নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন দিবস আজঃ নূর হোসেন দিবসে আমাদের গভীর শ্রদ্ধা

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩১



শহীদ নূর হোসেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে স্মরণীয় নাম। যিনি মিটিং-মিছিল ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অধিকার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে ইতিহাসের অংশ হয়ে আছেন। স্বৈরাচার পতনের আন্দোলনে সবসময় তিনি সক্রিয় ছিলেন মিছিল মিটিং সমাবেশে। সময়ের সাহসী সন্তান নূর হোসেন সেদিন রাজপথে স্বৈরাচারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক’ শ্লোগান বুকে পিঠে লিখে । ১৯৮৭ সালের ১০ই নভেম্বর তৎকালীন স্বৈরাচারী রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল এরশাদ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে ৫,৭ ও ৮ দলীয় জোটের ঢাকা অবরোধ কর্মসূচী পালিত হয়। এদিন হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে সংগঠিত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে জিপিওর সামনে জিরো পয়েন্টে নূর হোসেন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। গুলিতে আরো শহীদ হন যুবলীগ নেতা নুরুল হুদা বাবুল ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটোও। নূর হোসেনের আত্মত্যাগে স্বৈরাচারবিরোধী আন্দোলন আরো বেগবান ও তিন জোটের সংগ্রাম অপ্রতিরোধ্য রূপ লাভ করে। এরই ধারাবাহিকতায় ১৯৯০ এর ৬ ডিসেম্বর স্বৈরাচারের পতন ঘটে। তার বীরোচিত জীবনদানের ফলে নূর হোসেন সেই সংগ্রামের প্রতীক হিসেবে মর্যাদা লাভ করেন। এরপর থেকে নূর হোসেনের বুকে-পিঠে লেখা সেই শ্লোগান ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ হয়ে ওঠে আন্দোলনের প্রতীক। শহীদ নূর হোসেনের ২৬তম মৃত্যুদিনে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।



নূর হোসেনের পৈত্রিক বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ঝাতবুনিয়া গ্রামে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর তার পরিবার স্থান পরিবর্তন করে ঢাকার ৭৯/১ বনগ্রাম রোডে আসে। তার পিতার নাম মুজিবুর রহমান পেশায় ছিলেন পেশায় আটো-রিকশা চালক। তাঁর মায়ের নাম মরিয়ম বিবি। অথর্নৈতিক অসচ্ছলতার কারণে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর নূর হোসেন পড়াশুনা বন্ধ করে মোটর চালক হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন। পেশাগত জীবনে নূর হোসেন ঢাকা মিনিবাস সমিতি চালিত বাসের সুপারভাইজর হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তারুণ্যে পা দিয়েই তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের বনগ্রাম শাখার প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালের ১০ই নভেম্বর নূর হোসেন তার বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ৫ দলীয় ঐক্যজোটের মিছিলে যোগ দেন। মিছিলটি রাজধানীর জিরো পয়েন্টে পৌঁছলে একটি বুলেট এসে নূর হোসেনের বুক ঝাঁঝরা করে দেয়।



নূর হোসেনসহ অসংখ্য শহীদের আত্মত্যাগের পথ বেয়ে স্বৈরাচারের পতনকে ত্বরানিত্ব করে দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা পায়। এই আন্দোলনের জোয়ারে নব্বইয়ের শেষ দিকে ভেসে যায় স্বৈরাচারের তক্তপোশ। সৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেনেরন শহীদী আত্মদান আন্দোলনকারীদের প্রাণে বিপুল শক্তি ও সাহস জুগিয়েছিল। শহীদ নূর হোসেন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন। এরপর থেকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামে স্মারক ডাকটিকেট প্রকাশ করা হয়েছে।



এছাড়া তিনি যে স্থানে পুলিশের গুলিতে নিহত হন, তার নামানুসারে সেই জিরো পয়েন্টের নামকরন করা হয়েছে নূর হোসেন স্কয়ার। ১০ই নভেম্বর তার মৃত্যুর কিছু সময় পূর্বে তোলা তার গায়ে লেখাযুক্ত আন্দোলনরত অবস্থার ছবিটি বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আজ শহীদ নূর হোসেনের ২৬তম মৃত্যুদিনে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

মন্তব্য ৫৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩

খেয়া ঘাট বলেছেন: পোস্টে একগুচ্ছ +

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

কোবিদ বলেছেন:

+ এর জন্য আপনাকে ধন্যবাদ খেয়া ঘাট

২| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

জানা বলেছেন:


পোস্টটির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কোবিদ।


আমাদের গণতন্ত্র চিরকালই অবহেলিত, কুক্ষিগত। গণতন্ত্রের মুক্তি আজও হলোনা!

