নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিত্য নতুন স্বপ্ন দেখি,দূর থেকে তাই আড়াল করি।

কুশল রাজ রায়

আপনারে লয়ে বিব্রত রহিতে\nআসে নাই কেহ অবনি পরে\nসকলের তরে সকলে আমরা\nপ্রত্যেকে আমরা পরের তরে।\n\nএই আমার পরিচয়, আমার নীতি।\nফেইসবুকঃ- www.facebook.com/kushal.raj120

কুশল রাজ রায় › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওয়া দুইটি চিঠি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউ,পর্যটন কেন্দ্র

হিসেবে পরিচিত এই অঞ্চলেই পরিচিত

হয়েছিলো স্যামন ও ভ্যারোনিকা। সদ্য বিবাহ

বিচ্ছেদের শোক ভুলতে আসা ভ্যারোনিকার

প্রেমে পড়ে যায় তার থেকে সাত বছরের কনিষ্ঠ

স্যামন,কিন্তু তা আর বলা হয়ে উঠেনি।কিছুদিন পর অবকাশ

শেষে তারা নিজ নিজ দেশে ফিরে যায়। তার প্রায় ১০

বছর পর ভ্যারোনিকার কাছে একটি চিঠি আসে,





পত্র নংঃ-১



তারিখঃ১৩ফেব্রুয়ারী,১৯৯৩।



প্রিয় ভ্যারোনিকা,



আমি জানতাম না পৃথিবীর কোনো এক পথে তোমার

সাথে পরিচয় হবে,এও জানতাম না ,তুমি-ই হবে আমার স্বপ্ন

রাজ্যের রাজকন্যা।কিন্তু বিধাতার কি নির্মম বিধান,এই

দূরারোগ্য রোগ আমাকে তোমার থেকে অনেক

দূরে ঠেলে দিচ্ছে,মনে আছে দমন ও দিউ এ কাটানো সেই

দিনগুলোর কথা,তুমি মাতাল স্বামীর সাথে বিবাহ

বিচ্ছেদ করে একটু শান্তির আশায় এই সমুদ্র

তীরে এসেছিলে,আর আমি বড়লোক পিতার একমাত্র ভ্রমন

প্রিয় পুত্র, আমিও নির্বোধ, বয়সে ৭ বছরের বড় তোমার

প্রেমে পড়েছিলাম,আজ সবই অতীত ।

আমি জানিনা চিঠিটা তোমার

হাতে পড়বে কিনা,কিন্তু সেই ভ্রমণ থেকে ফেরার

আগে রেস্ট হাউসের পরিচয় খাতা থেকে তোমার

ঠিকানা নিয়েছিলাম । আজ ও আমার সেই দিনগুলোর

কথা মনে পড়ে,তোমার হাসি,চকলেট চুরি,বীচের

ধারে দৌড়াদৌড়ি। আমি জানি তুমি ও আমার

প্রেমে পড়েছিলে কিন্তু সেই মুহূর্তে তোমার

পক্ষে প্রকাশ করা সম্ভব হয়নি । তুমি কেমন আছো খুব

জানতে ইচ্ছে হয় , খুব ইচ্ছে হয় তোমার কাছে যায়, তোমায়

স্পর্শ করি কিন্তু কী করে বলো ? হয়তো পৃথিবীর বুকে আর

বেশীদিন থাকবো না , শেষ মুহূর্তে তোমার কাছে একটাই

চাওয়া আমার এই পত্রের একটি উত্তর আমায় দিও।তোমার

প্রতি শুভ কামনা ,ভালো থেকো।





ইতি

স্যামন উইলিয়াম।

ব্রিমেন,জার্মান।





চিঠি পাঠানোর ঠিক পরের দিন মারা যায় স্যামন ।

স্যামনের মৃত্যুর প্রথম বার্ষিকীর দিন তার

নামে একটি চিঠি আসে সূদূর ম্যানিলা থেকে।

পত্রটি খুলে পড়তে শুরু করেন স্যামনের পিতা,



পত্র নংঃ-২



তারিখঃ১২ ফেব্রুয়ারী,১৯৯৪





প্রিয় স্যামন,



তোমার পত্র দেখে চোখের কোনে আনন্দের অশ্রু

জমা হয়েছে ,আমি অনেক দুঃখিত তোমার পত্রের উত্তর

দিতে আমার এক বছর সময় লেগেছে,কিন্তু দমন ও দিউ

থাকাবস্থায় আমি বুঝতে পারিনি আমি তোমার

প্রতি কতটুকু দূর্বল ছিলাম কিন্তু এখানে এসে প্রথম

বুঝতে পারি,অনেক কিছু করেছি তোমায় ভুলতে কিন্তু

পারিনি, তারপর পা বাড়াই নেশার জগতে,খারাপ

সঙ্গে মিশে অনেক কিছুই হয়ে যায় আমার সাথে,এক সময়

আমি কোমায় চলে যাই আমার মায়ের পরিচর্যায়

কয়েকদিন হলো সুস্থ হয়েছি,কিন্তু তোমার ক্যান্সারের

কথা শুনে, বুকের ভিতর অজানা ব্যাথা বার বার আঘাত

করছে,কিন্তু কি করব আমি ,অনেক ভালোবাসি তোমায়,

সেদিন একটি বারের জন্য মুখ ফুটে বলতে পারিনি।

আমি ঠিক করেছি,জীবনের বাকি সময় এই 'দমন ও দিউ' এর

সেই ছোট্ট কক্ষে কাটিয়ে দিবো তোমার

স্মৃতি নিয়ে ,যদি পারো তুমি ও চলে এসো।





ইতি

ভ্যারোনিকা সিলভা

ম্যানিলা,ফিলিপাইন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.