নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রান্তী সৌরভ

আপোষহীন জীবন, ভালবাসি সম্সান করি সকল মানুষ ও ধর্ম কে

ক্রান্তী সৌরভ › বিস্তারিত পোস্টঃ

মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৪

০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৪

কথাগুলো বলার পূর্বে বলে রাখছি, কোন ভাবেই বিশেষ সমালোচক হবার কোনই ইচ্ছা নাই। শুধুমাত্র দর্শক হিসেবে যতটুকু মতামত দেয়া দরকার।
কিছুদিন পূর্বে হয়ে গেল মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৪। যারাযারা আমার মত মাছরাঙা টিভিতে দেখেছেন, তারা বলতে পারবেন, কতটা অসুন্দর, আগোছালো, অপূর্নতায় পরিপূর্ন একটা অনুষ্ঠান হয়েছে। উপস্থাপনায় নেই কোন সামন্জ্ঞস্য। কোন অনুষ্ঠান ঠিকভাবে উপস্থাপন পর্যন্ত করা হয় নি।
পুরো অনুষ্ঠান দেখে মনে হয়েছে, পুরস্কার দেবার কথা, কাজের কাজটা হয়ে গেলেই হল।
এবার আসব বাইরের দেশের পুরস্কার দেবার অনুষ্ঠান গুলোর কথায়। তারা কেমন করে, তারা কিভাবে সাজায়। এটা দেখেও তো শিখে। আমার মত দর্শক যারা তার্ শুধু পুরস্কার দেয়া দেখি না, সাথে মজাদার কিছু নাচ- গান দেখি। তা থেকে আমরা এবার পুরটাই বন্চিত।
আশা রাখব পরবর্তী মেরিল-প্রথম আলো পুরস্কার দেবার অনুষ্ঠান গুলোর দিকে কর্তৃপক্ষের বিশেষ নজর থাকবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৩

নুর ইসলাম রফিক বলেছেন: আশা রাখব পরবর্তী মেরিল-প্রথম আলো পুরস্কার দেবার অনুষ্ঠান গুলোর দিকে কর্তৃপক্ষের বিশেষ নজর থাকবে।


আমিও আশাবাদী.................................

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

ক্রান্তী সৌরভ বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই মে, ২০১৫ রাত ৮:৫০

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: হয়তোবা বাজেটে সমস্যা ভাই #:-S

০৯ ই মে, ২০১৫ রাত ১১:৫৯

ক্রান্তী সৌরভ বলেছেন: একটা অনুষ্ঠান ভাল, মজার করতে বাজেটের থেকে উপস্থাপন, বাহ্যিক নান্দনিক বেশি গুরুত্বপূর্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.