![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#সৃষ্টিতত্ত্ব!
না, আমি স্টিফেন হকিং এর অনুসারি হলাম না।
আর এগুলা বিষয়ে প্রতিষ্ঠিত থিওরিগুলো বোঝার মত এবিলিটিসম্পন্ন মস্তিস্কও আমি এখনো নিজের করতে পারিনি।
"ব্ল্যাকবেরী মানে যেমন কারোর কাছে কালোজাম, আবার কারোর কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন মোবাইন ওএস, মানে (অপারেটিং সিস্টেম)", আমি বা আমরা হলাম এ বিষয়গুলোতে কালোজাম মস্তিষ্কের অন্তর্ভুক্ত।
নিঃসন্দেহে আধুনিকায়ন জরুরী, এবং কিছু লোক এক্সট্রা অর্ডিনারি, তারাই আধুনিক বিশ্বায়নের পথিকৃৎ!
বিগব্যাং নিয়ে আমাদের কৌতুহল, মন্তব্যের শেষ নেই। কেউ তা অবিশ্বাস করলে সে নিঃসন্দেহে সেএএই কালজাম মস্তিষ্কের, (আমিই বলব)।
ব্লাকহোল, হোয়াইটহোল, এ বিষয়গুলো আমাদের ভাবিয়ে তুলছে প্রতিনিয়ত...
আমরা থিওরি দাড় করালাম- একটা বিন্দুর অতি তাপমাত্রায় বিষ্ফোরণ পরবর্তী, ক্রমান্বয়ে প্রসারিত অবস্থাই আমাদের এই বর্তমান পৃথিবী। এই পৃথিবীকে আবার ব্লাকহোল নামক জাল দিনে দিনে নিজের দিকে গ্রাস করে নিচ্ছে। হোয়াইটহোল আবার আমাদের বুজম ফ্রেন্ড, এটা আমাদের পৃথিবী গ্রাসের হাত থেকে প্রিতিনিয়ত রক্ষার চেষ্টা করছে।
আমরা এনট্রপিও আবিষ্কার করেছি, বুঝতে পারছি এই এনট্রপি আমাদের পৃথিবী মুহুর্তে মুহুর্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
What a process!
How complex, or not??
প্রথমে স্টিফেন হকিং এর কথায়ই আসি।
এই মহান ব্যক্তিকে কে সৃষ্টি করল? যায় (আমাদেরও) মস্তিষ্ক কিনা দশ হাজার সিলিকন চিপযুক্ত সুপার কম্পিউটারের কার্যক্ষমতাকেও হার মানার!
এই যে বিগব্যাং সংগঠিত হল, কে করল এই কাজ?
কোন সংস্থাই বা নিয়ন্ত্রন করছে সর্বদা সম্প্রসারন ও সংকোচনশীল পৃথিবীর দিন রাত্রির শিডিউল?
আমামদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের এই ব্লাকহোল বা এনট্রপির পরিবর্তন??
একবারও কি এগুলা ভেবে দেখেছি?
আমরা সৃষ্টিতত্ত্ব বিশ্বাস করি, সৃষ্টিকর্তাকে না।
কিন্তু এই সৃষ্টিকর্তাকে না জেনে সৃষ্টিতত্ত্ব সৃষ্টিকারীকে নোবেল দেয়া আজ্ঞতা ছাড়া আর কি?
আমরা হয়তো বুঝতে পারছি ব্লাকহোল আমাদের গ্রাস করছে, এনট্রপি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এর শেষ পরিনতি সম্পর্কে আমরা জানিনা।
জানলেও বিশ্বাস করতে চাইনা।
বিশ্বাস করলেও গায়ে লগাইনা।
কেননা সেটা আমাদের সমাজে সভ্যতা না, তা এখানে প্রচলিত নাই।
মূলত মূর্খতা, প্রকৃত অজ্ঞতা, জ্ঞানের সীমাবদ্ধতা এগুলোই..
আসল শিক্ষা, সাফল্য, সফলতা সম্পর্কে আমাদের ভুল জ্ঞান দেয়া হচ্ছে। আমরা হাঁটছি এক পথে যেটা শুধুই কথাকথিত আধুনিক। সুশীল সভ্যতার চর্চা এখানে অনুপস্থিত।
(সাবধান মুসলমানেরা! Your Quran is known as "The Full Code Of Life". Follow it, hug it, Care it and spread it everywhere, Only You will be succeed must...)
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৯
মিঃ এলিয়েন বলেছেন: ভাল লেগেছে।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৬
নাভিলা বলেছেন: সম্ভবত মহা বিজ্ঞানী! হকিং সাহেব এখন অন্যের দ্বারা নিয়ন্ত্রিত!
বিশ্বাস করুন আর না করুন এটাই সত্য!
উনাকে দিয়ে বিজনেস করে নিচ্ছে কতজন!
মহাবিজ্ঞানী একেক সময় একেক কথা বলে!
কি বিজ্ঞানীরে ভাই! মহাশূন্যের সব উদ্ধার করে ফেলল!
কিন্তু, নিজপায়ে কিভাবে হুইল চেয়ার থেকে উঠে দাড়াতে পারবে তা আবিস্কার করতে পারলনা!
নিজমুখে কথাও বলতে পারেনা।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪২
দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: আসলেই সৃষ্টি তত্ত্ব যদি আপনি বিশ্বাসী হন তাহলে অবশ্যই সৃষ্টিকতাকে বিশ্বাস করতেই হবে
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১
মুসাফির নামা বলেছেন: চমৎকার বলেছেন।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০
বাংলার নেতা বলেছেন: কত্ত নিদারুন পুষ্ট
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৩২
নিয়েল হিমু বলেছেন: মহান বিজ্ঞানি স্টিফেন হকিং সম্পর্কে আপনার জ্ঞান থার্ডক্লাস পর্যায়ের ।