নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিদ্রোহীর গর্জন

কবি ও কাব্য

একজন বিদ্রোহী বলছি ঃ যেখানে দেখিবে কোন অন্যায় অত্যাচার সেইখানে পাইবে শুনিতে আমার হুংকার সময় এসেছে সাথিরা সব অন্যায়ের বিরুদ্ধে আবার নতুন করে গর্জে উঠার।

কবি ও কাব্য › বিস্তারিত পোস্টঃ

চার দশকের বাংলা চলচ্চিত্রের সেইসব ছবিগুলো ঃ

১০ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২৬

বাংলা ছায়াছবিকে নিয়ে বর্তমান প্রজন্মের যে কজন ব্লগার সত্যি সত্যি ভালোবেসে আমাদের পিছিয়ে পড়া চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেয়ার জন্য কাজ করছে ও সুদিন ফিরে আসার আশায় স্বপ্ন বুনছে তাদের মধ্য অন্যতম ব্লগার দারাশিকো হাবিবউল্লাহ ও অতি স্নেহভাজন দিপ কে আমার এই নগণ্য পোস্টখানা ভালোবেসে উৎসর্গ করিলাম যাহাদের মাঝে জ্বলে উঠার বারুদ দেখতে পাই ।।

আমাদের বর্তমান অস্থির সমাজ বড় বেশী বিদেশি গান, ছবি তথা বিদেশি সংস্কৃতির ভক্ত। এই সমাজের শিক্ষিত সুধীজনেরা আমাদের বাংলা ছায়াছবি সম্পর্কে নানাবিধ মন্তব্য করে ও বাংলা চলচ্চিত্রকে ছোট করে থাকে যা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। অথচ খোঁজ নিয়ে দেখা যাবে তাঁরা কেহই বাংলা ছায়াছবি খুব বেশী একটা দেখেনি এবং যা দেখেছে তার বেশীরভাগেই টেলিভিশনের পর্দায় কাটছাঁট করা ছবি ছিল। সেই অল্প দেখা থেকেই তাদের বাংলা চলচ্চিত্র সম্পর্কে একটি ভুল ধারনা জন্মেছে যা তাদেরকে দিনদিন আমাদের শিল্প সংস্কৃতি থেকে দূরে সরিয়ে নিচ্ছে। সেইসকল নাদান অবুঝ সুধিজনদের একটি পরিস্কার ধারনা দেয়ার জন্য এবং আমার মতো বাংলা সিনেমাপ্রেমিদের সংগ্রহ বড় করার জন্য নিম্নে ৪ দশকের কিছু উল্লেখযোগ্য বাংলা ক্লাসিক ও বাণিজ্যিক ছবির তালিকা সহ কিছু লিঙ্ক দিলাম যা গতকাল দেয়া আমার একটি পোস্টের ছবিগুলোর সাথে আজ আরও নতুন অনেক ছবির লিঙ্ক দিয়ে নতুন পোস্ট হিসেবে প্রকাশ করলাম। গতকাল এর পোস্টটি সময়ের অভাবে গুছিয়ে দিতে পারিনি যেখানে অনেক ছবির নাম ও লিঙ্ক বাদ গিয়েছিল। আশাকরি এই ছবিগুলো দেখার চেষ্টা করলে বাংলা চলচ্চিত্র সম্পর্কে একটি পরিস্কার ধারনা পাবেন।

