নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিত্য নতুন স্বপ্ন দেখি,দূর থেকে তাই আড়াল করি।

কুশল রাজ রায়

আপনারে লয়ে বিব্রত রহিতে\nআসে নাই কেহ অবনি পরে\nসকলের তরে সকলে আমরা\nপ্রত্যেকে আমরা পরের তরে।\n\nএই আমার পরিচয়, আমার নীতি।\nফেইসবুকঃ- www.facebook.com/kushal.raj120

কুশল রাজ রায় › বিস্তারিত পোস্টঃ

হযবরল-বাচতে হলে জানতে হবে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

ভাইজান পাঁচশ দিলে দুই বোতল মারবো, রেট বাড়ান। -জনৈক মহান ছাগল। বেশ কয়েকদিন নিউজফিড ভরে উঠেছিলো পেট্রোল বোমার খবরে। এক খানা কাচের বোতলে পেট্রোল ভরিলেই তাহা পেট্রোল বোমা, খুবই সহজ পদ্ধতি। দলীয় নেতাদের মনে আমাকে মানুষ হত্যা করে দেখাতেই হবে আমি বিশাল ক্ষমতাধর। আমরা আমজনতার মতোন এতো অতি বুদ্ধিমান প্রানী পৃথিবীর বুকে দ্বিতীয়টি আছে বলে মনে হয় না, ফলাফল গলায় দড়ি। আমরা নিজেরা নিজেদেরকে হত্যা করি এবং আনন্দে মেতে উঠি। প্রতিটি সরকারী মেডিকেল কলেজের বার্ণ ইউনিট ঘুরে আসলে রিয়েল হ্যালোয়েন এর স্বাদ পেয়ে যাবেন গ্যারান্টি দিতে পারি।

কোনো এক বিশিষ্ট রাজনীতিবিদ এক জনসভায় বলেছিলেন, "আপনারা সবাই গরু, ছাগল, ভেড়া, মহিষ.........."

এই লাইনটি বলার দুইমিনিট পরে বলেছিলেন, "…..পালন করবেন "
সত্যিকার অর্থেই নেতার প্রথম লাইনটি আমাদের আমজনতার জন্য প্রযোজ্য।

প্রতিদিন কোনো না কোনো মায়ের বুক খালি হচ্ছে, আমরামরছি আরেক প্রজাতি আনন্দ পাচ্ছে, এক ঘরে আশার প্রদীপ নিভছে সাথে সমানুপাতিক হারে মদের দোকানে খরিদদার বাড়ছে। যে ছেলেটা জীবিকার উদ্দেশ্যে যশোর থেকে রাজধানী শহর ঢাকায় এসেছিলো সে কি এমন ভালো কাজ করেছিল যে তাকে পেট্রোল বোমার পুড়ে মৃত্যুবরণ করতে হলো।এদেশের বুদ্ধিবেশ্যা সুশীলরা একে বিছিন্ন ঘটনা বলেই ছেড়ে দিবে। আর তা নিয়েই শুরু হবে টকমারানীর টকশো বরাবরের মতোই আসিফ নজরুল থাকবেন, মিঃ ফিফটি-ফিফটি পার্সেন্ট।

আমাদের অনলাইন নিউজপোর্টাল অনন্য অসাধারণ সংবাদ প্রকাশ করে জাতিকে করেছে ধন্য, এক পর্ণস্টার নারীর শরীরের কাপড় হারিয়ে গিয়েছে তা লিখতে যেনো দেশীও সাংবাদিকেরা জৈবিক আনন্দ খুঁজে পান এদিকে ট্রলার ডুবিতে মৃতের সংখ্যা শতকে পৌঁছেছে উনাদের কাছে এটি অতি মামুলি ব্যাপার।

বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীদের অবস্থা হয়েছে "খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল করলো এঁড়ে গরু কিনে "এর মতোন। দিনে দিনে হারাচ্ছে নিজেদের দলীয় ঐক্য, অদূর ভবিষ্যৎ নিতান্তঈ অনিশ্চিত।

আমরা এমন জাতি ভাষার জন্য যেমন জীবন দিতে পারি তেমনি পেট্রোল বোমায় পুড়েও মরতে পারি আমরাই বীরবাঙ্গালি, স্বাধীনচেতা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

আমি বন্দি বলেছেন: সহমত । ভালো বলেছেন ।

২| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৬

কুশল রাজ রায় বলেছেন: ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.