![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"হায়রে হৃদয় - তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ - প্রান্তে ফেলে যেতে হয়।"
১. গিটার বাজানো শিখতে চাইছেন?
২. জানতে চান গান লিখার সহজ গঠন-নিয়ম?
৩. ধারনা আছে প্রথমে কিভাবে গান সুর করা শুরু করতে হয়?
৪. সহজে মিউজিক বিষয়ক ফ্রি tutorial ভিডিও/বই নামাতে চান?
৫. বিগেনারদের গিটার/গান কম্পোজিশনে কোন ফ্রি সফটওয়ারটি প্রয়োজন?
৬. বাংলা ইংরেজি সব ব্যান্ডের গান ট্র্যাক ধরে কি কি কাজ হয়?
ঠিক আছে, সব ইনফো এক সাথে পেতে হলে সময় ধরে মনিটরের সামনে শক্ত করে বসুন!
--------------------------------------------------------------------------
অনেকে অভিযোগ করেছেন এই ব্লগ পাতাটি বড় হওয়ায় (বেশি ছবি আর কমেন্টস) লোড হতে সমস্যা হচ্ছে!
তাই আপনাদের জন্য ছবি আর কমেন্টস বাদ দিয়ে (ইনফো একই রেখে) ছোট আকারের আর একটি পোষ্ট লিংক দিলাম। View this link
--------------------------------------------------------------------------
"ইহা একটি গিটার!" বলে শুরু করা গিটার শেখার বই (২৮৬ পাতার) ডাউনলোড করুন। এডভান্স লেভেল পর্যন্ত ইনফো পাবেন (আমার আপলোড করা):
ডাউনলোড করুন গিটার শেখার পূর্নাঙ্গ একটি বই
ক্লিক করুন Youtube - হাজার হাজার কাজের লিংক পাবেন।
------------------------------------------------------------------------
গিটারের ভাষা (Tablature) শিখাটা জরুরী। উপরের বইটার ৭৩ পাতাতে এ বিষয়ে ইনফো পাবেন।
এই ভিডিওটা দেখুন।
মনে রাখবেন Guitar Tablature থিওরি, ক্লাস ওয়ানের বাচ্চাদের পড়ালেখা থেকে অনেক সহজ!
এক পাতার শিক্ষা
------------------------------------------------------------------------
নতুনদের জন্য মাষ্ট ইউজ এই Guitar Pro 5 সফটওয়ারটি নামান। নেট স্লো থাকলে ঢাকার রাইফেলস স্কয়ার মার্কা যে কোন শপিং মলে থেকে সিডি/ডিভিডিটি কিনতে পাবেন। বলবেন, গানের সফ্টওয়ার দেখান, নাম দেখে খুজে নিবেন। যে কোন গান বিষয়ক কাজ সাপোর্ট দেয়ার জন্য এই সফটওয়ারটি কাজে আসবে, মেট্রোনাম থেকে song sketch ইত্যাদি পর্যন্ত। শিক্ষানবীশ গিটার বাদকেরা পৃথিবীর বলতে গেলে সব জনপ্রিয় গানের গিটার কর্ড/ট্যাব লেচার/স্টাফ নোটেশন ধরে ধরে প্রতিটি চেনজ এনালাইসিস করতে পারবেন। সাথে থাকছে ট্র্যাক অনুযায়ী গানের মূল সুরের মেলোডি লাইন, বেস, পারকাশন স্টাডি বোনাস ইত্যাদি। এটা দিয়ে কানারাও সহজ উপায়ে বুঝতে পারবে একটি গানে কি কি কাজ-কম্পোজিশন হয়ে থাকে।
সফটওয়ারটি নেট থেকে নামাতে হলে এই ধারাবাহিক ইন্সট্রাকশন গুলো অনুসরণ করুন, আখেরে লাভ আছে, পরে বুঝতে পারবেন :
১. এখান ক্লিক করুন - ৮.৬ মেগাবাইটের সফ্টওয়ারটি "Vuze Free Download" এ ক্লিক করে নামিয়ে, ইনস্টল করুন।
২. এই সাইটে ঢুকে Guitar Pro 5 লিখে সার্চ দিন। এই পেজ পাবেন।
৩. প্রাপ্ত লিস্টের প্রথমটিতেই ক্লিক করে Download.torrent বাটন আসবে, ক্লিক করে নামানো শুরু করুন। (vuze খোলা রাখতে ভুলবেন না এ সময়)।
** এডভান্স রেকর্ডিং এর সফ্টওয়ার নামাতে - 'Nuendo' recording software
অফ টপিক:
* আপনি ফ্রিতে torrent থেকে মাল-মসল্লা নামানোও শিখে ফেলেছেন। torrent দিয়ে একটু একটু করে অনেক দিন ধরে নামানো যায় (resume support)।
তারপরেও যদি না পারেন সফটওয়ারটি যোগাড় করতে, তাহলে নামান:
4shared এ আমার আপলোড করা Guitar Pro 5
USER ID = 5INT1747410
KEY ID = ANNAA-BHAWB-4BNN9
------------------------------------------------------------------------
গান/গিটার বিষয়ক বেশ সমৃদ্ধ একটি সাইট:
http://www.ultimate-guitar.com/
গান বিষয়ক Guitar Pro 5 ফাইল বলুন, ট্যাব, লেসন, লিরিক ভিডিও সব পাবেন এই জটিল সাইট থেকে। ব্যান্ড বা গানের নাম (কেন নয় warfaze/artcell/Nagarbaul!) দিয়ে সার্চ দিয়ে ট্রাই করে দেখুন।
------------------------------------------------------------------------
আগেই বলেছিলাম torrent (ফ্রি ৮.৬ মেগাবাইটের সফ্টওয়ার) কাজে লাগাতে পারলে লাইফে আর কোন কিছু নামনো নিয়ে দুশ্চিন্তা করতে হবে না! কারন torrent এ পাওয়া যায় সব একসাথে - "Complete collections"। তাহলে আসুন কিছু guitar tutorial ভিডিও নামিয়ে ফেলি:
ফ্লামিংগো স্টাইলে গিটার বাজানো শিখতে চান? - তাহলে এখানে ক্লিক করুন
তারপর vuze খোলা রেখে Download .torrent এ ক্লিক করে নামানো শুরু করুন।
ফাইল সাইজ/সংখ্যা 5.29 GB / 272 files. ।
Flamenco স্টাইলের সব আছে এখানে । ফাইল সাইজ দেখে ভয় পেয়েছেন?
সমস্যা নাই, এটা নামান:
**আমার 4shared এ আপলোড করা ৪২ মেগা সাইজের Flamenco strumming শেখার Made easy টাইপ ভিডিও
যারা জীবনেও গিটার বাজাননি, কিন্তু ইচ্ছা আছে, শিখতে চান, তাদের জন্য ৯ মিনিটের ৩৭ মেগা সাইজের এই guitar tutorial টা নামান:
**আমার আপলোড করা guitar tutorial - Made easy
আমি বলবো উপরের খুব সহজ tutorial ভিডিওটি যে শিখতে পারবেন, সে rhythm guitar এর বেসিক সব শিখে গেছেন!
* আমাদের সর্বজ্ঞানী google মামা আর youtube.com এর ব্যবহার করার কথাও ভুলবেন না কিন্তু!
guitar tutorial, songwriting tutorial, লিখে সার্চ দিন! হাজার হাজার হেল্প ফুল tutorial ভিডিও পাবেন।
------------------------------------------------------------------------
এখন বলে ফেলতে পারেন, গিটার বাজানোকে শিখলাম, এখন গান লিখতে চাই। নো প্রবলেম, ডাউনলোড করুন এই বই (৩৫৬ পাতার)। শূন্য থেকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে নিয়মগুলো জানবেন। খুবই কাজের বই।
গান লিখার Made Easy
এই ভিডিওগুলো সময় করে ঠান্ডা মাথায় দেখুন, কাজে লাগবে।
View this link
------------------------------------------------------------------------
গান গাওয়া শেখা নিয়ে এই সাইটটা খারাপ না:
Voice Training
Rock vocals শিখতে এই ভিডিওগুলো থেকে প্রচুর ইনফো পাবেন:
How to sing Rock vocals
------------------------------------------------------------------------
গিটার বাজানো শিখলেন, গান লিখছেন, সুর না করতে পারলে চলে? চিন্তা নেই। এটা নামান। সুর করার ধারণাও পেয়ে যাবেন।
এই দুই পার্টের ভিডিও দেখুন, গিটার মিউজিকের বেসিক জানা থাকলে খুব সহজেই গান বানানোর প্রাথমিক আইডিয়া পাবেন:
Part 1
Part 2
রেকোর্ড করে রাখুন সব কিছু!
এই ভিডিওগুলোর আশেপাশে আরো অসংখ্য কাজের জিনিস পাবেন
------------------------------------------------------------------------
Guitar Lessons, songwriting books, সুর করার আরো বই/ভিডিও ইত্যাদি এই সাইট থেকে বা অন্য যে কোন সাইট থেকে নামাতে পারেন। তবে আমি বলবো যারা সিরিয়াসলি কিছু শিখতে চান তারা আমার দেয়া বই গুলো বা অন্য যে কোন পূর্ণাঙ্গ একটা ভিডিও/বই ভালভাবে ধারাবাহিকভাবে স্টাডি করে শেষ করুন। বেশি বই-তথ্য দেখলে/ঘাটলে মাথা নষ্ট হয়ে যাবে, পরে কোনটাই হবে না! আপনি যদি এডভান্স লেভেলে থাকা মিউজিশিয়ান হয়ে থাকেন তাহলে ভিন্ন কথা!
------------------------------------------------------------------------
নতুন কিংবা Used গিটার কিনতে হলে কি কি বিষয় চেক করে নেয়া ভাল:
* ভাল ব্র্যান্ড দেখে কিনুন।
* বডিতে কোন ফাটা বা ফ্রেড সোজা না বাকা লক্ষ্য করুন।
* টিউন চেক করুন প্রতিটি ফ্রেড। তারে তারে হারমনি করে বিষয়টা বোঝা সহজ।
* নিজে নতুন বা এ বিষয়ে জ্ঞান না খাকলে অবশ্যই এ বিষয়ে এক্সপার্ট সাথে নিয়ে দোকানে যাবেন।
* বাংলাদেশে ঢাকায় সায়েন্সল্যাব সামনে "মেলোডি & কোং" এ সবচেয়ে ভাল কালেকশনের মিউজিক ইন্সট্রুমেন্ট পাওয়া যায়। এর আশেপাশে আরো কিছু দোকান আছে।
কারন আমাদের দেশে এখন অনেক চাইনিজ/কোরিয়ান/ইন্ডিয়ান নষ্ট/খুত (খালি চোখে ধরতে না পারা) থাকা গিটার ইমপোর্ট হচ্ছে। বিশেষ করে ফ্রেড ডিসপ্লেস করে বসানো গিটার আসে বেশি। সামনের দিকের ফ্রেড ঠিক থাকে নিচের দিকে টিউন মিলে না।
------------------------------------------------------------------------
পৃথিবীর সব চেয়ে দামি গিটার:
Fender Stratocaster
প্রাকৃতিক বিপর্যয় সুনামিতে ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যার্থে ফান্ড রেইজ করার উদ্দেশ্যে এ গিটারটি ২০০৫ সালে কাতারে নিলামে বিক্রি হয়। Bryan Adams এর তত্ত্বাবধানে এই গিটারে স্বাক্ষর করেন Mick Jagger, Keith Richards, Eric Clapton, Brian May, Jimmy Page, David Gilmour, Jeff Beck, Pete Townsend, Mark Knopfler, Ray Davis, Liam Gallagher, Ronnie Wood, Tony Iommi, Angus & Malcolm Young, Paul McCartney, Sting, Ritchie Blackmore, Def Leppard এবং Bryan Adams নিজে। প্রথমে কাতারের রাজ পরিবার গিটারটি ১ মিলিয়ন ডলারে কিনে চ্যারিটি প্রতিষ্ঠানটিকে আবার বিক্রির জন্য দান করে দেয়। পরে আবার গিটারটি ২.৭ মিলিয়ন ডলারে নিলামে বিক্রি হয় অর্থাৎ গিটারটি মোট ৩.৭ মিলিয়ন ডলার সুনামিতে সাহায্যের জন্য অর্থ তুলে আনে।
--------------------------------------------------------------------------
কিছু গিটারিস্ট ও তাদের গিটার:
১. Jimi Hendrix:
গিটার (1968 Stratocaster):
২. Joe Satriani:
গিটার (ibanez-js1000):
৩. B B King:
গিটার (lucille):
৪. Steve Vai:
গিটার (Ibanez JEM7V):
৫. Bob Marley:
তার গিটার (Ibanez JEM7V):
৬. Zakk Wylde:
গিটার (Gibson Bullseye):
৭. Yngwie Malmsteen:
গিটার (Fender Stratocaster):
৮. Eric Clapton:
গিটার (CF-Martin-Co-circa-19391):
--------------------------------------------------------------------
আমার গান বিষয়ক অন্যান্ন ব্লগ পোষ্ট:
* আমাদের নগর বাউল 'জেমস' - ভালোলাগা সমগ্র
* কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা
* আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগাদের জন্য পোষ্ট
* লালনের এসব দেখি কানার হাট বাজার - ডাউনলোড করুন
* বউ পিডানি গান - বউয়ের উপর বিলা থাকলে ডাউনলোডান (কুশিক্ষা মূলক পুষ্ট :> )
)
* জাতীয় ফুল শাপলা - কিছু ভিডিও, কিছু গান আর সাথে কিছু ছবি ব্লগ
* সাম্যতার কথা নিয়ে অসাধারন একটি গান - U2 ব্যান্ডের অন্যতম সেরা গানটি ডাউনলোড করুন
* বিয়ের প্রস্তাব দিতে Diamond Ring নিয়ে রোমান্টিক দুটি গান শুনুন - ভিডিও অডিও ডাউনলোড
* ঘুম আসছে না? তাহলে শুনুন সফট ইনস্ট্রুমেন্টাল - ডাউনলোড করুন সর্বকালের সেরা হিউমারিস্টের মাষ্টার পিস
* ভিনসেন্ট ভ্যান গগ নিয়ে অসাধারন একটি গান - ডাউনলোড করুন আমার পছন্দের রাতের সেরা একটি গান
* শেষ চুম্বন (Last Kiss) - ডাউনলোড করুন মন খারাপ করা আশাবাদী একটি গান!!
