![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
রেডিওতে রাত পোনে এগারোটার দিকেটিকে অথবা ভর দুপুরে সিনেমার গান বাজতো। রাতে ঘুমাবার সময় আস্তে করে এমন গান শুনতে শুনতে চোখের পাতায় ঘুম নেমে আসতো। এই সিনেমাটির নাম দাতা হাতেম তাই। ছবিটা দেখেছিলাম আমার মেঝ ভাই আর ছোট মামার সাথে আদমজীর পাশে মুন লাইট সিনেমা হলে। উমা ইসলামের গাওয়া গান। কে লিখেছেন সুর করেছেন জানি না। ছবির পরিচালক কে ছিলেন তাও জানি না। নায়ক সোহেল রানা নায়িকা শাবানা। গানে ঠোঁট মিলিয়েছেন শুভ্রা আর তাঁর সাথে আমির হোসেন বাবু। বাবু ছিলেন চলচ্চিত্রের নৃত্য পরিচালক, অভিনয় ও করতেন। গায়িকা সাবিনা ইয়াসমিন কে বিয়ে করে ছিলেন। পরে তাঁদের ছাড়াছড়ি হয়, বাবু মারা গেলেন। শুভ্রা ছিলেন সেকেন্ড নায়িকা খল চরিত্রে ক্যাবারে ডান্সারের চরিত্রে অভিনয় করতেন শুভ্রা দে। আসামী হাজির নামে দেওয়ান নজরুল এর একটা একশন ছবি ছিল সেইরকম ফাইটিং সিনেমা! সম্ভবত ওই ছবিতেই শুভ্রার একটা নাচের গান ছিল, আগুন লেগেছে লেগেছেরে সে আগুন পানিতে নেভেনা রো... শুভ্রার সেই নাচের কথা মনে আছে এখনো। শেষ কবে তাঁকে অভিনয় করতে দেখেছি মনে পড়ে না। জানি না কোথায় আছেন তিনি, কেমনইবা আছেন!
শৈববে রাতের বেলায় শুয়ে শুয়ে পাঁচমিশালি গানের আসরে শোনা সেই গান গুলি এখনো রাত হলে ইউটিউব থেকে খুঁজে খুঁজে শুনতে ভালো লাগে। আর এই ভালোলাগাটা যাদের কারনে তাঁদেরও নিশ্চয় এই গানগুলো নিয়ে অদ্ভুত কোন ভালো লাগা আছে নয়তো তাঁরাই বা কেন খুজে খুজে এই সমস্ত গানগুলি আপলোড করে বসে আছেন! ভিডিও গুলির ভিউয়ার সংখ্যা তেমন না, হয়ত এক দেড়শো হবে। পৃথিবীর অন্য কোন প্রান্তে আমারই মত নিদ্রাহীন কেউ হয়ত কখনো এমনি করে শুনবেন এই সব গান। ভাবতে অবাকই লাগে। Thanks for uploading the song man! (y)
http://www.youtube.com/watch?v=8iKzvmgPF_M
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
লাল দরজা বলেছেন: হুম, হতে পারে ইবনে মিজান এর ছবি এটা। ছবিটা ১৯৭৫ সালের এই তথ্যটিও জানা হলো আপনার মন্ত্যব্যর কারনে। ধন্যবাদ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৫
খেয়া ঘাট বলেছেন: সুন্দর একটা পোস্ট।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
লাল দরজা বলেছেন:
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৬
িটউব লাইট বলেছেন: ভাইজান দেহি পুরান সিনেমার খুব ভক্ত। আমিও। আর গান গুলা অসাধারন। গতকাল সকালে আপ্নার সাথে আমার কথা হইছিল মনে আছে?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৫
লাল দরজা বলেছেন:
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৭
এহসান সাবির বলেছেন: সুন্দর পোস্ট। পুরানো দিনের গান গুলো সত্যি ভালো ছিলো।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৫
লাল দরজা বলেছেন:
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
রাহুল বলেছেন: ভাইজান দেখি মুনলাইট চেনেন? গোধুলি, চাদমহল ,লাভলী,রানীমহল,মতিমহল এগলা চেনেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১০
লাল দরজা বলেছেন: ডেমরার মোড় পেরিয়ে রানীমহল চিনি কখনো ঐ হলে সিনেমা দেখা হয়নি। মতিমহলের নাম দেখেছি বাকী হল গুলো কি ৮০ সালের আগে ছিল? নাম শুনিনি কখনো।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৫
রামন বলেছেন:
আমি এই ছবিটি মুক্তি পাবার কিছু দিন পর প্রেক্ষাঘরে দেখেছি । সম্ভাবত ছবিটি ১৯৭৫ সালের মাঝামাঝি মুক্তি পেয়েছিল।আর ছবিটি ছিল সোহেল রানার ৩য় অভিনীত ছবি। আমার যতটুকু ধারণা ইবনে মিজান ছিলেন এই ছবির পরিচালক। দাতা হাতেম তাই নাচে গানে ভরপুর একটি ফ্যান্টাসি ছায়াছবি। ছবির কাহিনী অনুযায়ী যে দুইজন গান গাইছেন তারা হলেন এক প্রেমিক-প্রেমিকা যুগলের প্রেতাত্মা। ভালবাসার কারণে এই জুটিকে হত্যা করা হয়েছিল। যাইহোক ছবিতে যতগুলো গান ছিল তার মধ্যে এই গানটি এখনও আমার মনে দাগ কেটে আছে।