৬০ - ৭০ দশক ঃ টাকা আনা পাই , আনোয়ারা , অবাঞ্ছিত বধূ বিদায়,জীবন থেকে নেয়া সারেং বউ , তিতাস একটি নদীর নাম,লাঠিয়াল চকোরী, ১৩ নং ফেকু অস্তাগার লেন , সিমানা পেরিয়ে , নবাব সিরাজুদ্দোলা পুনর্মিলন, ওরা ১১ জন, জীবন সঙ্গীত , তালাশ অরুণোদয়ের অগ্নিসাক্ষী, বাবুল, আসিয়া, কাচের দেয়াল, কাচ কাঁটা হিরে, হারানো সুর, , সূর্যকন্যা, আসিয়া, সুতরাং , মনিহার , আবার তোরা মানুষ হো, ক খ গ ঘ ঙ , কলমিলতা, রুপবান , সাত ভাই চম্পা, আলোর মিছিল পিচ ঢালা পথ, অনন্ত প্রেম, মাসুদরানা , দস্যু বনহুর, সূর্য দীঘল বাড়ী , গুনাহগার, এপার ওপার, এক মুঠো ভাত, আপন পর, দোস্ত দুশমন , নয়নমণি, ধীরে বহে মেঘনা , অবুঝ মন ,কথা দিলাম মানুষের মন, আবির্ভাব,তালাশ, বেহুলা , বাঁশরি, স্বরলিপি, দেবদাস





৮০- ৯০ দশক - নোলক, জীবন নৌকা, নাগ পূর্ণিমা, বারুদ, আখিমিলন, বসুন্ধরা, বড় ভালো লোক ছিল, দা রেইন, দা ফাদার, সাক্ষী , রজনিগন্ধা খোকনসোনা ,দায়ী কে , বাধনহারা, চ্যালেঞ্জ,ঘুড্ডি, বাল্যশিক্ষা ,ছুটির ঘণ্টা , পুরস্কার , নয়নের আলো, তিনকন্যা , দহন , বারুদ, জনি, ওস্তাদ সাগরেদ, নিতিবান, দূরদেশ, পাগলী, তওবা, লড়াকু , ফুলশয্যা, অপেক্ষা, আগমন, হুশিয়ার, স্বর্গ নরক, প্রতিরোধ, ক্ষমা, বিসর্জন, ব্যথার দান, চাঁপা ডাঙ্গার বউ, স্বাক্ষর , রাজলক্ষ্মী শ্রীকান্ত বিরোধ , অশান্তি, ঝিনুকমালা, সবুজ সাথী, দুই পয়সার আলতা ,গোলাপি এখন ট্রেনে, ভাত দে , সুন্দরী, কসাই, মহানায়ক, মান অভিমান, পালকি, ভেজা চোখ, দেশ বিদেশ, হালচাল , লাভ ইন সিঙ্গাপুর, মিস্লংকা, সাজানো বাগান, ঢাকা ৮৬ , পেনশন, নানটু ঘোটক, প্রহরী, সহধর্মিণী , অভিযান ,ঘেরাও , রামের সুমতি , ভাই বন্ধু , জিনের বাদশা , উসিলা, আদেশ, অবুঝ হৃদয় , স্বামীর আদেশ , স্ত্রীর স্বপ্ন সম্মান, দুই জীবন ,যোগাযোগ, বিপ্লব, বজ্রমুসঠী সত্য মিথ্যা, সারেন্ডার , , ঘর ভাঙ্গা ঘর,গরীবের বউ, সন্ধি , সন্ধান, বিজয়, স্বামী -স্ত্রী, বেদের মেয়ে জ্যোৎস্না ,ন্যায় অন্যায়, সান্তনা, রাঙ্গা ভাবী ,অন্ধ বিশ্বাস বাংলার বধূ, লক্ষির সংসার, অর্জন , জন্মদাতা পিতা মাতা সন্তান , টাকার অহংকার, বন্ধু আমার, গরীবের বন্ধু পদ্মা মেঘনা যমুনা, দাঙ্গা,মা মাটি দেশ , সন্ত্রাস চোরের বউ, সিপাহী, অচেনা,ত্যাগ , আজকের হাঙ্গামা , আমার আদালত , বাবার আদেশ , টপ রংবাজ ,প্রেমের প্রতিদান, দেশদ্রোহী , কেয়ামত থেকে কেয়ামত , অন্তরে অন্তরে , শাসন আগুনের পরশমণি প্রথম প্রেম,সন্ত্রাস, অপহরণ, সতর্ক শয়তান , দেনমোহর ,লাভস্টোরি, বেয়াদব , দোলা , ঘরের শত্রু , বিশ্বপ্রেমিক , বাংলার নায়ক , অজান্তে , কমান্ডার , সংসারের সুখ দুঃখ, বাপের টাকা, ঘৃণা, ঘাতক , ঘাত প্রতিঘাত, ভণ্ড , বিক্ষোভ, তুমি আমার , লজ্জা , গৃহযুদ্ধ ,এই ঘর এই সংসার , দুর্জয় , চাওয়া থেকে পাওয়া স্নেহ , সত্যর মৃত্যু নেই , আত্মঅহংকার, অগ্নিসাক্ষী , অধিকার চাই , লুটতরাজ , লাল বাদশা , মা যখন বিচারক , ভালোবাসি তোমাকে , কে অপরাধী , খবর আছে , মনে পড়ে তোমাকে