* রোমান্টিক পরকীয়া নিয়ে অসাধারন একটি গান!! - রাতের জন্য ডাউনলোড
* কেও বলে ডাইল আর কেও বলে ক্যাট - একটি নিষিদ্ধ গান (World Premier) ডাউনলোড লিংক সহ
-------------------------------------------------------------------------
পৃথিবীতে উন্নতি করিবার পথ দুইটি - একটি আত্ম শক্তি আরেকটি চালিযাতি। চালিয়াতিও এক প্রকার শক্তি বটে, তবে তাহা ধীরে ধীরে আত্মাকে ক্ষুদ্র ও নির্ব্বীর্য্য করিয়া চারিত্রিক অধোগতি সাধন করে বলিয়া সর্ব্বদা পরিত্যাজ্য।
যাহারা আত্মশক্তির সাধনা করে, তাহাদের বড় হইতে সময় লাগে, অথবা তাহাদের কেহ কেহ কোন সময় বড় হইতেই পারে না। তবু তাহাদের জীবন সার্থক এই জন্য যে, তাহারা একটি বড় রকমের আদর্শ দিয়া পৃথিবীকে ঋণী করিয়া যায়। সার্থক হইলে তো কথাই নাই, না হইলেও সাধনার একটি মূল্য আছেই। ভিতরের দিক হইতে দেখিতে গেলে তাহা আত্মশক্তিতে উদবুদ্ধ করিয়া মানুষকে সৃজনধর্ম্মী করিয়া তুলে, আর বাহিরের দিক হইতে দেখিলে গেলে তাহা প্রাত্যহিক জীবনের গ্লানি ও নীচতা হইতে রক্ষা করে।
সার্থকতা সকল সময় সকলের ভাগ্যে ঘটেনা। কারণ তাহা শুধু চেষ্টার উপর নির্ভর না করিয়া বিধাতৃ-দত্ত শক্তির উপর নির্ভর করিতেছে। সে-শক্তির তারতম্য আছে। তাহার জন্য আমরা দায়ী নহি, দায়ী স্বয়ং বিধাতা। শক্তির অভাবের জন্য লাজ বোধ করিবার কিছুই নাই। সাধনার অভাবেই আমাদের লজ্জা। আমি চেষ্টা করিলেই রবীন্দ্রনাথ হইতে পারি না। কারণ রবীন্দ্রনাথের শক্তিতে আমার শক্তিতে আকাল-পাতাল প্রভেদ। কিন্তু সাধনায় তাঁহার সমকক্ষ হওয়া অসম্ভব নহে। না হইলে বিধাতার অপরাধ হইবে না, হইবে আমাদেরই।
- মোতাহের হোসেন চৌধুরী।
শিল্প সৃষ্টিতে কোন শর্টকাট পথ নেই। তাই সাধনা চালিয়ে যান, সফলতা আসুক আর নাই আসুক, সার্থকতা পাবেনই।
-------------------------------------------------------------------------
সামুর বিভিন্ন মতের সকল অসাম্প্রদায়িক-সহনশীল ব্লগারদের উত্সর্গ করলাম আমার এই ব্লগ পাতা - প্রচেষ্টা।
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:১৭
কবির চৌধুরী বলেছেন:
সম্পুর্ন দিয়ে দিলাম, সামুতে আর মিউজিশিয়ানের অভাব হইবে না!
২| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:১৭
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
বাপরে বাপ!!!
পরে দেখবো।
+ এবং প্রিয়তে।
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:২২
কবির চৌধুরী বলেছেন: ভাইরে!, উপকারে আসলে খুশি হব।
ভাল থাকুন।
৩| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:১৮
কবীর'স ব্লগ বলেছেন: এত্ত বড়....................
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:২৭
কবির চৌধুরী বলেছেন: দু:খিত, আমার এ বিষয়টা মাথায় রাখা উচিৎ ছিল, সবার হয়তো ভাল কনফিগের পিসি নেই! কিন্তু কি করবো সব ইনফো আর প্রিয় ছবি দিয়ে ইলাস্ট্রেটশন করতে যেয়ে ব্লগটি বেশি ভারী হয়ে গেল।
তবে ৫ - ১০ বছর পর আর বড় মনে হবে না!
৪| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:১৯
বালক বন্ধু বলেছেন: ভাল কাজ।
ভাই হারমোনিকা শেখার কোন সাইট নেই?
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:২৯
কবির চৌধুরী বলেছেন: ধরুন ,
Click This Link tutorial&search=Search&sa=X&oi=spell&resnum=0&spell=1
৫| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:২৬
নিশম বলেছেন: ভাই !!! সামনে থাকলে প্রনাম করতাম !!! খাটসেন রে ভাই !!! আপনে মানুষ নাকি ফেরেশ্তা !!!
ফ্লেমিংগো এর বাজনা জোস লাগে ! আমি আসলে মিউজিক বুঝিনা বললেই চলে, তবে ফ্লেমিঙ্গো জিনিষটা সকল গিটার প্লেয়িং এর মধ্য আমার কাছে অন্য রকম মনে হয় ! বিশেষ করে, থাব্রায়া থাবরায়া বাজানোটা তো পুররাই অন্যরকম জোস !!
কুটি কুটি প্লাস !
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:৩৫
কবির চৌধুরী বলেছেন: খাটুনি কিছুতো অবশ্যই হয়েছে, তবে রিসোর্স আগেই থাকার জন্য সহজ হয়েছে ব্যপারটা।
থাবড়া থাবড়ি (Flamenco strumming) করা বেশ সহজ, না জানা থাকলে প্র্যাকটিসটা করা লাগে নতুন ভাবে:
আমার 4shared এ আপলোড করা ৪২ মেগা সাইজের Flamenco strumming শেখার Made easy টাইপ ভিডিও
ধন্যবাদ।
৬| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:৩৪
শিরীষ বলেছেন: অসাধারণ পোস্ট!!
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:৩৮
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৭| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:৩৯
clingb বলেছেন: এই পোস্টটা প্রিয়তে নেয়া দরকার। কিন্তু কীভাবে নিতে হয় জানা নেই। আপাতত কমেন্ট করে আমার রিসেন্ট কমেন্ট বক্সে ভরে রাখলাম। গীটার শিখছি। তাই কাজে লাগবে।
ধন্যবাদ পোস্টের জন্য। প্লাস দিলাম।
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:৪৩
কবির চৌধুরী বলেছেন: ব্লগ পাতা শেষে কমেন্টস শুরুর আগে পাবেনহলুদ ষ্টার। এতে চাপুন। তবে পেজ বড় হলে/লোড হতে দেরি হলে অনেক সময় বাটনটা আসে না।
বুকমার্ক করে রাখতে পারেন আপাতত।
ধন্যবাদ
৮| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:৪২
টিনটিন` বলেছেন: অনেক কাজে লাগবে। গীটার হারমোনিকা ২টাই একটু একটু পারি।
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:৫১
কবির চৌধুরী বলেছেন: জোস!
শুনতে হবে।
৯| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:৪৩
আসিফ বলেছেন: চমৎকার পোস্ট। কয়েকবার ট্রাই কইরাও শেখা হয় নাই। নাহ, দেখি নতুন গিটার কিনা শুরু করা যায় কিনা। গিটার টুইনিং করার সহজ পদ্ধতি কি পাওয়া যাবে - আগের গিটারটা আউট ওভ টিউন হয়ে যেত আর নিজে টুইন করতে পারতাম না :'(
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:৫৭
কবির চৌধুরী বলেছেন: এখন পিসিতে সফ্টওয়ার থাকলেই টিউন করা যায় টিউনের সেন্স গ্রো করার আগেই!
Guitar Pro 5 নামের যে সফ্টওয়ারটি দিয়েছি তাতেই কাজ চলবে।
আগে মানুষ কষ্ট করে tuner guitar কিনতো!
আবার ট্রাই করুন। নতুন কিছু শিখে ভাল সময় (quality time) পার করতে পারবেন।
১০| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:৫১
রাজসোহান বলেছেন: পাংখা পোস্ট
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:৫৯
কবির চৌধুরী বলেছেন: সরি! আজকের আড্ডায় প্রথমে তোমাকে চিনতে পারিনি।
পাংখা পোস্ট
১১| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:৫৩
পুংটা বলেছেন: ভাল পুষ্ট....সরাসরি রিপোর্টেড
.
.
সরি... প্রিয়তে
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১:০৬
কবির চৌধুরী বলেছেন: সরাসরি..... ভালতে... মিলেতে....
ভাল থাকুন।
ধন্যবাদ
১২| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:৫৪
মহাকালর্ষি বলেছেন: আপনার জীবন সুরের মত সুন্দর হোক!
অশেষ ধন্যবাদ।
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১:০৭
কবির চৌধুরী বলেছেন: উপকারে আসলে খুশি হবো।
১৩| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:৫৯
কবি মৃত্যুময় বলেছেন: ভাই ভয়ংকর একটা কাজ করেছেন। আমরা সবাই ই কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ।
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১:০৯
কবির চৌধুরী বলেছেন: ভয়ংকর!
হাহাহ... ধন্যবাদ আপনাকেও।
১৪| ০২ রা অক্টোবর, ২০১০ রাত ১:১২
ঋষিক বলেছেন: + কঠিন হৈছে।
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১:৩০
কবির চৌধুরী বলেছেন: কঠিনভাবে ধইন্না
১৫| ০২ রা অক্টোবর, ২০১০ ভোর ৪:১১
আধাঁর রাত বলেছেন: কাজের শুরুতে দেখছিলাম ,পরে আনেক কাজের চাপে দেখা হয়নাই।
এখন দেখে মাথা ঘুরে গেছে ,১০বছর আগে পেলে আমিও শিখতে পারতাম। তয় নো চিন্তা পোলারে শিখামু।
১মণ ধইন্যাপাতা দিলাম। প্রিয়তে নিলাম
০২ রা অক্টোবর, ২০১০ সকাল ১১:১৮
কবির চৌধুরী বলেছেন: ১০ আগে পরে কোন সমস্যা নয়! আবার শুরু করান। আপনি আর আপনার সন্তান মিলে ব্যান্ড ফর্ম করতে পারবেন।
১মণ ধইন্যাপাতা কাধে করে নিয়ে বইতে কষ্ট হইতেছে
১৬| ০২ রা অক্টোবর, ২০১০ ভোর ৬:১২
স্তব্ধতা' বলেছেন: অসাধারণ পোষ্ট।প্রিয়তে।+++++
০২ রা অক্টোবর, ২০১০ সকাল ১১:৪০
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ (বিগলিত ইমো)
১৭| ০২ রা অক্টোবর, ২০১০ ভোর ৬:৪৮
ইমন জুবায়ের বলেছেন: +++++++++++++++++++++++
০২ রা অক্টোবর, ২০১০ সকাল ১১:৫১
কবির চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ
১৮| ০২ রা অক্টোবর, ২০১০ সকাল ৭:১৫
সাপিয়েন্স বলেছেন:
আপনাকে অজস্র আন্তরিক ধন্যবাদ। অনেকদিন ধরে এমন একটা পোস্টের অপেক্ষায় ছিলাম।
০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:০৭
কবির চৌধুরী বলেছেন: যাক একজনের অন্তত অপেক্ষার অবসান হলো!
আপনাকেও অজস্র আন্তরিক ধন্যবাদ, ভাল থাকুন।
১৯| ০২ রা অক্টোবর, ২০১০ সকাল ৯:২০
জুল ভার্ন বলেছেন: প্রিয় কবির চৌধুরী, অসাধারন সুন্দর পোস্টে প্লাস। ব্যক্তিগত ভাবে আমি এবং আমার দুই ছেলে গীটার বাজাই। দুই ছেলে সৌখিন ব্যন্ড দলের হয়েই বাজায়। এই পোস্ট রাতে ওদেরকে দেখিয়েছিলাম। আমাদের তিনই জনেরই এই পোস্টের কার্যকরিতা অনেক বেশী অকাট্য প্রমানিত মনে হয়েছে।
০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩৭
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় জুলভার্ন, ভাল আছেন আপনি?
এই পাতাতে আমার চেষ্টাটি হচ্ছে সঙ্গীতের মহাসমুদ্রের মাঝে অল্প কিছু তথ্য যা না দিলেই নয় সন্নিবেশ করে ধারাবাহিকভাবে পুর্ণাঙ্গ কাঠামো দাড় করানো। কারো উপকারে আসলে আমার টেষ্টা সার্থক।
আপনি গিটারও বাজাতে পারেন? অসাধারণ!
যাক আপনার সমর্থনে আমার চেষ্টা সার্থকতা পেল।
২০| ০২ রা অক্টোবর, ২০১০ সকাল ১১:২৬
জসিম বলেছেন:
অসাধারণ।
সরাসরি প্রিয়তে।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৫
কবির চৌধুরী বলেছেন: কি খবর ভাল আছেন?
প্লাসতো স্ক্রিন পার হয়ে যাচ্ছে
ধন্যবাদ
২১| ০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:০১
ফয়সালরকস বলেছেন:
এই পোষ্টটা দেখে অনেক ধরনের আবেগ এসে ভর করলো।
অনেক আগের কথা...আড্ডা মারছিলাম Rainbow র সামনে। warfaze এর 'অবাক ভালবাসা' শুনে ভ্যাবদা মেরে বসেছিলাম আর মনে মনে কবীর ভাইয়ের গুষ্ঠি উদ্ধার করছিলাম। কারন এই গানটা রিলিজের আগেই তার কাছে চলে এসছিল আর আমাদের উপর নিষেধাজ্ঞা জারী করেছিলেন যাতে সিক্রেট না ফাঁস করি। পরে ধরতে পেরেছিলাম উনার মজাটা।
সেখানে হঠাৎ নিলয়দা এসে উপস্থিত। এ কথা সে কথার পর উনি বললেন..."ভাইরে, গান যার ভিত্রে আছে তার গিটার ভিত্রেই বাজে। আমরা বাইরে দিয়া শুনি। তার আংগুল লাগে না।"
এটা শুনে সেদিন হাসছিলাম...কিন্তু বাস্তবতাটা ধরতে পারিনি কতটা ভয়াবহ!
