![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ
01
মুমিনগণ সফলকাম হয়ে গেছে,
الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
02
যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;
وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ
03
যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,
وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ
04
যারা যাকাত দান করে থাকে
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ
05
এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
06
তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।
فَمَنِ ابْتَغَى وَرَاء ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْعَادُونَ
07
অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে।
وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ
08
এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুশিয়ার থাকে।
وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ
09
এবং যারা তাদের নামাযসমূহের খবর রাখে।
أُوْلَئِكَ هُمُ الْوَارِثُونَ
10
তারাই উত্তরাধিকার লাভ করবে।
الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَا خَالِدُونَ
11
তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে। তারা তাতে চিরকাল থাকবে
০৩ রা ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৩
কমরেড ফারুক ২ বলেছেন: সিউর।।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮
শাশ্বত স্বপন বলেছেন: কমরেট ?!
তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। (?!)
০৩ রা ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৫
কমরেড ফারুক ২ বলেছেন: এটা সৃষ্টিকর্তার নির্দেশ। যা মানুষের জন্য কল্যানকর।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২
সুভশ্রী বলেছেন: তারাই উত্তরাধিকার লাভ করবে। sure?