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

কোবিদ বলেছেন:
সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ, সম্মানিত মডারেটর ও ব্লগ সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি "সৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন দিবস' উপলক্ষ্যে আমার লেখাটি স্টিকি পোস্টের মর্যাদা দেবার জন্য। এদিনে আমাদের সবার প্রত্যাশা আমাদের প্রত্যাশিত গণতন্ত্র সকল শৃঙ্খল ভেঙ্গে মুক্তবিহঙ্গের মত সুনীল আকাশে ডানা মেলবে। সকলকে শুভেচ্ছা

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

ব্লগ পাঠক বলেছেন: ‘স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক’
নুর হোসেন তোমায় সালাম। কিন্তু এই ত্যাগের ২২ বছর পরেও আমরা কি গণতন্ত্র পেয়েছি?

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০

কোবিদ বলেছেন:

এর দ্বায়ভার নূর হোসেনের নয়।
দ্বায় আমাদের। কারণ আমরাই
রক্ষা করতে পারিনি আমাদের
কাছে গচ্ছিত রাখা নূর হোসেনের
অর্জিত গণতন্ত্র।

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

ব্লগ পাঠক বলেছেন: এই পোষ্টটি কি স্টিকি করা যায়? গণতন্ত্রের জন্য আমাদের এই বীর সৈনিকের আত্মত্যাগের স্মরণে ...

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

কোবিদ বলেছেন:

ব্লগ পাঠক আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সুন্দর প্রত্যাশার জন্য।
ব্লগ কর্তৃপক্ষ আপনার প্রত্যাশাকে বাস্তবে রূপ দিয়েছেন লেখাটি স্টিকি করে। শুভেচ্ছা
রইলো আপনার জন্য

৫| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
নূর হোসেন! তুমি যে গণতন্ত্র মুক্তি দিয়েছিলে,

সেই গণতন্ত্র আজ শকুনে খাচ্ছে।

চিরকাল তুমি ও তোমার মত অনেকে শুধু ব্যবহারই হবে।

হালুয়া রুটি খাবে সারমেয়রা। B-))

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

কোবিদ বলেছেন:

ধন্যবাদ মাহমুদ মুন্না
নূর হোসেনের জীবনের
বিনিময়ে অর্জিত গণতন্ত্র
সুরক্ষিত করতে না পারার
দ্বায়ভার আমাদের।

৬| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

খাটাস বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ। শহীদ নুর হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

কোবিদ বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ গণতন্ত্রের মুক্তির দূত
শহীদ নূর হোসেনের মৃত্যুৃদিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য

৭| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

প‌্যাপিলন বলেছেন: এটা কি রূপকথার কোন গল্প আর নূর হোসেন কি রূপকথার কোন নায়ক??-----যদি তাই হয় তাহলে কোন কথা নাই......আর যদি বাস্তব হয় তাহলে এই পোস্ট দেয়া আর তা স্টিকি করা খুবই হাস্যকর...কেবল হাস্যকর নয় আমাদের মেরুদন্ডহীনতাও প্রমান করে।

যে স্বৈরাচারের পতনের জন্য স্লোগান লিখে নুর হোসেন গুলি খেয়েছে সেই স্বৈরাচার গত ৫ বছর ধরে রাস্ট্র পরিচালনার অংশীদার...বাংলার মানুষ (প্রথম আলোর ভাষায় তরুণরাই) মহাজোটে সেই স্বৈরাচারের অবস্থান মেনে নিয়েছে। নুর হোসেনকে হত্যার জন্য তাকে আইনের মুখোমুখিও কখনো দাড়াতে হয়নি। তার মানে দাড়ায় নুর হোসেনের আত্নত্যাগটা ভুল ছিল, আর তাকে হত্যা করা সেই স্বৈরাচারের সিদ্ধান্ত ঠিক ছিল!!!