সেদিনের ছেলেপুলে ইন্টারনেট থিকা কত কিছু নামাইয়া আজকাল শিখতেছে। কিন্তু একটা সময় কানই সম্বল ছিল।
আপনার এই পোষ্ট দেখে একটা কথা মনে হল...
ফাঁকা মাঠে গোল দেওনের দিন শেষ!
কারেন্ট নাই পরে লিখুম!
একটা + লন!
"হায়রে হৃদয় - তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু
পথ - প্রান্তে ফেলে যেতে হয়।"
০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ১:২১
কবির চৌধুরী বলেছেন: Rainbow, মাঝে rhythm আর শেষ উত্তর কোনে সুর বিচিত্রা। ৯০ মিনিটস TDK, Maxell - দুই পাশে দুই এলবাম. ৬০ টাকা, ৯০ টাকা - অর্থ জানেন নিশ্চয়?
নিলয়দা মৃত্যুর আগে টুলু ভাইয়ের বিয়েতে গান গাইতে এসেছিলেন। 'যখন দেখি দূর আকাশের ঐ তারা' গানটা গাইতে যেয়ে উনার চোখ ভিজে গেল। সবাই উনাকে এক বাক্যে দেশের সেরা গিটার বাদক হিসাবে গুরু মানতো। দেশে উনার হাত ধরে অনেক নাম করা গিটারিষ্ট বের হয়েছে।
স্যালুট নিলয়দা।
আমার প্র্রোফাইলে লিখাটা ভাল লেগেছে?
২২| ০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:১১
সত্যবাদী মনোবট বলেছেন: ভাই বুকে আসো...........
বহুদিনের শখ,বেশ কিছুদিন টুং টাং করছিলাম
এখন কিছুই পারি না.......
অফটপিক: নিজের জন্য মোটামুটি ভালো একটা গীটার কিনতে চাই। কোনটা কিনলে ভালো হয় এবং কত দাম হতে পারে একটু ধারনা দিতে পারবেন ভাই?
ভালো থাকেন সবসময়
০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:০১
কবির চৌধুরী বলেছেন: ঢাকায় সাইন্সল্যাবের সামনে "মেলোডি & কোং" এ সবচেয়ে ভাল কালেকশনের মিউজিক ইন্সট্রুমেন্টস পাওয়া যায়। এর আশেপাশে আরো কিছু দোকান আছে।
দাম বিষয়ে বর্তমানে ধারনা নেই। তবে দামাদামি করে নিবেন আর দশটা পণ্য যেভাবে কিনেন! বিগেনার হিসাবে গিটার কিনতে চাইলে এরাউন্ড ৪/৫ হাজার টাকায় মোটামুটি ভাল গিটার পাওয়া যাবে।
ধন্যবাদ
২৩| ০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:২৬
এ আর খান বলেছেন: অসাধারন পোস্টে প্লাস।
০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:১২
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
২৪| ০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ১২:৩১
স্বদেশ হাসনাইন বলেছেন: সরাসরি প্রিয়তে ।
০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:৩৪
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনার কবিতা অসাধরণ।
২৫| ০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ১:০৫
করবি বলেছেন: চমৎকার !! শেখার ট্রাই দিব নাকি একটা ভাবছি।
০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:৪৫
কবির চৌধুরী বলেছেন: সময় দিলেই পারবেন, কোন ব্যপারনা। আর হেল্প লাগলে আমরা আছি।
২৬| ০২ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:২০
ধ্বণি বলেছেন: অসাধারণ পোষ্ট.....
০২ রা অক্টোবর, ২০১০ বিকাল ৩:০২
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
২৭| ০২ রা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২০
সত্যবাদী মনোবট বলেছেন: অনেক ধন্যবাদ
আপনার ফেইসবুক আইডি থেকে একটা রিকোয়েস্ট দিয়েন প্লীজ
যাতে যে কোন প্রয়োজনে জ্বালতন করতে পারি
আপন মানুষেরেই তো জ্বালতন করবো কারন এই ব্লগটাকে যে আমার পরিবার মনে হয়
ভালো থাকবেন
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১০:৫৪
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ, ধারাবাহিকতা বজায় রাখবেন।
[email protected]
এফ বি রিকোয়েষ্ট দিতে পারেন।
ধন্যবাদ
২৮| ০৩ রা অক্টোবর, ২০১০ রাত ১২:২১
আরফার বলেছেন: চমৎকার !!
প্রিয়তে ।
পোস্টে প্লাস।
০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ১:৪৬
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
২৯| ০৩ রা অক্টোবর, ২০১০ ভোর ৬:২৮
নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন:
চমৎকার পোষ্ট! সরাসরি প্রিয়োতে।
আপনার কাছে বাঁশি ও দোতারা শেখার কিছু আছে?
০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ১:৫৭
কবির চৌধুরী বলেছেন: দু:খিত আপাতত নেই। তবে ইউটিউবে আবশ্যই পাবেন। এখানে কিছু আছে
Click This Link
৩০| ০৩ রা অক্টোবর, ২০১০ সকাল ১১:৫০
মোহাম্মদ লোমান বলেছেন: কবীর চৌধুরী ভাই, প্লাস ৩১। আমি 'সাম্প্রাদায়িক' মানে মুসলমান সম্প্রদায়ের অন্তর্ভূক্ত। কিন্তু আপনি উৎসর্গ করলেন সকল অসাম্প্রাদায়িক??
০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:০৯
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ,
এটা ঠিক, আমরা সবাই কোন না কোনভাকে সম্প্রদায়ভুক্ত। তাই বলে নিজ সম্প্রদায়ের সব কিছু/মত জোর করে আর একজনের উপর চাপিয়ে দিতে পারি না! বা অনৈতিক প্রভাব প্রতিপত্তি খাটাতে পারি না।
একেই অসাম্প্রাদায়িকতা বলে।
আপনি জানেন মুসলমানরা পৃখিবীর সব চেয়ে অসাম্প্রাদায়িক ছিল?
Click This Link
৩১| ০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:৪৬
মাহাফুজ বলেছেন: প্রিয়তে
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৮:১৪
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৩২| ০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:৫১
রাসেল মাহ্মুদ বলেছেন: স্যালুট।
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৮:২২
কবির চৌধুরী বলেছেন: সালাম
৩৩| ০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:৫৪
রায়হান(তন্ময়) বলেছেন: চমৎকার। এককথায় অসাধারন! ++++++++++++++
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৮:৩৮
কবির চৌধুরী বলেছেন:
৩৪| ০৩ রা অক্টোবর, ২০১০ দুপুর ২:৫৯
টেকিবাবা বলেছেন: ধন্যবাদ ভাই, কলেজ জীবনে ৩মাস শেখার পর আর শেখা হয়নি, মাঝখানে হাতুড়ের মত হাতড়িয়ে হাতড়িয়ে বাজাতাম, তারপর গত ৪-৫বছরে আর গিটার ছোঁয়া হয়নি। আপনার এই পোস্ট দেখে মনে আবার ইচ্ছা জাগলো। এই মাসে তো সম্ভব হবে না, সামনের মাসে নিজেকে ১টা নতুন গিটার উপহার দেওয়ার ইচ্ছা হলো
+ এবং প্রিয়তে।
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৯:৩৭
কবির চৌধুরী বলেছেন: গিটার শেখা বেশ সহজ। সিস্টেমেটিক ওয়েতে আগাতে হয়্। আপনি মনে হচ্ছে কষ্টের প্রথম ধাক্কাটা পার হতে পারেন নি।
তবে প্রাথমিক ধাক্কাটা পার হওয়ার জন্য একটু কষ্ট করতে হয়্ (আঙ্গুলের মাথায় ব্যথা/ মাসল পেইন)। মজাটা পেয়ে গেলে আর থামতে পারবেন না।
মাত্র ১ মাস জীবনে কিছু না! ঝুলে থাকুন। মজাটা পেয়ে যাবেন।
প্রিয় কোন গানের কর্ড প্রগ্রেশন/রিফ, কিংবা সহজ লিক (লীড) বার বার টুং টাং করুন। মজা নিয়ে কানে শুনে শুনে প্রাকটিস করুন। আর অবশ্যই তালে তালে (মেট্রোনাম বা সোজা ড্রাম বিটের সাথে) প্রাকটিস করবেন। দেখবেন বুঝতে না বুঝতে আপনি গিটারিস্ট হয়ে গেছেন।
৩৫| ০৩ রা অক্টোবর, ২০১০ বিকাল ৩:০৮
হাম্বা বলেছেন: *******************
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ১০:১৩
কবির চৌধুরী বলেছেন: হাম্বা! কাওয়াটার মতি গতি কিন্তু ভাল না, চক্ষু বরাবর কিন্তু
৩৬| ০৩ রা অক্টোবর, ২০১০ বিকাল ৩:২৭
বাংলার আগন্তুক বলেছেন: আল্লাহর গজব পড়বো তার উপর, যে মাইনাস দিসে। ভাইডি আপনারে কোটি কোটি সালাম।
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ১১:২১
কবির চৌধুরী বলেছেন: হাহাহ... গজব দিয়েন না!
আমার ব্লগে কিছু পুরান বাস্ত সাপ আছে/আসে!
তারা নিজ দায়িত্বে আমার সব পাতায় এসে চুপি চুপি মাইনাস দিয়ে যায়। আমার মাকে উত্সর্গ করা পোষ্টও রেহাই পায় না।
তবু তাদের আমি দুধ কলা দিয়ে পুষি।
আপনাকেও সালাম।
৩৭| ০৩ রা অক্টোবর, ২০১০ বিকাল ৪:৪২
সাইফুল ফারদিন বলেছেন: অন্তর থেকে ধন্যবাদ ভাই,......।
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ১১:৩০
কবির চৌধুরী বলেছেন:
৩৮| ০৩ রা অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫৭
জেবাল বলেছেন: অসাধারন পোস্ট আমি একদিন গিটার শিখে আপনাকে বলব যে আমি আপনার লেখা থেকে শিখেছি।
পৃথিবীর সব সুখ আর ভালবাসা আপনার হোক
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ১১:৪৪
কবির চৌধুরী বলেছেন: নাহ! মন্তব্য করার ভাষা হারায়ে ফেলছি।
৩৯| ০৩ রা অক্টোবর, ২০১০ বিকাল ৫:২১
বিদ্রোহী সৈনিক বলেছেন: +++++
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ১১:৫৫
কবির চৌধুরী বলেছেন: আপনার প্রো.পিক দেইখা ভয়ে চিক্কুর দিমু অবস্থা!
৪০| ০৩ রা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৬
গুপী গায়েন বলেছেন: প্রিয়তে
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ১১:৫৮
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৪১| ০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৯:৩৩
সত্যবাদী মনোবট বলেছেন: ভাই দেখছি
কিন্তু রিকোয়েষ্ট দিতে পারছি না
[email protected] এটা আমার ভাই
০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ১২:০৯
কবির চৌধুরী বলেছেন: রিকোয়েষ্ট দিতে পারছেন না কেন?
৪২| ০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৯:৩৬
মহলদার বলেছেন: "আপনি ফ্রিতে torrent থেকে মাল-মসল্লা নামানোও শিখে ফেলেছেন।"-জটিল মজা পাইছি। আপনার এ-টু জেড মিউজিকের কভার পেজটা দেখেও বেশ মজা লাগল। পোষ্ট দেখে আপনার সম্পর্কে নতুন কিছু জানতেও পারলাম। পোস্ট প্রিয়তে রেখে দিলাম। ব্লগ নিয়ে যেন আগ্রহ হারিয়ে ফেলছিলাম দিন দিন। তেমন কোন কমেন্ট করা হয়না, পোস্ট পড়া হয়না। পোষ্ট দেওয়াও হয়না আমি তেমন কিছু লিখতে পারিনা বলে। মনে হচ্ছে কিছু কিছু ব্লগারের জন্যই ব্লগে আসতে হবে, ছেড়ে গেলে হবে না। অনেক ধন্যবাদ জানবেন।
০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৯:৫৬
কবির চৌধুরী বলেছেন: দ্ধেয় মহলদার, আমার ব্লগে পদাচরণ বেশি দিনের নয়। প্রথমেই এসে আপনাদের মত চমত্কার গুণী ব্লগারের লিখা/ছবি দেখে উত্সাহ পাই কিছু করার। আপনার এই পাতাটি প্রথম থেকেই প্রিয়তে আছে,
বাংলার মাটি বাংলার জল.....(ছবি ব্লগ) (আসলে সব কটি রাখার মত!)
আপনি না হয় নিজের জন্যই লিখুন কিংবা আমাদের মত কিছু চরম ফ্যানদের জন্য কিছু সময় দিতে ব্লগে আসুন। ছবি তুলতে থাকুন, পাশে পাবেন সব সময়।
শুভ কামনায়।।
৪৩| ০৩ রা অক্টোবর, ২০১০ রাত ১১:১৫
মহলদার বলেছেন: "আমাদের মত কিছু চরম ফ্যানদের জন্য কিছু সময় দিতে ব্লগে আসুন"- লজ্জা দিলেন ভাই। সত্যি কথা বলতে কি আপনাদের মত ব্লগারদের লেখা পড়ার জন্যই আমাকে ব্লগে আসতে হবে। ব্লগে অনেক অনেক ভাল ব্লগারই আছেন যাদের লেখায় নির্মল আনন্দ খুঁজে পাওয়া যায়, কিছু শেখা যায় এবং কখনো কখনো সত্যিকারের আশা জাগানিয়া হয়ে উঠে তাদের লেখা গুলো। কিন্তু বর্তমান সময়ে এই ধরনের লেখা যেন বেশ কম মনে হয়। কি জানি, ব্লগে কম আসায় হয়ত আমার চোখ এড়িয়ে যায় এমন অনেক লেখা।
০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ১২:৩৮
কবির চৌধুরী বলেছেন: সামুতে ভাল মন্দ সব রকম লেখাই আসে। তবে ব্লগের অসুস্থ গ্রুপিং বিষয়টা আমাকে খুবই মর্মাহত করে। এখন যুক্তির চেয়ে কটুক্তি চলে বেশি। সবচেয়ে খারাপ লাগে যখন দেখি প্রিয় ব্লগাররা এই অসুস্থ সংস্কৃতি patronize করে।
যাহোক আমি বলতে গেলে একদম নতুন ব্লগার। সে হিসাবে সামুতে আগের লিখা যত বিষয়ে লিখা পেয়েছি আর না পড়া যত ব্লগ আছে তা পড়ে শেষ করতে অনেক দিন লাগবে!
