![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনারে করি সখা...
সেদিন , কাঁক ভেজা রুটির মত নরম তুলতুলে
তোমার হাতে, সাধ ছিলো-
মেহেদী রাঙ্গাবো,
তখন আমার অনিষ্ট প্রহর!
কারূপল্লীর কারিগরদের টাটকা টাকায়
বখশিষ দিয়ে বানাবো আকাশ রঙের বেনারশী;
কর্পূরের উৎকট গন্ধে ছাই হয়েছে মাটি!
আকাশের নীলিমায় ঘন ধূসর
রঙ্গের মেঘে উড়ে যায়, হলুদ বকপক্ষী।
ঠোঁটে ধরে লাল-কালো-নীল অভিশপ্ত অভিশাপ
আসমানী বাণীতেও যাদের ক্ষয়হীন, অনন্ত যৌবন।
সেদিন, মাতৃভূমির সবুজ-লালের নির্লোভ প্রেমে
অষ্টে-পৃষ্টে বেঁধে দেবো তোমার শ্যামলিমায়
ভরা জোছনার কোলে; আশা ছিলো।
সেদিন, আমার সুখের দিন! উঁই ঢিবির মত
উর্বর বুক জমিনে বাসন্তী হাওয়ারা অপেক্ষায়..
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
বিজন রয় বলেছেন: নাকি যমীন বলে অন্য কেন শব্দ আছে, আমার ঠিক জানা নেই।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭
বিজন রয় বলেছেন: আরো অনেক বানান ভুল আছে ঠিক করে দিন প্লিজ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২
লাবিবের পাতা বলেছেন: ধন্যবাদ ভাইয়্যা, ভালো লাগল, ভুল ধরিয়ে দেয়ার জন্যে।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম আর শেষটুকু দুর্দান্ত লিখেছেন।
+
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩১
লাবিবের পাতা বলেছেন: ধন্যবাদ ভাইয়্যা
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
বিজন রয় বলেছেন: ভাল লাগল।
+++
তোমার বুক যমীনের তরে বাসন্তী হাওয়ারা অপেক্ষায়
জমিন হবে।