এরকম লুতুপুতু মার্কা স্মরণচারণা পোস্টকে শোপিস পোস্ট ছাড়া কিছু বলার নাই। পোস্টের কোথাও খুনীর বিচারের দাবীর কথা নাই। মনে হয় নুর হোসেন গুলি খেয়ে মরেছে যাতে প্রতিবছর তাকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয় আর ডাকটিকিট প্রকাশ করা হয়। ভাবতেই কেমন লাগছে যে এই জিরো পয়েন্ট দিয়ে এরশাদ যখন যায় তখন নুর হোসেনকে নিশ্চয় ব্যাঙ্গ করে একটা হাসি দেয়.......... আর যেই নুর হোসেনের খুনী রাষ্ট্রক্ষমতার অংশীদার সেই নুর হোসেনের আত্নত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক কিভাবে বলা যায়?............নুর হোসেনের আত্নত্যাগ পুরাই একটি ব্যার্থ আন্দোলন...যদিও সেই দায়ভার নুর হোসেনের নয়.....ক্ষমতালোভী কিছু দানব...আর কিছু শিক্ষিত, মুক্তচিন্তার ভেকধারীদের............

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

কোবিদ বলেছেন:
ধন্যবাদ প্যপিলন আপনার বিশ্লেষণধর্মী মন্তব্যের জন্য।
পৃথিবীর প্রতিটি দেশে প্রতিটি মানুেষের আবেগ আর বাস্তবতা ভিন্ন।
যুগে যুগে বিভিন্ন দেশের বরেণ্য মানুষেরা মানব কল্যানে জীবনকে
তুচ্ছ করে কাজ করে গেছেন। তাঁরা সে জন্য কোন পুরস্কারের লোভ
করেন নি বা মত্যুর পর তাঁকে কেউ মনে রাখুক বা না রাখুক তাতে
তাঁদের কিছু আসে যায় না। তবে তাঁদের অর্জিত সুবিধা ভোগীদের
কর্তব্য কৃতজ্ঞতা প্রকাশ। শহীদ নূর হোসেন তার জীবন দিয়ে আমাদের
দিয়েছেলেন গণতন্ত্র। তার অর্জিত গণতন্ত্র আমরা সুরক্ষিত করতে পারিনাই
এটা আমাদের অক্ষমতা। তবে তার আত্মত্যাগকে স্মরণ করতে না পারা শুধুৃ
সীমাবদ্ধতা নয় অপরাধ। আমার অপরাধের দ্বায়ভার লাঘবের জন্যই আমার এই
ক্ষুদ্র প্রয়াস। নূর হোসেনের আত্মা আমাকে তার অভিসম্পাতের আওতা থেকে মুক্ত রাখবে
এটা আমার বিশ্বাস। ধন্যবাদ আবারো আপনার মন্তব্যের জন্য

৮| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

রিয়াজওয়ার্ল্ড বলেছেন: নূর হোসেন আজ বেচে থাকলে হয়ত অপমানে আত্নহত্যা করতেন।যে স্বৈরাচারের বিরূদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি শহীদ হলেন সেই স্বৈরাচারের সাথে আজ তখনকার আন্দোলন কারী দলের জোট। হায়রে অভাগা দেশ,হায়রে অভাগা নূর হোসেন!!!

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩

কোবিদ বলেছেন:

হয়নি বলে হবেনা এমন চিন্তার গণ্ডি ভেঙ্গে বের হতে হবে আমাদের।
চিরকালই সুবিধাবাদীরা সুবিধা ভোগ করেছে যেহেতু আমরা আমাদের
তাদের বেধে দেওয়া গণ্ডি পেরুতে সাহস করিনা। সময় এখনও হাত ছাড়া
হয়ে যায়নি। আসুন আর একবার কোমড় সোজা করে দাড়াই সকল অন্যায়ের
বিরুদ্ধে। তা হলেই নূর হোসেনের আত্মা শান্তি পাবে।

৯| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

পূরান পাগল বলেছেন: যথার্থই বলেছেন প‌্যাপিলন।দিবস পালন করা,কবরে ফুল দেয়ার মাধ্যমে বস্তুত তার সাথে তামাশাই করা হচ্ছে।বড়ই আশ্চর্য এক জাতি আমরা।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

কোবিদ বলেছেন:

কবরে ফুল দেওয়া, বা মৃত্যুৃদিনে তাকে স্মরণ না করেলে কি আমরা অকৃতজ্ঞতার
দ্বায়ে দায়ি হবোনা?

১০| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: নতুন পুরাতন সকল স্বৈরাচার ধ্বংস হোক। নিপাত যাক।

তাদের জন্য ঘৃণা।

@প‌্যপিলন, রিয়াজ, পু পা... সহমত।

কিন্তু সেই াচলায়তন ভাঙ্গার জন্যওতো কেউ এগিয়ে আসছে না।

যেই আসছে- সেই পুরনো বৃত্তেই আবর্তিত হচ্ছে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

কোবিদ বলেছেন:

পুরোনো বৃত্তের গণ্ডি পেরুতে হবে আমাদেরই।
নূর হোসেন সেই দ্বায়িত্ব কাধে তুলে নিয়েছিলেন
তবে আমরা কেন নয় ?

১১| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

বোধহীন স্বপ্ন বলেছেন:

এটা এখন কেবলই একটা দিবস । কবে আমরা নুর হোসেনের স্বপ্ন বাস্তব হবে???

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭

কোবিদ বলেছেন:

সকলের মাঝে যখন নূর হোসেনের আদর্শ ভর করবে
কেবল তখনই স্বপ্ন বাস্তবে রূপ লাভ করেবে।

১২| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

বোধহীন স্বপ্ন বলেছেন:
জিরো পয়েন্টের ব্যাপারটা আগে জানা ছিল না । ধনবাদ ।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

কোবিদ বলেছেন:

না জানা অপরাধ নয়,
অপরাধ জানতে না চাওয়া।
ধন্যবাদ আপনাকে জানতে চাওয়ার জন্য

১৩| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

কামরাজ বলেছেন: ‘স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক’ এটা সারা বিশ্বের সকল শোষিত মানুষের চিরন্তন দাবী। বর্ণাঢ্যভাবে দিবসটি পালনের মধ্য দিয়ে মানুষের বিপ্লবী চেতনার উন্মেষ ঘটবে। অনেক ধন্যবাদ কোবিদ আপনার প্রগতিশীল চিন্তার জন্য

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

কোবিদ বলেছেন:

আপনাকেও অসংখ্য ধন্যবাদ কামরাজ
শহীদ নূর হোসেনের মৃত্যুৃদিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য।

১৪| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

অপরাজিত একজন বলেছেন: প‌্যাপিলন বলেছেন:

এরকম লুতুপুতু মার্কা স্মরণচারণা পোস্টকে শোপিস পোস্ট ছাড়া কিছু বলার নাই। পোস্টের কোথাও খুনীর বিচারের দাবীর কথা নাই। মনে হয় নুর হোসেন গুলি খেয়ে মরেছে যাতে প্রতিবছর তাকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয় আর ডাকটিকিট প্রকাশ করা হয়। ভাবতেই কেমন লাগছে যে এই জিরো পয়েন্ট দিয়ে এরশাদ যখন যায় তখন নুর হোসেনকে নিশ্চয় ব্যাঙ্গ করে একটা হাসি দেয়.......... আর যেই নুর হোসেনের খুনী রাষ্ট্রক্ষমতার অংশীদার সেই নুর হোসেনের আত্নত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক কিভাবে বলা যায়?............নুর হোসেনের আত্নত্যাগ পুরাই একটি ব্যার্থ আন্দোলন...যদিও সেই দায়ভার নুর হোসেনের নয়.....ক্ষমতালোভী কিছু দানব...আর কিছু শিক্ষিত, মুক্তচিন্তার ভেকধারীদের...........

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

কোবিদ বলেছেন:

ধন্যাবদ অপরাজিত একজন!!
প্যাপিলনের মন্তব্যটির বিশেষ
অংশ পুনরায় প্রকাশ করার জন্য।

তবে কারো অপেক্ষায় না থেকে আমরা
কেন এর প্রতিবাদ করছিনা।
আমরা আমাদের উপর অর্পিত দ্বায়িত্ব
পালনে যত্নবান হলে বিড়ালের গলায় ঘণ্টা
বাধা দূরহ হবেনা।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: শ্রদ্ধা রইল।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

কোবিদ বলেছেন:

ধন্যবাদ আপনাকে
শ্রদ্ধা জানানোর জন্য

১৬| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

অরিয়ন বলেছেন: যেই নুর হোসেনের খুনী রাষ্ট্রক্ষমতার অংশীদার সেই নুর হোসেনের আত্নত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক কিভাবে বলা যায়?............নুর হোসেনের আত্নত্যাগ পুরাই একটি ব্যার্থ আন্দোলন...যদিও সেই দায়ভার নুর হোসেনের নয়.....ক্ষমতালোভী কিছু দানব...আর কিছু শিক্ষিত, মুক্তচিন্তার ভেকধারীদের...

শহীদ নূর হোসেন দিবস পালনকে তামাশা ছাড়া আর কি বলব? যে গনতন্ত্রের জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেন জীবন দিল, আজওকি আমরা সেই গনতন্ত্র পেয়েছি? আজও আমরা সৈরাচার এর দু:শাসন থেকে মুক্তি পাইনি।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৬

কোবিদ বলেছেন:

স্বৈরাচার থেকে মুক্তি না পাওয়া ততটা দোষের নয়
যতটা দোষের স্বৈরাচারের কবল থেকে মুক্তির জন্য চেষ্টা না করা।

১৭| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫

জিনিয়াস০০০ বলেছেন: এরশাদের জন্য আমার খুব মায়া হয়!
বেচারা!

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

কোবিদ বলেছেন:

বেচারা !!!

১৮| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

সরকার আলী বলেছেন: দুঃখিত, স্টিকি পোস্টের শিরোনামের প্রথম শব্দেই বানান ভুল/:)

Edit please.

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

কোবিদ বলেছেন:

ধন্যবাদ

১৯| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১১

জনাব মাহাবুব বলেছেন: এখন এর চেয়ে বড় স্বৈরাচারের হাতে আমরা বন্দি :(( :(( :(( :((

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

কোবিদ বলেছেন:

একদিন সকল সমস্যার সমাধান হবে
ইনসাআল্লাহ্

২০| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১২

এসএমফারুক৮৮ বলেছেন: নূর হোসেন সময়ের সাহসী সন্তান

+++++++++++++++

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

কোবিদ বলেছেন:

অসংখ্য + এর জন্য কৃতজ্ঞতা
প্রকাশ করছি

২১| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪

গোর্কি বলেছেন:
অভিবাদন ও নতশীরে শ্রদ্ধা।

১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

কোবিদ বলেছেন:

ধন্যবাদ শ্রদ্ধা নিবেদনের জন্য

২২| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন:


শহীদ নূর হোসেনের ২৬তম মৃত্যুদিনে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা


১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩১

কোবিদ বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ

২৩| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

প‌্যাপিলন বলেছেন: আমি খুব বাজে ভাষা ব্যবহারের জন্য দু:খ প্রকাশ করছি।আসলে কারো রক্তঋণের যখন যথাযথ দাম দিতে পারিনা তখন খারাপ লাগে। বিগত জোট আমলে যুদ্ধপরাধীরা যখন রাষ্ট্রক্ষমতায় ছিল তখন স্মৃতিসৌধে গিয়ে মনে হচ্ছিল মুক্তিসেনাদের আমরা পরিহাস করছি। এরপর কোন শহীদ স্মৃতিস্তম্ভে গেলে অপরাধী মনে হয়।

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯

কোবিদ বলেছেন:
ইট ইজ ওকে!
প্রতিটি মানুষের সীমাবদ্ধতা আছে,
আছে রাগ, অনুরাগ, কষ্ট ভালোবাসা।
এই সবকে সব সময় নিয়ন্ত্রণে রাখা যায়না।
তবে একটা সময় আসে যখন ভুল ত্রুটির
হিসাব নিকাস হয় আর বোধগম্য হয় কোনটি উচিত
আর কোনটি উচিত নয়। কারো প্রতি ক্ষোভের কারণে
অন্যকে সাজা দেওয়া সমচিন নয়। তাই চেষ্টা করা উচিত
সবাইকে তার প্রাপ্য সম্মান দেওয়া। আমি স্বৈরাচারীদের টুটি
চেপে ধরতে পারছিনা সেটা আমার অক্ষমতা তাই বলে স্বৈরাচারের
বলী নূর হোসেনকে সম্মান জানাতে না পারলে সেটা হবে আমার ক্ষমার
অযোগ্য অপরাধ। তাই গুণীজনদের সম্মান জানাতে আমার এ প্রয়াস অব্যহত
থাকবে। ধন্যবাদ আপনাকে পুনারায় ফিরে আসার জন্য। শুভেচ্ছা ও শুভকামানা।

২৪| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

অপরাজিত একজন বলেছেন: দূর্যোধনের আজকের স্ট্যাটাস

ওহে সুশীল বাবু ! আজ নূর হোসেন দিবস উপলক্ষে গনতন্ত্রের জন্য তোমার কান্না দেখে আমার মনটাই উদাস হয়ে যায় ! তুমি এরশাদের মুখে গনতন্ত্রের ডাক শুনে আজ প্রতিবাদী বিপ্লবী যোদ্ধা !

অথচ এই এরশাদের মতন স্বৈরাচারকে নিয়ে দুইদলের টানাটানির সময় তোমার মনে পড়ে নাই নূর হোসেন-মিলনদের কথা । প্রায় পাঁচটি বছর কাটিয়ে দেয়া বর্তমান সরকারের মহাজোটের অংশীদার এরশাদকে এতদিন তোমার মনে হয় নাই স্বৈরশাসক । আমি জানি , ভবিষ্যতেও দড়ি টানাটানির এই খেলায় এরশাদই তোমার 'গনতন্ত্র' রক্ষা করবে বিশেষ বটিকার জোরে । তখন তোমার মনে আসবেনা নূর হোসেন বা ডাঃমিলনদের কথা ।

তোমাদের গনতন্ত্র চর্চা আর ইতিহাসের শিক্ষা যে সময়ে সময়ে পালটায় , তা কি আর আমরা দেখি না ? জানিনা ? বুঝি না ?

১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

কোবিদ বলেছেন:

জনগণ আজ সচেতন, তাকে যারা বোকা ভাবে তারাই মহা মূর্খ।
তাদের চোঁখ কান সব খোলাই শুধু নয় তাদের আছে তৃতীয় নয়ন
সেই নয়নে সবই দৃশ্যমান। সুতারা সাধু সাবধান, কৃতকর্মের দ্বায়ভার
নিজেকেই বহন করতে হবে। ধন্যবাদ আপনাকে।

২৫| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

পরিবেশ বন্ধু বলেছেন: অপরাজিত একজন বলেছেন: দূর্যোধনের আজকের স্ট্যাটাস

ওহে সুশীল বাবু ! আজ নূর হোসেন দিবস উপলক্ষে গনতন্ত্রের জন্য তোমার কান্না দেখে আমার মনটাই উদাস হয়ে যায় ! তুমি এরশাদের মুখে গনতন্ত্রের ডাক শুনে আজ প্রতিবাদী বিপ্লবী যোদ্ধা !
বি পিরা চালায় ৮৪ ঘণ্টা
আর আম্লগ তাদের টেকায় , করে গ্রেফতার ।
কত নুর হোসেন মরে কুকুরের মত গুলি খেয়ে রাস্তায় , তাদের কবর
কে রাখে ।।
গনতন্ত্র নাই বরং বাকশাল মুক্তি পাক ।।

২৬| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০১

মাজহার মুরাদ বলেছেন: ঐদিন যদি উনি বাঁচতেনও আজকের এই অবস্হায় আত্মহত্যা করতেন। যে নেত্রীর দোয়া নিয়ে উনি জীবন দিলেন উনি এখন বিশ্ববেহায়ার সাথে ভোজন রস উপভোগ করেন॥

২৭| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০২

নাসরীন খান বলেছেন: নূর হোসেন রা অমন করে জীসণ দেয় ,অার ফায়দা লুটে রাজনীতিবিদরা ।হায়রে রাজনীতি ! অাল্লাহ তাকে শান্তি দান করূন।

২৮| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৬

বেকার সব ০০৭ বলেছেন: শহীদ নূর হোসেনের ২৬তম মৃত্যুদিনে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।
ব্লগ পাঠক বলেছেন: ‘স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক’
নুর হোসেন তোমায় সালাম। কিন্তু এই ত্যাগের ২২ বছর পরেও আমরা কি গণতন্ত্র পেয়েছি?

২৯| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫

আরজু পনি বলেছেন:

গনতন্ত্র মুক্তি পাক... এতোগুলো বছর পর এখনও এই শ্লোগান দেওয়ার প্রয়োজনীয়তা রয়ে গেছে।

পোস্টটির জন্যে ধন্যবাদ আপনাকে ।।

৩০| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭

এম এম ইসলাম বলেছেন: গনতন্ত্র মুক্তি পাক-- হায়রে নুর হোসেন! এ কেমন গনতন্ত্রের জন্য তুমি জীবন দিলে?

৩১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১০

ড্রাকুলার রক্ত বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত দান করুক "আমিন"

লেখাটির জন্য +++++++++++++++++++++++++++

৩২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৩

শাদমান সাকিব বলেছেন: তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ। নূর হোসেনের হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।

৩৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১০

এহসান সাবির বলেছেন: শহীদ নুর হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

৩৪| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৭

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বাকশালীতন্ত্রে আবার গণতন্ত্র? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.