সে হিসাবে আমি ভাল আছি।।
আপনার মাছ সিরিজগুলো এক সাথে করা কোন সংকলন আছে কি?
৪৪| ০৩ রা অক্টোবর, ২০১০ রাত ১১:২৬
নস্টালজিক বলেছেন: আপনেরে আবারও চুম্মা !
গিটার শিখুম, এই পোস্ট ম্যালা কাজে দিবে, আশা করতেসি !
০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ১২:৫৪
কবির চৌধুরী বলেছেন: চুম্মা! :!>
লেট করলে দেরি, তাড়াতাড়ি কিনে শুরু করে দিন।
৪৫| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ১২:১৩
নিঃসঙ্গ নিশাচর বলেছেন: খুব খুব দরকারী একটা পোস্ট।
ধন্যবাদ।
০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ১:১০
কবির চৌধুরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।
৪৬| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ১:১৮
বালক বন্ধু বলেছেন: আমি হারমোনিকা শিখি একমাত্র ইউটিউবের ভিডিও দিয়েই। অন্য কোন সাইট জানা থাকলে দিতে পারেন।
০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ১:৪৪
কবির চৌধুরী বলেছেন: এখানে শত শত বই আছে এ বিষয়ে চেক করে ভালটা নামিয়ে ফেলুন।
কোনটা বেস্ট আমাকে বলতে ভুলবেন না যেন
Click This Link
৪৭| ০৪ ঠা অক্টোবর, ২০১০ সকাল ৮:২৮
মহলদার বলেছেন: ব্লগের এই গ্রুপিং, ক্যাচালই আমার অনাগ্রহের একটা বড় কারন। যাক ওসব। মাছের সিরিজ লেখা হয়না অনেক দিন। আবার শুরু করতে হবে। তবে বাংলাদেশের হাওর অঞ্চলের মাছ গুলোকে দুই মলাটের মধ্যে আনার জন্য কাজ করছি। হয়ত নুতন বছরে সংকলন বের হবে।
০৪ ঠা অক্টোবর, ২০১০ দুপুর ২:০০
কবির চৌধুরী বলেছেন: আপনার ছবিগুলো লিংক দিয়ে দিলাম, আর সামুর ব্লগারদের অনুরোধ একটু ঘুরে দেখে আসুন উনার গ্রাম বাংলা নিয়ে তোলা ছবি, এক কথায় অসাধারণ:
http://www.flickr.com/photos/30565858@N05/
হাওর অঞ্চলের মাছ নিয়ে বই প্রকাশিত হলে অবশ্যই আমাকে জানাবেন।
৪৮| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ৮:৩১
মাহী ফ্লোরা বলেছেন:
০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ৯:১৩
কবির চৌধুরী বলেছেন:
৪৯| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ৯:৪২
কবির চৌধুরী বলেছেন: প্রিয় ব্লগারগন,
আমার উপরে দেয়া,
"এখন বলে ফেলতে পারেন, গিটার বাজানোতো শিখলাম, এখন গান লিখতে চাই। নো প্রবলেম, ডাইলোড করুন গান লিখা বিষয়ক এই বই (৩৫৬ পাতার)। শূন্য থেকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে নিয়মগুলো জানবেন। খুবই কাজের বই।
গান লিখার Made Easy "
4shared এ আপলোড করা বইটি কপি রাইটের আইনে ব্লক করে দিয়েছিল!
কপাল! আমি মাত্র খেয়াল করলাম (কেও মনে করতে পারে ভুয়া লিংক ছিল ঐটা)।
কি আর করা 4shared বাদ দিয়ে MediaFire এ আপলোড করে দিলাম, শুধু নামটা ভিন্ন
৫০| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ১০:৩৮
জিসান শা ইকরাম বলেছেন: লিকক গিটার খুব ভাল বাজাইতারে মুনে হইতাসে
০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ১০:৫৬
কবির চৌধুরী বলেছেন: সব কোচ ভাল প্লেয়ার হয় না আবার সব প্লেয়ার ভাল কোচ হয় না।
ব্যতিক্রম Joe Satriani
৫১| ০৫ ই অক্টোবর, ২০১০ রাত ১:২৮
দীপান্বিতা বলেছেন: দারুন ব্যাপার!
০৫ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৫৪
কবির চৌধুরী বলেছেন: আপনি যদি আমার এই পোষ্ট দেখে কিছু শিখে
শায়ানের মত কিছু করলে.... আমার জন্য হত দারুন ব্যাপার!
৫২| ০৫ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫৩
পাহাড়ের কান্না বলেছেন: এই পোস্টের প্রশংসা করার কিছু নেই। অসাধারণ পোস্ট। রেখে দিলাম ধীরে ধীরে পুরোটা ঘাটিয়ে দেখবো।
০৫ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২৫
কবির চৌধুরী বলেছেন: হেহেহেহ.. কি খবর?
ধন্যবাদ....
মেজাজ গরম.. পোষ্টের টেকনিক্যাল সাইড নিয়া বেশি ব্যস্ত থাকায় এখন দেখি প্রথম প্যারাতেই ডজন খানেক অসম্পুর্ন বাক্য বানান ভুল। কিছু ঠিক করলাম, আর কত আছে কে জানে।
৫৩| ০৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৪৮
হাম্বা বলেছেন: হাম্বা সংগীতের জনক হওয়ার হাউস হইছে
০৬ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৪৭
কবির চৌধুরী বলেছেন: হিন্দি গানের চ্যানেল দেইখ্খা ট্রাই মারেন, কামে দিবো
just kiddin
৫৪| ০৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৪
বালক বন্ধু বলেছেন: এতগুলো বইঘেটে বের করবো কোনটা ভাল!!
তারপরও লিং দেওয়ার জন্য ধন্যবাদ।
০৬ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫৭
কবির চৌধুরী বলেছেন: কষ্ট করলে কেষ্ট মিলে!
৫৫| ০৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৬
বালক বন্ধু বলেছেন: ২০০১০ সালে আপনারে আমার পক্ষ থেকে কোন এক প্রতিনিধি জানিয়ে দিবে কোন লিংকটা ভাল। কেনা বইটা ভাল!!!!
০৬ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০৭
কবির চৌধুরী বলেছেন: pdf ফরমেট তেমন বড় হয় না
৫৬| ০৬ ই অক্টোবর, ২০১০ রাত ১:১৮
উদাসী স্বপ্ন বলেছেন: নেক্সট ইয়ারে একটা গিভসন আরেকটা স্ট্রাটোকাস্টার কিননের ইচ্ছা আছে। জানু-ফেব্রু র দিকে এইখানে ডিসকাউন্টের মেলা হয়।অনেক দিন ধইরাই ভাবতাছিলাম কিনলে পরে নেট থিকা শিখমু। মাগার আপনের এই পোস্ট ঐ সময়ে কামেদিবো!
প্রিয়তে½
০৬ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২১
কবির চৌধুরী বলেছেন: দেশেও গিভসন (ইন্ডিয়ার) পাওয়া যায়
তবে গিবসন নাই (অর্ডার দিয়ে আনতে হয়)
আপনে কোনটা নিবেন?
৫৭| ০৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪৭
তীর জোক বলেছেন: চরম! চরম!!!
০৬ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৩১
কবির চৌধুরী বলেছেন:
৫৮| ০৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এরকম একটা পোস্ট লিখতে পারাটাও বড় চাট্টিখানি কথা নয়।
বাদ্যযন্ত্রের ব্যাপারে আমার অনেক দূর্বলতা থাকলেও গিটার নিয়ে তেমন কিছু নেই তবে গিটার শুনতে ভালো লাগে। অভিনন্দন আপনাকে, এমন সার্থক একটা পোস্ট উপহার দেয়ার জন্য।
০৬ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৪৫
কবির চৌধুরী বলেছেন: আপনি চেষ্টা করে দেখতে পারেন।
মজার ব্যপার মেয়েরা অল্প কিছু কর্ড ধরা শিখে সহজ কিছু গান বাজালে/গাইলেই মনে হয় অসাধারন কিছু করে ফেললো (অবশ্যই তাই)। কিন্তু আমরা পায়ের ঘাম মাথায় উঠায়ে গিটার বাজালেও লোকজন বলে Joe Satriani এর নকল, ধুর!
ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।
৫৯| ০৬ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩২
তাপস১৩৬১ বলেছেন: গিতার এর শখ ছোট থেকেই কিন্তু সাহস করি নি। এখন ভাবছি শুরুটা তাহলে করা যায়?++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৬ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫১
কবির চৌধুরী বলেছেন: কোন ব্যপারই না। শুরু করুন্।
তথ্য প্রযুক্তির যুগে শেখার জন্য ইনফোর অন্তত অভাব হবে না। শুধু চাই ইচ্ছা।
ভাল থাকুন।
৬০| ০৭ ই অক্টোবর, ২০১০ রাত ১:০৩
মহান পংকজ বলেছেন: ভাই এই পোষ্টটি করে যে আপনি কত বড় কাজ করেছেন তা আপনাকে বলে বুঝাতে পারবনা। আমি গিটার শিখি অনেকদিন কিন্তু মাঝে মাঝেই আগ্রহ হারিয়ে ফেলি, তবে আপনার দেওয়া লিঙ্ক থেকে প্রথম বইটা নামাইছি আশা করি কিছু কিছু জিনিস বাড়িতে ও করতে পারব। দোয়া করবেন । আর কিছু উপদেশ দিলে আরও খুশি হতাম।
[email protected]
০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:০৭
কবির চৌধুরী বলেছেন: আবার জোরে-শোরে practice শুরু করে দিন। এই পোস্টে যা কন্টেন্ট আছে তাই শেষ করুন! স্টাইল অনুযায়ী আরো এডভান্স tutorial পরে লাগলে দেয়া যাবে।।
৬১| ০৭ ই অক্টোবর, ২০১০ রাত ১:০৭
মহান পংকজ বলেছেন: গিটার শেখার উপরে কোন বাংলা বই থাকলে জানাবেন
০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৬
কবির চৌধুরী বলেছেন: মিউজিকের ভাষা সব দেশে এক। বুদ্ধি থাকলে পুরোদমে ইংরেজি বই থেকে সাহায্য নিতে পারবেন। আমি বেশ কিছু বাংলা গিটার শেখার বই দেখেছি তার কোনটাই তেমন মান সম্পন্ন মনে হয়নি।
ভাল থকুন।
৬২| ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১০:২৯
সুখসাগর বলেছেন: অসাধারন!!!
বিশাল ভান্ডার ................
প্লাস এবং প্রিয়তে
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৩৯
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬৩| ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০৬
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০৯
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ, অনেকের উপকারে আসবে।
৬৪| ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১০
প্রাইভেট টিউটর বলেছেন: অনেকগুলো প্লাস নিন।
+++++
থ্যাঙ্কস্
০৯ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২২
কবির চৌধুরী বলেছেন: আপনার জন্যও রইলো অনেকগুলো শুভকামনা।
৬৫| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৪৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: কেমন আছেন?
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:২৫
কবির চৌধুরী বলেছেন: জব নিয়ে ব্যস্ত রে ভাই!!
আপনার কি অবস্থা, ভাল আছেন?
৬৬| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১:০৮
সব যদি আজ বদলে যেত বলেছেন: এক মাস শিখে আর করা হয়নি পড়ার চাপে। এখন জব করি। এই বয়সে কি আংগুল তারের সাথে বন্ধুতা করতে পারবে?
ভায়োলিন বাজানোর উপর একটা পোস্ট দিয়েন ব্রো।
টেক কেয়ার।
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৩৫
কবির চৌধুরী বলেছেন: বয়স হলে বাজানো যাবে না এটা কি কথা?
ভায়োলিন নিয়ে আলাদা পোস্ট দেয়ার ইচ্ছা আছে।
৬৭| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১:৪৯
পাহাড়ের কান্না বলেছেন: নেটের যেই বাজে অবস্থা যাইতাছে কয়দিন ধইরা। কিছুই কর্তে পার্তাছিনা। চিন্তা করছি ল্যাপটপ নিয়া একদিন আপ্নের বাসায় দাওয়াত খামু। আপ্নের কাছে ব্যাপক কালেকশান আছে জাইনা গেছি।
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৪৫
কবির চৌধুরী বলেছেন: আপনিও গান বাজনা চর্চা করেন নাকি? খাইছে!
একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু বেশি মাল মসলা দেইনি প্রাকটিস করার জন্য।
যতটুকু দিয়ে আসল কাজ উদ্ধার করা যায় ঠিক ততটুকু আছে এখানে। তবে একেক জনের উদ্দেশ্য একক রকম হয়।
বলুন তো আমি কি উদ্দেশ্য পোস্টটা দিয়েছি, মানে কি টাইপ মিউজিশিয়ানদের সাহার্য করতে বা তৈরি করতে চাইছি?
"যত বেশি ঘাঁটিবেন ততই মূর্খ হইবেন" - এটা আমার থিওরি।
আপনার FB account আছে?
৬৮| ১২ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:৪৯
এপিটাফ.. বলেছেন: গ্রেট জব Bro....keep it up..
Drums নিয়েও এরকম একটা পোস্ট চাই..(মামা বাড়ির আবদার আর কি )
+ সহ একদম প্রিয়তে।
..anyway,সামুতে এটিই আমার প্রথম কমেন্ট, আজই জ়েনারেল হলাম...
১২ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২৩
কবির চৌধুরী বলেছেন: Drums বাজাতে পারি না, তবে কাজ চালানোর মত precaution
দেখি কোন কাজের বই পেলে জানাবো।
Keep in touch, happy blogging..Thx.
৬৯| ১৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:০৬
আশরাফুল করিম খান বলেছেন: জোস
১৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪২
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে...
