![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সঠিক পথ দেখানোর আগে দয়া করে কোরআনের এই আয়াতগুলো পড়ে নেন।
এই আয়াতগুলো পড়েই আমি এখন কিংকর্তব্যবিমূঢ়।
সূরা নিসা: আয়াত ৭১-৭৭
২| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:১০
এস্কিমো বলেছেন: (4:71)
হে ঈমানদারগণ! নিজেদের অস্ত্র তুলে নাও এবং পৃথক পৃথক সৈন্যদলে কিংবা সমবেতভাবে বেরিয়ে পড়।
(4:72)
আর তোমাদের মধ্যে এমনও কেউ কেউ রয়েছে, যারা অবশ্য বিলম্ব করবে এবং তোমাদের উপর কোন বিপদ উপস্থিত হলে বলবে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে, আমি তাদের সাথে যাইনি।
(4:73)
পক্ষান্তরে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোন অনুগ্রহ আসলে তারা এমন ভাবে বলতে শুরু করবে যেন তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে কোন মিত্রতাই ছিল না। (বলবে) হায়, আমি যদি তাদের সাথে থাকতাম, তাহলে আমি ও যে সফলতা লাভ করতাম।
(4:74)
কাজেই আল্লাহর কাছে যারা পার্থিব জীবনকে আখেরাতের পরিবর্তে বিক্রি করে দেয় তাদের জেহাদ করাই কর্তব্য। বস্তুতঃ যারা আল্লাহর রাহে লড়াই করে এবং অতঃপর মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে, আমি তাদেরকে মহাপুণ্য দান করব।
(4:75)
আর তোমাদের কি হল যে, তেমারা আল্লাহর রাহে লড়াই করছ না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে, যারা বলে, হে আমাদের পালনকর্তা! আমাদিগকে এই জনপদ থেকে নিষ্কৃতি দান কর; এখানকার অধিবাসীরা যে, অত্যাচারী! আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য পক্ষালম্বনকারী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও।
(4:76)
যারা ঈমানদার তারা যে, জেহাদ করে আল্লাহর রাহেই। পক্ষান্তরে যারা কাফের তারা লড়াই করে শয়তানের পক্ষে সুতরাং তোমরা জেহাদ করতে থাক শয়তানের পক্ষালম্বনকারীদের বিরুদ্ধে, (দেখবে) শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল।
(4:77)
তুমি কি সেসব লোককে দেখনি, যাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল যে, তোমরা নিজেদের হাতকে সংযত রাখ, নামায কায়েম কর এবং যাকাত দিতে থাক? অতঃপর যখন তাদের প্রতি জেহাদের নির্দেশ দেয়া হল, তৎক্ষণাৎ তাদের মধ্যে একদল লোক মানুষকে ভয় করতে আরম্ভ করল, যেমন করে ভয় করা হয় আল্লাহকে। এমন কি তার চেয়েও অধিক ভয়। আর বলতে লাগল, হায় পালনকর্তা, কেন আমাদের উপর যুদ্ধ ফরজ করলে! আমাদেরকে কেন আরও কিছুকাল অবকাশ দান করলে না। ( হে রসূল) তাদেরকে বলে দিন, পার্থিব ফায়দা সীমিত। আর আখেরাত পরহেযগারদের জন্য উত্তম। আর তোমাদের অধিকার একটি সূতা পরিমান ও খর্ব করা হবে না।
৩| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:৪৭
কুষ্টিয়ারশুভ বলেছেন: অনেক ধন্যবাদ এস্কিমো ভাই।
আমি সত্যিই জিহাদ নিয়ে কিংকর্তব্যবিমূঢ়।
কেউ কি আমাকে আল্লাহর পথে জিহাদের সঠিক পথ বলে দেবেন?
আমি তাবলীগপন্থী এক আলেমের কাছে জানতে চেয়েছি, উনি বলেছেন, "আপাতত ৩ দিন করে সময় লাগাতে থাকো"।
জামাতপন্থী এক আলেমের কাছে জানতে চেয়েছি, উনি বলেছেন, "আপাতত পড়াশুনা শেষ কর। কর্মজীবনে জামাতে ঢুকে দ্বীনের খেদমত করবে" (অবশ্য তিনি আমাকে ছাত্রজীবনে শিবিরে ঢুকতে বলেন নাই।) আমিতো confused. যার কাছেই যাই, সবাই নিজের দলে টানতে চায়...
