নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রান্তী সৌরভ

আপোষহীন জীবন, ভালবাসি সম্সান করি সকল মানুষ ও ধর্ম কে

ক্রান্তী সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার হালচাল-০২ (ধারাবাহিক)

০৮ ই মে, ২০১৫ সকাল ৯:০১

রাত যত বারছে, দিনের স্বপ্নগুলো তত গভীর হচ্ছে। হাজার প্রশ্ন মনের ভীতর উঁকি মারছে। হ্যাঁ-না এর মধ্যে মানুষিকতার খেলা চলছে।
সাথে হাজার স্বপ্ন। নতুন নতুন স্বপ্ন। কত আঁকি বুকি,কত চিন্তা,কতদুর যাবে এই ভালবাসার শেষ। ছেলেটা কি ভাল, কোথায় বাড়ি। আমার পরিবার কি মানবে। হাজার প্রশ্ন মনের ভীতর জমা হয়ে উঠছে।
সকালের সূর্য জানালা দিয়ে উঁকি মারছে। পরিষ্কার হয়ে স্কুলের জন্য বাইরে বের হলাম। আজ যেন পা চলছে না। মনে হচ্ছে কেউ আমাকে পিছন থেকে টেনে ধরছে। কত না প্রশ্ন জেগে উঠছে। সাথে ভুল-ঠিকের হাজার খেলা।
কিছুদুর যেতেই পিছন থেকে কে জানি ডাক দিল,"দিতি"! কিছুটা আশ্চর্য হয়ে পিছন ফিরে তাকালাম। ও! সেই কালকের ছেলেটা। এখনও নাম জানা হল না। ছেলেটা এগিয়ে আসতেছে দেখে, ভয়ে বুকটা দুরদুর করে কেঁপে উঠল। কি হতে পারে এখন,ভেবে।
"অভি" আমার নাম।তোমার নামটা কিন্তু জানা হল না। মাথাটা নিঁচু রেখে গলার স্বর কাঁপিয়ে "দিতি"। দারুন নাম। কেমন জানি মিল আছে, বলা চলে।
কোন ক্লাস এবার।
দশম শ্রেনী।
ভালই হল, ততদিনে আমিও নিজেকে গুছিয়ে নিতে পারব।
কিছু জীজ্ঞাসা করার মত সাহস আসছে না।
ও নিজেই বলে উঠল, আমি এইস এস সি ২য় বর্ষ। তোমার স্কুলের পাশের কলেজে। প্রত্যেক দিন দেখা হবে। সমস্যা নাই তো।
মাথাটা হ্যাঁ বোধক নাড়িয়ে সামনে এগিয়ে যেতে চাইলাম।
অভি একটা ছোট কাগজের খাম হাতে ধরিয়ে দিয়ে বলল, বাড়ি গিয়ে পড়। কাঁপাকাঁপা হাতে খামটা হাতে ধরে, কি করব ভাবছি, ঠিক এমন সময়........

♥♥♥বাকি অংশ জানতে পরবর্তি পোষ্ট দেখুন♥♥♥
প্রথম পোষ্ট পড়তে।
ভালবাসার হালচাল-০১

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.