৭০| ১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪০
ফাহরুখ খান বলেছেন: ধন্যবাদ
১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১০:১৫
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭১| ১৯ শে অক্টোবর, ২০১০ রাত ৮:১১
অদৃশচ আমি বলেছেন: জোসসসসসসসস
১৯ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩৯
কবির চৌধুরী বলেছেন:
৭২| ২০ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:১০
মোহাম্মদ আনোয়ার বলেছেন: বিশাল পোস্ট !!!!!!!!!!!!!!!!!!! প্রিয়তে রাখলাম।
২০ শে অক্টোবর, ২০১০ রাত ৮:০২
কবির চৌধুরী বলেছেন: আপনার কাজে আসলে খুশি হব।
৭৩| ২১ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:০২
দরজার ওপাশে বলেছেন: প্রিয়তে...
খুব ইচ্ছে একদিন আমারো একটা গিটার হবে, আমিও বাজাবো... মিউজিশিয়ান হওয়ার কোন ইচ্ছা নেই... যখন খুব মন খারাপ হবে, যখন পিসির সাউন্ড বক্স থেকে বেরিয়ে আসা শব্দগুলোকে খুব দূরের মনে হবে, সেদিন... একদিন আমিও সুরগুলোকে আমার আপন করে নেব... সেদিনের জন্যে জমা রাখলাম প্রিয়তে...
একদিন...
একদিন হয়তো আর কোনদিনও আসবে না...
২১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:০৭
কবির চৌধুরী বলেছেন: আজব!! ভাই আপনি মরে তো আর যান নাই
আর আপন মনে টুং টাং করতে হলে বেশি ভাল গিটারিস্ট হতে হয় না।
অল্প সময়ে শিখে নিতে পারবেন।
আর শেখার জন্য যে কোন সাহায্য পেতে চাইলে আমরা তো আছিই।
ভাল থাকুন।।
৭৪| ২২ শে অক্টোবর, ২০১০ ভোর ৬:৫৫
দরজার ওপাশে বলেছেন: এখনও মরে যাই নাই, তবে কিনা...
নিয়ম ভাঙার সময়গুলো ক্রমশই শেষের পথে...
২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৮
কবির চৌধুরী বলেছেন: নিয়মে ফেলেই না হয় করলেন, সে পুরোনো বাধ ভাঙ্গা ঝড় হয়তো পাবেন না, আসবে না ফিরে। তবু কিছু ভাল সময় সঞ্চয় হয়ে থাকবে জীবনে।
৭৫| ২৩ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:২৪
গরম কফি বলেছেন: যতদিন সাম হয়ার ইন বেচে থাকবে এই পোস্টটা নবীন গান পিপাসু শিক্ষাথীদের তৃষ্না মিটাবে । তবে যারা শুরু করেছে তারাই কেবল জানে গন্তব্য কতটা সুদূরের পথ ।
২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৮
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
বললেন, তবে যারা শুরু করেছে তারাই কেবল জানে গন্তব্য কতটা সুদূরের পথ ।
- ভুল!!
সবাই হয়তো বাচ্চু ভাই মার্কা গিটারিস্ট হতে পারে না, তবে মনের সুখে গিটার বাজানো শিখতে খুব একটা খাটুনি লাগে না।
৭৬| ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১২:০০
ফজলুল করিম বলেছেন: কারেন্টা গেলো।
প্রিয়তে নিলাম এবং পোষ্ট পড়া শেষ করে আপনার কিছু সাজেশন নিতে হবে।
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৭
কবির চৌধুরী বলেছেন: অবশ্যই.. বলুন আপনার কি সাহার্য চাই?
৭৭| ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪৮
ফজলুল করিম বলেছেন: This file is no longer available because it is identical to a file banned because of a claim.
Click This Link
তাহলে ডাউনলোড কিভাবে করবো?
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:৩০
কবির চৌধুরী বলেছেন: ধুর, আবার আটকে দিছে, কোন ফাইলটা?
৭৮| ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:০০
ফজলুল করিম বলেছেন: আমি একবারেই আনাড়ি এ ব্যাপারে। আমার মতো কছিই না জানা মানুষের জন্য এ পোষ্ট বুঝতে কষ্ট হচ্ছে। ডাউনলোড করতে পারছি না
"""ডাউনলোড করুন গিটার শেখার পূর্নাঙ্গ একটি বই """
আমি ও আমার মেয়ে যদি গিটার শিখতে চাই, আপনার উপরেরর পোষ্টের আলোকে যদি কিছু নির্দেশনা দেন।(শুধুই গিটার)
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ২:০৭
কবির চৌধুরী বলেছেন: প্রথম কথা, প্রাথমিক পর্যায় কষ্টের ধাক্কা আছে, সেটা ওভার কাম করতে দাতে দাত চেপে লেগে থাকতে হবে। এই পার্ট টাই সব চেয়ে কষ্টের।
যারা জীবনেও গিটার বাজাননি, কিন্তু ইচ্ছা আছে, শিখতে চান, তাদের জন্য ৯ মিনিটের ৩৭ মেগা সাইজের এই guitar tutorial টা নামান:
**আমার আপলোড করা guitar tutorial - Made easy
এটা শিখতে যে টাইম লাগবে সেটার কথা বলছি।
মাত্র ৯ মিনিটের লেসন (অবশ্যই Guitar Pro 5 দিয়ে একটা টেম্পো সেট করে - ১০০ এর নিচে দিয়ে)।
অন্য সব অনুশীলন বাদ। শুধু থিওরি জানতে ট্যাব ঘাটতে পারেন।
বুদ্ধি থাকলে প্রিয় কোন সহজ লিড Guitar Pro 5 দিয়ে শিখে নিতে পারেন।
Sting - Fields Of Gold .mp3 এটার ২.১১ মিনিট পর একটা সহজ লিড আছে, এখান থেকে দেখে তুলে ফেলুন।
বিশ্বাস করুন তাহলে দেখবেন আপনি গিটারিস্ট হয়ে গেছেন!
তার পর এডভান্স লেসন দেয়া যাবে।
৭৯| ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:০৪
ফজলুল করিম বলেছেন: ডাউনলোড করতে টাকা চায়
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ২:২২
কবির চৌধুরী বলেছেন: কোথায়?
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ২:৩৪
কবির চৌধুরী বলেছেন: জটিলের Jackson গিটার...
৮১| ০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:৩৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: অসাধারণ পোষ্ট ভাইয়া। আমার অনেক উপকারে আসবে।
প্লাস দিলেও অনেক বেশি কম হয়ে যায়।
০৫ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯
কবির চৌধুরী বলেছেন: উপকারে লাগলে আমার চেষ্টা সার্থক
৮২| ১৭ ই নভেম্বর, ২০১০ রাত ৮:৪৭
বাতিল প্রতিভা বলেছেন: mone hosse upokare asbe..
১৮ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:১৮
কবির চৌধুরী বলেছেন: হমমম..
৮৩| ১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:১৭
নাজমুল কাওসার বলেছেন: পছন্দ হইছে.........।।
১৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৭
কবির চৌধুরী বলেছেন: উপকারে আইছে?
৮৪| ১৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৪০
রনি রাজশাহী বলেছেন: ফেভারিটে ।
১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৮
কবির চৌধুরী বলেছেন: Thx
৮৫| ২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৬
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
ব্যাস। আর কি কমু। প্লাস তো দিলাম। প্রিয়তেও নিলাম। টাইম নিয়া পড়তে হবে। আর কি কমু। ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইতাছি।
আর যাওয়া আগে গান নিয়া আমার দুইটা পোষ্টের লিংক দিলাম।
০১. গান/কর্ড: আমার না বলা কথা by অর্থহীন
০২. একটি পর্যালোচনা: সমগীতের এলবাম 'হাওয়া'
ভালো থাকেন।
০২ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৬
কবির চৌধুরী বলেছেন: সমমনার বন্ধুকে ধন্যবাদ
৮৬| ২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:১১
poops বলেছেন: ঊমমমমম্মাআআআআ...
প্রিয়তে...
সামনে পরিক্কা, শেষ হলে গিটার শিখব
০২ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৪
কবির চৌধুরী বলেছেন: Okkk,
Keep in touch..
৮৭| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ২:২৪
তাহমিদ হাসান চৌধুরী বলেছেন: আমার বাড়ির ক্ষেতের তাজা ধইন্যা পাতার চাটনি
০২ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৮
কবির চৌধুরী বলেছেন: সাথে গরম গরম খিচুড়ি....
৮৮| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ২:৫৮
প্রতীক মণ্ডল বলেছেন: পরিশ্রমী চমৎকার পোস্টটার জন্য অনেক ধন্যবাদ............প্রিয়তে।
০২ রা ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪২
কবির চৌধুরী বলেছেন: উপকারে আসলে খুশি হব।
৮৯| ০৩ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:১৭
মুরাদ-ইচছামানুষ বলেছেন: অসাধারন।। প্রিয়তে। +
০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১০:১৬
কবির চৌধুরী বলেছেন:
৯০| ০৬ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৪৮
শ্রাবন্য বলেছেন: সরাসরি প্রিয়তে...
গান আর গিটার দুটো নিয়ে অনেকটা সময় পড়ে ছিলাম। মাঝে বেশ কিছু বছর কেটে গেছে। কিছুদিন আগে এক প্রিয়জন একটা গিটার গিফ্ট করল। মনে হচ্ছে আবার শুরু করি, শুধু নিজের জন্য।
কবিরদা, ক্লাসিকাল শিখতে চাই, শুধু আঙ্গুলের কারুকাজ, কোন পিক ছাড়া, প্রফেশনাল না, শৌখিন কেউ হলে ভালো হয়...এমন কাউকে পেলে উপকৃত হতাম...জানলে একটু সাহায্য করবেন কী...
০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:১৩
কবির চৌধুরী বলেছেন: আমি তেমন কাওকে চিনি না যারা শুধু ক্লাসিকাল গিটার বাজায় বা বিশেষজ্ঞ বলা যায়। তবে
আপনার শেখার জন্য সময় করে টিউটোরিয়াল জোগাড়ের ব্যবস্থা করার চেষ্টা করা যেতে পারে।
আপনার কি ক্লাসিকাল গিটার আছে? নাইলন স্ট্রিং এর?
০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২১
কবির চৌধুরী বলেছেন: ভিডিও:
Click This Link
বই:
Click This Link
torrent দিয়ে নামান। ফ্রিতে পাবেন সব
৯১| ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫০
চে গুয়েভারা ২ বলেছেন: ভাই কত্তো উপকার যে করলেন।
আমি সেমি বাজাই। কিপটা বাপটা একটা jackson কিন্না দিলো না ।
যাই হোক আমার আঙ্গুল অনেক ছোট তাই স্পিড উথাইতে পারি না।
কিছু টেকনিক আছে না কি? ইস্পিড বাড়ানোর। গুরু ছাড়া সিখতেছি ২ বছর হইলো। givson দিয়া শুরু করছিলাম এখন তাইওয়ানের একটা বাজাই। আমার সবচেয়ে পেইন দেয় তার ছিরা যাওয়া। আচ্ছা বস আমি ইলেকট্রিক স্ট্রিং ব্যবহার করতে পারি? এম্প দিয়া বাজাই।
০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১১:৫৩
কবির চৌধুরী বলেছেন: বাপরে দোষ দিয়েন না। বাপ যা পারছে করছে, তাই না?
আমি আমার জীবনের প্রথম ইলেক্ট্রিক গিটার আমার নিজের কামাইতেই কিনতে হইছে, আরো একই কাহিনীর অভাব নাই। একুইস্টিকে এখনও আমার সেই পুরাতন গিবসনটাই সঙ্গী। আমারতো বেশ চলে যাচ্ছে।
বাজাতে 'আঙ্গুল ছোট' - সমস্যা একটা ভগিজগি কথা! ওয়ারফেজের কমল ভাই তার উত্কৃষ্ট উদাহরন (তার উচ্চতা অনুসারে অঙ্গুল বেশ ছোট)।
তার পুরাতন হলে কিংবা জোরে পুল না করলে (সেমি/ওয়ান টোনে কিছু হবে না) ছেঁড়ার কথা না। খুব সমস্যা হলে স্ট্যান্ডার্ড E থেকে নামিয়ে টিউন করুন। আমি একুইস্টিকে D# এ রাখি সাধারনত।
ইলেকট্রিক স্ট্রিং ব্যবহার করে একুইস্টিক গিটার বাজালে টোনটা ভাল শোনায় না..তবে এম্প দিয়ে সাইজ কার সম্ভব। আমার করা ইন্ডিয়ান (প্রথম দিকের মডেল, বয়স ১৫ বছরের উপর) গিবসনের পিসিতে টোন সাইজ করে জ্যাম:
Click This Link
একুইস্টিক এর মজা হচ্ছে যখন তখন যেখানে সেখানে উক্তা হয়ে বসে শুয়ে বাজানো যায়। এম্প সেখানে পেইন!
৯২| ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:০৪
চে গুয়েভারা ২ বলেছেন: হ ভাই এইডাই হইলো কথা। কিন্তু আমারে কিছু সহজ ট্যাব দেন যাতে একটু ভাব মারতে পারি। অবশ্যি বাংলা।
১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৭
কবির চৌধুরী বলেছেন: বাংলা ট্যাব হয় নাকি?
আর 'ভাব' একটি আপেক্ষিক শব্দ। কার সাথে মানবেন তা ডিপেন্ড করবে, অগা মগা যে কাওকে যাতা বাজায় শুনালে কিছু বুঝবে না, আবার ভাল শ্রোতার পাল্লায় পরলে ... হেহেহেহ...
তাই বলি বেস্ট পন্থা হচ্ছে নিজের সাথে নিজেই ভাব মারুন, ভাল গিটারিস্ট হতে পারবেন। বলবেন সেটা কিভাবে সম্ভব?