৪| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:৫৬
দিশার বলেছেন: ভাই এগুলা কি সব দুষ্ট আয়াত দেন, ইসলাম শান্তির ধর্ম, খালি শান্তি আর শান্তি .দেখেন না সরিয়াহ আইন এর দেশ গুলাও কত শান্তি ? সুদান, মালি,আফগানিস্তান, পাকিস্তান ..শান্তির সুবাতাস বয়ে যাচ্ছে
০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:১৩
কুষ্টিয়ারশুভ বলেছেন: আয়াতকে কৌতুক করেও (বা ironically) "দুষ্ট আয়াত" বলা অন্যায়।
এ তাঁরই বাণী যাঁর হাতে আমার-আপনার সবার প্রাণ।
আপনার গায়ে টিউমার হলে তা অপারেশন করা কখনোই শান্তিবিরোধী কাজ হবে না।
ধন্যবাদ।
৫| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:২১
খইকাঁটা বলেছেন:
আপনাকে কোন মানুষ পথ দেখাবে কেন, আল্লাহইতো দেখিয়েছেন। সমাধান কুরআনেই আছে, এর চাইতে স্পষ্ট আর কি আশা করছেন। রাসুলতো আর আসবেন না। ইশা নবীর নেতৃত্বের আশায় হাত পা গুটিয়া থাকার অর্ডারতো করেন নাই আল্লাহ। আমরা আমাদের চেষ্টা করব। আল্লাহতো কথা দিয়েছেনই সাফল্য তিনি দেবেন।
০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:৩৯
কুষ্টিয়ারশুভ বলেছেন: কিন্তু আমি যতদূর জানি, সংঘবদ্ধতা ছাড়া "ইসলাম" অসম্ভব। আর একলা ব্যক্তিকে শয়তান ঐভাবে দখল করে যেভাবে হিংস্র নেকড়ে দলছাড়া ভেড়া/বকরীকে আক্রমণ করে।(according to Hadith)
কিন্তু কার সাথে কীভাবে আমি সংঘবদ্ধ হবো, এখানেই আমি কিংকর্তব্যবিমূঢ়।
৬| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:২৭
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই আপনি এই বিষয়ে ইসলামী চিন্তাবিদ ইউসুফ এষ্টেসের ভিডিও(৩ পর্ব) ইউটিউবে দেখতে পারেন;
http://www.youtube.com/watch?v=KVTUSPvoGb4
পবিত্র কোরআনে কিছু আয়াতে সরাসরি সিদ্ধান্ত নেওয়া যায়। আর বাকী ক্ষেত্রে একাধিক আয়াত বিবেচনা করে সিদ্ধান্তে আসে। আপনি সুরা নিসার যে আয়াতের কথা বললেন সেটা বিশষ সময় উপস্থিত হলে। যেমন সুমুদ্রের সাইক্লোন আসলে মানুষ কিভাবে আত্নরক্ষার উপায় নেয়? আর স্বাভাবিক সময়ে সুমুদ্রের উপকূলের বাসিন্দা কিভাবে চলে? কোরআনেও একই ভাবে বিভিন্ন ক্ষেত্রে সময় ও পরিস্থিতির কথা বলা আছে।
আশা করি উপরোক্ত ভিডিও দেখলে আপনার জিহাদ সমন্ধে ধারণা পরিস্কার হবে।
০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:৩৫
কুষ্টিয়ারশুভ বলেছেন:
৭| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:৩৪
মেলবোর্ন বলেছেন: জিহাদ নিয়ে এই পোস্ট টা দেখুন আশা করি সঠিক উত্তর পাবেন
জেনে নিনঃ জিহাদ কি এবং কেন?
Click This Link
আর সুরা নিসার আয়াত ৭৫ এই(4:75) তো বলা হয়েছে
"আর তোমাদের কি হল যে, তেমারা আল্লাহর রাহে লড়াই করছ না দুর্বল সেই পুরুষ, নারী ও শিশুদের পক্ষে, "
তার মানে যারা নারী শিশু ও দুর্বল শ্রেনির মানুষের জন্য প্রতিরোধ করবে তারাই তো সঠিক পথে তাই না যেমন ছিলেন আমাদের পুবপুরুষেরা ৭১এ আমাদের মা বোন দের বাচাতে নিজের জানের মায়া না করে প্রতিরোধ করেছিলেন, যুদ্ধে যোগ দিয়েছিলেন।
০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:২৯
কুষ্টিয়ারশুভ বলেছেন: আপনার দেয়া লিংক পড়লাম।
অনেক ভাল লেখা। ধন্যবাদ।
(y)
৮| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:৩৯
অনিক্স বলেছেন: (4:77)
tumi ki sesob lok k dakhoni, jader k nirdesh deya hoyesilo j, tomra nijeder haat k songjoto rakho, namaj kayem koro o jakat dite thako? otoporo jokkhon tader proti jihader nirdesh deya holo, totkhonat tader moddhe ekdol lok manush k voy korte aromvo korlo, jemon kore voy kora hoy ALLAH k. emonki tar cheo odhik voy. r bolte laglo, hay palonkorta, keno amader upor juddho foroz korle! keno amader aro kisukal obokash dan korle na!
(hey Rasul) tader k bole din, parthib fayda simito. r akhirat porhejgarder jonno uttom. r tomader odhikar ekti sutar poriman o khorbo hobe na.
amrai sei sadharon manush jara ALLAH k voy pabar cheo manush k voy pai. tara ALLAHr pothe ase vebe tader oporadh dekhte paina. protibad korte voy pai. protibadkari der upor bipod asle vabi vaggis oder sathe jaini.
vai, apnar kono dikei jawar dorkar nai. porasuna korun, nijeke o pariparshik k janun, namaj porun zakat din. nijer bibek o ALLAHr kase poriskar thakun. emon kisu kokhono korben na jaate nijer kasei lojja pete hoy.
valo thakben.
০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:৪২
কুষ্টিয়ারশুভ বলেছেন: কিন্তু আমি যতদূর জানি, সংঘবদ্ধতা ছাড়া "ইসলাম" অসম্ভব। আর একলা ব্যক্তিকে শয়তান ঐভাবে দখল করে যেভাবে হিংস্র নেকড়ে দলছাড়া ভেড়া/বকরীকে আক্রমণ করে।(according to Hadith)
কিন্তু কার সাথে কীভাবে আমি সংঘবদ্ধ হবো, এখানেই আমি কিংকর্তব্যবিমূঢ।
৯| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:৫৮
পৈতাল বলেছেন: আপনি সংঘবদ্ধ তখনই হবেন যখন মসলমান মসলমানের মত হবে।
১০| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
খইকাঁটা বলেছেন: লেখক বলেছেন: কিন্তু আমি যতদূর জানি, সংঘবদ্ধতা ছাড়া "ইসলাম" অসম্ভব। আর একলা ব্যক্তিকে শয়তান ঐভাবে দখল করে যেভাবে হিংস্র নেকড়ে দলছাড়া ভেড়া/বকরীকে আক্রমণ করে।(according to Hadith)
কিন্তু কার সাথে কীভাবে আমি সংঘবদ্ধ হবো, এখানেই আমি কিংকর্তব্যবিমূঢ়।
ভাল বলেছেন। সঠিক ইসলামী নিয়মাদি মেনে এই মুহুর্তে কোন দলই বাংলাদেশে রাজনীতি করছে না, এটা আমি বিশ্বাস করি। আমরা এমন কোন দল করতে পারি যারা সুযোগ থাকলে নিজেদেরকে ইসলামী আইনে পরিচালন করবে বলে কথা দিতে পারে। যে দলে নির্দিষ্ট পরিবার রাজত্বের পায়তারা করে না। যেখানে আপনার কথা বা সিদ্ধান্তের মূল্যায়ন হবে। যদি দলে কোন সমস্যা থেকেও থাকে সে'জায়গাগুলো শুধরে দেন। যেহেতু আপনার সিদ্ধান্ত এখানে গৃহীত হবে। ভুলগুলোর সমালোচনা যদি সঠিক হয় তবে আপনি অবশ্যই দলটি সঠিক দিকে নিয়ে যেতে পারবেন। এবার আপনি ভাবুন সমাধান পেলে আমাকেও দাওয়াত দেবেন। ইনশাল্লাহ আছি আমি আপনার সাথে।
১১| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২
দুরন্ত সাহসী বলেছেন: সুরা নিসা
আয়াত ৯৩
-যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমান হত্যা করে তার শাস্তি হাজান্নাম,তাতেই সে চিরকাল থাকবে।আল্লাহ তার প্রতি ক্রদ্ধ হয়েছেন,তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন।
১২| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৩
কসমিক রোহান বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:০৫
কুষ্টিয়ারশুভ বলেছেন: ছবিতে সূরা নিসার ৭১-৭৭নং আয়াতের বাংলা অর্থ দেয়া হয়েছে। পড়তে না পারলে Ctrl++ চেপে দেখতে পারেন( আমার মত কম্পিউটারে আনকোরা অনেকেই ইদানিং ব্লগ পড়ছেন। তাঁদের জন্য টিপস)
তারপরও পড়তে না পারলে, sorry ভাই!