নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদজনক ব্লগ

কৌশিক

নিদারুণ প্রহসনের দিনগুলি

কৌশিক › বিস্তারিত পোস্টঃ

মোগো বাড়ি বরিশাল, মোর দাদা চহিদার, মোরে চেনো?

০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:২৫

উপরের উদ্ধৃতি ছাড়াও আরেকটা জনপ্রিয় ডায়লগ হলো, ও মনু, ডাইলে লবন দেছো? যা সরগরম বরিশালবাসীদের পরিচয় করিয়ে দেয় বিভূয়ে। প্রায় দুই-যুগ এক হালি বৎসর কীত্তনখোলার জলবাতাসে কাটিয়ে বিভৎস বুড়িগঙ্গার পাড়ে আশ্রয় নিয়েছিলাম। তবে বুড়িগঙ্গা আর কীত্তনখোলার পানির মধ্যে যোগাযোগ ঠিকই আছে। এই কুৎসিত শহর থেকে মুক্তি চাইলে বরিশালে যেতে হয়, তাই গেছি।



আগামী কাল বরিশাল যাচ্ছি। ঝড়-বৃষ্টির মধ্যে নদীপথে যাবার উত্তেজনাই অন্যরকম। যেকোন সময় লঞ্চ উল্টে যেতে পারে, মারা যেতে পারি...কিন্তু তারপরেও কি বরিশালের মানুষদের আটকানো যাবে?



বরিশাল ভালো লাগে দুটো কারণে। একটা হচ্ছে বাতাস। বরিশাল থেকে যত দক্ষিণে যাবেন ততই বিশুদ্ধ বাতাস। পার্থক্যটা একদম প্রত্যক্ষ করা যায় মোটাদাগে। আরেকটা হচ্ছে বিশুদ্ধ মিষ্টি। কি বড় বড় সাইজ আর কি তার স্বাদ! একবার খেলে কুমিল্লার রসমালাই মনে হবে রাস্তার পাশের ইটের কুচি।

মন্তব্য ২১ টি রেটিং +৭/-৫

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৪

সামছা আকিদা জাহান বলেছেন: বরিশালের মুড়ির কথা কেন বাদ দিলেন ভাই। যাত্রা শুভ হোক।

০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৮

কৌশিক বলেছেন: ঠিক কইছেন। আরো দুইটা জিনিস আছে। আমড়া ও পেয়ারা।

২| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪০

লীনা দিলরূবা বলেছেন: বরিশালে গিয়েছিলাম 'এমভি মাসুদ' এ করে। দারুন সব স্মৃতি মনে পড়ে গেল...........

বরিশালে একটাই রাস্তা, সদর রোড! যেখানেই যাও সেই সদর রোড ধরে যেতে হবে।

০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৬

কৌশিক বলেছেন: কি যে কন? সদররোড শহরের একদম নদীর দিকটাতে। পুরো শহরটা কিন্তু সদররোডের পশ্চিমে। সদররোডে না এসেই সব জায়গায় যাওয়া যায়। তবে সদররোড ঘিরে ভাল আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে এছাড়া নিকটবর্তী কয়েকটা আবাসিক এলাকা। সেখানে যারা থাকবে তাদের তো সদররোড হয়েই যেতে হবে।

৩| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪০

শ খি আ ঈয়ন বলেছেন: ভাই মুই কিন্তু খাঁটি বরিশাইল্লা...আর এজন্য আমি গর্বই বোধ করি। যান, ঘুরে আসেন আমার ফেলে আসা জীবনানন্দ, মুকুন্দ, কামীনি, সুফিয়া, আরজ আলী, মিননাথ, বিজয় গুপ্তদের সে পূণ্য ভূমি। শুভ কামনা রইলো...