ধরুন আপনি নিজে গিটারিস্ট হিসাবে একটা লেভেলে আছে (সবাই জিরো থেকেই শুরু করে, তাই আপনি কোন লেভেলে আছেন সেটা বিবেচ্য না)।
এ অবস্থায় আপনি একটা চ্যালেঞ্জ গ্রহন করুন, সেটা হতে পারে কোন নতুন লেসন, বা নতুন কোন গানের রিদম পার্ট, লিড/লিক... যাই হোক.. তবে তা আপনি আগে বাজাতে পারতেন না। তাই লেগে থেকে আয়ত্তে আনুন। এবার আপনার আগের না পারা চে গুয়েভারা কে ভাব মেরে বাজিয়ে শুনান! এভাবে স্টেপ বাই স্টেপ চ্যালেঞ্জ কনকুয়ার (ভাব) করুন, হুদা গিটার নিয়ে টুন টুন না করে... যদি সত্যি গিটার শিখতে চান।
৯৩| ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৭
চে গুয়েভারা ২ বলেছেন: শিখতে তো চাই। স্যলুট টু ইউ
আপ্নে আসল কথা কইছেন।
১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৬
কবির চৌধুরী বলেছেন: উপকারে আসলে চেষ্টা সার্থক,
ধন্যবাদ।
৯৪| ১০ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৩৯
অরক্ষিত মাহফুজ বলেছেন: গিটার শিকবার মঞ্চায় ।।
।।
১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০০
কবির চৌধুরী বলেছেন: কাজে নেমে পরলেই হয়
৯৫| ১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:৩৫
চে গুয়েভারা ২ বলেছেন: @অরক্ষিত মাহফুজ আমার কাছে আশেন ফাও শিখায়া দিমু নে।
১১ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০২
কবির চৌধুরী বলেছেন: তাহলেতো অরক্ষিত মাহফুজের সমস্যা চুকে গেল
৯৬| ১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১২:২৭
পাস্ট পারফেক্ট বলেছেন: অসম্ভব সুন্দর পোস্ট। টিউনিং এর কিছু সহজ ভিডিও আর সফট দিয়েন। আর স্প্যানিশ মূর্ছনা (ডেসপেরাডো/ওয়ান্স আপন আ টাইম ইন ম্যাক্সিকোতে যেসব টুং টাং শুন্সি) বাজানোর কিছু টিপস/ভিডিও/কর্ড/strumming দিয়েন।
১৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩২
কবির চৌধুরী বলেছেন: ফ্লামিংগো স্টাইলে গিটার বাজানো শিখতে চান? - তাহলে এখানে ক্লিক করুন
তারপর vuze খোলা রেখে Download .torrent এ ক্লিক করে নামানো শুরু করুন।
ফাইল সাইজ/সংখ্যা 5.29 GB / 272 files. ।
দেয়া ছিল আগেও যদিও
৯৭| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:০৮
রেজাউল করিম (রকি) বলেছেন: নিশ্বন্দেহে জটিল পোষ্ট বস। ডাবল পিলাস++ সরাসরি সোকেজে।
নেক্সট টাইম গিটার শিখে ফেলব। ইনশাল্লাহ :#> :#>
০৯ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
কবির চৌধুরী বলেছেন: নেক্সট টাইম গিটার শিখে ফেলব বললে হবে না,
এখনই স্টার্ট করতে হবে
৯৮| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৫
শাহীদুল মামুন বলেছেন: নিজের একখান প্রোচার হইলো আরক
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০৭
কবির চৌধুরী বলেছেন: ??
৯৯| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:১৬
জামান হেপি বলেছেন: অসাধারন, খুব সুন্দর হয়েছে
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৫
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
১০০| ১৫ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৫
আলআিমন বলেছেন: valo lagli
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৯
কবির চৌধুরী বলেছেন: Thank you
১০১| ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:০৮
ধ্রুবতারাতন্ময় বলেছেন: অসাধারন কাজ । তবে পারলে screaming আর blues নিয়ে কিছু টিপস দিয়েন । http://www.ultimate-guitar.com ছাড়া অন্যকোনো বাংলা tab এর সাইট পাইলে দিয়েন পিলিজ আর একটু কষ্ট কইরা আমারে fb/yahoo te add mairen..এইখানে অপেক্ষায় রইলাম
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৩
কবির চৌধুরী বলেছেন: screaming টেকনিক মুখে বলা যাবে কি? screaming করার ভিডিও
blues হচ্ছে পাচটি নোট নিয়ে পরে থাকা। কর্ড I IV V মোস্ট অফ দা টাইম। বাকিটা ফিল টেকনিক। নোট চয়েজ মাইনর। আগে রিদম ফ্যাক্টর, দ্বিতীয় contour। লাস্টে নোট চয়েজ, যা নিয়ে অনেকে হুদা জীবন পার করে
কি বুঝলেন? আপনার বোঝার উপর ডিপেন্ড করবে নেক্সট কি লেসন দেয়া যায়।
উপরে কে যেন একটা বাংলা গানের কর্ড কালেকশন দেয়া সাইটের লিংক দিয়েছিল। তেমন সমৃদ্ধ ছিল না যদিও। দেখেন কাজে লাগে কিনা। fb/yahoo অনিয়মিত। নেই বললেই চলে।
১০২| ১৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৫
ধ্রুবতারাতন্ময় বলেছেন: নারে ভাই মাথায় ঢুকে নাই । সে যাকগে,আবরো ধৈন্যা । বহুত খাটতেছেন । আর আমরা ছুটি শেষ,আশা করি পরে আবার যোগাযোগ হবে । ভালা থাকেন.।
২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:২০
কবির চৌধুরী বলেছেন: ঠিক আছে
১০৩| ২১ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৯
আরাফাত হোসেন অপু বলেছেন: আমি গিটার কিনছি মাস পাচেক......কিন্তু কিচ্ছু শিখা হলো না.......কারন টিচার কি বুঝাইতো তা আমি বুঝতাম না......এখন দেখি নিজে নিজে পারি কিনা.........।
২২ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৫১
কবির চৌধুরী বলেছেন: আরে ভাই কম্পিউটারের চেয়ে বড় টিচার আছে নাকি? চেষ্টা করুন অবশ্যই পারবেন। আর বাড়তি হেল্প লাগলে আর কোন সমস্যা হলে আমাকে প্রশ্ন করতে পারেন। যথাসাধ্য চেষ্টা করবো সাহায্য করতে।
ধন্যবাদ
১০৪| ২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩১
ধূসরধ্রুব বলেছেন: ইয়াহুউউউউউউউউউ অনেক কষ্টের পর প্রিয়েত নিতে পারলাম
এই পোস্টের মাধ্যমে সব শিখা আমি একদিন অনেক বড় গিটারিস্ট আর গায়ক হব...!!!!
।
আমার কনসার্টের জন্য আজই আমন্ত্রণ দিয়া রাখলাম । হে হে টেনশন নিয়েন না । টিকিট আপনের জন্য ফ্রি
আমি আবার কৃতজ্ঞতাবোধ স্বীকার করি কিনা
হা হা হা অনেক ধন্যবাদ ভাই
২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩৮
কবির চৌধুরী বলেছেন: এটা যদি লোড হতে সমস্যা করে তাহলে আর একটা ছোট (তথ্য একই শুধু ছবি, কমেন্টস ছাড়া) পোস্ট (যেটা শুরুতে দেয়া আছে) এর লিংক/প্রিয়তে রাখুন।
নতুনদের গিটার শিখতে এই জোসটাই লাগে। জোসটা হারাবেন না!
ফ্রি টিকিটের জন্য ধইন্যা!
১০৫| ০৬ ই মার্চ, ২০১১ রাত ২:১৫
আসিফ এম, সালেহীন বলেছেন: ড্রাম বিষয়ে এরকম কিছু থাকলে লিঙ্ক দেন .।.।.।.।.।.।.।.।.।।।
০৬ ই মার্চ, ২০১১ রাত ৮:০৬
কবির চৌধুরী বলেছেন: আপাতত পারছি না। দুঃখিত।
১০৬| ০৭ ই মার্চ, ২০১১ দুপুর ২:৪৫
হাঁড়িচাচা বলেছেন: সামুতে পড়া আমার অন্যতম সেরা পোস্ট। ধন্যবাদ আপনার শ্রম আর সুন্দর প্রচেস্টার জন্য। প্রিয়তে।
০৭ ই মার্চ, ২০১১ রাত ৮:৫০
কবির চৌধুরী বলেছেন: তাই নাকি?
ধন্যবাদ।
১০৭| ১০ ই মার্চ, ২০১১ রাত ১১:৪৯
তানজীব আহমেদ বলেছেন: গুরু ................ আমি চালিয়ে যাব। নিজের ভেতরকার আমি হয়ত একদিন জেগে উঠেবে । আর তা করব আমি নিজের জন্যই..................ধন্যবাদ
১৬ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১১
কবির চৌধুরী বলেছেন: সেটাই!
ধন্যবাদ
১০৮| ১৮ ই মার্চ, ২০১১ রাত ১২:২৯
াহবুব বাবুই বলেছেন: খুব ভাল লাগলো। প্রিয়তে রাখলাম। অনেক খাটছেন ভাই
২০ শে মার্চ, ২০১১ রাত ১২:১০
কবির চৌধুরী বলেছেন: খাটার সার্থকতা পাবো কেও যদি সত্যি শিখে/কাজে লাগায়!
ধন্যবাদ
১০৯| ১৮ ই মার্চ, ২০১১ বিকাল ৫:০৯
লুরমাক বলেছেন: গিটারিস্টরা আমার "নমস্য"। আপনি গিটারিস্ট জেনে ভাল লাগলো। প্রোফাইল পিক. এ আপনার হাতের গিটারটার বর্ণনা দিবেন? গিটারের "আদর" করে বর্ণনা শুনতে (মজার স্মৃতি) আমার ভাল লাগে। ইনফ্যাকট আমি আমার গিটারকে "বৌ" বলে ডাকি!! এতততত বড় পোস্ট এততত কষ্ট করে দিয়েছেন বলে বস্তা বস্তা ধন্যবাদ।
আপনার সফটওয়ারগুলো খুব কাজের। আমি আগে থেকেই Guiter Pro-5 আর FL Studio ব্যবহার করি। গিটার প্রোতে আমার প্রথম স্টাডি ছিল জো'র মাস্টার পিস "অলওয়েজ উইথ ইউ"
২০ শে মার্চ, ২০১১ রাত ১২:২৮
কবির চৌধুরী বলেছেন: এটা জাপানিজ কাস্ট মেড লেস পল কপি!
http://www.harmonycentral.com/products/121120
অলওয়েজ উইথ ইউ একটা মাস্টার পিস।
১১০| ২১ শে মার্চ, ২০১১ সকাল ১০:৫৭
চাচামিঞা বলেছেন: Rainbow, মাঝে rhythm আর শেষ উত্তর কোনে সুর বিচিত্রা। ৯০ মিনিটস TDK, Maxell - দুই পাশে দুই এলবাম. ৬০ টাকা, ৯০ টাকা - অর্থ জানেন নিশ্চয়?
শেষের দিকে বিচ ফ্যাস্টিবল নামে কোরিয়ান ক্যাসের বের হইসিলো। ৪৫টাকা দেম ৬০ মিনিট......ছাত্রঅবস্হায় ঐটা খুব ভালো পাইতাম।
২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:২০
কবির চৌধুরী বলেছেন: কোরিয়ান ক্রোম টাইপ - II কি যেন একটা কম পয়সায় বের হইছিল। তবে নামটা ভিন্ন বলে খেয়াল হচ্ছে। হায়রে টেপ যুগ!
তার আগের জেনারেশন বলতো, হায়রে এলপির যুগ!
১১১| ২৮ শে মার্চ, ২০১১ রাত ১:০২
রুদ্রপ্রতাপ বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম, আমি টুকটাক শিখি...
২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:২৯
কবির চৌধুরী বলেছেন: উপকারে আসলে চেষ্টা সার্থক।
১১২| ২৮ শে মার্চ, ২০১১ রাত ১:০৭
রাসেল৬৯ বলেছেন: ভাই আপনারে আর ছোট করলাম না...
হ্যাটস অফ ...
২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
কবির চৌধুরী বলেছেন: ছোট বড় কোন বিষয় না
১১৩| ২৮ শে মার্চ, ২০১১ রাত ৩:০৬
কুয়াশার ব্লগ বলেছেন: অনেক ধন্যবাদ.....
২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ কুয়াশা!!
১১৪| ২৮ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৫
মহাপুরুষ অয়ন বলেছেন: ভাই আপনারে সেলুট দিতে মঞ্ছাই।
জটিল কাম করছেন
২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৫৭
কবির চৌধুরী বলেছেন: মন চাইলে থামায় কে?
১১৫| ২৯ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৫৪
বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: আপনার পোস্টটা যে আমার কি পরিমান ভালো লেগেছে ত়া প্রকাশ করার মত ভাষা বর্তমানে আমার মস্তিস্কের নিউরন খুঁজে পাচ্ছে না.............. শুধু বলি, অসাধারণ................!!! Click This Link এই লিঙ্কটাতে আরো অনেকবার আসতে হবে.................
২৯ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:১৭
কবির চৌধুরী বলেছেন:
ধন্যবাদ বিভ্রান্ত পথিক ২০১০।।
১১৬| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১২:৪৩
সাইফ বাঙ্গালী বলেছেন: ভাই একটা লজ্জার কথা বলি। মিউজিকের সাথে আছি জন্মের আগে থেকেই। কিছু সার্কেল বাজাতে পারি, কিন্তু সারেগামা জনিনা বিধায় আগ্রহ হারিয়ে ফেলেছি। সম্প্রতি এই বুড়ো বয়সে এসে জিদ করে একটা এক্যুস্টিক বেস কিনে ফেলেছি। গিটার প্রো অনেক শক্ত মনে হয়। একেবারে বিগিনার লেভেলের কিছু হবে?
০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১০:০০
কবির চৌধুরী বলেছেন: গিটার প্রো কোন টিউটেরিয়াল স্টাফ নয়! এটা হেল্পিং টুল বলা যায়। বিগিনারদের জন্য এক্যুস্টিক বেস কেনাটা বোধ হয় বোকামি। যা হোক আশা করি কোন ভাল বেজিস্ট আছে/পাবেন যার পরামর্শে আপনার চেষ্টা সফল হবে। ধন্যবাদ।
১১৭| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ২:২৩
অদৃশচ আমি বলেছেন: 'Nuendo' recording software নামাবো কেমনে???
০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১০:১০
কবির চৌধুরী বলেছেন: উপরে নিয়ম দেয়া আছে। তবে নেট থেকে নামানোর চেয়ে বাজার থেকে কম পয়সায় কিনে নেয়াটা সহজ। সহজলভ্য।
১১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৮
ধুর!! বলেছেন: এই পোষ্টে ছাড়া আপনার গান বিশয়ক পোষ্টগুলার লিঙ্ক অন্য কোনো পোষ্টে আছে একসাথে ??