আরও বিশেষকিছু পেতে চাইলে এখানে ক্লিক করুন - একটি শিক্ষিত রেডিও

* যেসব ছবির কোন লিঙ্ক পাইনি শেগুলোর গানের লিঙ্ক দিয়ে ছবিটি সম্পর্কে একটু ধারনা দেয়ার চেষ্টা করেছি।।

উপরের উল্লেখিত সবগুলো ছবি যদি দেখতে পারেন তাহলে বাংলা চলচিত্রের শুরু থেকে এখন পর্যন্ত ছবির ধারার পরিবর্তনটা আপনি সহজেই বুঝতে পারবেন অর্থাৎ কিভাবে আমাদের চলচ্চিত্র শুরু থেকে বর্তমান পর্যন্ত এসেছে এবং কিভাবে ছবির গল্প, মেকিং,অভিনয়, পরিচালনা ,গান সবকিছুতে পরিবর্তন হয়ে আজকের অবস্থায় পৌঁছেছে তাঁর পুরো স্পষ্ট হয়ে যাবে। আমাদের সমস্যা কোথায় ছিল, আমাদের ছবির মান কেমন ছিল, কোন দশকে কোন ধারার ছবিগুলো শুরু হয় সেই সব উত্তরগুলো আপনি নিজেই পেয়ে যাবেন। আমরা না জেনে ,না বুঝে বাংলা চলচ্চিত্রকে আজ অবজ্ঞা করছি, অবহেলা করছি, রুচিহীন বলছি যা কোনভাবেই একজন বাংলাদেশের নাগরিক হিসাবে উচিত নয়। আমরা সমালোচনা করতে পারি কিন্তু আমার দেশের শিল্পকে কোনভাবেই ঘৃণা করতে পারিনা। মনে রাখবেন 'ঘৃণা করা তাঁরই সাজে ভালোবাসে যে'।। আগে ভালবাসতে শিখুন তারপর ঘৃণা করুন। ঘৃণা, কড়া সমালোচনা আর বড় বড় কথা বলার আগে একবার নিজের মনকেই প্রশ্ন করুন যে আপনি বাংলা চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেয়ার জন্য , প্রসার এর জন্য কোনদিন কিছু করেছেন কি? যদি না করে থাকেন তাহলে সেটাকে নিয়ে কড়া সমালোচনা করে নিজেকে স্মার্টও আধুনিক মানুষ হিসেবে প্রমান করার এক ব্যর্থ চেষ্টা থেকে বিরত থাকুন। আপনি শহরে, আধুনিক ,শিক্ষিত হলে কি গ্রামে বাসকরা আপনার অশিক্ষিত, গেঁয়ো,অসুন্দর চেহারার মাকে কি আপনি কোনদিন সন্তান হয়ে ঘৃণা করতে পারবেন? 'বাংলা' / 'বাংলাদেশ' শব্দটি যতকিছুর আগে বসে বুঝতে হবে সেটা আমার মায়েরই পরিচয় , মায়েরই সম্পদ। কারন 'বাংলা' যে আমার মা।।

মন্তব্য ৩৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৫

মেনােশদাস বলেছেন: Looking forward to hearing more from you

১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৪

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১০ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

ব্রিলিয়ান্ট বেকুব বলেছেন: পোকা মাকড়ের ঘর বসতি' ছবিটার নাম যোগ করে দিন.............

