![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতান্ত্রিক দেশে জনগণকে রাজনীতি করতে বাধ্য করছে সারকার
আসন্ন ইউপি ও পৌরসভা নির্বাচন নাকি দলীয় প্রতীকে হবে। এটা বাংলাদেশের মত দেশে আত্মঘাতি সিন্ধান্ত । কারণ এদেশের ৯০% লোক কোন ভাবেই রাজণীতির সাথে সম্পৃক্ত নয়। কিন্তু এই নির্বাচন আমাদের কপালে রাজনীতির তিলক লাগিয়ে দিবে। নির্বাচনী প্রচারের সময় আমি কার হয়ে কাজ করছি কার সাথে বসে চা খাচ্ছি এটা আমাকে রাজনীতির সাথে জড়িয়ে দিবে, যার হয়ে কাজ করবো সে যদি পাশ না করে তাহলে খবর আছে আবার সে জিতে গেলে বিরোধী দলের লোক ভবিষ্যতে দেখে নেওয়ার জন্য বসে থাকবে। যদি কারো সাথে না চলি, কোন দরকারে চেয়ারম্যান, মেম্বর এর কাছে গেলে তারা বলবে আপনার তো আমাদের লাগে না, নির্বাচনের সময় একদিন ও তো দেখলাম না আমার প্রচারে । তাহলে জনগণ যাবে কই? গ্রামে যারা বাস করে তারা দশ গ্রামের লোকদের চিনে সকালে বিকালে তাদের মাঠে, ঘাটে বাজারে দেখা হয়, আমি মনে করি আমাদের দেশের মত মানুষ মানুষকে যে ভাবে চিনে জানে সেটা কোন দেশে হয় না আর এর মূল কারণ তারা কোন দলের না। যারা রাজনীতি করে তাদের বন্ধুর চেয়ে শত্রু বেশি। যে দেশে বঙ্গবন্ধুর মত লোক স্বাভাবিক ভাবে মৃত্যুর গ্যারিান্টি পায় না ,শিশুসন্তান সহ স্বপরিবারে জীবন দিতে হয়, সে দেশে রাজনীতি সকলের জন্য বাধ্যতামূলক করা কি ঠিক ? গ্রামের মানুষের সম্প্রতি নষ্ট করা কখনো ঠিক হবে না। আমি মনে করি মসজিদে মন্দিরে রাজনীতি প্রবেশ করবে এভাবে নির্বাচন করলে। এলাকায় আওয়ামীলীগ,বিএনপির জন্য আলাদা আলাদা মসজিদ মন্দির নির্মান করা লাগবে ।তাই মানুষের মাঝে বিভাজন সৃষ্টি না করে শত বছরের ঐতিহ্য সরকার ধরে রাখবে বলে আমার বিশ্বাস। যে লোকরা সরকারকে এই কুপরামর্শ দিচ্ছে তারা দেশ ও জাতির শত্রু। তারা জ্ঞানপাপী, তারা দেশের ভালো চায় না।
©somewhere in net ltd.