এই পোষ্টটা লোড হচ্ছে না পুরোপুরিভাবে
০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫৬
কবির চৌধুরী বলেছেন: মনে হচ্ছে না।
আমার ব্লগ পোস্ট এর সংখ্যা খুব কমই বলা চলে। কষ্ট করে মূল পাতাগুলো ঘুরে দেখলেই পেয়ে যাবেন। খুশি হব।
ধন্যবাদ।
১১৯| ১৮ ই জুলাই, ২০১১ সকাল ১১:৪৩
নিশি কথক বলেছেন: কি যে কয়াম বুজবার পারতাছিনা। আপনে মশাই জানডা দিয়া খাডাখাডনি করছেন বুজবার পারছি। পইল্লা চানসেই প্রিয়তে । আপনের পুরাটা আমার ট্রাই করনের ইচ্ছা আছে। দোয়া রাইখেন আমার উফরে।
আপনারে ধইন্যা টু দি পাওয়ার আনলিমিটেড।
১৮ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৪৩
কবির চৌধুরী বলেছেন:
১২০| ১৮ ই জুলাই, ২০১১ রাত ১০:১৬
পাগলমন২০১১ বলেছেন: আজই পড়লাম।পড়ে নিজের উপর রাগ হলো আরো আগে কেন আপনার লেখাটা পড়া হলনা।শতকোটি ধন্যবাদ।প্রিয়তে নিলাম।ভাল থাকবেন।
১৮ ই জুলাই, ২০১১ রাত ১০:৪৫
কবির চৌধুরী বলেছেন: কি কি উপকারে আসল জানাতে ভুলবেন না যেন।
আপনাকেও ধন্যবাদ।।
১২১| ২৭ শে জুলাই, ২০১১ সকাল ৭:২৯
মোঃ মারুফ হোসেন খান বলেছেন: অনেক কষ্ট করছেন ভাই। আপনার পোস্ট টাই একটা শিল্পকর্ম হয়ে গেসে। পুরা টা আপাতত দেখব না একটু একটু করে দেখব। ।
ভাই আপনি এ একটা বই লিখে ফেলেন না , বাংলায় ।
প্রিয়তে নিলাম।
অনেক ভাল থাকবেন ভাই।
২৯ শে জুলাই, ২০১১ রাত ১০:৪৭
কবির চৌধুরী বলেছেন: বাংলা বই লেখার কি দরকার? এখানেই তো সব পাচ্ছেন
আপনিও ভাল থাকুন। ধন্যবাদ।।
১২২| ২৯ শে জুলাই, ২০১১ সকাল ১১:৪৭
জোৎস্নাআলো বলেছেন:
২৯ শে জুলাই, ২০১১ রাত ১১:০২
কবির চৌধুরী বলেছেন: ??
১২৩| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১:৩০
তানজীল ইসলাম বলেছেন: দাদা আপনেরে ধইন্যা আর সামুর অপিসে ইপতারির দাওয়াত.....
***** আমারে খুইজ্জা না পাইলে লাভলুদার কাচে নালিচ দিয়েন....
১৪ ই আগস্ট, ২০১১ দুপুর ২:৫৪
কবির চৌধুরী বলেছেন: হ্যা, যাইতে হবে...
আমার অফিসের বেশ কাছেই।
১২৪| ১১ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:১৪
মাসুদ০১৯১ বলেছেন: অসাধারণ পোষ্ট। শুধু ডাউনলোড হচ্ছে না
১৪ ই আগস্ট, ২০১১ বিকাল ৩:০৬
কবির চৌধুরী বলেছেন: ডাউনলোড হচ্ছে না কোন কোন লিংক?
১২৫| ১৬ ই আগস্ট, ২০১১ সকাল ৭:৩১
নিশাচর ভবঘুরে বলেছেন: প্রিয়তে না নেওনের কুনো উপায় রাখছেন? ++++++++++++++
৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১০:০৫
কবির চৌধুরী বলেছেন:
১২৬| ২১ শে আগস্ট, ২০১১ দুপুর ২:২৬
েমঘ চলে যায় বলেছেন: কবির ভাই, আপনার কথা মত GuitarPro5 কিনতে গিয়েছিলাম কিন্তু 5 না পেয়ে GuitarPro6 কিনে আনি। ইনিস্টল হয়েছে কিন্তু Invalid licence. Please check that you didn't mispelled your userid/key. দেখাচ্ছে। এখন আমি কি করতে পারি??? আমি নিচে সেটিং এর কথা গুলো দিলাম। আমি ঠিক ৫-৬ নং সেটিং টা বুঝতে পারিনি। :#> :#> :#> যদি একটু বলে দিতেন অনেক উপকার হতো্।
You will need:
1. GuitarPro6_1_byDRSpollonia.exe -
2. GuitarPro6-r7840_byDRSpollonia.exe - the application must have this update in order for the patch to work!
3. KLC.Consulting.SMAC.Professional.v2.7.BETA.Incl.Keygen-Lz0.7z - program to change MAC - emergency crack wariant.
or
guitarpro6-patch.exe - (the patch that doesn't require you to change the MAC of your computer.)
4. reg.reg - in order to activate without using the Arobas server.
Steps:
1. GuitarPro6_1_byDRSpollonia.exe DO NOT LAUNCH!
2. Install GuitarPro6-r7840_byDRSpollonia.exe, it should be in the same folder. DO NOT LAUNCH!
3. Copy GuitarPro.dat
in XP: c:Documents and SettingsPr;ofile%Application DataGuitar Pro 6
in Vista-7: C:UsersPr;ofile%AppDataRoamingGuitar Pro 6
Create this folder if you don't have it and replace all contents if you do.
4. Add to registry reg.reg (double click).
5. Open with notepad c:WINDOWSsystem32driversetchosts
add the line 127.0.0.1 activation.guitar-pro.com at the bottom and save the file.
6. Change MAC 00-24-21-1E-AA-99. SMAC 2 is here.
Consult your SP about ability to change MAC
INSTEAD OF MAC CHANGE you can try to patch with guitarpro6-patch.exe, do not forget to put it in program folder.
Patch should write "Filesize OK!".
7. Reboot.
8. Launch program.
If you are still experiencing problems:
1. Make sure that every action is done with administrative rights (right click run as..)
1. Disconnect wireless and connect to the internet with a LAN connection
2. Go to: Control Panel-> Network and Sharing Center-> Change Adapter Settings ->Right click Local area connection->Properties -> Configuration -> Advanced -> Network Address> Write: 0024211EAA99
3. repeat steps 1-6
4. reconnect wireless
ATTENTION: Guitar Pro 6 does not recognise any non-latin simbols, so every tab shouldn't contain anyone
In case if program still wants a code try to repeat 3 and 4 steps.
Or try to create any local connection (not wireless). And make all steps again.
if you have any question ask me here
Click This Link
ALL CREDITS TO DRS pollonia
thanks to zippax for the translation of this readme
৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১০:২২
কবির চৌধুরী বলেছেন: ভাই এইটাতো টেকি প্রব!
আমি GuitarPro5 ব্যবহার করি কোন ঝামেলা নেই।
১২৭| ২১ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৩৪
েমঘ চলে যায় বলেছেন: কোন তথ্য দরকার হলে [email protected] এখানে যোগাযোগ করবেন দয়া করে।
১২৮| ২১ শে আগস্ট, ২০১১ দুপুর ২:৩৫
েমঘ চলে যায় বলেছেন: [email protected]
৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১০:২৩
কবির চৌধুরী বলেছেন:
১২৯| ২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:২০
সুব্রত সরকার বলেছেন: Many many many thanks,.......................
৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৩৭
কবির চৌধুরী বলেছেন: অপনাকে ও অশেষ ধন্যবাদ
১৩০| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩০
প্রবাস৩৩ বলেছেন: অ-----------------নে---------------ক অনেক ধন্যবাদ,দীর্ঘজীবি হোন,প্রিয়তে রাখলাম।
১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২০
কবির চৌধুরী বলেছেন: আপনাকেও অ-----------------নে---------------ক ধন্যবাদ
১৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:০৬
মেঘেরদেশ বলেছেন: এক কথায় অসাধারন।এত কস্ট করে কেউ ব্লগ লিখে আমার জানা ছিল না,আপ্নার প্রত্যেকটা লেখাই অসাধারন।
১২ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১৮
কবির চৌধুরী বলেছেন: গান বাজনার সাতে জড়িত থাকলে, আশা করি পোস্টটি উপকারে আসবে। অন্য কোন পরামর্শ জানার থাকলে জানাবেন।
১৩২| ১২ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫৬
প্রবাস৩৩ বলেছেন: মিঃচৌধুরী যদি আপনার ই-মেইল বা ফোন নাম্বার দেয়া সম্ভব হয়, খুশি হবো। ধন্যবাদ
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৪০
কবির চৌধুরী বলেছেন: উপরেই কোথাও আছে। মিউজিক বিষয়ে কোন সাহায্য লাগলে এখানেই জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ
১৩৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৩
গুপী গায়েন বলেছেন: মাঝে মাঝেই এই পোস্টটা ভিজিট মারি।
সম্ভবত প্রিয়তে থাকা পোস্ট গুলোর মধ্যে সর্বোচ্চ বার।
এইবার বলেন, কীবোর্ড শিখতে কি করা যায়? একটা কীবোর্ড কিনেছি, YAMAHA PSR S550. এখন বাজানো শিখা দরকার।
কিছু লাইন লিঙ্ক দেন ভাই।
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৪
কবির চৌধুরী বলেছেন: পিয়ানো শেখার অনেক বই তথ্য পাবেন নেটে।
এই জ্যান্ত টরেন্ট ট্রাই করতে পারেন।
বেশি না ১২৩ টা বই পাবেন
১৩৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:৩৭
স্বাধীকার বলেছেন:
সোজাসুজি প্রিয়তে থাকবে সব সময়।
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৯
কবির চৌধুরী বলেছেন:
১৩৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৬
গুপী গায়েন বলেছেন: বেশি না ১২৩ টা বই পাবেন
২৯ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৩৪
কবির চৌধুরী বলেছেন:
১৩৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১০
টুকিঝা বলেছেন: দারুন!! প্রিয় তে
১৩৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১০
টুকিঝা বলেছেন: দারুন!! প্রিয় তে
২৯ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৪৯
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
১৩৮| ০৯ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:৪৫
আলস্যের আনন্দে আমি বলেছেন: Vai,Apnar shathey personaly kotha boltey chai.Amar bishawash apni amar upor birokto hoben na.FB tey request pathaisi,accept koren.
Amar dream k bastob korar jonno apnar help chassi.
০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৯:৫০
কবির চৌধুরী বলেছেন: ঠিক আছে।
১৩৯| ১৬ ই অক্টোবর, ২০১১ রাত ১১:৩১
মুমিন আহমেদ বলেছেন: Trust me,Shobai gayok hote chay..R sheta apni 100 bhag puron kore dilen....Bhaiya Aj apner post pore apner fan hoye gesi....amare gaan theka kibhabe vocal baad deya jay ai softwere ta dite parben??r ta na hole nijai kibhabe softwere er maddhome gaan korte parbo sheta diben....plzz plzz bhaiyaa.........
২৩ শে অক্টোবর, ২০১১ রাত ১১:১৯
কবির চৌধুরী বলেছেন: সফ্টওয়ার দিয়ে গান বলতে কি বুঝালেন? রেকর্ড?
Karaoke নিয়ে হাজারটা সাইট আছে। নেটে খুজে পাবেন।
ধন্যবাদ
১৪০| ২২ শে অক্টোবর, ২০১১ রাত ২:১৪
৬ টি তার বলেছেন: দাদা একদমে শেষ করলাম। এবং প্রিয়তে নিলাম। খুবভালো লাগলো।
১৪১| ২২ শে অক্টোবর, ২০১১ রাত ২:১৫
৬ টি তার বলেছেন: দাদা একদমে শেষ করলাম। এবং প্রিয়তে নিলাম। খুবভালো লাগলো।
২৩ শে অক্টোবর, ২০১১ রাত ১১:৩৫
কবির চৌধুরী বলেছেন:
১৪২| ১৩ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৫
বস শাকিল বলেছেন: সোজাসুজি প্রিয়তে আর থাকবে সব সময়।
১৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:০৮
কবির চৌধুরী বলেছেন: কাজে লাগলে চেষ্টা সার্থক।।
১৪৩| ২১ শে নভেম্বর, ২০১১ রাত ১১:১২
ব্লগার নষ্ট ছেলে বলেছেন: ফাটাফাটি পোস্ট। গিটার কিনেছি প্রায় একবছর আগে (সাথে কোন এক্সপার্ট ছিল না, বসুন্ধরা সিটির এক দোকান থেকে আমাকে godson না কি যেন একটা গছিয়ে দিয়েছে জিনিষটা ভাল না খারাপ বুঝতে পারছি না..), কিন্তু এখনো শেখা শুরু করিনি! যদি গিটারে কোন সমস্যা থাকে তাহলে (আমার মত বেকুবদের) কি তা বোঝার কোন সহজ উপায় আছে? আর সমস্যা পাওয়া গেলে কি গিটার চেঞ্জ করতে হবে নাকি ঠিক করা যাবে? আর ক্যাপো না কি কি যেন আছে, ঐগুলো কি কিনতে হবে? জানালে খুশি হব
২২ শে নভেম্বর, ২০১১ রাত ১১:১৯
কবির চৌধুরী বলেছেন: গিটারে সমস্যা আছে আগে থেকেই ধরে নিচ্ছেন কেন?
