![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল গড়িয়ে বিকেল। আকাশ যেন তার কান্না থামাতেই চাচ্ছে না। কি এমন হল? সেই সকাল থেকে কান্না শুরু করেছে। সারাদিন কান্না করল। এখন তো একটু বিশ্রাম দেয়া উচিত। কিন্তু কে শুনে কার কথা। শুরু আছে, শেষ নাই। এ যেন হাজার বছরের অভিমানী কান্না।
এটা বৃষ্টির কথা। আজ সেই সকাল থেকেই টুপটুপ শব্দে বৃষ্টি শুরু। তারপর থেকে ক্রমাগত ভাবেই চলছে। মনে হচ্ছে কেউ তাকে লাঠি নিয়ে তাড়িয়ে বেরাচ্ছে। সেই ভয়ে হয়তো কান্না জুরে দিয়েছে। কত না অভিমান।
আকাশেরও কি অভিমান থাকে? কিসের সেই অভিমান। বৃষ্টির কাছাকাছি থাকতে না পারার।আকাশ-বৃষ্টি তো একই পত্রে দুটি বীজ। তাহলে অভিমান কিসের। ও আকাশ বুঝি চায় বৃষ্টিকে জড়িয়ে থাকতে। যেমন করে মা তার সন্তানকে কত মায়া মমতায় জরিয়ে রাখে। তাহলে বৃষ্টি কি আকাশের মেয়ে? সম্পর্কটা কেউ বাতলে দিতে পারে না। কেউ নিশ্চিত হয়ে বলতেও পারে না। তাদের সম্পর্কটা যুগযুগান্তের দৃশ্যপটহীন। ভালবাসার এ এক জোড়ালো উদাহরন। যার সম্পর্ক খুজে ফেরা। যা নির্নয়ে ভুল ধারনা। তবুও এক অচীন্তনীয় ভালবাসায় জরিয়ে আছে।
এর নাম "আকাশের বৃষ্টি"।
©ভাবুন জ্ঞানী জন।
©somewhere in net ltd.