![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনারে করি সখা...
এইখানে, এই শ্যাওলা ভরা নদীর ধারে
ধূলোমাখা রাস্তারা, মনে রেখেছে তোমার
গোলাপী জুতো, প্রিয়া;
এইখানে উঠতি শহরের এক দালানের ইটে ইটে
গেথে আছে, তোমার শরিরের গন্ধ, মরচে ধরা
মনের সুখোল্লাস, খসে পড়া চুলের বিছানা।
এইখানে, কতগুলো চাদরে তোমার ঠোটেরা
লুটোপুটি খেয়েছে; রাত, ভোর, সন্ধ্যা। মদিরারা
নি:শ্বেস হয়েছে গেলাসে গেলাসে,
ধোয়ার কুন্ডলীতে ভরে গেছে- বাতাসের সুখ;
প্রিয়া, তোমার গোঙ্গানীতে ঘামে ভিজে অস্থির সস্তা পুরুষ,
এইখানে বুকেরা বিশ্বস্ত, ভালোবাসে বলে ভালোবেসে
মুঠিতে স্তনের পরশে খসে পড়ে শাড়ির গিট;
ভাজেরা স্পষ্ট অঙ্গে, রঙ্গে, ঢঙ্গে।
এইখানে, এই জানলার ধারে আজো লুকিয়ে লুকিয়ে
তাকিয়ে রয় ঈশ্বর, তোমাকে দেখবে বলে প্রিয়া,
এইখানে, এই দালান একলা পড়ে আছে। তা'তে কি?
এমন অসংখ্য দালানই তোমার জন্যে একলা
পড়ে থাকবে, কতজন, কতকাল।
১৯।১২।১৫
©somewhere in net ltd.