নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রান্তী সৌরভ

আপোষহীন জীবন, ভালবাসি সম্সান করি সকল মানুষ ও ধর্ম কে

ক্রান্তী সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার হালচাল-০৩ ( ধারাবিহিক)

০৯ ই মে, ২০১৫ দুপুর ১:১০

পাশের মেয়েটি ডাক দিল, কি করিস দিতি। চুপচাপ কেন। এতক্ষন স্বপ্নের মধ্যে থাকায় হঠাৎ ডাক দেয়ায় চমকে যাবার মত। ওর কথায় মনোযোগ দিয়ে এগিয়ে গেলাম। চিঠিটা বইয়ের মাঝে রেখে, অন্যদিকে মন দিতে চেষ্টা করলাম।
একবার ভাবলাম ওর সাথে কি সব শেয়ার করব। সেটা কি ভুল হবে। ঠিক বুঝতে পারছি না। যদি ও সবাইকে বলে দে। সব কিছুর মধ্যে একটা ঘোরপাক খেতে লাগলাম।কি করতে কি করে ফেলি।
ওর কাছে যেতেই, পড়ার কথা জীজ্ঞাসা করতে লাগল। আমার কি আর ওই দিকে মন যায়। সব যেন এখন মাথার উপর দিয়ে যাচ্ছে। শুধু অভি, তার কথা, বুঝতেছি না, কি সব হচ্ছে। একটু সামনে এগিয়ে যেতে, হঠাৎ বইয়ের মাঝ থেকে চিঠিটা পড়ে গেল। কেউ দেখার আগে উঠিয়ে, ভাবলাম, এটা বাড়ি পর্যন্ত নিতে কত কিছু হতে পারে তার ঠিক নাই। তাই পড়ে ফেলাই ভাল। বাথরুমে গিয়ে পড়তে লাগলাম। কাঁপাকাঁপা হাতে সবটা এক নিমিষে পড়ে ফেললাম। কয়েকবার পড়লাম। প্রথমবার কিছুই বুঝে উঠতে পারি নি। অনেকবার পড়ার পর বুঝলাম, কি বলতে চাইছে অভি।
ওর কথায় স্বপ্ন, যাদু আছে। আমাকে নিয়ে এত কিছু ভাবে ও। আমাকে নিয়ে দুর সীমান্তে পারি দিতে রাজি। মাথাটা ঘুরছে, এত স্বপ্নের কথা পড়ে। সত্যি কি আমাকে ভালবাসে, সত্যি কি আমাকে নি এমন স্বপ্ন ওর আছে। কত না হাজার প্রশ্ন মাথায় আসছে। উত্তর দেবার মত কেউ নাই।
স্কুল শেষে বাড়ি ফিরে, চুপচাপ বসে আছি।
সাধারনত বাড়ি ফিরে চুপচাপ থাকার মত মেয়ে আমি নই। আজকের এই হঠাৎ পরিবর্তনে মায়ের কেমন সন্দেহ লাগল। জীজ্ঞাসা করেই বসল, কি হয়েছে দিতি?
তেমন কিছুই না।
তেমন কিছু না হলে, এমন চুপচাপ থাকার মত মেয়ে হো তুই না। সত্যি বল।
বললাম তো, কিছুই না।
আজ সবকিছু এরিয়ে, মিথ্যা বলতে হচ্ছে।

পরবর্তী পোষ্ট দেখুন----

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.