| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতে কুকুরের সাথে মানুষের বিয়ে বৈধ।
একজন মানুষের মুখে এত পরিমান ব্যাকটেরিয়া থাকে যে পরিমান মানুষ এই পৃথিবীতে নাই।
শুক্র এমন একটা গ্রহ যা ঘড়ির কাটার দিকে ঘোরে।
পৃথিবীর ৫০ ভাগেরো বেশী মানুষ মোবাইল ফোন দেখে নাই।
ক্যাংগারু পেছনের দিকে হাটতে পারে না।
আমেরিকায় প্রতি বছর ২৪,০০০ লোক ইদুরের কামড়ে মারা যায়।
১৯৮০ সালে লস ভেগাস হাসপাতাল কর্তৃপক্ষ একজনকে চাকুরী থেকে অব্যাহতি দিয়েছিল, ওই ব্যাক্তির অপরাধ ছিল তিনি মরা মানুষ্কে কামড়িয়েছিল।
হাংগর হৃদস্পন্দন শুনেই মাছের গতিবিধি বুঝতে পাবে।
------------সংগ্রহ।
আজীব এই দুনিয়া আজীব সব মানুষ।
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৫
কমান্ডো বলেছেন: হ্যা।
২|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩০
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: আরো বেশী করে দিয়েন ভাই।এইসব খবর পড়তে মজা লাগে।
ভারতের একজন প্রধানমন্ত্রী মেরারজী দেশাই নাকি দৈনিক আট আউন্স নিজের প্রসাব টনিক হিসেবে খেত ।![]()
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৬
কমান্ডো বলেছেন: তাই নাকি! আজীব এই ভারত।
৩|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৭
হায়রে দুনিয়া বলেছেন: আমেরিকায় প্রতি বছর ২৪,০০০ লোক ইদুরের কামড়ে মারা যায়।
বলেন কি!!!!
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫০
কমান্ডো বলেছেন: হ্যা ঘটনা সত্য।
৪|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪২
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
শুক্র এমন একটা গ্রহ যা ঘড়ির টাকার দিকে ঘোরে!!!!!
ঘড়ির ভিত্র কি টাকা আছে?
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫০
কমান্ডো বলেছেন: সরি। ঠিক করে দিলাম। ধন্যবাদ।
৫|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৫
কিপটে বলেছেন: আজব এই দুনিয়া আর আজব এই মানুষ
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫০
কমান্ডো বলেছেন: হ ভাইজান।
৬|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৪৬
হেডফোন বলেছেন: মাইনাস
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫০
কমান্ডো বলেছেন: কেন?
৭|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫৪
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: আমার কাছে এমন কিছু কালেকশন আছে পাবলিক কইব আমি বানায়া ছাড়তাছি তাই দেয় না ![]()
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫৬
কমান্ডো বলেছেন: ও আচ্ছা আমাকে দেন ভাই।
৮|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:০৫
নিশাচর বলেছেন: পিলাচ.................+
বাংলাদেশে কারেন্ট যায় না। এখানে কারেন্ট আসে।
এই ঘটনা টা ক্যান দ্যান নাই? এইটা তো একটা আিজব ঘটনা।
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:০৮
কমান্ডো বলেছেন: হ তাইতো। ধন্যবাদ।
৯|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:১০
রাজিব খান০০৭ বলেছেন: আরো একটা আজব খবর শুনেন
বিদুত না দিতে পারলে দোকানপাট ৭টার মধ্যে বন্ধ করে দিবেন।
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:১৫
কমান্ডো বলেছেন: আরে রাজীব ভাই যে, ভালা আছেন?
আল্লাহ এক অবস্থা।
১০|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:১২
মদন বলেছেন: নিশাচর রে +
১১|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:২০
মোহাম্মদ লোমান বলেছেন:
হেডফোন বলেছেন: মাইনাস
লেখক বলেছেন: কেন?
এটা আমার অভ্যাস
কেন আবার কেন?
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৩১
কমান্ডো বলেছেন: অভ্যাসটা পালটানো দরকার কন কারন ছাড়াই মাইনাচ!!!
