নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঞঞঞ

ঞঞঞ › বিস্তারিত পোস্টঃ

উপলব্দি

২২ শে জুন, ২০২৫ রাত ১২:৩৫

পরিচয় দেওয়ার মতো কিছুই নেই আমার
আমি বিস্তীর্ণ জলাভূমির সামনে যখন দাঁড়ায়
নিজেকে নিঃস্ব মনে হয়,
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর
শরীর ছাড়া আমার কিছুই নেই
এই মহাবিশ্বের মাঝে কত ক্ষুদ্র,
আবার যখন দৃষ্টি দিয়ে সবটুকু দেখতে পাই
তখন নিজেকে অনেক বড়ো মনে হয়
মনে হয় এক বিন্দুতে দাঁড়িয়ে পুরো পৃথিবী আমার।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২৫ রাত ১:৪৭

এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন ।

২| ২২ শে জুন, ২০২৫ দুপুর ১২:১৮

নজসু বলেছেন:




কি অসাধারণ অন্তর্দৃষ্টিসম্পন্ন কবিতা!
এই কবিতায় ‘পরিচয়হীনতা’ আর ‘নিজেকে খুঁজে পাওয়া’র যে দ্বন্দ্ব—তা এক গভীর দার্শনিক প্রশ্নের সামনে দাঁড় করায় পাঠককে।
“শরীর ছাড়া আমার কিছুই নেই”—এই লাইনটি শুধু ক্ষুদ্রতার প্রকাশ নয়, বরং আত্মবোধের এক নিরাবেগ অথচ তীক্ষ্ণ উপলব্ধি।
কিন্তু শেষদিকে কবি যখন বলেন, “এক বিন্দুতে দাঁড়িয়ে পুরো পৃথিবী আমার,” তখন বোঝা যায়, এই শূন্যতার মাঝেই লুকিয়ে আছে মহত্ত্বের সম্ভাবনা।
এ এক অনন্য চেতনার কবিতা—যা পাঠকের মনকে নাড়া দেয়, চিন্তাকে গভীর করে তোলে।

খুব সুন্দর! অপূর্ব!

৩| ২২ শে জুন, ২০২৫ বিকাল ৪:২২

আরোগ্য বলেছেন: “শরীর ছাড়া আমার কিছুই নেই” শরীরের মাঝে আবদ্ধ হয়ে আছে আত্মা। মনে হয় এই শরীর থেকে নিস্তার পেলেই মুক্তি।


চমৎকার উপলব্ধি!!! +++

৪| ২২ শে জুন, ২০২৫ বিকাল ৪:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর । দ্বিতীয় লাইনে দাঁড়াই হবে

৫| ২৩ শে জুন, ২০২৫ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

৬| ২৪ শে জুন, ২০২৫ রাত ১০:৪৭

সুলাইমান হোসেন বলেছেন: অসাধারন আত্মিক উপলব্ধি। নিজের আমিত্ব অহমিকাকে ফানা করার পরেই প্রকৃত মর্যাদা অর্জিত হয়,তখন নিজেকে বিশ্বজগত মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.