![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
ভারত-বাংলাদেশের সবগুলো বর্ডারের দরজা শেষ বারের মত খোলা হল। হিন্দু সম্প্রদায়ের অবশিষ্ট পরিবার গুলো ক্লান্ত পায়ে বাংলাদেশ থেকে বর্ডারের দরজা অতিক্রম করে ভারতে প্রবেশ করছে। মানুষের সেই স্রোতের বিপরীত দিগে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে হরীদাসী। তার চোখের ভাষা আমাদের বুঝতে কষ্ট হয় না। ১৯৪৭ থেকে আজ পর্যন্ত এমন দৃশ্য বহুবার দেখেছি এ আর নতুন কি!
(২)
শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শেষ বিমানটি অপেক্ষা করছে কিছু খৃষ্ঠান পরিবারের জন্য। পরিবার গুলো বিমান বন্দরের রাস্তায় জ্যামে আটকা পরে আছে। বিমানের ক্যাপ্টন বার বার ঘড়ি দেখছে। নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে না পারলে সময় জটে পরে যাওয়ার আশঙ্কা করছে।
(৩)
টেকনাফের নৌবন্দরে শেষ ট্রলারটার ইঞ্জিন এই মাত্র চালু হল। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সকল বৌদ্ধ ধর্মালম্বী ১৭৮৪ সালের ন্যায় আবার তারা তাদের বাংলাদেশের ভিটে বাড়ি ছেড়ে অনিশ্চয়তার পথে নৌকা যাত্রা শুরু করেছে। কিছু নৌকা হয়ত পৌঁছাবে কোন এক তীরে। আবার কিছু নৌকা হারিয়ে যাবে সমুদ্র গহ্বরে।
(৪)
সর্ব শেষ পাঁচটা নাস্তিকের ফাঁসির কার্যক্রম এখনো বাকি। এই কর্মটা শেষ হলেই জেলারের বুকের উপর থেকে একটা বিশাল চাপ কমে যাবে। মানবতা কর্মীদের তৎপরতায় তাদের যেখানে সেখানে কুপিয়ে কতল করা হয় না এখন। তাই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়ার নিয়ম বেশ সৌখিন ভাবে পালিত হচ্ছে।
(৫)
২১ শে বই মেলায় এখন অনেক বেশি মানুষের ঢল! মেলায় নুরানী নামাজ শিক্ষা, সেলিনার গোপন কথা, মোকসেদুল মোমেনীনের ১০০তম সংস্করণ পাওয়া যাচ্ছে। শিশু কিশোরদের বইয়ের দোকান গুলোতে সহজ পদ্ধতিতে আরবী হরফে উর্দু শিক্ষার বই "আও উর্দু সিখে!" এর কাটতি আকাশ চুম্বি। বাংলা একাডেমীর কতৃপক্ষের লোকজন বেশ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছে। কোন প্রকাশনীকে বন্ধ করার কোন চাপ নেই আর তাদের। বাংলা একাডেমীর নাম পরিবর্তনের একটা চিঠিও এসেছে।
(৬)
সিডি-ডিভিডির দোকান গুলোতে হালের প্রসিদ্ধ হিন্দি গানের সুরে হাম-নাত এর এম্পিথ্রি সাথে মাসালা ভিডিও গান ফ্রি পাওয়া যাচ্ছে।
(৭)
পাকিস্তানের লাহোরের মান্সুরাহ-য় একটা লাল টেলিফোন বেজে ওঠে। একজন পাকিস্তানী সেই ফোনটা রিসিভ করে। টেলিফোনের অপর প্রান্ত থেকে শোনা যায়-
- আসালামু আলাইকুম। মোবারক হো! ইস্ট-পাকিস্তান ফেরসে কায়েম হুয়া! ভাই-ভাই ফেরসে এক হোগেয়া!
(৮)
ঢাকার কোন এক মসজিদে জুম্মার নামাজের সময় বোমা বিস্ফোরণ। ১০ জন মুসল্লি নিহত, আহত শতাধিক মুসল্লি।
(৯)
কিছু মুখোশধারী ভদ্রলোক ঢাকার কোন এক স্কুলে ঢুকে স্কুলের শিক্ষক সহ দুই শতাধিক ছাত্র ছাত্রীকে হত্যা করে।
(১০)
বাস স্ট্যান্ডে, খেলার মাঠে, রাস্তার ধারে যেখানে সেখানে মাঝে মাঝেই পরিত্যাক্ত বোমা বিস্ফোরণে দুই-এক জন লোক নিহত হতে থাকে প্রতিদিন।
(১১)
বিধর্মী, কাফের এবং নাস্তিক মুক্ত শত ভাগ মুসলিমের পূর্ব পাকিস্তান এমনি করে সুখে শান্তিতে পৃথিবীর সেরা আদর্শ রাষ্ট্রে পরিণত হতে থাকে।
"পাকিস্তান জিন্দাবাদ"
©somewhere in net ltd.