১২|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৫
আমরা তোমাদের ভুলব না বলেছেন: +++
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৯
কমান্ডো বলেছেন: ধন্যবাদ।
১৩|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:২৪
হেডফোন বলেছেন: আজাইরা তথ্য + ভুয়া পোষ্ট
তাই
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২০
কমান্ডো বলেছেন: নেহি কাকু। এটা একটা জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্য। পারলে যাচাই করতে পারেন।
১৪|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:২৪
নক্ষত্রপথ বলেছেন:
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২১
কমান্ডো বলেছেন: ধন্যবাদ।
১৫|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:২৫
নুরুন নেসা বেগম বলেছেন: ভাল সংগ্রহ, ধন্যবাদ। আরো দেবেন, অপেক্ষায় থাকলাম।
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২১
কমান্ডো বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৬|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৭
সাঈফ শেরিফ বলেছেন: ঢাকা পৃথিবীর এক মাত্র রাজধানী শহর যেখানে কোন প্রকার ট্রাফিক সিগন্যাল মানা হয়না/কার্যকর নেই, আরো শত শত নৈরাজ্যের উদাহরণ দেয়া যাবে, যেটি গিনেস বুক অব রেকর্ডসে যাবার মত।শুক্র গ্রহ ঘড়ির কাটার দিকে ঘোরা বলতে কী বুঝান? আমি যেটা শুনেছি এক মাত্র ইউরেনাস গ্রহের বেলায় সূর্য পশ্চিমে ওঠে পূবে ডুবে, কারণ তার ঘূর্ণন অন্য গ্রহগুলোর উল্টো।
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২৪
কমান্ডো বলেছেন: আচ্ছা এটা যাচাই করার বিষয়। যাচাই করে আপনাকে বলব। অনেক ধন্যবাদ।
১৭|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৭
মামুন বিদ্রোহী বলেছেন: পৃথিবীর ৫০ ভাগেরো বেশী মানুষ মোবাইল ফোন দেখে নাই।
কোন দুনিয়ায় আছি...
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২৫
কমান্ডো বলেছেন: হ ভাই জান একথা সত্য কারন ভারতের অনেক অংগ রাজ্য আছে যেখানে সভ্যতার আলো এখনো পৌছায় না। এটা দক্ষিন আফ্রিকার জন্য ও প্রযোজ্য।
১৮|
১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৫
সনেট 7790 বলেছেন: শিহ্মামূলক পোস্ট । পড়তে ভালোই লাগে। ধন্যবাদ
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:২৫
কমান্ডো বলেছেন: ধন্যবাদ।
১৯|
১০ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩০
স্পেলবাইন্ডার বলেছেন: আজকের কালের কন্ঠ পত্রিকায় পড়লাম খলিলুল্লাহ নামে এক লোক নাকি ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে মরা মানুষের মাংস ও কলিজা খেত- এর চেয়ে আজব ও বিভৎস ঘটনা আর কি হতে পারে?
১১ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৮
কমান্ডো বলেছেন: তাই নাকি! আজীব এই দুনিয়া!
২০|
১১ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:০০
হেডফোন বলেছেন: জাতীয় দৈনিক থেকে পেষ্টাইলেই যে সবাই পেলাস দিবে এমন কোনো গ্যারান্টি আসে? আকাল জাতীয় দৈনিকেও এমন আজিব লেখা দেয়? মনে হয় সাংবাদিক কম। আমি তো জানতাম খবর আর বিজ্ঞাপনের জন্য দৈনিক পত্রিকাগুলোর পৃষ্ঠার সংকুলান হয় না। অনেক কাটছাট কইরা খবর ছাপায়। এমন আজিব তথ্য দেয়ার যায়গা পায় কই? এনি হাও... আমি আদার ব্যাপারি আদার খবর লই। বালা থাকেন।
১১ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৯
কমান্ডো বলেছেন: ওকে ভাইজান।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩০
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
শুক্র এমন একটা গ্রহ যা ঘড়ির টাকার দিকে ঘোরে!!!!!!