নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজা খোলা আছে, চলে আসুন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা

"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা › বিস্তারিত পোস্টঃ

অন্তর্বাস* মানে কি! B:-)

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৫





বালক: আচ্ছা বলত অন্তর্বাস মানে কি!

বালিকা: এ্যা মা, তোমার মুখে কিছুই আটকায় না! যাও পাজি ভাগ, কথা বলব না।

বালক: সে কি ক্যানো, আমি আবার কি করেছি! এই বলনা অন্তর্বাস মানে কি?

বালিকা: ইশ্, আবার! আমি এক্ষুনি উঠলাম। দিন দিন তোমার বাড় বেড়ে যাচ্ছে। লাই দিলাম কি মাথায় উঠে যাচ্ছো, ছি!

বালক: মানে!

বালিকা: মানে আবার কি! অসভ্য কোথাকার।

বালক: এই, তুমি এমন করছ কেন! বলনা অন্তর...

বালিকা: খবরদার! এই আমি চললাম। নিজের ইতরামী চরিত্র নিয়ে এই সব অসভ্যতা অন্য মেয়েদের সাথে করো। তুমি যা ভেবেছ আমি সে মেয়ে নই। বাই বাই। X((



বালক: একটা কবিতা লিখছিলাম, অন্ত মিলের জন্য একটা শব্দের অর্থ শুধু তোমারে জিগাইছিলাম! আমারে ছাইড়া এইরম কইরা যাইও না প্লিজ, কবিতাটা অন্তত শুইনা যাও |-)



তোমার অন্তরে আমার বসবাস

আমি তোমার রঙ্গিন অন্তর বাস...








* নির্মল মনে ব্লগের সকল নিরিহ কবিদের উদ্দেশ্যে নিবেদিত B-)





মন্তব্য ১৩৩ টি রেটিং +৪০/-৫

মন্তব্য (১৩৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৯

রাতমজুর বলেছেন: :| এ্যাডেল মেটিরিয়াল :|

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৩

লাল দরজা বলেছেন: ঐ ছেড়ির মত অপ্নের মিঞা মনের চিন্তা খারাপ, অনরে যেই বসবাস তারেই কয় অন্তর বাস। ছি ভালোবাসাও বোঝেন না! ছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৯

লাল দরজা বলেছেন: অনরে = অন্তরে

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১২

আশরাফ মাহমুদ বলেছেন: হা হা.......।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৩

লাল দরজা বলেছেন: ভাল হইছে না? :)

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১২

কন্টক বলেছেন:
খেক খে ক

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৫

লাল দরজা বলেছেন: সাইয়াগ মাথায় কবে যে বুদ্ধি অইব, সেটাই ভাবতে ছি!

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২১

লাল দরজা বলেছেন: সাইয়া = মাইয়াগ

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৪

আরিফুর রহমান বলেছেন: আপিত্তি জানামু কিনা ভাবতাচি!

;)

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৬

লাল দরজা বলেছেন: কেম্নে কি! মাইয়াডা ত গেল গিয়া :(

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৬

আশরাফ মাহমুদ বলেছেন: আলবত ভালো হইছে.......।

আপনার নিজের লেখা? ;)

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৯

লাল দরজা বলেছেন: আলবত নিজের লেখা, এক্ষুনি লিখতে লিখতে মনে হইল। সারা রাত না ঘুমালে এমনই ত হবার কথা! কি বুঝাইতে কি বুইজ্ঝা ফেলে! ;)

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৮

আরিফুর রহমান বলেছেন: মাইয়ার বিরুদ্দে ফীডব্যাকে মেইল দ্যান!

মডারেটরগুলা করেটা কি!



কোবতে বুজে না এমন মাইয়াগিলিরে....

