![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর লেখা এই বইটি নানান দৃষ্টিকোণ থেকে পড়ে আমি অনুধাবন করলাম এ থেকে অসাধারণ ফিল্ম তৈরী করা সম্ভব।গুরু বেচে থাকলে অবশ্যই এ নিয়ে ফিল্ম তৈরী করতেন। মানুষের ইচ্ছার জোর মানুষকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে।হয়তো গুরুর পথের পাঁচালীরর মতোন নিও রিয়েলিজম এ নিতে পারবো না কিন্তু এই অসম্পূর্ণ কাজটি আমার জন্যই তৈরী। ২০১২ এর দিকের কথা,ভ্রমন কাহিনীকেন্দ্রিক বইগুলো বেশী পড়ি।সেদিন লাইব্রেরীতে ঢু মারতেই চোখের সামনে বইটি পড়ে, বিভু ব্যানার্জীর লেখা দেখেই উত্তেজনা আরো বেড়ে যায়।যথারীতি বইটি কিনে নেই।কিন্তু প্রথম যখন পুরো বইটি পড়লাম কিছু সময়ের জন্য স্থির হয়ে যাই। কি পড়লাম আমি! এতো বাস্তব, মনে হচ্ছিলো আমার সাথে ঘটনাগুলো ঘটছে,আর দেরী নয় শুরু করলাম ফিল্ম নিয়ে পড়াশোনা,কিন্তু হঠ্যাত মনে হলো যদি এ নিয়ে কোনো ফিল্ম হয়ে থাকে তাহলে সব চেষ্টা ভেস্তে। অনলাইন ঘাটাঘাটি শুরু করলাম কিন্তু না এ নিয়ে কোনো ফিল্ম নেই, মনে যেন শান্তি ফিরে পেলাম।নতুনভাবে বইটিকে আবার পড়া শুরু করি,মনে হলো একে নানানভাবে উপস্থাপন করা সম্ভব। এরপর শুরু হলো অনলাইনে ফিল্ম নিয়ে পড়াশোনা,বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর ফিল্ম স্টাডিজ এর রেফারেন্স গুলো পড়ে আরেকটু ক্লিয়ার আইডিয়া পেলাম।এদিকে আমাদের সামু ব্লগের সহৃদয়বান বড় ভাইদের ফিল্ম নিয়ে নানান লেখা পড়ে আরো কিছু জানতে পারি,মোটের উপর এই বইটি আমার জন্যই এবং এ নিয়েই আমার ফিল্ম জগতে যাত্রা শুরু হবে।
"নির্মানাধীন ফিল্ম নিয়ে যে সম্পূর্ণ কল্পনা করতে পারে সেই প্রকৃত পরিচালক -সত্যজিত রায়।
গুরুর এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত।আমাদের দেশে এই সেক্টরের মানুষগুলো কাউকে সাহায্য করতে চায় না,এর কারণ হচ্ছে নিজের পেটে লাথি দিতে চায় বলুন। ব্লগে কম লেখালেখি করি,তাই হয়তো নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারিনি। একটি ফিল্মের ৫০% নির্ভর করে স্ক্রীপ্ট এর উপর।স্ক্রীপ্ট হিট তো ফিল্ম হিট। নিজের ক্ষুদ্র মস্তিষ্কে যতটুকু জেনেছি তার ভিত্তিতেই বলছি,সামনের পোস্টে আপনাদের স্ক্রীপ্ট রাইটিং সম্পর্কে বিশদ ধারনা নিয়ে হাজির হবো। আজ এই পর্যন্তই।
(একটু উত্তেজনায় ছিলাম তাই সুন্দর করে লেখতে পারিনি,ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন)
©somewhere in net ltd.