নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্থার্ক্থা

আমি যততুক সময় অবসর থাকি ততটুক সময় নিজেকে মানুষের কাজে ব্যস্ত রাখতে চাই ।

ক্থার্ক্থা › বিস্তারিত পোস্টঃ

সুইফট সফটওয়্যারকে নতুন ভাবে আবডেট দেয়া হবে

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৮



সফটওয়্যারের নিরাপত্তা ভেঙে বাংলাদেশ ব্যাংকে সাইবার হামলা চালিয়েছিলেন হ্যাকাররা। বৃটিশ প্রতিরক্ষা কনট্রাক্টর এবং নিরাপত্তা প্রতিষ্ঠান বিএই সিস্টেমের গবেষকরা এমন সম্ভাবনার কথাই বলছেন। সারা বিশ্বে ৩ হাজার আর্থিক প্রতিষ্ঠানের মালিকানাধীন কো-অপারেটিভ সুইফট বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করে বলেছেন যে তাদের ক্লায়েন্ট সফটওয়্যারে ম্যালওয়ার টার্গেট করার বিষয়টি তারা অবগত ছিলেন। সুইফটের মুখপাত্র নাতাশা ডেটেরান বলেন এই ধরনের ম্যালওয়ার প্রতিহত করতে একটি সফটওয়্যার আপডেট প্রকাশ করবে সুইফট। এর পাশাপাশি নিরাপত্তা প্রক্রিয়াগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে বিশেষ সতর্কবার্তা পাঠাবে প্রতিষ্ঠানটি। তারা আরও বলেছেন বাংলাদেশ ব্যাংকে নজিরবিহীন সাইবার হামলার ঘটনায় নতুন এ তথ্য সামনে আসায় ইঙ্গিত মিলছে যে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হ্যাকিং হামলার ক্ষেত্রে ধারণার তুলনায় অনেক বেশি অরক্ষিত হয়ে থাকতে পারে। কিছু দুর্বলতা থাকার কারণেই হামলাকারীরা সুইফটের ক্লায়েন্ট সফটওয়্যারে পরিবর্তন করতে পেরেছিল। নাতাশা ডেটেরান রোববার রয়টার্সকে আরো জানান আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারে সহায়তা করার জন্য এবং তাদের স্থানীয় ডাটাবেজ তথ্যে অসঙ্গতি শনাক্ত করার জন্য সফটওয়্যার নতুন ভাবে আপডেট প্রকাশ করবে সুইফট।
সুইফট ব্যবহার করে বিশ্বের বহু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান অর্থের লেনদেন করে থাকেন।
সাইবার নিরাপত্তা ব্যবসার বড় প্রতিষ্ঠান বিএই সিস্টেমের গবেষকরা রয়টার্সকে জানান তারা বাংলাদেশ ব্যাংকে হামলা চালানো হ্যাকারদের ব্যবহার করা ম্যালওয়্যার শনাক্ত করতে পেরেছেন। তারপরই ব্রাসেলসভিত্তিক সুইফট এর তরফ থেকে সফটওয়্যার আপডেটের বার্তা পাওয়া যায়।

তথ্য মানব জমিন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৩

শাহ আজিজ বলেছেন: আসল খবর বলছে বিবির লোকেরাই এর পাসওয়ার্ড সরবরাহ করেছিল । আপনি সুইফটে ঢুকতে পারবেন না কারন এটি একটি স্বতন্ত্র যোগাযোগ ব্যাবস্থা যা ব্যাঙ্কগুলোর মধ্যেই সীমাবদ্ধ । বাইরের কেউ এটাতে ঢুকতে পারেনা এবং সুযোগ নেই। এই টাকা সরাতে আরেকটি ব্যাঙ্কের সিস্টেম ব্যাবহার হয়েছে যা এখনো স্বচ্ছ নয়। সুইফট সম্পর্কে প্রথম জানি ১৯৮৯ সালে, প্রবাসে । এটাতে হ্যাক করা যায়না কারন রেজিস্টার্ড নয় এমন সিস্টেম এই অনলাইনে ঢোকার অ্যাক্সেস নেই। বিবির লোকেরা জড়িত এবং তা ঢাকাতেই ঘটেছে ।

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০০

ক্থার্ক্থা বলেছেন: আসলে ঘটনা হল ভাই এই সফটওয়্যার কাজ যে করেছে মনে হয় চোরদের সাথে তারও হাত আছে ।

২| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯

বিজন রয় বলেছেন: চোরেরা তার সমাধান বের করে নিবেই।

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৮

ক্থার্ক্থা বলেছেন: কত কঠিন তত সহজ কোন না কোন উপায় বের করবেই ।ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.