আর কেমন লাগলো তা এসে জানাবেন কিন্তু।

০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:০১

কৌশিক বলেছেন: আপনার বরিশালোগ্রাফি বলেন।

৪| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪২

জুল ভার্ন বলেছেন: "ধান-নদী-খাল,
এই তিনে বরিশাল"।
শের-ই-বাংলার বরিশাল। জীবনান্দের বরিশাল, চারন কবি মুকুন্দ দাসের বরিশাল, ব্রজমোহন, কবি কামিনী রায়ের বরিশাল, কবি সুফিয়া কামালের বরিশাল, আলতাতাফ মাহমুদ, মানিক মিয়ার বরিশাল, বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাংগীর'র বরিশাল-আর কত বল্বো!

উল্যেখিত কয়েকটা ডায়লগ, বিশেষ করে-"এমনু ডাইলে লবন দেচো"-কখনোই বরিশালের লোকেরা বলেনা। ওটা একেবারেই বানানো কথা।

লেখাটা সুন্দর হয়েছে।

৫| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৩

এমআ০০৭ বলেছেন: হ আপনাের চিিন আপনে বরিশাল্লা :D
কুমিল্লার রসমালাই মনে িক?

৬| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:০১

যীশূ বলেছেন: মুই তো হামনের লগে যাইতে পারমু না, আওয়ার সময় মোর লাইগ্যা মিস্টি লইয়া আইস্সেন।

৭| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:১০

তায়েফ আহমাদ বলেছেন: ও মনু, ডাইলে লবণ দেছ, না দেবা!

ঘুইরা আসেন! ভালো থাকেন।

৮| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:১৫

শওকত হোসেন মাসুম বলেছেন: আসার পরে যদি মিষ্টি না পাই তাইলে খবর আছে। মোরে চেনো.........

৯| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:১৭

শওকত হোসেন মাসুম বলেছেন: বরিশালে তো আরো একটা শ্লোগান আছে....
বরিশালে বেশ্বাবেদ্যালয় দেতে হবে দেতে হবে..............

১০| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:৩০

অপরাজিতা ০০৭ বলেছেন: ঝড় বৃষ্টিতে সড়কপথে গেলেই তো ভালো হয়। এখন ঢাকা টু বরিশাল বাস সার্ভিস খারাপ না। মে মাসের প্রথম সপ্তাহে গিয়েছিলাম।

মিষ্টি আনতে যেন ভূল না হয় :)

১১| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৪

শ খি আ ঈয়ন বলেছেন: ঠিক বুঝলাম না...

১২| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৭

বুলবুল আহমেদ পান্না বলেছেন: আইতে সাল
যাইতে সাল

১৩| ০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৮

শ খি আ ঈয়ন বলেছেন: বরিশালোগ্রাফিবলতে কি বোঝাতে চাইছেন...?

১৪| ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

শাকালাকা বুম বলেছেন: ঢুঁ মারেন তো দেহি
Click This Link

তয় +++++++++

১৫| ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

রায়হান(তন্ময়) বলেছেন: মুইও বরিশাইল্লা কিন্তু :)

১৬| ০৬ ই জুলাই, ২০০৯ ভোর ৫:১৬

প্রিয়সখা বলেছেন: বরিশালের মুখ আমি দেখিয়াছি, তাই............ দেখিতে চাই না

১৭| ০৭ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪০

নামহীনা বলেছেন: কুমিল্লার রসমালাই খাইছেন কয়বার? আপনারটা কে বড় করতে গিয়ে আরেকজনেরটা ছোট করার মানে কি?

আমার বাড়ি ও বরিশাল, আপনার চেয়ে বেশি দিন বরিশালে কাটিয়েছি, সো বলতে পারবেন না যে আপনি বরিশালরে আমার চেয়ে বেশি ভালবাসেন।

০৭ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪৭

কৌশিক বলেছেন: কুমিল্লার রসমালাই অবশ্যই খারাপ। ফালতু, বাকোয়াজ। মুখে দিলে মনে হয় বালু খাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.