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:২২

লাল দরজা বলেছেন: আমি ডরে ডরে আছি ভাই :-*

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০৩

লুলুপাগলা বলেছেন: আপনে কখনোই এই মাইয়ার অন্তরে ছিলেননা তাই সে চইলা গেছে। দুঃখু পাইয়েন না, আবার ট্রাই দেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:০৬

লাল দরজা বলেছেন: থ্যান্কু, পরামর্শ মনে থাকবো। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১১

লাল দরজা বলেছেন: ;)

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪১

নিশাচর বলেছেন: পিলাচ................+

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫

লাল দরজা বলেছেন: পি লাচ! :)

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৪

নাজিম উদদীন বলেছেন: ছি, অসভ্যতা করে না। মেয়েদের সাথে ফুল, প্রকৃতি নিয়ে কথা বল।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪২

লাল দরজা বলেছেন: তাইত! আফছোস্ একটা মাইয়াও এই পোষ্টটা পড়ল না, সব পোলা পোলা। :(

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:১৩

বিডি আইডল বলেছেন: খিকজ...জবর হইছে

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৭

লাল দরজা বলেছেন: আফছোস্ একটা মাইয়াও এই পোষ্টটা পড়ল না, সব পোলা পোলা। :(

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:১৭

মুনীর উদ্দীন শামীম বলেছেন: হা হা.............না হেসে পারলাম কই????????????

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬

লাল দরজা বলেছেন: হাসুন প্রান খুলে, হাসলে জ্বরাব্যাধী কম হয় জানেন ত :)

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০৩

মুহিব বলেছেন: হাহাহাহহাহাহা

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৯

লাল দরজা বলেছেন: :) :) :) হা হা জা শে!

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:২৪

পথিক মানিক বলেছেন: :) :);)

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৬

লাল দরজা বলেছেন: :) :);)

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৬

লুকার বলেছেন:

একটা কলেজে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করতে গিয়া স্থানীয় এম পি বক্তৃতায় কইছিল- আপনাদের আরো বেশী বেশী ইন্টারকোর্স কম্পিটিশনের ব্যবস্থা করবেন।
এগুলা দেশের জন্য খুব দরকার।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৪

লাল দরজা বলেছেন: ভাল কথা বলেছেন। বেশী বেশী ইন্টারকোর্স কম্পিটিশনের ব্যবস্থা করা হউক।
এগুলা ব্লগারদের জন্য খুব দরকার। তারা সারাক্ষন সব কিছু বাদ দিয়া মনিটরের দিকে কাউয়ার মত চাইয়া থাকে খালি!

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৫

নাঈম বলেছেন: হা হা শে

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮

লাল দরজা বলেছেন: :) :) :) হা হা জা শে!

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৭

শরৎ চৌধুরী বলেছেন: পোলাটা একটা পবিত্র কথা বলছে!

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩১

লাল দরজা বলেছেন: পবিত্র না পবিত্রতম কথা কোন টা? :)

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৯

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: কালাআর গুলা কইয়া দিলেও ভালা হইত...

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮

লাল দরজা বলেছেন: যেই কথা কইলেন, মাথার চুল খাড়াইয়া গেল অপ্নের মত ;)

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪২

কাক ভুষুন্ডি বলেছেন: অচলীল লিখা ;)

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫

লাল দরজা বলেছেন: কেম্নে কি! লেখা নয় কাউয়ার দৃষ্টি অচলীল ;)

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪২

ফয়সল নোই বলেছেন: :) খারাপ লোক

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩১

লাল দরজা বলেছেন: মোটেই না, খারাপ লোক হইলে বোকার মত অন্তর্বাসের অর্থ জিগায় কেউ! খারাপ লোক হইল তারা যারা ভাজা মাছটি ঠিকই উল্টে খায়। হা হা :)

২০| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৬

মেসবাহ য়াযাদ বলেছেন: অন্তর বাস
(হাতে হারিকেন)
ভেতরে বাঁশ...

কবি হবার জন্য
নিত্য হাঁস ফাঁস...

