নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাতিলের কাছে কবু নত নাহি হবে শির- ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর।।

কমরেড ফারুক ২

কমরেড ফারুক ২ › বিস্তারিত পোস্টঃ

আমরা এখন হুজুগে বাংগালি হয়ে গেছি,,,,

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

আমি বন্ধু কোন ব্লগার নই,কোন রাইটারও নই, কোন কবি কিংবা সাহিত্যিক বা বুদ্ধিজীবিও নই। আমি একজন দেশপ্রেমীক বাংগালি। বাংলা ছাড়া কোন ভাষা বলতে বা লিখতে ভাল লাগে না। কেন জানি মনে হয় আসলেই আমি বাংগালি। আমি বাংলা ছাড়া কোথাওগিয়ে ঠাই পাবো না মনে হচ্ছে। কারন আমরা এখন অনেক বেশী আধুনিক হয়ে গেছি ইংরেজী দু চারটা ছাড়তে না পারলে আপনি মানুষি না। আমি ইংরেজীও পারি কিন্তু তবু আমি বাংগালি। প্রভুর কাছে কৃতঙ্ঘ আমাকে বাংগালিদের মাঝে পাঠিয়েছ। তবে তখন কষ্ট লাগে যখন ভাষার জন্য জীবন দিয়েও আমরা ৮ই ফাল্গুন মাতৃভাষা দিবস না পালন করে ২১ ফেব্রুয়ারি পালন করি মাতৃভাষা দিবস। আমরা এখন হুজুগে বাংগালি হয়ে আছি। আর হুজুগে বাংগালি মানে সার্থপর, টাউট। সব জায়গাতে দালালি আর দান্ধাবাজি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: সহমত পোষন করলাম ।

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২১

কমরেড ফারুক ২ বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১২

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: পানি আর ধরে রাখতে পারলাম না :((

৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৬

নতুন বলেছেন: আমি বন্ধু কোন ব্লগার নই,কোন রাইটারও নই, কোন কবি কিংবা সাহিত্যিক বা বুদ্ধিজীবিও নই। আমি একজন দেশপ্রেমীক বাংগালি

কিন্তু আপনি তো ২ নম্বর কমরেড ফারুক B:-) ১ নম্বর ফারুক কই?

৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৩

কমরেড ফারুক ২ বলেছেন: প্রতিবিম্ব কোন ঘাটের পানি দরিয়া রাখিতে পারেন নি তা জাতির সামনে স্পষ্ট করার জোড় দাবি জানাচ্ছি। মতামতের জন্য ধন্যবাদ।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:১৫

কমরেড ফারুক ২ বলেছেন: নতুনের মতো আমি পুরাতন ছিলাম ভাগ্যক্রমে ব্যন হইতে হলো।। তাই ২ নাম্বার হয়ে আপনাদের মাঝে আসতে হলো। ধন্যবাদ

৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০১

চলতি নিয়ম বলেছেন: বাঙ্গালী বানান টাই জানেন না আবার দেশপ্রেমিক!!!

৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

কমরেড ফারুক ২ বলেছেন: আগের নিয়মে লিখলাম চলতি নিয়মটা জানিয়ে বাধিত করিবেন।ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.