![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল সন্ধ্যায়, মার্টে ময়দা ও মেয়ের জন্য দুধ কেনার সময় একজন কোরিয়ান বলে উঠল, Hey, where are you from, Sri Lanka? একটু মোটা গোলায় বললাম না, I’m from Bangladesh. আবার বলে উঠলো তুমি এখানে কি কর? বললাম, PhD করছি। তখন বলল, oh! You are elite!
Counter এ টাকা পরিশোধ করতে গিয়ে কোরিয়ান ভাষায় কথা বলায়, বলে উঠলো ওহ তুমি কোরিয়ান বলতে পার। ......... না মানে একটু টুকিটাকি আরকি।
হঠাৎ করে বলে উঠলো, তোমার দেশ কেমন।
আমি বললাম nice.
আবার বলা শুরু করল,
ওহ তাই! আমি ৫০টার মতো দেশ ভ্রমন করেছি। পেশাই হাই স্কুল শিক্ষক, প্রতি বছর শীতের ছুটিতে বিভিন্ন দেশে বেড়াতে যায়। এর আগে ভারত, Sri Lanka, নেপাল সহ তোমার পাশের দেশগুলো ভ্রমন করেছি। এখন তোমার দেশ, বাংলাদেশে যেতে যায়।
আমি বললাম, তা ভালোতো, অনেক কিছু দেখার আছে, তুমি বৃহত্তম সমুদ্র সৈকতে যেতে পারবে, সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার, হরিণ ছাড়াও আরও অনেক কিছু দেখতে পারবে।
তখন শিক্ষক জিজ্ঞাসা করলেন, বাংলাদেশ বিপদজনক কিনা? আমি বললাম, বিপদ কিসের আমার দেশের মানুষ অনেক ভালো, ভয় নাই। আমাকে জিজ্ঞাসা করল, তুমি কবে দেশে যাবা? বললাম পরবর্তী বছর। পক্ষান্তরে, আমিও জিজ্ঞাসা করলাম তুমি কবে যাবে? বলল, ২০১৪, ৮ জানুয়ারি। .........................................................।। তখন আমার কিছু বলার নাই, ভাবছিলাম কি বলবো। কিছুক্ষণ সময় নিয়ে আমার মোটা গলা একটু নরম করে বললাম, political situation is not good for election, এখন যেও না পরের ছুটিতে যেও। email id দিয়া বললাম যাওয়ার আগে যোগাযোগ করো সাহায্য করব।
হায়রে আমার দেশ! সাহস করে বলতে পারলাম না, কোন বিপদ নেই, নেই কোন চিন্তা, তুমি নির্দ্বিধাই ঘুরে আসতে পার।
ক্ষমা করে দিও আমার প্রিয় জন্মভূমি “সোনার বাংলাদেশ”।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮
কলাবাগান১ বলেছেন: হায়রে আমার দেশ! সাহস করে বলতে পারলাম না, কোন বিপদ নেই, নেই কোন চিন্তা, তুমি নির্দ্বিধাই ঘুরে আসতে পার।
ক্ষমা করে দিও আমার প্রিয় জন্মভূমি “সোনার বাংলাদেশ”।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪২
সাইফুল আজীম বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
এন ইউ এমিল বলেছেন: এ লজ্জা শুধু আপনার না জাতির,
কিছু বেজন্মাদের জন্য আমরা আজ আন্তর্জাতিক অঙ্গনে অপমানিত