![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের দুঃখে কথাটা বলতে হচ্ছে, বলার শুরুতে বলে রাখছি, আমি কিন্তু নাস্তিক নই।একদম খাঁটি বাঙালী, ধর্মভীরু মানুষ। তবে ধর্ম নিয়ে অযথা লম্ফযম্ফ করি না।
কারও সাথে তর্ক করি না। তবে কেউ ভুলভাল ব্যাক্ষা দেয়,তার প্রতিবাদ করি দৃড় সাহসিকতায়। সে যে ধর্মের হোক না কেন। কেউকেউ আমাকে এই অর্থে ধর্মের বিরুদ্ধাচরন বলে থাকেন। তবে কপাল ভাল যে কেউ নাস্তিক নামক কষ্ট পাওয়ার বাক্যটি বলে নি। আমরা মানুষ জাতি। সমস্ত ধর্ম গ্রন্থে উল্ল্যেখিত আছে, "মানুষ সর্বোত্তম প্রানী"।
তাহলে পৃথিবীতে যারাই মানুষ তারাই সর্বোত্তম। সে যে ধর্মেরই হোক না কেন। আমাদের দেহের ভীতরের রক্ত নামক জিনিসটা লাল। তাহলে ধর্ম দিয়ে লম্ফযম্ফ করে, কেন পৃথক করা হচ্ছে।
এটা কি মানুষের স্বভাব নাকি মানুষকে পৃথক করার কৌশল।
ভাবুন জ্ঞানী জন।
©somewhere in net ltd.