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৯

লাল দরজা বলেছেন: আফছোস্ একটা মাইয়াও এই পোষ্টটা পড়ল না, সব পোলা পোলা। :(

২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২

বেয়াকুফ বলেছেন: মাইয়ারা পুস্ট পড়ে নাই? কেমনে বুজলেন? সব অফলাইনে গিয়া পরসে। নায়লেতো এটলিস্ট একজনও সরল মনে ঢুকতো নাকি?;)

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৫

লাল দরজা বলেছেন: রাইট ইউ আর, এই ভাবে ত ভেবে দেখি নাই ;) সাদা দিলে রং লাগাই দিলিরে জরি না সাদা দিলে রং লাগাই দিলি। হা হা চে প যা :) :) ;)

২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫১

রাতমজুর বলেছেন: :-* এই অচলিল পুষ্ট অহনতরী আচে :-*
দেখি লালদরজার লাল বোতামটা চেপে ;)

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৭

লাল দরজা বলেছেন: মানুষের ভালবাসায় অন্ধ হইয়া গেছি, এত ভালবাসা আর মুছতারলাম না ;)

২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৭

মানুষ বলেছেন: ভাল লাগিল

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

লাল দরজা বলেছেন: আফছোস্ একটা মাইয়াও এই পোষ্টটা পড়ল না, সব পোলা পোলা। :(

২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬

পথিক!!!!!!! বলেছেন: আসলে কি হবে.....

অন্তরেরর মধ্যে আবাস < মধ্যপদলোপী>
অন্তরেরর রূপ আবাস < রূপক কর্মধারয়>
অন্তরের ন্যায় বাস < উপমিত কর্মধায়র>
আবাস অন্তরের ন্যায় < উপমান কর্মধারয়>
যেমন অন্তর তেমন বাস < ?>
যেখানেই অন্তর সেখানেই বসবাস< ?>
অন্তেরর উপর লেবাস


২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬

লাল দরজা বলেছেন: বাহ! এতক্ষনে এই পোষ্টটি জ্ঞ্যানী হইল। পথিক আপ্নাকে ধন্যবাদ।

২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

জুয়েল বিন জহির বলেছেন: কি যে কমু !

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লাল দরজা বলেছেন: আসলেই!

২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫০

পথিক!!!!!!! বলেছেন: লজ্জা

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৯

লাল দরজা বলেছেন: বেশী না কম? লাল না বেগুনী! তাতো কইলেন না B-)

২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১

ফারহান দাউদ বলেছেন: পথিক ভাই বাংলায় লেটার পাইসিল মনে হয়:(

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১২

লাল দরজা বলেছেন: বাংলায় লেখলে ত বাংলাতেই পাইব ;)

২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

রোদ্দূর মিছিল বলেছেন: হা হা হা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৫

লাল দরজা বলেছেন: :) :) :) হাতল ধইরা রাখেন, নইলে হা হা চে প যাইবেন B-)

২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২২

ফাহমিদুল হক বলেছেন: তোর অন্তরে আমার বসবাস
আমি তোর রঙ্গিন অন্তর-বাস
তবুও দেখি আমায় ছাড়তে চাস ...

(অন্তর-বাস>হাইফেনটা দিলে অর্থ অধিক পরিস্কার হয়। অবশ্য
"কথোপকথনে '-' দেবার উপায় নাই
'-'বিনে প্রেমিকা চলিয়া যায়"।)

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৪

লাল দরজা বলেছেন: ছি স্যার, শেষমেষ আপ্নেও 'ডেশ' দিতে চান! :-*

৩০| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৭

প্রশ্নোত্তর বলেছেন:

এই মাইয়া কি মডু প্যানেলে আছে নিহি?

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৪

লাল দরজা বলেছেন: অারে কি মুষ্কিল, এ পোষ্টেরত কোন ব্যাক্তিগত উদ্দেশ্য নাইগ দাদা। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৬

লাল দরজা বলেছেন: ইহা একটি নেহায়েত সামাজিক পোষ্ট।

৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২১

মুর্তজা হাসান খালিদ বলেছেন: হায়রে কবি ! আর তার কবিতা !! হায়রে ছন্দ ধুর অন্ত মিল !!! ঠিক এই রকম : কি সুন্দর জোৎস্নার রাতি :: আকাশেতে উড়ে যায় এক ঝাক হাতি !! কিরাম কবতে হে হে হে.......

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৬

লাল দরজা বলেছেন: ভাল হয়েছে :) :) :)

৩২| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৭

শরৎ চৌধুরী বলেছেন: শাহবাগের অন্তরে দোকানে বসে ভেতরের হাঁসফাঁস= অর্ন্তবাস
অন্তরের অনেক দূরে প্রত্যঙ্গ সন্ধানী যে পোশাকের বসবাস= অর্ন্তবাস..
......................
.......................

২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৩

লাল দরজা বলেছেন: বেশ ভালো লাগছে দেখে, লেখাটি ক্রমান্নয়ে গুরুতর রূপ ধারন করিতেছে। :) :)

৩৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৮

প্রশ্নোত্তর বলেছেন:

দাদা আমার কোশ্চেনটাও নেহাত সামাজিকই কিনা!

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৭

লাল দরজা বলেছেন: আস্তে আস্তে একটি বোকারাম পোষ্ট কি করিয়া জ্ঞ্যানি লোকের ফোরাম হইয়া উঠিতেছে। আমি খুশি, আমার ব্লগ লেখা সার্থক। B-)

৩৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৯

মিঞা ভাই বলেছেন: ভাল্লাগছে

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪১

লাল দরজা বলেছেন: আপ্নের ভাল্লাগছে শুনে আমারও ভাল্লাগতেছে ;)

৩৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

রুবেল শাহ বলেছেন: হুয়াক্কা হুয়া..................

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩০

লাল দরজা বলেছেন: শাহ্ সাহেব শেয়াল ডাকেন ক্যান ;)

৩৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩১

রুবেল শাহ বলেছেন: হু হু হু হুয়াক্কা হুয়া.....................

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৭

লাল দরজা বলেছেন: ভাই লোগ ব্লগে একটি শেয়াল ঢুকিয়াছে, আপ্নেরা নিজ নিজ খোয়াড়ের মুরগী সামলান :) :) ;)

৩৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৪

মুকুল বলেছেন: :|

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৩

লাল দরজা বলেছেন: কি সমস্যা ভাইডু :) :) ;)

৩৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৬

এস্কিমো বলেছেন: অশলিল পুষ্ট - রোজার মাসের মাইনাস :)

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১২

লাল দরজা বলেছেন: ভাইজান কি অবস্তা? বরফ আইছে! দোয়া রাইখেন ভূমিকম্প থেইকা যেন বাঁইচ্চা থাকতে পারি। :)

৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৬

রুখসানা তাজীন বলেছেন: মেয়েরা কেন যে এমন হয়!!! ধেত্তেরি।

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৮

লাল দরজা বলেছেন: কি সাংঘাতিক বলেনত!

নিজের অন্তরে যাহার সকল বসবাস
তাকে কি কেউ এমন, করে হতাশ!

৪০| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৬

লাল দরজা বলেছেন: B-)

৪১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৯

মাহবুব সুমন বলেছেন: লাল ভাই কেমন আছেন ? কাজ কর্ম কেমন চলছে ?

২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩০

লাল দরজা বলেছেন: ওই মিয়া আপ্নে কই আপনেরে খুজিত! ঐ যে ঐ লোকের ত একটা জবানবন্দি লইয়া দিতে হইবে আমারে। সে কি আপ্নের শহরে থাকে না কই থাকে? তারে ত একটু ক্যামেরায় ধারন করতে হবে। নো রাশ, বাট ষ্টিল হায়াত-মৌতের কথাত বলা যায় না:)

৪২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৪

বিবর্তনবাদী বলেছেন: লা হাওলা ওয়া.................. আলিউল আজি। নাউযুবিল্লাহ।

রোজা রমজানের দিনে অন্তর বাসের কতা চি চি চি;)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২০

লাল দরজা বলেছেন:

প্রতিটি মোছলমানের জীবনে চাই সংযমী বসবাস,
সে কারনে রোজাও মোদের আরেক অন্তরবাস।

৪৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৪

পাপী বলেছেন: লা হাওলা ওলা কুয়াতা....! নাউযুবিল্লাহ। ;)

২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

লাল দরজা বলেছেন: প্রতিটি মোছলমানের জীবনে চাই সংযমী বসবাস,
সে কারনে রোজাও মোদের আরেক অন্তরবাস।

৪৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৮

মাহবুব সুমন বলেছেন: পাত্তা লাগাচ্ছি। কাল/পরশু খোঁজ জানাবো ইনশাল্লাহ

৪৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৩

রাশেদ বলেছেন: হা হা!

এইটা আপ্নের কিরিয়েতিভ পুস্ট! :P

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫৩

লাল দরজা বলেছেন: দেখছেন, কি সব লেখা ইচ্ছা হইলেই যখন তখন বাইর কর্তে পারি! সো কথা কইতে হুশ্ কইরা X(

:P

৪৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪৫

েজবীন বলেছেন: লেখক বলেছেন: বেশ ভালো লাগছে দেখে, লেখাটি ক্রমান্নয়ে গুরুতর রূপ ধারন করিতেছে।


লালভাইয়ের মোষ্ট ক্রিয়েটিভ পোষ্ট!!!! :D :D

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:০৭

লাল দরজা বলেছেন: লজ্জায় মরে যাই :#>

৪৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৫০

পলাশমিঞা বলেছেন: অর্থ

ভিতরে পরবার বস্ত্রাদি, গেঞ্জি, ফতুয়া শেমিজ বক্ষবাস, কৌপীন ইত্যাদি।

তয় লেংটি না ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫১

লাল দরজা বলেছেন: মিঞা সাহেব আপ্নের তথ্যপূর্ন মন্তব্য এই পোষ্টের গুরুত্ব আরো বাড়িয়ে দিল কয়েক গুন। শুভেচ্ছা, শুভ ব্লগিং :)

৪৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৮

রাশেদ বলেছেন: হো! তাই তো দেখতেছি। :P

অন্তর্বাস ( র ফলা আলাদা!) নিয়ে নেশ চিন্তিত! গাউসিয়ার আশেপাশে বেশি ঘুরাঘুরি চলে মনে হয়! =p~

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩৭

লাল দরজা বলেছেন: না ভাইডু তা মোটেও না। আমার ব্যাফার অন্য যায়গায়, সময় হইলে বলমুনে। শুভেচ্ছা, ঈদ মোবারক:)

৪৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩৮

রাশেদ বলেছেন: আপ্নের অনুশঠানের লাল শাড়ি পড়া প্রেজেন্টারকে মুনে ধর্ছে! তার ফুন নাম্বার দর্কার! B-)

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৩

লাল দরজা বলেছেন: লাল শাড়ী আবার কে পর্ল, লিংন্ক চাই।

৫০| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৩৯

জাতিশ্বর বলেছেন: তয় কাগু ঝাপ্পি খুইল্লা চমুক দেহানোর থিমডা বালা।লেখায় পিলাচ।

৫১| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৪

রাশেদ বলেছেন: http://uk.youtube.com/watch?v=gFDgv2CHeZo

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫০

লাল দরজা বলেছেন: ও শী ইজ আনিকা। দুই মাসের লাইগা বাংলাদেশে আইছে এখন। আমি ওরে লইয়া একটা নাটক বানানের পায়তারা করতেছি, নিজেরে নায়ক ভাবলে আর ভাল বাইক চালাইতে পার্লে আইয়া পড়েন লায়ক বানাইয়া দেই ;)

৫২| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫২

রাশেদ বলেছেন: লাইকাকে একানে পাটিয়ে দিন। সুখে শান্তিতে থাকবে আমার সাথে! :D

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩৮

লাল দরজা বলেছেন: হের ত এম্নিতেই সুখের ও অভাব নাই শান্তির ও অভাব নাই, আপ্নের অফারটাত তেমন আলাদা কিছু না কি ঠেকা পড়ছে কন। মাইয়া কানাডিয়ান, যখন তখন দিতে পাড়েন উড়ান। তারে আপ্নে লন্ডনের কথা যতই কপ্চান, ড়লবে না তাতে তার মন কিম্বা প্রাণ। ;)

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪৫

লাল দরজা বলেছেন: ড়লবে = গলবে

৫৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪০

কৌশিক বলেছেন: খলনায়ক ভাবলে হবে? দুএকটা রেপের সিন থাকলেই হইলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৯

লাল দরজা বলেছেন: ধর্ষক কৌশিকের কঠিন বিচার দাবী করছি। ঈদের জামাতের পর তাঁকে জাতীয় ঈদগায়ে বেজোড় সংক্ষক দোড়রা মারা হউক।

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৩

লাল দরজা বলেছেন: ;) টিয়াও

৫৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫২

কালপুরুষ বলেছেন: অন্তর ঘিরে যার বসবাস।

অন্তরেই যার প্রকৃত নিবাস।

অন্তরে যার আদি নিবাস।

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

লাল দরজা বলেছেন: বাহ্, বাহ্, বাহ্,... ;)

৫৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৪

পলাশমিঞা বলেছেন: লালভাই ভালানী? ঈদ মোবারক!!!!!!!!!!!!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭

লাল দরজা বলেছেন: আছি ভালাই, আন্নেরেও ঈদ মোবারক!!!!!!!!!!!!! :)

৫৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:০৩

বেয়াকুফ বলেছেন: অন্ত্রে বাস => অন্তর্বাস
ক্ষুদ্রান্ত্রে বাস => ক্ষুদ্রান্তর্বাস
বৃহদান্ত্রে (মলাশয়ে) বাস => বৃহদান্তর্বাস;)

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

লাল দরজা বলেছেন: বাস => দূর্গন্ধ

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০

লাল দরজা বলেছেন: বেয়াকুফ আর ককে বলে ;)

৫৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অন্তর্বাস অর্থ তো আমি অন্তর্বাস বলেই জানতাম (আমাদের ছোটবেলাকার কথা বলছিলাম আর কী), লেখক কি বলতে চান যে অন্তর্বাস অর্থ অন্তর্বাস নয়? তাহলে কি বহির্বাসই ধরে নেব এর অর্থ? দেখি অভিধান কী বলে!

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৪

লাল দরজা বলেছেন: আপ্নে দেইখা জানাইয়া যাইয়েন।

৫৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০৫

রক্তাক্ত যোদ্ধা বলেছেন: আরে ভাই, একি পোষ্ট দিলেন.................একেবারে ফাটিয়ে ফেলেছেন...........:D

আমিতো হাসতে হাসতে শেষ। তবে মডুদের থেকে একটু সাবধান থাকবেন।

০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১২:৩৭

লাল দরজা বলেছেন: আহাহাশে :) :) :)

৫৯| ০১ লা অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৯

রাশেদ বলেছেন: তাইলে আমি ক্যানাডা যাবো!! ইমিগ্র্যান্ট বিয়া করুম, সারা জীবন আরামে থাকুম! :P


লাইলি তুমি আসো ফিরিয়াআআআআআ! থুক্কু আনিকা!

০১ লা অক্টোবর, ২০০৮ ভোর ৫:১৩

লাল দরজা বলেছেন: হায়রে কপাল! শেষ। আশা ভরসা সব শেষ!:P

৬০| ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:২২

লাল দরজা বলেছেন: চাইছিলাম না ঠেলতে, রাশেদরে লগ্ড ইন দেইখা ঠেলাডা দিয়া দিলাম। রাশু ভাই এই পোষ্টটা কেমুন ভাল ছিল না!;)

৬১| ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:০৭

লাল দরজা বলেছেন: :) এই পোষ্টের আজ এক বছর পনর দিন পুরণ হইল।

৬২| ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১১

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: অসাধারণ

৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২৯

লাল দরজা বলেছেন: এক সময় কত কি লিখছিলাম এই ব্লগে :)

৬৩| ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২২

নাঈম বলেছেন: খেক খেক খেক =p~ =p~ =p~

৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫১

লাল দরজা বলেছেন: আহ্হারে বর্ষ পূর্তি হইল এই পোস্টের! মনটা চাইতাছে খাশি জব দিয়া কাচ্চি রাইন্দা পাট্টি দেই। আফসোস, পুরানা দিনের সেই সব ব্লগার রা কে কোথায় আজ ছইলা গ্যাছে! ;)

৬৪| ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৩০

সীমানা ছাড়িয়ে বলেছেন: বেপুক মজাক হইছে।

৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৭

লাল দরজা বলেছেন: আগে কি সন্দর ব্লগ লেখিতাম :) :D B-) :P :) :D B-) :P

৬৫| ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৫৮

হাসান মাহবুব বলেছেন: সেরাম

৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:০৮

লাল দরজা বলেছেন: :-B

৬৬| ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:০৮

লাল দরজা বলেছেন: :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.