নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নঞচ

লা অ্যালবাট্রস

নঞচ

লা অ্যালবাট্রস › বিস্তারিত পোস্টঃ

চেতনার পুরাণতত্ত্ব

১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০০



মানুষ সামাজিক জীব। পিপড়া, মৌমাছি বা শিম্পাঞ্জিও তাই। পার্থক্য হল, মানুষের সোশ্যাল স্ট্রাকচারটা অনেক বেশি কমপ্লেক্স, আর আকারেআকৃতিতেও অনেক বেশি বড়ো। কিভাবে এতবড় একটা স্ট্রাকচার মেইনটেইন করা হয়?? মিথ। শুধুমাত্র বায়োলজিক্যাল রিলেশন দিয়ে কোটি কোটি মানুষকে একসাথে রাখা সম্ভব না। এর জন্য দরকার হয় মিথ। মিথগুলোকে যদি লজিক্যালি অ্যানালাইসিস করা হয়, খুবই হাস্যকর, ঠুনকো কিছু ব্যাপার। কিন্তু ওগুলোই যখন কোটিকোটি মানুষ কালেক্টিভলি বিলিভ করা শুরু করে, তখন সেগুলোই হয়ে ওঠে বিস্ফোরক।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে দশকোটি মানুষ দু'দলে ভাগ হয়ে সরাসরি যুদ্ধে নামে। এদের সাথে নানাভাবে সাপোর্টিং হিসেবে ছিলো আরো অন্তত পঞ্চাশ কোটি। কি ভয়ানক একটা যুদ্ধ! কেউ এই যুদ্ধের বিপক্ষে একটা কথা পর্যন্ত বলেনি। সবাই ব্যস্ত ছিলো যার যার ন্যাশনালিস্ট মিথকে আরো বেশি করে ছড়িয়ে দেবার জন্য। বার্ট্রাণ্ড রাসেলের মত কেউ কেউ যুদ্ধের বিপক্ষে চেচালেন। তাদেরকে পুরে দেয়া হল গরাদে। দলছুটদের কোনো স্থান সমাজে নেই। বেচে থাকতে হলে আপনাকে অবশ্যই প্রচলিত মিথে আস্থা রাখতে হবে।

এইসব মিথগুলো সময়ের সাথে সাথে বদলে যায়। পাকিস্তান আমলে আমাদেরকে ইসলামী জাতীয়তাবাদের দীক্ষা দেয়া হয়েছিল। গঠন করা হল 'ইসলামিক রিপাবলিক' আর খোদ রাজধানীর নাম দেয়া হল ইসলামাবাদ। বেশ চলছিল....কালেক্টিভ মিথ।

এখন চলছে চেতনার যুগ। বইপুস্তক, রাস্তাঘাট, স্কুলকলেজ-বিশ্ববিদ্যালয়, শহর-নগর-বন্দর সবকিছুর চেতনায়ন চলছে। চেতনায়ন চলছে ব্লগারের প্রোফাইলেরও, অনুমতিসহ, কিংবা বিনা অনুমতিতে। দেয়ালে দেয়ালে রঙিন পোস্টার, সৌধসমূহে পুষ্পের স্তবক আর সমবেত সংগীতের ঘোর লাগানো সুর......বেশ লাগে আমার!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭

উৎপল চক্রবর্ত্তী বলেছেন: ম্যান ইজ আ পলিটিক্যাল এনিম্যাল -এরিস্টটল ।

১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

লা অ্যালবাট্রস বলেছেন: পলিটিক্যাল এণ্ড মিথ মেকার! :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.