![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে সময় নামক টার্ম আসলে ঘটনাকে উল্লেখের সুবিধা থেকে উদ্ভুত। বটারু গিয়েছিলাম, তাসরা গিয়েছিলাম, তার আগে রুসকে গিয়েছিলাম এমন তিনটি ঘটনাকে আমরা কালে নামাঙ্কিত করি, বুধবার, বৃহস্পতিবার অথবা শুক্রবার। হয়তো এখন থেকে শুরু হতে পারে, বটারুবার, তাসরাবার, রুসকবার। শুরু হলো নতুন সময়। রাত্র ও দিনকে তখন সময়রৈখিকে রেখে দিলাম পরিষ্কার বিভাজন হিসাবে। 2 য় বটারুবার আসছে তাসরাবার ও রুসকাবারের পরে। তারমানে তিনটি রাতদিনের সাইকেল। এমন চারটে বটারুবার বটারুতে যাওয়া নিয়ে হতে পারে একাকীবটারু - কারণ একা একা যাওয়া হয়েছিল। পরের সাইকেলে বটারুতে যাওয়া হয়েছে বটে কিন্তু সাথে ছিল সোয়ালী। তো এই নতুন সাইকেলের নাম দিলাম সোয়ালীবটারু। তারমানে একাকীবটারু আর সোয়ালীবটারু সাইকেলের সাইকেল হলো।
২| ১৮ ই মার্চ, ২০০৭ ভোর ৫:৫৪
আকিমুন রহমান বলেছেন: দারুন কৌশিক, সময় আবিষ্কার বৃত্তান্ত।
৩| ১৮ ই মার্চ, ২০০৭ ভোর ৬:০৪
অতিথি বলেছেন: দিদি, আবিষ্কার আসলেই কঠিন মনে রাখা। আপনার নতুন কাব্য কোথায়? চা কোথায়? চানাচুর!
তিমুর - প্যারিবার থেকে উত্তরণের কোন সম্ভাবনা নাই। ঘরে ও বাহিরে আক্রমনের শিকার।
৪| ১৮ ই মার্চ, ২০০৭ ভোর ৬:০৬
তিমুর বলেছেন: আহা, উতরাইতে কে কইলো ?...থাকেন বইসা । প্যারিবার যখন পরিকল্পিত হয় তখণই তো হয় পরিকল্পিত প্যারিবার ।
৫| ১৮ ই মার্চ, ২০০৭ ভোর ৬:১০
অতিথি বলেছেন: কিন্তু প্যারিবার পরিকল্পনায় কি কি থাকতে হবে! আপনি আগে প্যারায় জ্যাকেট ওরফে নিরোধের কথা বলেছিলেন। যা দুই মাথাকে নিরাপদ রাখবে। কিন্তু পরিকল্পিত জ্যাকেটে যে চরম পুলক হয় না, বিশ্বাস করবেন কিভাবে! আপনার তো বিবাহ হয়নি।
৬| ১৮ ই মার্চ, ২০০৭ ভোর ৬:১৩
তিমুর বলেছেন: সুশীল সমাজের খাতা থেকে আপনার নাম কাটার ব্যাবস্থা পোক্ত করা দরকার
রবিকে সেলিব্রেট করার জন্য যদি থাকে রবিবার...তবে পরিবারের জন্য হবে না উৎসর্গ প্যারিবার?
৭| ১৮ ই মার্চ, ২০০৭ ভোর ৬:১৫
রাগ ইমন বলেছেন: বিষ উদযাপনের জন্য বিষুদবার , নাকি বিষাদ উদযাপনের জন্য?
৮| ১৮ ই মার্চ, ২০০৭ ভোর ৬:১৮
অতিথি বলেছেন: তিমুর, ওহনো! সুশীল সমাজে অন্তর্ভূক্ত হবার প্রায় সকল প্রস্তুতিসম্পন্ন। কানের পাশে চুলে পাক ধরেছে। রাজনীতি নিয়ে কথা বলি। কবিদের সাথে মিশি। টিভিতে ইনটেলেক্টদের আলোচনাগুলো দেখি। কূটনৈতিক ভাষা প্রয়োগ করে লেখালেখি করি যেন সবকূল রক্ষা পায়। ভদ্রলোকী পোষাক, একরঙা। কোন অর্নামেন্ট নেই। পোষাকী হাসি আছে যেমন ধরুন হে হে হে। ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে দুঃখ বুঝাতে পারি। এরপরেওকি আমি সুশীল সমাজের অন্তর্ভূক্ত হতে পারবো না!
৯| ১৮ ই মার্চ, ২০০৭ ভোর ৬:২২
পথিক!!!!!!! বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০০৭ ভোর ৫:৪৭
তিমুর বলেছেন: বারে বারে আসে পরিকল্পিত প্যারিবার...