১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৫

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ। আরও অনেক ছবির নাম লিখার সময় মনে আসেনি, পরে একসঙ্গে যুক্ত করে দিবো।

৩| ১০ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৬

শিপু ভাই বলেছেন:
সুপার পোস্ট!!!


++++++++++++++++++++++++++++++++++

১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

কবি ও কাব্য বলেছেন: পাপ্পুর হাসি দেখেই বুঝেছি পোস্ট সুপার হয়েছে। ধন্যবাদ শিপু ভাই।

৪| ১০ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫২

রাতুল_শাহ বলেছেন: ওরা ১১ জন সিনেমাটির শেষের দিকে গিয়ে কেঁদে ফেলেছিলাম। চমৎকার একটা মুভি।

১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৭

কবি ও কাব্য বলেছেন: হুম, শুধু ওরা ১১ জন নয়, এখানে আরও কিছু ছবি দেখলে আপনার কান্না আসবেই।

৫| ১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:০০

মেহেরুন বলেছেন: দারুন লাগলো। +++++++

১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ভালো লাগার জন্য।

৬| ১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৪

লেখাজোকা শামীম বলেছেন: অভিভাদন গ্রহণ করেন।

আপনার এই পোস্টটা এক কথায় সুপার্ব।

এই রকম কিছু মানুষ থাকলে এবং তাদের এই রকম চেতনা থাকলে আমাদের এগিয়ে যেতে খুব কষ্ট হবে না। তবে আপনার মতো মানুষের সংখ্যা খুবই কম।

১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ শামিম ভাই। আমাদের যে করেই হোক চলচ্চিত্র শিল্পটাকে তথা বাংলাদেশের সংস্কৃতিকে রক্ষা করতে হবে ও এগিয়ে নিয়ে যেতে হবে।

৭| ১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:৩২

দারাশিকো বলেছেন: বিব্রতকর অবস্থা :/

আপনার এই উদ্যোগের কাছে দারাশিকো'র মামুলি কয়েকটা পোস্ট কিছুই না। স্যালুট স্যার :)

বাংলা সিনেমার সুদিন এখন সময়ের ব্যাপার মাত্র। ওয়েট অ্যান্ড সি :) :)

১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:০১

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ স্যার আপনাকেও এবং আপনাকেও স্যালুট যে নতুন প্রজন্মের মধ্য আপনি যেভাবে বাংলা ছবিকে পজিটিভ ভাবে বিশ্লেষণ করেন ও ভালবাসেন সেটা খুবই বিরল।

৮| ১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪৮

তার ছিড়া 74 বলেছেন: বারুদ কি পাওয়া যাবে?? অনেক দিন থেকে খুজতেসি... গডফাদার এর রিমেক....

১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৪

কবি ও কাব্য বলেছেন: হ্যাঁ, বারুদ ছবিটি আমার কাছে ডিভিডি আছে। আমার মুভি সাইটে আপলোড করবো ইনশাল্লাহ। ছবিটি বেশ ভালো লেগেছিল।

৯| ১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪৮

তার ছিড়া 74 বলেছেন: বারুদ কি পাওয়া যাবে?? অনেক দিন থেকে খুজতেসি... গডফাদার এর রিমেক....

১০| ১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:৫৪

তাকা বলেছেন: গ্রেটজব

১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৫

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ

১১| ১০ ই আগস্ট, ২০১২ রাত ৯:১৮

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আপনাকে স্যালূট।

১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৭

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ব দীপ অর্থাৎ বাংলা দীপ ভাইজান কে। চাকরি কেমন চলছে? আপুরা কি হেল্প করে?

১২| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:১২

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ৭নং প্লাস


আপনাকে ধন্যবাদ কিংবা প্রশংসা করে ছোট করব না ভাইয়া। জাস্ট অসাম জব :)

১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৯

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ চয়ন ভাই। আপনারা খুশি হয়ে যদি একটি অন্তত বাংলা ছায়াছবি পুরো দেখেন তাহলেই আমার এই পোস্টের সার্থকতা আসবে।

১৩| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩০

তিথির অনুভূতি বলেছেন: ++

১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৯

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ তিথি ।

১৪| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১:১৮

অনিক০০৭ বলেছেন: এতো পুরনো ছবির পোস্টার পেলেন কোথায়? পুরনো কিছু স্টারদের ছবি পোস্ট করলে ভালো লাগতো।+++

১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:১২

কবি ও কাব্য বলেছেন: বেশ কষ্ট করে যোগাড় করেছি। আরও ছবি দেয়ার ইচ্ছে ছিল কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাড়াতাড়ি পোস্টটি শেষ করে ফেলতে হলো ।

১৫| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১:২৩

আরজু পনি বলেছেন:

আপনি সত্যিই অসাধারণ!
স্যালুট!

১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:১৪

কবি ও কাব্য বলেছেন: ধন্যবাদ ম্যাডাম। আমি অসাধারন না, আমার বাংলা ছায়াছবি সত্যিই অসাধারন।

১৬| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১:৫৩

নাঈম আহমেদ বলেছেন: সরাসরি প্রিয় তে... কঠিন হইসে বস

১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:১৮

কবি ও কাব্য বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ নাইম ভাই ।

১৭| ১১ ই আগস্ট, ২০১২ রাত ২:১৪

হাবিবউল্যাহ বলেছেন: "ঘৃণা, কড়া সমালোচনা আর বড় বড় কথা বলার আগে একবার নিজের মনকেই প্রশ্ন করুন যে আপনি বাংলা চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নেয়ার জন্য , প্রসার এর জন্য কোনদিন কিছু করেছেন কি? যদি না করে থাকেন তাহলে সেটাকে নিয়ে কড়া সমালোচনা করে নিজেকে স্মার্টও আধুনিক মানুষ হিসেবে প্রমান করার এক ব্যর্থ চেষ্টা থেকে বিরত থাকুন। আপনি শহরে, আধুনিক ,শিক্ষিত হলে কি গ্রামে বাসকরা আপনার অশিক্ষিত, গেঁয়ো,অসুন্দর চেহারার মাকে কি আপনি কোনদিন সন্তান হয়ে ঘৃণা করতে পারবেন? 'বাংলা' / 'বাংলাদেশ' শব্দটি যতকিছুর আগে বসে বুঝতে হবে সেটা আমার মায়েরই পরিচয় , মায়েরই সম্পদ। কারন 'বাংলা' যে আমার মা"

তারপরের কথা হইল লেখাজোকা শামিম ভাই এবং দারাশিকোর কথা ই আমার কথা।

আমাদের অল্প স্বল্প চেষ্টা এভাবেই চলতে থাকবে।কেউ সেখানে দেশপ্রেম খুজতে যাবে কিন্তু আমি বলব এটা আমাদের সিনেমাপ্রেম।
সিনেমাহলে না গিয়ে যারা সিনেবোদ্ধা হয় তাদের পুছার টাইম নাই।

