![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এদেশে আছে প্রতিটি মোরে একটি চায়ের টঙ
গল্প গানে আড্ডা সারা পৃথিবীর মাতব্বর।
কখনো কখনো আড্ডা জমে এলাকার গুণগানে
ক্ষনিকে ক্ষনিকে তা চলে যায় আরব্য উপখ্যানে।
দেশ চলেছে উটের পিঠে যত মাথাব্যাথা সে টঙে
ঘুণ ধরেছে দেশের মাথায় বলে গুণী চুমুক টানে।
সারাদেশে ধর্ষণ, খুণখারাপি, রাহাজানি আরোও কত কি জানি?
বলছেন মশাই , আইন উঠেছে মইয়ের আগায় আর মুড়লের মুখে বাণী।
কনডেন্স মিল্ক কি দিয়েছো ড্যানিস নাকি স্টারশীপ,
চিনি অল্প কমিয়ে চাচা আছে সুগারের বাতিক।
কি দিয়েছো চিনি মুখে লাগে পানি বাজেট হয়েছে কি পাশ
চিনির মূল্য কমাবো এবার দিতে লাগে দিবো লাশ।
শুনেছেন ভাই ভেঙেছে সেতু কোলকাতা শহরে
কবে ভাঙে আমাদের এ খানা যন্ত্রনায় বাঁচিনে।
কত ইতিহাস হয়েছে পাতিহাঁস নেই আদি অন্ত
এ আমাদের চায়ের টঙের ক্ষুদ্র ইতিবৃত্ত ।
২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭
কুশল রাজ রায় বলেছেন: ধন্যবাদ দাদা।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বেশ বেশ বলেছেন অবশেষ। চা এর টঙ এর ইতিবৃত্ত।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৫
কুশল রাজ রায় বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন,, সফলতা কামনা করি,,,
১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২০
কুশল রাজ রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যেও শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৮
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++++