![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূত্রঃ সুরা আল-ক্বামার(৫৪); আল-কুরআন। [দয়া করে পড়ুন ও মন্তব্য করুন - যদি কারও অস্বিকার করার সাহস থাকে!!!] ১) আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত যে, 'মক্কাবাসী রাসূলুল্লাহ (সাঃ)-কে তার নবুওয়াতের নিদর্শন(মুজেযা) দেখানোর দাবী জানাল। তিনি তাদেরকে আঙ্গুলের ইশারায় চাঁদ'কে দু'খণ্ড করে দেখালেন । এমনকি তারা দু'খণ্ডের মাঝে হেরা পাহাড়কে দেখতে পেল"। ২) আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিতঃ তিনি বলেন, 'যখন চাঁদ দ্বিখন্ডিত হয় তখন আমরা নবী(সাঃ)-এর সঙ্গে ছিলাম । তিনি আমাদেরকে বললেন, তোমরা সাক্ষী থাক। তখন আমরা দেখলাম চাঁদের একটি খণ্ড হেরা পাহাড়ের দিকে চলে গেল"। ***সহীহ বুখারীঃ ৩৮৬৮-৭১ 'চাঁদকে দুই খণ্ড করা' অধ্যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে সুরা আল-ক্বামার(৫৪) নাযিল হয়। যার শুরু হ’লঃ ["ক্বিয়ামত আসন্ন। চন্দ্র বিদীর্ণ হয়েছে। ‘তারা যদি কোন নিদর্শন (যেমন চন্দ্র দ্বিখন্ডিত করণ) দেখে, তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে, এটা তো বড় শক্ত জাদু’। ‘তারা মিথ্যারোপ করল এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করল। অথচ প্রত্যেক কাজই স্থিরীকৃত"]। আল্লাহ বলেছেনঃ اقْتَرَبَتِ السَّاعَةُ وَانشَقَّ الْقَمَرُ(1 কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। The Hour has drawn near, and the moon has been cleft asunder (the people of Makkah requested Prophet Muhammad SAW to show them a miracle, so he showed them the splitting of the moon). وَإِن يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُّسْتَمِرٌّ(2 তারা যদি কোন নিদর্শন (যেমনঃ চন্দ্র দ্বিখন্ডিত করণ) দেখে, তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে, এটা তো চিরাগত/বড় শক্ত জাদু’। And if they see a sign, they turn away, and say: ”This is continuous magic.” وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَاءهُمْ وَكُلُّ أَمْرٍ مُّسْتَقِرٌّ(3 ‘তারা মিথ্যারোপ করল এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করল। অথচ প্রত্যেক কাজই স্থিরীকৃত। They belied (the Verses of Allâh, this Qur’ân), and followed their own lusts. And every matter will be settled [according to the kind of deeds (for the doer of good deeds, his deeds will take him to Paradise, and similarly evil deeds will take their doers to Hell)]. *** সুরা ক্বামারঃ আয়াতঃ ১-৩। মন্তব্যঃ এই ঘটনা দেখার পরও মক্কাবাসী কাফেররা ঈমান আনে নাই। আমাদের মাঝেও কিছু লোক আছে যারা আল্লাহ ও রাসুল'কে মুখে মুখে স্বিকার করে - কিন্তু মক্কাবাসী কাফেরদের মত অন্তর থেকে মেনে নেয়না।
২| ২৬ শে জুন, ২০১৫ রাত ৩:০২
হানিফঢাকা বলেছেন:
৩| ২৬ শে জুন, ২০১৫ ভোর ৪:১৫
আমি মিন্টু বলেছেন: সুবহানাল্লাহ
ভালো শেয়ার
৪| ২৬ শে জুন, ২০১৫ ভোর ৪:৩৭
নতুন বলেছেন: ডা: জাকির নায়ক কিন্তু এটা নিয়ে তেমন উতসাহ দেখায় না। কেন?
তিনি বলেন এই সব আগে হয়েছে এখন প্রমান করা যায়না।
চাদ কি বাস্তবেই দ্বিখন্ডিত হয়ে আবার যোড়া লাগানো সম্ভব?
না কি ঐ সময়ে কোন চন্দ্র গ্রহন হয়েছিলো এবং তা পরে এই রকমের কাহিনি তে পরিনত হয়েছে?
৫| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:১০
হানিফঢাকা বলেছেন: That was a prophecy by God and was fulfilled. Here the word Split does not mean to divide in to two part.