ক্যাপো দিয়ে ইচ্ছে হলে ফেড্রের যে কোন পজিশনে "ওপেন কর্ড স্ট্রাকচার" ধরে বাজানো যায়। বিগেনার হলে ক্যাপো নিয়ে আপাতত চিন্তা না করলেও চলবে।
১৪৪| ২৩ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৭
কিষান বলেছেন: গান শুনে স্ট্রামিং রিদম ধরতে পারি না। এই দুঃখে গিটার হাতে নেওয়া ছাইরা দিব ভাবতেছি। আরেকটা ব্যাপার , গিটার স্কেল শিখার সবচে সহজ এবং শর্ট রাস্তা বাতলান। টুংটাং করতে করতে অসহ্য লাগে
২৪ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৩২
কবির চৌধুরী বলেছেন: স্ট্রামিং রিদম ধরতে হলে তাল লয়ের উপর দখল থাকতে হয়। এটা অনেকের ন্যাচারালি থাকে। না থাকলে চর্চা করলে অটোমেটিক চলে আসে। ইংরেজি গানে মোটামুটি সব গানই 4/4 বা 3/4 বিটে করা। সহজ ভাষায় প্রতি বারে চারটা বা তিনটা বিট (কোয়াটার নোট) থাকে। আরো সহজে বলা যায, চার বা তিন ভাগে টুকরা টুকরা করে গান তৈরি হয়। সেই চার বা তিন টুকরাগুলো সেন্সে আলাদা করে ধরতে পারলেই.. ব্যাস স্ট্রামিং করা শিখে গেলেন। হাত বা পা দিয়ে তাল দিতে পারেন? সেই তালই চার বা তিন ভাগ করে গান তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে সেই হিসাবে স্ট্রামিং ধরবেন কিভাবে? আপনি গানে তাল লয় ধরতে পারলে হিসাব করে ঠিকমতো ডাউন আপ করতে পারলেই স্ট্রামিং করা হয়ে গেল! হয় প্রতি বিটে একবার ডাউন, ডাউন-আপ, আপ, মিউট করে কোনটা.. কিংবা মেটাল গানের মত সবই ডাউন এইতো করবেন? ডান হাত দিয়ে জিলেপির প্যাচ করার সুযোগ তো নেই!
আমার দেয়া নয় মিনিটের ভিডিওটা বেসিক হিসাবে স্ট্রামিং শেখার জন্য পারফেক্ট। স্ট্রামিং এর জন্য ফাংক স্টাইল বস!!
১৪৫| ২৩ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৯
কিষান বলেছেন: অফ টপিকঃ
হায়রে হৃদয় - তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু
পথ - প্রান্তে ফেলে য়েতে হয়।
কার লেখা? বেশি অসাধারণ
২৪ শে নভেম্বর, ২০১১ রাত ১০:৫৫
কবির চৌধুরী বলেছেন: যত দূর মনে পড়ে,আমার সবচেয়ে প্রিয় প্রবন্ধকার আসলে শুধু প্রিয় না, আমার জীবনের পথ প্রদর্শক মোতাহের হোসেন চৌধুরীর লেখা কোন এক প্রবন্ধ থেকে নিয়েছিলাম। তবে লাইনটি উনার লেখা কিনা খেয়াল নেই। "সংস্কৃতি কথা" বইটার নাম। আক্ষরিক অর্থে হাজারবার পড়া!
২৪ শে নভেম্বর, ২০১১ রাত ১১:০০
কবির চৌধুরী বলেছেন: "সম্মান ও আত্মসম্মান" প্রবন্ধ থেকে নেয়া।
১৪৬| ২৫ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৫০
মুশফিকুর রহমান সুমিত বলেছেন: আমার জন্য বেশ কাজের একটা পোস্ট। থাঙ্কস!
১৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৫
কবির চৌধুরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৪৭| ২৫ শে নভেম্বর, ২০১১ রাত ৮:৫৬
ধূর্ত শিকারি বলেছেন: শোকেসড।
১৬ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৬
কবির চৌধুরী বলেছেন:
১৪৮| ২৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ১২:১১
ব্যর্থ সৈনিক বলেছেন: +++++
২৩ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১২
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ ব্যর্থ সৈনিক
১৪৯| ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ৯:৫৯
কে এম মিজানুর রহমান বলেছেন: আপনার এ পোস্টের জন্য অনেক ধন্যবাদ, সহজে কি বোর্ড বাজানো শিখার কৌশল জানা থাকলে জানাবেন
২৩ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৯
কবির চৌধুরী বলেছেন: উপরে কোথাও পিয়ানো বাজানোর বই ডাউনলোডের লিংক দেয়া আছে।
১৫০| ২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৯
গাধা মানব বলেছেন: কিছুই কইবার পারমু না। নো কমেন্ট। ডাইরেক্ট প্রিয়তে।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
২৩ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪১
কবির চৌধুরী বলেছেন:
১৫১| ২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৯:৫৮
Silent Wish বলেছেন: Darun!!
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৯:১৩
কবির চৌধুরী বলেছেন:
১৫২| ২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৮
তোফাজ্জেল অভি বলেছেন: awesome ..................................................................+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
আপনাকে দেখে হিংসা হচ্ছে ভাই.........
০১ লা জানুয়ারি, ২০১২ রাত ৯:১৬
কবির চৌধুরী বলেছেন:
১৫৩| ১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:০১
অনির্বাণ রায়। বলেছেন: ভাই আমি গিটারিস্ট হবই হব । আপনাকে ফেবুতে রিকুয়েস্ট করেছি । এত দিন পর ক্যান আমি এই পুস্ট দেখলাম??
২০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:১৮
কবির চৌধুরী বলেছেন: ফেবুতে ঢুকি কম। যাহোক ধন্যবাদ।
১৫৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:২২
প্রাপ্তবয়স্ক আবিদ বলেছেন: ভাই আপনেরে হাজার সালাম জানাই। অনেক কষ্ট কইরা পোস্টটা তৈরি করছেন। অনেক ধৈর্য আপনার!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৭
কবির চৌধুরী বলেছেন: আমার বহুত ধৈর্য, কথা সত্য!
১৫৫| ০৬ ই মার্চ, ২০১২ দুপুর ১:২০
মনজুর আহােমদ সুমন বলেছেন: ভাই আপনেরে হাজার সালাম জানাই। অনেক কষ্ট কইরা পোস্টটা তৈরি করছেন। অনেক ধৈর্য আপনার!!! এত দিন পর ক্যান আমি এই পুস্ট দেখলাম?? দারুন!! ডাইরেক্ট প্রিয়তে।
২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১২:২৯
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
১৫৬| ২৩ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৫৩
মোস্তাফিজ রানা বলেছেন: ভাই আমিতো অনেক লেট করে ফেলছি কমেন্ট করতে। যাইহোক অনেক অনেক দিনের শখ একটা গিটার কিনব তারপর বাজানো শিখব কিন্তু ব্যস্ততা আর বাস্তবতার জন্য করতে পারিনাই। তবে এখন কোন সমস্যা নাই । এই মাসের মধ্যেই গিটার কিনতে চাই শুরু করার জন্য (যদি হরতাল শেষ হয়
কিন্তু গিটার সমন্ধে কোন আইডিয়া নাই। কোনটা কিনব কত লাগবে কোন টা ভাল এইসব। যদি কোন সাহায্য করতে পারেন।
ফেসবুকে কি নিয়মিত বসেন? আমি আবার নিয়মিত না ।
২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৩২
কবির চৌধুরী বলেছেন: যেটা ইচ্ছা সেটা কিনা ফালান। সাথে একজন নিতে পারলে ভাল যে টিউন বোঝে।
১৫৭| ০২ রা মে, ২০১২ ভোর ৫:২৬
আইআইচকিবরিয়া বলেছেন:
১১ ই মে, ২০১২ সকাল ১০:১৭
কবির চৌধুরী বলেছেন:
১৫৮| ২২ শে আগস্ট, ২০১২ রাত ১১:২৫
অশান্ত শান্ত ছেলে বলেছেন: ++++++++++
৩০ শে আগস্ট, ২০১২ রাত ১২:৪৫
কবির চৌধুরী বলেছেন:
১৫৯| ৩০ শে আগস্ট, ২০১২ রাত ১:০০
ব্লু ক্রো বলেছেন: খুব ভালো লাগলো
৩০ শে আগস্ট, ২০১২ রাত ১১:০২
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
১৬০| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ২:৫১
অসীম পাগলা বলেছেন: আজ ১ অক্টোবর। ঠিক রাত বারোটার সময় আমার বড়দা সেলিম আমায় একটা ইয়ামাহা অ্যাকুস্টিক গিটার সারপ্রাইজ প্রেজেন্ট করেছে। জন্মদিনের উপহার বেজায় খুশিমনে আপনার এই বিরাট গবেষণার ফায়দা ওঠাতে যাচ্ছি। এই পোস্টে বারবার ফিরে আসা ছাড়া গতি নেই। অনেক অনেক ধন্যবাদ দাদা। এই ছোট্ট জীবনে মরে যাওয়ার আগে অন্ততঃ একবার সোলো পারফর্ম্যান্স করতে চাই, স্টেজে দাঁড়িয়ে
আপ্নি-ই পারেন আমার এই স্বপ্ন সাকার করতে।
সেলাম আপনাকে লাখো সেলাম।
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯
কবির চৌধুরী বলেছেন: ধন্যবাদ
১৬১| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪৬
লুঙ্গিম্যান বলেছেন: ভাই, বইয়ের লিঙ্কটা যদি দয়া করে আবার দেন তো খুব উপকার হয়। লিঙ্ক ইনভ্যালিড দেখাচ্ছে।
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২
কবির চৌধুরী বলেছেন: সময় পাই না রে ভাই! তবে গুগুল করলে লিংকের অনেক কিছুই খুজে পাবেন।
১৬২| ০২ রা নভেম্বর, ২০১২ রাত ১১:৪৯
ঘোর ছাড়া এক সুখি ছেলে বলেছেন: ধুর মিয়া পুলাপাইন তো সব শিখা ফালাই বো আফনে মিয়া ওস্তাদ গো ভাত মাইরা দিবেন
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫
কবির চৌধুরী বলেছেন: সবাই খালি খালি ভাত খাইবার চায়, এইটাই তো সমস্যা!
১৬৩| ৩০ শে ডিসেম্বর, ২০১২ ভোর ৬:১১
বর্ণিল নাস বলেছেন: ভাই, প্রথম বইটা ডাউনলড দিতে পারছি না। প্লিস হেল্প করেন।
আর অনেক ধন্যবাদ এত উপকারী পোস্ট দেয়ার জন্য
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০
কবির চৌধুরী বলেছেন: সময় করে চেষ্টা করবো!
১৬৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
এইচ আর খান বলেছেন: ধন্যবাদ পোষ্টটির জন্য। ভালো লাগলো। ভয়েস রেকর্ড করার কোন সফটওয়্যার কি আছে আপনার জানামতে? থাকলে প্লিজ লিংকটা দেবেনতো....
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১১
১৬৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
জাহিদ হাসান বলেছেন: গান কিভাবে লিখতে হয় এবং সুর করতে হয় এটা নিয়ে আলাদা পোষ্ট দেয়া দরকার ছিল । সামনে আলাদা একটা পোষ্ট দিবেন ।
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২
কবির চৌধুরী বলেছেন:
১৬৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০
রাজঋষী বলেছেন: পোষ্ট টা দরকারি! কিন্তু এরকম তরকারি তে ভাত কয়জন পেট পুরে খেতে পারবে তা বলা মুশকিল। চেষ্টা করার জন্য অসংখ্য ধইন্যা।
খই ফোটার মত আমাদের দেশে সংগীত এবং শিল্পী'র উদ্ভব হয়। বুকটা ফাইট্টা যায় কিংবা টুনির মা'র মত গান আমাদের দেশে সুপার-ডুপার হিট করলেও, সংগীত প্রণেতা কিংবা শিল্পী'র সামাজিক দায়িত্ব কিন্তু অনেক বড়।
সংগীত- এমন একটা বিষয় যা অনেক সহজে শেখা যায়না, এ জন্য নিজের মধ্যে কিছু প্রাপ্তি আগে থেকেই থাকতে হয়, যেমন তাল জ্ঞান। অনেকে খেয়াল করবেন, তালে তালে তালি দেয়ার সমস্যায় অনেকেই ভুগছেন, তালে তালে অনেকেই দুলতে পারেন না, বেতাল হয়ে যান। তাই যে কোনো যন্ত্র- বা গান শেখার আগে এই প্রাপ্তিটুকু নিশ্চিত করতে হবে।
১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২
কবির চৌধুরী বলেছেন: সংগীত- এমন একটা বিষয় যা অনেক সহজে শেখা যায়না, এ জন্য নিজের মধ্যে কিছু প্রাপ্তি আগে থেকেই থাকতে হয়, যেমন তাল জ্ঞান। অনেকে খেয়াল করবেন, তালে তালে তালি দেয়ার সমস্যায় অনেকেই ভুগছেন, তালে তালে অনেকেই দুলতে পারেন না, বেতাল হয়ে যান। তাই যে কোনো যন্ত্র- বা গান শেখার আগে এই প্রাপ্তিটুকু নিশ্চিত করতে হবে। - প্রথম একটা মন্তব্য পেলাম!
অনেক ধন্যবাদ। সময় করে আরো আলোচনা হবে ইনসাল্লাহ!
১৬৭| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৮
রাজু মাষ্টার বলেছেন: ++++++++++
১৬৮| ১৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯
কোরাল আহ্মেদ বলেছেন: লিঙ্ক গুলা ইনভেলিড দেখাচ্ছে.......
১৬৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৯
কাব্যপ্রেমী রিফাত বলেছেন: ধন্যবাদ পোষ্টটির জন্য। ভালো লাগলো
১৭০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
নকি৬৯ বলেছেন: ধন্যবাদ পোষ্টটির জন্য। ভালো লাগলো।
১৭১| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪
ইখতামিন বলেছেন:
আপাতত প্রিয়তে নিলাম। কাজে দিবে। অনেধ ধন্যবাদ
১৭২| ২০ শে মে, ২০১৪ দুপুর ১২:২৮
কাজী আলী নূর বলেছেন: পোস্ট টির জন্য কোন ধন্যবাদ দিব না।
আমি হলাম ৬৭৬তম ব্যক্তি যে এই পোস্ট টি প্রিয়তে যোগ করেছি।
১৭৩| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫
উদাস কিশোর বলেছেন: আমার একটা কাজের জিনিস পেয়ে গেলাম
১৭৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮
আমি মিহু বলেছেন: লেখার কৌশল কই?
১৭৫| ০১ লা মে, ২০১৭ ভোর ৫:৩০
অক্ষর চৌধুরী বলেছেন: ভাই, ইহা একটি গিটার বইটা কোথাও খুজে পাচ্ছি না। প্লিজ লিংক টা নতুন করে দেন। প্লিজ
১৭৬| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৫১
সৌরভ প্রামানিক ০১ বলেছেন: ইহা একটি গিটার বইটি নামাতে পারছি না!
লিংক কাজ করে না
সাহায্য প্রার্থী!!
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১০ রাত ১২:১৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: