![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি বলবেন!!! অবাক হবার মত কথা। তাও মসজিদের ভীতরে আত্মঘাতী। কথাটা দুঃখের। যারা গলা ফাটিয়ে বলেন আমরাই একমাত্র শান্তি নিয়ে আছি। যে সৌদি আরবকে শান্তির আশ্রয়স্থান বলেন। সেখানেই আত্মঘাতী।
পৃথিবীর আর কোন দেশে, কোন ধর্মের লোকরা এই কাজ করছে??? খুঁজে পাবেন না। আমি নিশ্চিত। দয়াকরে কেউ উল্টা মন্তব্য করবেন না। যা হচ্ছে তারই কথার রেষ টানছি মাত্র। এই আত্মঘাতী সন্ত্রাসী কার্যক্রমের কারন কি।
যদি এরা শান্তি কায়েম করার নামে মানুষকে বোমা মেরে উড়িয়ে দেয়,সেখানে আমাদের দেশের মানুষরা কি শিখবে। তারা যা করছে তার উদাহরন দিচ্ছে আমাদের দেশ। দোষ কাকে দিবেন।
মানুষের, ধর্মের, রক্তের, জাতির ( আমি অবশ্য জাতি হিসেবে স্ত্রী -পুরুষকে বুঝি), বর্নের কার দোষ দিবেন? কি জন্য শুধু মাত্র আরব দেশ গুলিতেই,তাদের ধর্মের অনুসারীরাই কিছুদিন পরপর এই আত্মঘাতী মানুষ মারা কাজে লিপ্ত হচ্ছে। যেখানে পৃথিবীর সব দেশ, জাতি, ধর্মের লোকরা শান্তি চাচ্ছে। সেখানে কিছু অশান্তি কামী মানুষ মানুষ মারার নেশায় মেতে উঠেছে।
কিসের জন্য?
©ভাবুন জ্ঞানী জন।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৫ রাত ১২:৪২
দধীচি বলেছেন: আসামে উলফা গোষ্ঠীও মাঝে মধ্যে ইয়েটিয়ে করে থাকে। ব্যাপার না, আমাদের সুশিল সমাজদের কেবল সৌদি বিষয়েই চুলকানি ওঠে।
পোস্টে মাইনাস