৮০'র দশকের মুভিগুলা আমি হয়ত ভিসিয়ার আর টিভিতেই দেখেছি।কিছু কিছু দেখেছিলাম রাজিয়া সিনেমাহলে।যেখানে পুরান সব মুভি চালাইত মা-বোনদের জন্য।
কিন্তু ৯০ এর দশকেও আমি যে মুভি পেয়েছি তাতে করে আমার দেশের সিনেমাকে খারাপ বলার আগে হাজারবার আমি ভাবমু।

শূন্য দশকের অনেক মুভি নিয়ে আমার আপত্তি আছে।সেটা প্রকাশ ও করেছি বিভিন্ন জায়গায় কিন্তু ৮০/৯০ নিয়ে কেউ ভাব ধরতে আসলে ছাড়াছাড়ি নাই।

তারমানে এইনা আমি পিছনের দিকেই যেতে চাইছি।
আমি দেখাতে চাই আমাদের নিকট অতিতে আমাদের ভাল ভাল মুভি হয়েছে।এটা কি প্রমান করেনা আমাদের ভাল সিনেমা বানানের মত মেধাবী লোক আমাদের আছে এবং তাদের সেই মেধার মূল্যায়ন করার মত দর্শক ও আমাদের এখানে আছে।তাহলে কেন ভবিষ্যত নিয়ে এত হা হুতাশ কর তোমরা।চেষ্টা চালিয়ে গেলে আমরা ভবিষ্যতে আরো ভাল মুভি বানাইতে পারব সেই বিশ্বাস আমরা এখনো হারাইনি।

কিন্তু দুইদিনের বাচ্চাকাচ্চারা যখন পকনামি করে তখন কিন্তু মানা কষ্ট হইয়া যায়।

মাঝখনে কিছুদিন আমাদের খারাপ গেছে বইলা বাংলা মুভি নিয়া নাক সিটকানের আগে দেখ সেই খারাপ সময়ের আগে আমাদের এখানে কত ধরনের মুভি হয়েছে।কত মেধাবী পরিচালকেরা আমাদের বিনোদন দিত।

তারা এত আগে যদি এত ভাল ভাল মুভি বানাইতে পারে আতিলে এই প্রযুক্তির যুগে আমি কিভাবে ভাবব আমরা শুধু পিছনেই যাব সামনে আগাতে পারবোনা।

ঈদের উপহার হিসেবে বড়ই সুন্দর হইছে!

১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:২২

কবি ও কাব্য বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাবীব ভাই। একেবারে মনের কথাটাই বলেছেন। এই কথাটাই বুঝাতে চাই সকলকে । এই দশকের কয়েকটা বালছাল ছবি দেখে পুরো বাংলা সিনেমাকে ঘৃণা করলে কিছুতেই মানবো না। আমাদের অনেক সেরা ছবি ও পরিচালক ছিল যারা প্রযুক্তি ছাড়াই আমাদের অনেক ক্লাসিক ছবি উপহার দিয়েছে । আগামিতেও এমন ছবি আবার হবে শুধু একটু দরকার সবার এগিয়ে আসা ও সত্যিকারের ভালোবাসা।

১৮| ১১ ই আগস্ট, ২০১২ রাত ২:২৮

আমি তুমি আমরা বলেছেন: আপনে বস... পিলাচ লন :)

১১ ই আগস্ট, ২০১২ রাত ৮:২২

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ।

১৯| ১১ ই আগস্ট, ২০১২ ভোর ৪:২১

কবি ও কাব্য বলেছেন: সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞটা জানাচ্ছি। আমি অত্তান্ত দুঃখিত আজ আপনার কারো মন্তব্যর উত্তর দিতে পারিনি। আমি একটু অসুস্থ হয়ে পড়ায় আজ নেটে থাকা হয়নি।আশাকরি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ কাল সকলের মন্তব্যর জবাব দিবো।

২০| ১২ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১৬

তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++++++

সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি।

১২ ই আগস্ট, ২০১২ ভোর ৪:২৯

কবি ও কাব্য বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান। আজ অনেকটা ভালো এবং সুস্থ আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.