নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রান্তী সৌরভ

আপোষহীন জীবন, ভালবাসি সম্সান করি সকল মানুষ ও ধর্ম কে

ক্রান্তী সৌরভ › বিস্তারিত পোস্টঃ

দ্বিধাদ্বন্দ্বের ভালবাসা

১৫ ই মে, ২০১৫ সকাল ১০:১১

ভালবাসা সম্পূর্ন মানুষিক ব্যাপার। হয়তো তা কোন টাকার সাথে পরিমাপ যোগ্য নয় বা টাকা দিয়ে পরিমাপ করাও যাবে না। ভালবাসা আসে মনের ভীতর থেকে,তার স্থায়ীত্বও হয় সেই মনের টানে। কেউ যদি বলে আমার ভালবাসা টাকা দিয়ে বা অন্য কোন উপায়ে এসেছে। তাহলে বলব, সম্পূর্ন ভোগাস বলেছে সে।
★ ভালবাসা কোথা থেকে আসে?
★ কোথায় এর শেষ?
★ কিসের দ্বারা এর ক্ষয় শুরু হয়?
★ কে বর্তমান সময়ে ভালবাসা আর মনের টানে নয়, অর্থের টানে হয়ে গেছে?

♥ মানুষ জন্মগত ভাবেই অভাব বোধ নিয়ে জন্মগ্রহন করে। তাই যাই পাক না কেন, তারপরও সেই অভাব বোধটা কাজ করতে থাকে, হয়তোবা আরো ভালকিছু পেতে পারতাম। এই অভাব বোধ সারা জীবন থাকবে,সাথে ভালবাসার এই হাতবদল হতেই থাকবে।

♥ সময়ের সাথে মানুষিক পরিবর্তন হওয়া। হয়তো এমনটা চেয়েছিলাম না, তবু সময়ের পরিবর্তনের সাথে এমন হয়ে গেছে। ভালবাসাটাও তেমনি।

♥♥♥ তবে চাহিদা বা এর থেকে ভাল পেতাম বোধটা যতদিন না কমবে, ততদিন এই সমস্যা বেরেই চলবে।

আশাকরি এমনটা হ্রাস পাবে। ভালবাসায় শান্তিপূর্ন পৃথিবী সৃষ্টি হবে।

©ভাবুন জ্ঞানী জন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.