নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝি বাইয়্যা যাও রে...

কুবের মাঝি-

কুবের মাঝি- › বিস্তারিত পোস্টঃ

চেতনামীন এবং কতিপয় র‍্যাপিস্ট!!!

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৫২

চেতনামীন এবং কতিপয় র‍্যাপিস্ট!!!

দেশের প্রতি ভালোবাসায় প্রত্যেক মানুষ নিজ নিজ দেশকে সাপোর্ট করবে এটা যেমন স্বাভাবিক, তেমনি প্রিয় খেলায় নিজ দেশ ছাড়া অন্য দুটি দেশের খেলা হলেও মানুষ যার যার রুচি এবং সাধ অনুসারে যেকোনো দলকে সাপোর্ট করতেই পারে। এটা সব দেশে সব সংস্কৃতিতেই আছে, এদেশেও ছিলো! গত কয়েকদিন ধরে ফেসবুকে বিভিন্ন গুনীজনের স্ট্যাটাস দেখে বড়ই তাজ্জব হয়ে গেলাম। কেউ ইন্ডিয়া সমর্থন করলে গালি খাচ্ছে অন্যদিকে পাকিস্তান সমর্থন করলে তো একেবারে রাজাকারের সাক্ষাৎ বংশদর হয়ে যাচ্ছে! এরা কেনো নিজেদের পছন্দটা অন্যের উপর জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে! এরা হয়তো চেতনামীনা খাচ্ছে কায়দা করে ফাঁক ফোঁকরে, অথবা নিজের পছন্দের বাইরে কেউ গেলে তাকে জোর করে বলাৎকার করে দিতে চাইছে! ক্যারে ভাই!! তোর পছন্দের দলকে অন্য কাউকে দিয়ে জোর করে কেনো পছন্দ করাবি!! তোর পছন্দের দলের কি এই ধরনের ভীক্ষা মার্কা সমর্থন দরকার!! আমি ফুটবলে Manchester United সমর্থন করি, স্পেন সমুরথন করি, ম্যারাডোনা'র ভক্ত হওয়াতে আর্জেন্টিনা কেও সমর্থন করি, অথচ ক্রিকেট এ ইন্ডিয়া কিংবা পাকিস্তান'র নাম নিলে যেনো চেতনামীন এবং কতিপয় র‍্যাপিস্টদের বালের গোঁড়ার বিচিতে লাথি লাগে!!! আমার মতো অনেক সাধারণ মানুষ আছে যারা খেলাটাকে খেলা হিসেবেই জানে এবং মানে। for those Chetonamiin & Rapist people I would love to say " Oil your own hole & fu*ক yourself!"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.