![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সপ্নবাদী মানুষ।সপ্ন দেখতে এবং দেখাতে ভালবাসী।
আজ প্রেসক্লাবে দেখলাম মীর কাসেম আলীর ফাঁসি দাবিতে বিভিন্ন সংঘটন মিটিং মিছিল করছে, হাই কোর্ট এর সামনে মুক্তিযোদ্দারা মানব বন্ধন করছে, আবার হরতালের প্রতিবাদে সরকারী দল সহ অন্যান্য দল ও মিটিং মিছিল করছে,কিন্তু আমার প্রশ্ন গত কাল যখন সারাদিন লোড শেডিং হলো তখন কাউকে রাস্তায় নেমে মিটিং মিছিল করতে দেখলাম না। তখন আপনারা কোথায় ছিলেন।
২| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৫
ভূতের কেচ্ছা বলেছেন: মীর কাশেম আলীকে স হানুভুতি দেখাতে তার সাথে আপনি ঝুলতে পারেন।
৩| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮
অেসন বলেছেন: গতকাল লোড শেডিং ছিল আপনাকে কে বলল? গতকালতো সারাদিন বিদ্যুতই ছিল না।
লোড শেডিং করবে কিভাবে ? কোনটা বৈদ্যূতিক বিপর্যয় বা দূর্ঘটনা আর কোনটা
লোড শেডিং তা আগে বুঝুন। এই দেশের নাগরিকরা তা বুঝে বলেই মিছিল মিটিং করে না।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬
খেলাঘর বলেছেন:
মীর কাশেম আলীকে স হানুভুতি দেখাতে তার সাথে আপনি ঝুলতে পারেন।
গ্রীড থাকলে উহা নস্ট হবে, রিপেয়ারও হবে।