When did the prophecy come to pass? To answer that, one must keep the prophecy in mind: “The moon has split.” This is a metaphor. Parts of the moon have left its surface. They no longer are part of the moon. So, the prophecy does not refer to the landing on the moon or to the first step made by Neil Armstrong but to the fact that Armstrong and Aldrin collected 21 kilograms of lunar rocks to bring back to earth. The prophecy was fulfilled at the very moment the astronauts left the moon in the lunar module containing 21 kilograms of rocks that had belonged to the moon. This can be confirmed by checking the definition of “split” in any dictionary, among the definitions given by Dictionary.com are – “to divide, disunite, separate” The date this prophecy came to pass was on July 21 1969. The moment the prophecy was fulfilled is confirmed by the hour of departure of the lunar module, which left the lunar surface at 17:54:1 (Universal Time) or 1:54:1 (EDT) and as you have seen above, verse 54:1 is the verse that deals with the prophecy. Still not convinced? Lets read the following verses after (54:1)
৬| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:২০
হানিফঢাকা বলেছেন: The use of the past participle here and at many other points in the Qur’an reflects the certainty of things to happen
Then there are fabricated Ahadith which go on to say that the exalted Prophet split the moon into two halves pointing a finger at it! Additional reports want us to believe that one half of the moon then came down, entered the collar of the Prophet and exited through his sleeve. Not only all this is contrary to the Qur’an and to reason, the whole story defeats its own validity. It fails to name a single person present there who was awestruck by this ’miracle’ and embraced the message as a result. The Qur’an is a Book consistent with itself and vehemently rejects any notions contrary to reason and to the changeless universal laws
৭| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ
৮| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:০২
আরণ্যক রাখাল বলেছেন: রাসুলদের ভাগ্য ভাল যে ওরা আদিম যুগে পয়দা হয়েছিলেন, এখনকার যুগে হলে পাগল আখ্যায়িত হতেন| আদিমতার প্রতি মানুষের বাধ্যতার কারণেই ধর্মগুলো টিকে আছে, না হলে ইতিহাস বইয়ে খুঁজতে হত
৯| ২৭ শে জুন, ২০১৫ রাত ১:০১
নতুন বলেছেন: which left the lunar surface at 17:54:1 (Universal Time) or 1:54:1 (EDT) and as you have seen above, verse 54:1 is the verse that deals with the prophecy. Still not convinced?
@ হানিফ ভাই:-
কোরানের আয়াতের ক্রম এবং নম্বর কিন্তু রাসুলের সা: অনেক পরেই দেওয়া হয়েছে?
তাহলে ঐ আয়াত নম্বর ৫৪:১ কিন্তু মানুষের দেওয়া সিরিয়াল নং, এটাকে কিভাবে মিরাকেল হিসেবে দেখেন?
১০| ২৭ শে জুন, ২০১৫ সকাল ৮:৩২
মিতক্ষরা বলেছেন: " রাসুলদের ভাগ্য ভাল যে ওরা আদিম যুগে পয়দা হয়েছিলেন, এখনকার যুগে হলে পাগল আখ্যায়িত হতেন| "
রাসুল (সা) দের সবসময়েই পাগল ঠাউরানো হয়েছে। নূহ (আ) যখন নৌকা বানাচ্ছিলেন, তখন উনাকে নিয়ে যথেষ্ঠ ঠাট্টা মস্করা হয়েছে।
১১| ২৭ শে জুন, ২০১৫ সকাল ৯:১৪
নরাধম বলেছেন: মিতক্ষরারা সাথে একমত। সব নবী/রাসুলগনকেই পাগল/জাদুকর/মিথ্যাবাদী বলে প্রচার করেছে তাদের সময়ের লোকজন।
@আরণ্যক রাখাল, আপনি যদি মনে করে থাকেন রাসুল (সাঃ) এসে একটা ধর্ম প্রচার করা শুরু করার পর লোকজন সবাই দলে দলে সে ধর্ম পালন করা শুরু করেছে, তাহলে বুঝাই যায় আপনি ধর্মের ইতিহাস সম্পর্কেই নিতান্তই অজ্ঞ।
আর ধর্মগুলো কেন টিকে আছে সে বিষয়ে আপনার জ্ঞানগর্ভ ব্যাখ্যা শুনে বেশ আমোদিত হলেম মশাই। সেরকম অন্ধবিশ্বাস নিয়ে থাকেন, আর নিজেকে আধুনিক বলে বাহবা দেন, খারাপ না। ধর্মগুলো কেন টিকে আছে সে বিষয়ে আপনার আরো বলদামি মার্কা ব্যাখ্যা থাকলে শেয়ার করেন, আকটু আমোদ করি।
১২| ২৭ শে জুন, ২০১৫ সকাল ১১:৫১
হানিফঢাকা বলেছেন: It has been absolutely a wrong idea that Quran was arranged after the exalted prophet demise. The internal evidence of Quran says complete different things. You can check it by yourself. However, even you think the timing and verse number is coincident, it does not matter because the main part of the prophecy fulfilled when they took out stones out of the moon. That was the actual theme.
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৫ রাত ২:০৪
লাল পাহাড় বলেছেন: