নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

আমি সত্য জানতে চাই

কোবিদ

আমি লেখালেখি করি

কোবিদ › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চ কালো রাতের গণ হত্যা দিবস আজ

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:১৯



আজ ভয়াল ২৫শে মার্চ মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত দিন। একাত্তরের অগ্নিঝরা এদিনে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় কালরাত্রি। এ রাতে বর্বর পাকিস্তানী হানাদার বাহিনী 'অপারেশন সার্চলাইট'র নামে স্বাধীনতাকামী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙ্গালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল এক নৃশংস বর্বরতা। বাঙালির স্বাধীকার আন্দোলন, এমনকি জাতীয় নির্বাচনের ফলাফলে প্রাপ্ত আইনসঙ্গত অধিকারকেও রক্তের বন্যায় ডুবিয়ে দিতে পাকিস্তানী হানাদার বাহিনী শুরু করেছিল সারাদেশে গণহত্যা। ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচালিত এ অভিযানের উদ্দেশ্য ছিল বাঙালির মুক্তির আকাঙ্খাকে অঙ্কুরেই ধ্বংস করা। সেইরাতে হানাদাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইকবাল হল, রোকেয়া হল, শিক্ষকদের বাসা, পিলখানার ইপিআর সদরদপ্তর, রাজারবাগ পুলিশ লাইনে একযোগে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে হত্যা করে অগণিত নিরস্ত্র দেশপ্রেমিক ও দেশের শ্রেষ্ঠ সন্তানদের। এছাড়াও সেই রাতে একে একে দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, জাতীয় প্রেসকাবেও অগ্নিসংযোগ, মর্টার সেল ছুঁড়ে ধ্বংসস্তূপে পরিণত করে পাক হানাদাররা। এ হামলায় জীবন দিতে হয় বেশ ক’জন গণমাধ্যম কর্মীকেও। আজ সেই ভয়াল ২৫ র্মাচ রাতের সকল শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা।



১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর তত্কালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী মতা হস্তান্তরে গড়িমসি করতে থাকে। তারা বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে মতা হস্তান্তর না করে গোপনে গোপনে নিতে থাকে সামরিক প্রস্তুতি। মুক্তিকামী বাঙালি তখন স্বাধীনতার চেতনায় উদ্বেলিত। আলোচনার নামে শাসকগোষ্ঠীর সময়পেণকে বাঙালিরা সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে। ােভে ফেটে পড়ে বাংলার মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চ রেসকোর্স (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার একটি দিকনির্দেশনামূলক রূপরেখা পেশ করেন, যা ছিল প্রকৃতপে বাঙালির মুক্তি সংগ্রামের মূলমন্ত্র। তত্কালীন সামরিক জান্তা বাঙালির স্বাধীনতা সংগ্রামের এ আকাঙ্াকে শক্তি প্রয়োগের মাধ্যমে গুঁড়িয়ে দেয়ার জন্য সামরিক প্রস্তুতি নিতে থাকে। পশ্চিম পাকিস্তান থেকে জাহাজ বোঝাই করে সৈন্য ও গোলাবারুদ তত্কালীন পূর্ব পাকিস্তানে আনা হয়। বিষয়টি বাঙালিদের অজানা ছিল না। ক্ষোভে ফুঁসে ওঠে তারা। বঙ্গবন্ধুর নির্দেশে শুরু হয় অসহযোগ আন্দোলন। পাকিস্তানি জান্তারা শক্তি প্রয়োগের মাধ্যমে বাঙালির স্বাধীনতা আন্দোলন দমনের পথ বেছে নেয়। পরিণতিতে তত্কালীন পূর্ব পাকিস্তানে বিােভের আগুন ছড়িয়ে পড়ে। নস্যাৎ হয়ে যায় পাকিস্তানের দুইটি অংশের একত্রে থাকার সকল সম্ভাবনা।



পঁচিশে মার্চ কালরাত্রিতে অত্যাধুনিক মারণাস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা শহরে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারায়। রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর সদর দপ্তর এবং দেশের বিভিন্ন সেনানিবাসে বাঙালি সৈনিকরা বিদ্রোহ করে। শুরু হয়ে যায় সীমিত পর্যায়ে মুক্তি সংগ্রাম। ২৫ মার্চ রাতেই পুলিশ, ইপিআর ও সেনাবাহিনীর বাঙালি সদস্যরা শুরু করে প্রতিরোধ যুদ্ধ, সঙ্গে যোগ দেয় সাধারণ মানুষ। এই প্রতিরোধ যুদ্ধই সূচনা করে সহায়- সম্বলহীন গৃহহারা, সর্বহারা বাঙালি জাতির প্রত্যক্ষ মহান মুক্তিযুদ্ধের। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। গ্রেফতারের আগেই বঙ্গবন্ধু ইপিআরের ওয়্যারলেসযোগে স্বাধীনতার ঘোষণা দেন, যা প্রথম কালুরঘাট বেতর কেন্দ্র থেকে প্রচার করা হয়। নয় মাসের মুক্তি সংগ্রমের জন্য জীবন দিতে হয়েছিল ৩০ লাখ মানুষকে। সম্ভ্রম হারাতে হয়েছিল অসংখ্য মা-বোনকে। মাত্র নয় মাসে এত বিপুল সংখ্যক মানুষ হত্যা ও নারী নিগ্রহের নজীর পৃথিবীর ইতিহাসে আর নেই।



ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ৭১’সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হবার মধ্যদিয়ে এ আন্দোলনের সমাপ্তি ঘটে। সে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক’শ ছাত্রছাত্রী, ড. গোবিন্দ চন্দ্র দেব, ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্রাচার্য, ড. মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের নয়জন শিক্ষককে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। হানাদারেরা রাস্তার দুই পাশে ব্রাশফায়ার করে মেরে ফেলে অসংখ্য নিরীহ মানুষকে। মেডিকেল কলেজ ও ছাত্রাবাসে গোলার পর গোলা ছুঁড়ে হত্যা করা হয় অজস্র মানুষকে।



২৫ র্মাচ বাংলাদেশের ইতিহাসে এক নৃশংস, ভয়ঙ্কর ও বিভীষিকাময় রক্তাক্ত নাম। ২৫ মার্চের কালো রাতের সকল শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২২

বোধহীন স্বপ্ন বলেছেন: শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা...

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৬

কোবিদ বলেছেন:

ধন্যবাদ বোধহীন স্বপ্ন
আপনার মন্তব্যের জন্য।
শহীদদের আত্মার মাগফেরাত
কামনা করছি।

২| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৬

সীমানা ছাড়িয়ে বলেছেন: শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। সেই সাথে পাকিস্তানের প্রতি তীব্র ঘৃনা।

২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৮

কোবিদ বলেছেন:

সকল সীমানা ছাড়িয়ে যাবে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি।
সেই সাথে তীব্র ঘৃনায় কলংকিত হবে পাকিরা।

৩| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শহীদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। পাকিস্থান এখন তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইল না।

২৫ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪১

কোবিদ বলেছেন:

ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা।
আপনার ভালোবাসা কাল্পনিক হলেও
২৫ মার্চের কালো রাতের শহীদদের
প্রতি আপনার শ্রদ্ধা অকৃত্তিম তা
বলার অপেক্ষা রাখেনা।
ভালো থাকবেন

৪| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হয়ত তখন ছিলাম না আমি, আবার বছর বিশেক বা ত্রিশ বছর এগিয়ে জন্ম নিলে ঠিকই থাকতাম। একটা গুলি এসে বুকে বিঁধতেই পারত। লুটিয়ে পড়তাম রাস্তায়, বা আগুনে পুড়ে মরে যেতাম। হয়ত জেগে থাকলে মা গো বলে চিৎকার করতে সময় পেতাম, নয়ত ঘুমন্ত ভাবে মরে যেতাম। এসব কিছুই করতে হয় নি। একটা স্বাধীন দেশে বেঁচে আছি। বুকের কোণে ভালবাসা আছে, যে দেশের প্রতি। যারা প্রাণ দিয়েছে, শ্রদ্ধা আছে তাদের প্রতি।

সুন্দর পোস্ট।

২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

কোবিদ বলেছেন:

অনেক ধন্যবাদ রিয়াদ
সুন্দর মন্তব্য করার জন্য।
স্বাধীনতা সংগ্রামে জীবন
উৎসর্গকরা সকল বীরদের
জন্য শ্রদ্ধাঞ্জলি।

৫| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হুম্ আজ সেই নৃশংস কালো রাত..!

সকল শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধান্জলী ।

ধন্যবাদ ।

২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

কোবিদ বলেছেন:

ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা
ভালো থাকবনে

৬| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ৯:৪৪

রূপা কর বলেছেন: সকল শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধান্জলী ।

৭| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৯

টয়ম্যান বলেছেন: সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা !

৮| ২৭ শে মার্চ, ২০১৪ সকাল ৯:২৭

এ কে এম রেজাউল করিম বলেছেন: পাকিস্তান হলো এক বর বর নরপশুদের জাতি
এরা অভিসপ্ত এবং বিতারিত।
বাংলাদেশের যারা এদের পছন্দ করে তারাও
ঘৃনিত ও অভিশপ্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.