নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মস্তিষ্কের বিক্ষিপ্ত ভাবনার বর্ণমালা সমূহ।

খন্দকার সুমন

আমি একজন সাধারণ মানষ। তবে নিজের সাথে কথা বলতে ভাল লাগে। আমার এই সভাবের কারণে, সবাই ভালবেসে আড়ালে আতেল বলে ঢাকেন। আমি নিজেও আতেলদের পছন্দ করি না।

খন্দকার সুমন › বিস্তারিত পোস্টঃ

অভিশপ্ত প্রজন্ম!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩

- আপনি কি সৈনিক?
মাথা ঝকিয়ে হ্যাঁ সূচক উত্তর দিলেন তিনি।
- আপনার অস্ত্র কথায়?
আমার কলমের নিবের শেষ প্রান্তে তাকান তিনি। যেখানে সাদা কাগজের উপর একের পর এক ঘর্ষণের ফলে নির্গত কালি থেকে উৎপন্ন হওয়া স্বর বর্ণ আর ব্যাঞ্জন বর্ণের সংমিশ্রনে তৈরি হওয়া শব্দ গুলোর উপর তাঁর কম্পিত হাত রেখে মাথা উচু করে সূর্য দীপ্ত চোখে তাকালেন। তাঁর সেই ছানিপরা দৃষ্টির তেজস্ক্রিয় ক্ষমতা আমাকে করে চঞ্চল, অস্থির!
- সে এমন এক যুদ্ধের সুচনা, যার অস্ত্রও হল ভাষা! অর্জনও হল ভাষা!
- এখন তো আর সেই যুদ্ধ নেই। রাষ্ট্র ভাষা বাংলা চেয়েছিলেন। সে দাবি তো তারা মেনেই নিল।
- যুদ্ধ শুরু হতে জানে, শেষ হতে জানে না। এ পর্যন্ত পৃথিবীতে হয়ে যাওয়া একটা যুদ্ধও শেষ হয়নি।
- আপনি বলতে চাইছেন, রাষ্ট্র ভাষা বাংলা চাই! সেই যুদ্ধ এখনও শেষ হয়নি?
- জিন্নাহ ঘোষণা দিল উর্দুকে রাষ্ট্র ভাষা করার। আমরা আন্দোলন শুরু করি। যে প্রজন্ম আমাদের সেই অর্জন বা প্রাপ্তিকে উত্তরাধিকার সুত্রে লালন করবে, তা না করে বাংলা ভাষাকে বিকৃত করার উৎসবে মগ্ন। তারা জিন্নাহর চাইতেও ঘৃণিত অপকর্মে লিপ্ত। আর তাই যুদ্ধটা এখনো শেষ হয়নি। আমাদের মাতৃ ভাষা বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে যে সৈনিকেরা তাদের প্রাণ উৎসর্গ করে শহীদ হল। সেই শহীদের অভিশাপে এই প্রজন্ম পাঁচ মিনিট শুদ্ধ বাংলায় কথা বলতে পারে না। তৈরী হবে না শুদ্ধ বাংলায় কোন ভাল সাহিত্য। যে জাতী নিজের ভাষাকে রক্ষা করতে পারে না সেই জাতী কি করে রক্ষা করবে নিজের দেশ মৃত্তিকার সার্বভৌমত্ব। মায়ের ভাষা বিকৃত করার অভিশাপে বর্তমানের রফিক, শফিক, বরকত, সালামেরা নিজের প্রাণ দেয় না, অন্যের প্রাণ নেয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.