![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনারে করি সখা...
প্রান্তকী; তোমার উর্বশী জমিনে
ফসল ফলাবার অধিকার
কবে পাবো বলো?
আমার ফসলী যন্ত্রপাতীরা সব
হঠাৎ জ্বলে ওঠা কুপির জলের মত
গলে পড়ে বার বার।
চার পাশ জুড়ে ফসলপতি তাই,
আমিও ভাবি-
একটু ফসল ফলাই।
৮.২.১৪
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১
জ্যোস্নার ফুল বলেছেন: চার পাশ জুড়ে ফসলপতি তাই,
আমিও ভাবি-
একটু ফসল ফলাই।
আমিও তো চাই
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটু ফসল ফলাই
কবিতায় একদিন ফসল ফলবে। নিশ্চিত।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
নইলে যন্ত্রপাতি বিকল
হলে আবার বিশাল সমুস্যা 

দারুন। কৃষকের ইচ্ছা শিঘ্র পূরণ হোক...
আর কথায় বলেনা অধিকার কেউ দেয়না- অধিকার আদায় করে নিতে হয়