ শুধু হারাবার।

শেষটুকু বেশি ভাল লেগেছে।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

অন্তু নীল বলেছেন: ধন্যবাদ লেখোয়াড় ভাই।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

অন্তু নীল বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক দা পড়বার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.