নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাউন্ডুলে কথন

অপ বাক

তবু ও মানুষ কাঁদে অধিকার চায় একটি শিশুর তবুও মানুষ বাঁচে কার হাতে অধিকার মানুষ না যীশুর............ অধিকার সবার চাই, মতপ্রকাশের অধিকার নামান্তরে মতদ্বৈততার আধিকার। ইতিহাস সাক্ষী সর্বদা বিজয়ীর ভাষ্য লেখা হয়, রক্তলোলুপ মানুষেরা তরবারি দিয়ে কেটে ইতিহাস লিখে, আমজনতার কথা লিখে রাখে দীক্ষ দ্রাবিড়, সেসব দ্রাবিড়দের মুখপত্র ইতিহাসে ছিলো না, দ্রাবিড়রা কখনই ক্ষমতার বলয়ে যেতে পারে নি, ফিনিশিয়, সুমেরিয় মিশরিয় ,পারসিয় সভ্যতার কিছু কিছু নিয়ে সেমিটিক ধর্মের উদ্ভব, কালের প্রবাহে সেমিটিক ধর্মই টিকে গেছে, অস্ত্রের জোড়ে, শিল্পের জোড় ছিলো না তাদের, আর অনার্য সবাই পৈত্তলিক, শয়তানের অনুচর হয়ে টিকে আছে একত্ববাদী ধর্মগ্রন্থে, আমি এসব দ্রাবিড়দের অধিকার চাই, সভ্যতার ইতিহাসে এরা শিল্পে সংস্কৃতিতে সব সময় গুরুত্বপুর্ন অবদান রেখেছে, তাদের দাবীর সপক্ষে আমি কণ্ঠ মেলালাম।

অপ বাক › বিস্তারিত পোস্টঃ

গনমাধ্যম-2

০৪ ঠা জানুয়ারি, ২০০৬ রাত ১০:২৪

আকাশ সংস্কৃতির যুগের নতুন যন্ত্রনা সংবাদ। বাংলাদেশের মানুষ কিছু করার সুযোগ না পেলে শেষ অবলম্বন হিসেবে সাংবাদিক হয়ে যায়। সংবাদপত্র কর্মীদের অপমান করার জন্যে বলছি না, তবে যে হারে সংবাদ পত্র জন্ম নিচ্ছে তাতে সংবাদ মাধ্যমের জন্মশাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবার সম্ভবনা তৈরী হয়েছে।



সংবাদ পত্র আদর্শিক অবস্থান ছেড়ে বানিজ্যিক প্রতিষ্ঠান হয়ে গেল। কিছু ভালো সাংবাদিক তৈরীও করলো কিন্তু আমি যে কয়জনকে ব্যক্তিগতভাবে চিনি তারা জনগনের কাছে সংবাদ প্রদান করছে এবং জনগন তাদের বক্তব্য শুনছে এটা ভাবতেই আশ্চর্য লাগে। তাদের কয়েকজন ভয়াবহ মাদকাসক্ত কারো নারীদেহের লালসা, পেশাগত দায়িত্ব বিচু্যত হয়ে ভুল সংবাদ বা একপেশে সংবাদ প্রদানের সম্ভবনা অনেক। যদি ধরেও নেই তারা পেশার প্রতি সৎ এবং আন্তরিক ,একজন মাদকাসক্ত সংবাদদাতা চেতনা চিন্তা পরিষ্কার রেখে আদৌ কি সংবাদ দিতে পারে। আমার খুব প্রিয় এক পরিচিতা নিয়মিত লিখছে। মাঠকর্মী হওয়ার বদলে তার অনুবাদ সাংবাদিকতা আমাকে আনন্দ দেয়। যদিও বিভিন্ন পরিসংখ্যান আর কার্যকরনের সংবাদ মূল্যের প্রশ্ন থাকেই।



কিন্তু সংবাদ পত্র এখন টক-ঝাল-মিষ্টি-মুখরোচক বিনোদন। সব শ্রেনীর সব বয়েসের পাঠকের কাছে গ্রহনযোগ্যতা পেতে নিরন্তর প্রচেষ্টারত। এর বিপরীতে আছে টিভি সাংবাদিকতা। ঘন্টায় ঘন্টায় খবর দেখানোর ঘটা। 56000 বর্গমাইলের বাংলাদেশে প্রতি ঘন্টায় কি এমন খবর তৈরী হয়। তাই একই খবর বিভিন্ন সুশ্রী মুখে শোনাটাই একমাত্র অর্জন। অবশ্য কৈতুককর কিছু মুখ দেখা যায় যাদের দেখেও বিনোদন। টিভি সংবাদ দাতারা মানুষের ভৈগলিক জ্ঞানবৃদ্ধিতে প্রতক্ষ্য অবদান রাখছেন। মহব্বতনগর বলে একটা জায়গা বাংলাদেশে আছে এটা জানতে পারাটা একটা অর্জন ক্ষুদ্র জীবনে।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০০৬ ভোর ৬:০১

অতিথি বলেছেন: আমাদের দেশে সার্ভিস প্রোভাইডার অনেক। তার দরকার এখনো অনেক আছে। কিন্তু উৎপাদক তেমন হারে বাড়ছে না। গত কয়েক বছরে কত টাকা সার্ভিস পোভাইডিং এ ইনভেষ্ট হয়েছে আর কত টাকা প্রডাকশনে ইনভেষ্ট হয়েছে তার কি কোন পরিসংখ্যান কারো কাছে আছে? দিলে উপকৃত হব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.