![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরা আজমপুরে এক সিএনজি অটোরিক্সা চালককে জিজ্ঞেস করলাম,
- যাবেন? খিলক্ষেত ওভার ব্রীজ এর নিচে নামব।
সে হেসে বলল,
- না!
তার পাশে থাকা একজন অপরিচিত লোক নিজ আগ্রহে এগিয়ে এসে বলল,
- আমি যাব।
- কত নিবেন?
- ২৫০ টাকা।
- আপনার গাড়ি কি মার্সিডিজ?
সে তার লাল রঙ্গের গাড়ির লোগো পরিস্কার করে বলল,
- না! মারুতি!
- তাহলে এত ভাড়া চান কেন?
- তাহলে কত দিবেন?
- না! মারুতিতে উঠি না।
- ২০০ টাকা দিয়েন।
আমি বিস্মিত হই দু'টি কারণে।
প্রথমত, এদের কাছে মার্সিডিজ আর মারুতির মাঝে ভাড়ার পার্থক্য ৫০ টাকা।
দ্বিতীয়ত, এরা তিরস্কারের ভাষাও বঝে না।
©somewhere in net ltd.